Current Topics
প্রয়াত বলিউডের কিংবদন্তি অভিনেতা দিলীপ কুমার
Legendary actor Dilip Kumar passes away at 98
- ৯৮ বছর বয়সে মুম্বাইয়ে ৭ই জুলাই শেষ নিঃস্বাস ত্যাগ করলেন বলিউডের ট্রাজেডি কিং দিলীপ কুমার
- সবচেয়ে বেশিবার ফিল্মফেয়ার পুরস্কার পাওয়ার রেকর্ড তাঁর ঝুলিতে
- তাঁর অভিনীত প্রথম চলচ্চিত্র "জোয়ার ভাটা"
- ১৯৯১ সালে পদ্মভূষণ, ১৯৯৪ সালে দাদাসাহেব ফালকে পুরস্কার লাভ করেন।
প্রয়াত বলিউডের কিংবদন্তি অভিনেতা দিলীপ কুমার
৯৮ বছর বয়সে মুম্বাইয়ে ৭ই জুলাই শেষ নিঃস্বাস ত্যাগ করলেন বলিউডের ট্রাজেডি কিং দিলীপ কুমার। ফুসফুসে সমস্যার কারণে গত ৬ই জুন থেকেই তিনি হাসপাতালে ভর্তি ছিলেন। মৃত্যুর সঙ্গে প্রায় এক মাস লড়াই করে অবশেষে ৭ই জুলাই ২০২১, হার মানলেন এই বর্ষীয়ান অভিনেতা।
বলিউডে যাত্রা শুরু “জোয়ার ভাটা” চলচ্চিত্রের মাধ্যমে। তাঁর অভিনয়ের জীবনেও জোয়ার-ভাটা কম আসেনি। ১৯৭৬ সালে পাঁচ বছরের জন্য বলিউড থেকে অবসর নেন। সেখান থেকে যখন ফিরে এসে জিতে নেন সবথেকে বেশি ফিলরফেয়ার পুরস্কার জেতার শিরোপা।
পরিচিতি :
- জন্ম : ১১ই ডিসেম্বর, ১৯২২, পেশোয়ার (ব্রিটিশ ভারত )
- প্রকৃত নাম : মুহাম্মদ ইউসুফ খান
- পিতা : লালা গোলাম সারওয়ার
- মাতা : আয়েশা বেগম
- পত্নী : সাইরা বানু (বর্তমান ), আসমা
- মৃত্যু : ৭ই জুলাই ২০২১, মুম্বাই
তাঁর পিতা লালা গোলাম সারওয়ার ছিলেন একজন ফলের ব্যবসায়ী ।
হিন্দি লেখক ভগবতি চরণ বর্মা তাঁর স্ক্রীননেম দেন দিলীপ কুমার ।
দিলীপ কুমার অভিনীত উল্লেখযোগ্য চলচিত্র
- জোয়ার ভাটা (১৯৪৪ )
- জুগনু (১৯৪৭ )
- শহীদ (১৯৪৮ )
- আনোখা প্যায়ার (১৯৪৮)
- দাগ (১৯৫২ )
- উদান খাতোলা (১৯৫৫ )
- দেবদাস (১৯৫৫ )
- আজাদ (১৯৫৫ )
- নয়া ডর (১৯৫৭ )
- মধুমতি (১৯৫৮ )
- পাইগাম (১৯৫৯ )
- কোহিনুর (১৯৬০ )
- মুঘল-ই-আযম (১৯৬০ )
- গঙ্গা যমুনা (১৯৬১ )
- লিডার (১৯৬৪ )
- দিল দিয়া দার্দ লিয়া (১৯৬৬ )
- রাম অর শ্যাম (১৯৬৭ )
- সংঘর্ষ (১৯৬৮ )
- আদমী (১৯৭০ )
- গোপি (১৯৭২ )
- দাস্তান (১৯৭২ )
- সাগিনা (১৯৭৪ )
- বৈরাগ (১৯৭৬ )
- অশবিনী কুমার (১৯৮২ )
- শক্তি (১৯৮২ )
- মশাল (১৯৮৪ )
- সওদাগর (১৯৯১ )
উল্লেখযোগ্য পুরস্কার :
- ১৯৯১ সালে তিনি ভারত সরকার কর্তৃক পদ্মভূষণ সম্মানে সম্মানিত হন।
- ১৯৯৪ সালে তিনি দাদাসাহেব ফালকে পুরস্কার জিতে নেন।
- ১৯৯৮ সালে তাকে পাকিস্তানের সরকার দ্বারা প্রদত্ত সর্বোচ্চ বেসামরিক পুরস্কার নিশান-ই-ইমতিয়াজ প্রদান করা হয়।
- সবচেয়ে বেশিবার ফিল্মফেয়ার পুরস্কার পাওয়ার রেকর্ড তাঁর ঝুলিতে
দিলীপ কুমার তার টুইটার একাউন্ট চালু করেন এবং তাঁর প্রথম টুইট ২০১১ সালে তার ৮৯তম জন্মদিনে।
আরও দেখে নাও :
- ৯১ বছর বয়সে প্রয়াত – উড়ন্ত শিখ – মিলখা সিং
- সৌমিত্র চট্টোপাধ্যায় – কিছু জানা-অজানা তথ্য
- ইরফান খান স্পেশাল কুইজ-বাংলা কুইজ – সেট ১২৮
- বাংলা কুইজ – সেট ১৩০ – চুনী গোস্বামী স্পেশাল
To check our latest Posts - Click Here