General Knowledge Notes in Bengali

পশ্চিমবঙ্গের বিভিন্ন বিশ্ববিদ্যালয় তালিকা – Universities of West Bengal

Important Universities of West Bengal

পশ্চিমবঙ্গের বিভিন্ন বিশ্ববিদ্যালয় তালিকা – Universities of West Bengal

প্রিয় পাঠকেরা, তোমাদের জন্য দেওয়া রইলো পশ্চিমবঙ্গের বিভিন্ন বিশ্ববিদ্যালয় (Important Universities of West Bengal ) -এর তালিকা। পশ্চিমবঙ্গের গুরুত্বপূর্ণ বিশ্ববিদ্যালয় গুলির স্থান ও স্থাপনাকাল দেওয়া রইলো ।

পশ্চিমবঙ্গের বিশ্ববিদ্যালয় তালিকা

পশ্চিমবঙ্গের কোন বিশ্ববিদ্যালয় কোন স্থানে অবস্থিত এবং সেটি কবে স্থাপিত হয়েছিল তার একটি সুন্দর তালিকা নিচে দেওয়া রইলো।

বিশ্ববিদ্যালয়স্থানস্থাপনাকাল
কলকাতা বিশ্ববিদ্যালয়কলেজ স্ট্রিট, কলকাতা১৯৫৭
বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়শান্তিনিকেতন,  বীরভূম১৯৫১
যাদবপুর বিশ্ববিদ্যালয়যাদবপুর, কলকাতা১৯৫৫
বর্ধমান বিশ্ববিদ্যালয়রাজগঞ্জ,  পূর্ব বর্ধমান১৯৬০
কল্যাণী বিশ্ববিদ্যালয়কল্যাণী, নদীয়া১৯৬০
উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়শিলিগুড়ি, দার্জিলিং১৯৬২
রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়দমদম, কলকাতা১৯৬২
বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়মোহনপুর, উত্তর ২৪ পরগনা১৯৭৪
বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়রাঙামাটি, পশ্চিম মেদিনীপুর১৯৮১
ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং সাইন্স এন্ড টেকনোলজি  (IIEST )শিবপুর,হাওড়া১৮৫৬
পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎসচাষ বিজ্ঞান বিশ্ববিদ্যালয়মোহনপুর, উত্তর ২৪ পরগনা১৯৯৫
নেতাজি সুভাষ মুক্ত বিদ্যালয়সল্টলেক, কলকাতা১৯৯৭
পশ্চিমবঙ্গ জাতীয় আইন বিশ্ববিদ্যালয়সল্টলেক, কলকাতা২০০০
মৌলানা আবুল কালাম আজাদ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কলকাতা২০০০
উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়পুন্ডিবাড়ি, কোচবিহার২০০১
পশ্চিমবঙ্গ স্বাস্থ্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়কলকাতা২০০৩
রামকৃষ্ণমিশন বিবেকানন্দ বিশ্ববিদ্যালয়বেলুড়, হাওড়া২০০৫
পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয় ( বারাসাত বিশ্ববিদ্যালয় )বারাসাত, উত্তর ২৪ পরগনা২০০৮
গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়রবীন্দ্রভবন, মালদহ২০০৮
আলিয়া বিশ্ববিদ্যালয় ( মহামেডান কলেজ )নিউ টাউন, কলকাতা২০০৮
প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় ( হিন্দু কলেজ )কলেজস্ট্রীট, কলকাতা২০১০
সিধু কানহু বিরসা বিশ্ববিদ্যালয়পুরুলিয়া২০১০
টেকনো ইন্ডিয়া বিশ্ববিদ্যালয়সল্টলেক, কলকাতা২০১২
কাজী নজরুল বিশ্ববিদ্যালয়আসানসোল, পশ্চিম বর্ধমান২০১২
পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়কোচবিহার২০১২
ডায়মন্ড হারবার মহিলা বিশ্ববিদ্যালয়দক্ষিণ ২৪ পরগনা২০১৩
বাঁকুড়া বিশ্ববিদ্যালয়বাঁকুড়া২০১৪
অ্যাডামস বিশ্ববিদ্যালয়বারাসাত, উত্তর ২৪ পরগনা২০১৪
জে আই এস বিশ্ববিদ্যালয়আগরপাড়া, উত্তর ২৪ পরগনা২০১৪
নেওটিয়া বিশ্ববিদ্যালয়সরিষা, দক্ষিণ ২৪ পরগনা২০১৫
রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়রায়গঞ্জ, উত্তর দিনাজপুর২০১৫
পশ্চিমবঙ্গের গুরুত্বপূর্ণ বিশ্ববিদ্যালয় তালিকা

এরকম আরও কিছু নোটস এর লিংক নিচে দেওয়া রইলো ।

আরো দেখে নাও :

পশ্চিমবঙ্গের জাতীয় উদ্যান | National Parks of West Bengal

পশ্চিমবঙ্গের অভয়ারণ্য তালিকা । Wildlife Sanctuary of West Bengal – PDF

ভূগোলের ৫০০ টি MCQ প্রশ্ন ও উত্তর – PDF ডাউনলোড

পশ্চিমবঙ্গের উচ্চতম, বৃহত্তম, দীর্ঘতম, ব্যস্ততম

পশ্চিমবঙ্গের প্রশাসনিক বিভাগ ও জেলা

Download Section

  • File Name : পশ্চিমবঙ্গের বিভিন্ন বিশ্ববিদ্যালয় তালিকা – Universities of West Bengal
  • File Size : 787 KB
  • No. of Pages : 02
  • Format : PDF
  • Language : Bengali

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button