General Knowledge Notes in BengaliCurrent TopicsNotes
২০২২ সালের বাফটা পুরস্কার বিজয়ীদের সম্পূর্ণ তালিকা

২০২২ সালের বাফটা পুরস্কার বিজয়ীদের সম্পূর্ণ তালিকা
১৩ই মার্চ ২০২২ – এ লন্ডনের রয়েল আলবার্ট হলে তারকাদের উপস্থিতিতে অনুষ্ঠিত হল ব্রিটিশ একাডেমি অব ফিল্ম অ্যান্ড টেলিভিশন আর্টসের (বাফটা) ৭৫তম আসর (75th British Academy Film Awards ) । ২০২২ সালের বাফটা পুরস্কার বিজয়ীদের সম্পূর্ণ তালিকা নিচে দেওয়া রইলো ।
দেখে নাও : ২০২১ সালের সাহিত্য একাডেমি পুরস্কার বিজয়ীদের তালিকা
Bafta 2022 Winners List
এবারের বাফটা পুরস্কার অনুসাথে কিছু উল্লেখযোগ্য বিজয়ী হল –
- গোল্ডেন গ্লোবের পর বাফটায়ও নেটফ্লিক্স প্রযোজিত ‘দ্য পাওয়ার অব দ্য ডগ’ সিনেমা সেরার স্বীকৃতি পেল।
- নিউজিল্যান্ডের পরিচালক জেন ক্যাম্পিয়ন জিতেছেন সেরা পরিচালকের পুরস্কার।
- সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছে জোয়ানা স্কানলান। ‘আফটার লাইফ’- সিনেমায় মুসলমান ধর্মান্তরিত বিধবা চরিত্রে দারুণ অভিনয়ের স্বীকৃতি হিসেবে ৬০ বছর বয়সী এই অভিনেত্রী এই পুরস্কার জিতে নিয়েছেন।
- সর্বাধিক পাঁচটি পুরস্কার পেয়েছে ‘ডুন’। ( আবহ সংগীত, চিত্রগ্রহণ, শিল্প নির্দেশনা, শব্দ ও স্পেশাল ভিজ্যুয়াল ইফেক্টস)।
দেখে নাও : ব্যালন ডি’অর পুরস্কার বিজয়ীদের তালিকা – ( ১৯৫৬ – ২০২১ ) – PDF

সেরা চলচ্চিত্র
দ্য পাওয়ার অব দ্য ডগ

সেরা অভিনেতা
উইল স্মিথ

সেরা অভিনেত্রী
জোয়ানা স্কানলান
দেখে নাও : অ্যাকাডেমি পুরস্কার (অস্কার ) ২০২১ -পিডিএফ
ক্ষেত্র | বিজয়ী |
---|---|
সেরা চলচ্চিত্র | দ্য পাওয়ার অব দ্য ডগ |
সেরা পরিচালক | জেন ক্যাম্পিয়ন (দ্য পাওয়ার অব দ্য ডগ ) |
সেরা অভিনেতা | উইল স্মিথ |
সেরা অভিনেত্রী | জোয়ানা স্কানলান |
সেরা পার্শ্ব অভিনেতা | ট্রয় কটসার (কোডা) |
সেরা পার্শ্ব অভিনেত্রী | আরিয়ানা ডিবোজ (ওয়েস্ট সাইড স্টোরি) |
অসামান্য ব্রিটিশ চলচ্চিত্র | বেলফাস্ট |
আবহ সংগীত | হ্যান্স জিমার (ডুন) |
চিত্রগ্রহণ | গ্রেগ ফ্রেশার (ডুন) |
শিল্প নির্দেশনা | প্যাট্রিস ভারমেট (ডুন) |
সেরা সাউন্ড | ম্যাক রুথ, মার্ক মানজিনি (ডুন) |
স্পেশাল ভিজ্যুয়াল ইফেক্টস | ব্রায়ান কন্নর (ডুন) |
সেরা সম্পাদনা | এলিয়ট গ্রাহাম (নো টাইম টু ডাই) |
সেরা রাইজিং স্টার | লাশানা লিঞ্চ (নো টাইম টু ডাই) |
ইংলিশ ব্যতিত সেরা সিনেমা | ড্রাইভ মাই কার |
সেরা অ্যানিমেটেড চলচ্চিত্র | এনকান্টো |
সেরা ডকুমেন্টরি | সামার অফ সৌল |
অরিজিনাল স্ক্রিনপ্লে | লিক্রিসে পিজা |
সেরা সিনেমাটোগ্রাফি | ডুন |
সেরা এডিটিং | নো টাইম টু ডাই |
সেরা প্রোডাক্ট ডিজাইনিং | ডুন |
সেরা কস্টিউম ডিজাইন | ত্রুয়েল্লা |
To check our latest Posts - Click Here