General Knowledge Notes in BengaliGeography Notes

ভারতের যমজ শহরের তালিকা – Twin Cities of India

List of Twin Cities of India

ভারতের যমজ শহরের তালিকা – Twin Cities of India

প্রিয় পাঠকেরা, তোমাদের জন্য দেওয়া রইলো ভারতের যমজ শহরের তালিকা । যমজ শহর গুলিকে Twin Cities ও Sister Cities ও বলা হয়ে থাকে।

কোন শহরের যমজ শহর কোনটি

কোন শহরের যমজ শহর কোনটি তার তালিকা দেওয়া রইলো।

রাজ্যযমজ শহর
অন্ধ্রপ্রদেশবিজয়ওয়াদা ও গুন্টুর
আসামগুয়াহাটি ও দিসপুর
বিহারমুঙ্গের ও জামালপুর
উত্তর প্রদেশনয়ডা ও গ্রেটার নয়ডা
বারানসি ও মুঘলসরাই
প্রয়াগরাজ ও নাইনি
ওড়িশাকটক ও ভূবনেশ্বর
কর্ণাটকহুবলি ও ধারওয়াদ
ব্যাঙ্গালুরু ও হোসুর
হরিহর ও দেবানগিরি
কেরালাকোচি ও এরনাকুলাম
গুজরাটআহমেদাবাদ ও গান্ধিনগর
সুরাট ও নবসারি
ছত্তিশগড়দুর্গ ও ভিলাই
ঝাড়খন্ডরাঁচি ও হাটিয়া
রাজস্থানকাঁকরোলি ও রাজসামান্দ
তামিলনাডুতিরুনেলভেলি ও পাল্লামকোট্টাই
ভবানী ও কোমারাপালায়াম
তেলেঙ্গানাহায়দ্রাবাদ ও সেকেন্দ্রাবাদ
পশ্চিমবঙ্গকলকাতা ও হাওড়া
শিলিগুড়ি ও জলপাইগুড়ি
ব্যারাকপুর ও বারাসাত
কোচবিহার ও আলিপুরদুয়ার
আসানসোল ও দুর্গাপুর
জলপাইগুড়ি ও ময়নাগুড়ি
মহারাষ্ট্রমুম্বাই ও নবি মুম্বাই
পুণে ও পিম্প্রি চিনচওয়াডি
সাংলি ও মিরাজ
List of Twin Cities of India

নিচের ডাউনলোড লিংক থেকে এই পোস্টটির PDF ডাউনলোড করে নাও –


Download Section

  • File Name : ভারতের যমজ শহরের তালিকা
  • File Size : 100 KM
  • No. of Pages : 02
  • Format : PDF
  • Language : Bengali

আরো দেখে নাও :

ভারতের প্রধান সমুদ্র বন্দরের তালিকা

বিভিন্ন পণ্য উৎপাদনে প্রথম রাজ্য

পশ্চিমবঙ্গের জাতীয় উদ্যান | National Parks of West Bengal

ভারতের প্রতিবেশী দেশসমূহ । Neighbouring Countries of India

ভারতের বিভিন্ন রাজ্য ও শহরের পরিবর্তিত নাম

পৃথিবীর কিছু গুরুত্বপূর্ণ মরুভূমি । Famous Deserts Around The World

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button