General Knowledge Notes in BengaliCurrent TopicsNotes

২০২২ সালের বাফটা পুরস্কার বিজয়ীদের সম্পূর্ণ তালিকা

২০২২ সালের বাফটা পুরস্কার বিজয়ীদের সম্পূর্ণ তালিকা

১৩ই মার্চ ২০২২ – এ লন্ডনের রয়েল আলবার্ট হলে তারকাদের উপস্থিতিতে অনুষ্ঠিত হল ব্রিটিশ একাডেমি অব ফিল্ম অ্যান্ড টেলিভিশন আর্টসের (বাফটা) ৭৫তম আসর (75th British Academy Film Awards ) । ২০২২ সালের বাফটা পুরস্কার বিজয়ীদের সম্পূর্ণ তালিকা নিচে দেওয়া রইলো ।

দেখে নাও : ২০২১ সালের সাহিত্য একাডেমি পুরস্কার বিজয়ীদের তালিকা

Bafta 2022 Winners List

এবারের বাফটা পুরস্কার অনুসাথে কিছু উল্লেখযোগ্য বিজয়ী হল –

  • গোল্ডেন গ্লোবের পর বাফটায়ও নেটফ্লিক্স প্রযোজিত ‘দ্য পাওয়ার অব দ্য ডগ’ সিনেমা সেরার স্বীকৃতি পেল।
  • নিউজিল্যান্ডের পরিচালক জেন ক্যাম্পিয়ন জিতেছেন সেরা পরিচালকের পুরস্কার।
  • সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছে জোয়ানা স্কানলান। ‘আফটার লাইফ’- সিনেমায় মুসলমান ধর্মান্তরিত বিধবা চরিত্রে দারুণ অভিনয়ের স্বীকৃতি হিসেবে ৬০ বছর বয়সী এই অভিনেত্রী এই পুরস্কার জিতে নিয়েছেন।
  • সর্বাধিক পাঁচটি পুরস্কার পেয়েছে ‘ডুন’। ( আবহ সংগীত, চিত্রগ্রহণ, শিল্প নির্দেশনা, শব্দ ও স্পেশাল ভিজ্যুয়াল ইফেক্টস)।

দেখে নাও : ব্যালন ডি’অর পুরস্কার বিজয়ীদের তালিকা – ( ১৯৫৬ – ২০২১ ) – PDF

সেরা চলচ্চিত্র

দ্য পাওয়ার অব দ্য ডগ

সেরা অভিনেতা

উইল স্মিথ

সেরা অভিনেত্রী

জোয়ানা স্কানলান

দেখে নাও : অ্যাকাডেমি পুরস্কার (অস্কার ) ২০২১ -পিডিএফ

ক্ষেত্রবিজয়ী
সেরা চলচ্চিত্রদ্য পাওয়ার অব দ্য ডগ
সেরা পরিচালকজেন ক্যাম্পিয়ন (দ্য পাওয়ার অব দ্য ডগ )
সেরা অভিনেতাউইল স্মিথ
সেরা অভিনেত্রীজোয়ানা স্কানলান
সেরা পার্শ্ব অভিনেতাট্রয় কটসার (কোডা)
সেরা পার্শ্ব অভিনেত্রীআরিয়ানা ডিবোজ (ওয়েস্ট সাইড স্টোরি)
অসামান্য ব্রিটিশ চলচ্চিত্রবেলফাস্ট
আবহ সংগীতহ্যান্স জিমার (ডুন)
চিত্রগ্রহণগ্রেগ ফ্রেশার (ডুন)
শিল্প নির্দেশনাপ্যাট্রিস ভারমেট (ডুন)
সেরা সাউন্ডম্যাক রুথ, মার্ক মানজিনি (ডুন)
স্পেশাল ভিজ্যুয়াল ইফেক্টসব্রায়ান কন্নর (ডুন)
সেরা সম্পাদনাএলিয়ট গ্রাহাম (নো টাইম টু ডাই)
সেরা রাইজিং স্টারলাশানা লিঞ্চ (নো টাইম টু ডাই)
ইংলিশ ব্যতিত সেরা সিনেমাড্রাইভ মাই কার
সেরা অ্যানিমেটেড চলচ্চিত্রএনকান্টো
সেরা ডকুমেন্টরিসামার অফ সৌল
অরিজিনাল স্ক্রিনপ্লেলিক্রিসে পিজা
সেরা সিনেমাটোগ্রাফিডুন
সেরা এডিটিংনো টাইম টু ডাই
সেরা প্রোডাক্ট ডিজাইনিংডুন
সেরা কস্টিউম ডিজাইনত্রুয়েল্লা

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button