NotesGeneral Knowledge Notes in Bengali
বিশ্বের বিখ্যাত কিছু ভবন ও স্থাপত্য – PDF
List of Famous Buildings and Monuments of the World
বিশ্বের বিখ্যাত কিছু ভবন ও স্থাপত্য
প্রিয় পাঠকেরা, আজকে আমরা আলোচনা করবো বিশ্বের বিখ্যাত কিছু ভবন ও স্থাপত্যের তালিকা নিয়ে। বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষাগুলিতে বিশ্বের এই স্থাপত্যগুলোর থেকে মাঝে মধ্যেই প্রশ্ন এসে থাকে। অনেক ক্ষেত্রে কোনো একটি ভবন বা স্থাপত্যের নাম দিয়ে জানতে চাওয়া হয় সেটি কোন দেশে অবস্থিত। নিচের তালিকাটি মনে রাখলে সহজেই সেই ধরণের প্রশ্নগুলির উত্তর দেওয়া সম্ভব।
নং | ভবন / স্থাপত্য | পরিচিতি |
---|---|---|
১ | হোয়াইট হাউস | মার্কিন রাষ্ট্রপতির সরকারি বাসভবন |
২ | ১০ নং ডাউনিং স্ট্রিট | লন্ডনে অবস্থিত ব্রিটিশ প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন |
৩ | ক্রেমলিন | মস্কোয় জার (সম্রাট) এর প্রাসাদ, বর্তমানে রুশ সরকারের প্রধান কার্যালয় |
৪ | বাকিংহাম প্যালেস | ব্রিটেনের রাজ পরিবারের বাসভবন |
৫ | ভ্যাটিকান | ইটালির রোম শহরে মহামান্য পোপের বাসস্থান |
৬ | বঙ্গভবন | ঢাকায় অবস্থিত বাংলাদেশের রাষ্ট্রপতির সরকারি বাসভবন |
৭ | গণভবন | বাংলাদেশের প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন |
৮ | এলিস প্যালেস | ফ্রান্সের রাস্ট্রপতির সরকারি বাসভবন |
৯ | ব্লু হাউস | দক্ষিণ কোরিয়ার সিওল শহরে অবস্থিত রাষ্ট্রপতির সরকারি বাসভবন |
১০ | লিক পর্যবেক্ষণাগার | ক্যালিফোর্নিয়ায় অবস্থিত আমেরিকার পর্যবেক্ষণাগার |
১১ | বিগ বেন | ইংল্যান্ডের পার্লামেন্ট ভবনের চূড়ায় অবস্থিত বিরাট ঘড়ি |
১২ | এম্পায়ার স্টেট বিল্ডিং | নিউ ইয়র্কে অবস্থিত ১০২তলার গগনচুম্বী ইমারত |
১৩ | ব্রান্ডেনবার্গ গেট | জার্মানির বার্লিন শহরে অবস্থিত অষ্টাদশ শতকের ঐতিহাসিক স্থাপত্য |
১৪ | আঙ্কোরভাট | কম্বোডিয়ায় অবস্থিত বিশ্বের সর্ববৃহৎ মন্দির |
১৫ | দ্যা ল্যুভর | প্যারিসে অবস্থিত বিশ্ববিখ্যাত মিউজিয়াম |
১৬ | লিনিং টাওয়ার | ১৮৩ ফুট উঁচু হেলানো মিনার, ইটালির পিসাতে অবস্থিত |
১৭ | মারডেকা প্যালেস | জাকার্তায় অবস্থিত ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতির সরকারি বাসভবন |
১৮ | স্কটল্যান্ড ইয়ার্ড | লন্ডনের মেট্রোপলিটন পুলিশ এবং গোয়েন্দা বিভাগের সদর দফতর |
১৯ | ৭, রেস কোর্স রোড | ভারতের প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন |
২০ | ওয়েম্বলি | লন্ডনের বিখ্যাত ফুটবল স্টেডিয়াম |
২১ | পেন্টাগন | আমেরিকার ওয়াশিংটনে অবস্থিত মার্কিন প্রতিরক্ষা বিভাগের মূখ্য কার্যালয় |
২২ | নারায়ণহিতি প্যালেস | কাঠমান্ডুতে অবস্থিত নেপালের পূর্বতন রাজবাড়ি এবং বর্তমানে মিউজিয়াম |
২৩ | অ্যাক্রো-পোলিস | গ্রিসের এথেন্স শহরে অবস্থিত একটি প্রাচীন দুর্গ |
২৪ | হেগিয়া সোফিয়া | তুর্কির ইস্তানবুলে অবস্থিত একটি বিখ্যাত মসজিদ, বর্তমানে মিউজিয়াম |
২৫ | নয়সোয়ান – স্টাইন ক্যাসল | জার্মানিতে অবস্থিত একটি বিখ্যাত প্রাসাদ |
২৬ | পেট্রোনাস টাওয়ার | মালয়েশিয়ার কুয়ালালামপুরে অবস্থিত গগনচুম্বী (twin) ইমারত |
২৭ | বুর্জ খালিফা | দুবাই এ অবস্থিত পৃথিবীর উচ্চতম মনুষ্য-নির্মিত ইমারত |
২৮ | অপেরা হাউস | অস্ট্রেলিয়ার সিডনিতে অবস্থিত একটি আধুনিক প্রেক্ষাগৃহ |
২৯ | আইফেল টাওয়ার | ফ্রান্সের প্যারিসে অবস্থিত একটি উঁচু মিনার |
৩০ | স্ট্যাচু অব লিবার্টি | আমেরিকার নিউ ইয়র্ক শহরে অবস্থিত একটি বিশালায়তন মূর্তি |
৩১ | আলহাম্ব্রা | স্পেনের গ্রানাডায় অবস্থিত একটি বিখ্যাত প্রাসাদ- দুর্গ |
৩২ | কলোসিয়াম | ইতালির রোম শহরে অবস্থিত একটি বৃহৎ উপবৃত্তাকার ছাদবিহীন মঞ্চ। |
৩৩ | আইফেল টাওয়ার | ফ্রান্সের প্যারিসে অবস্থিত ৩২০ মিটার উঁচু একটি লোহার টাওয়ার |
৩৪ | সেন্ট ব্যাজলস ক্যাথিড্রাল | মস্কো শহরে অবস্থিত একটি গীর্জ্জা |
৩৫ | সুলতান আহমেদ মসজিদ | তুরস্কের ইস্তানবুল শহরে অবস্থিত একটি ঐতিহাসিক মসজিদ যেটি নীল মসজিদ নামে খ্যাত |
৩৬ | পোটালা প্রাসাদ | তিব্বতের লাসা শহরে অবস্থিত, এটি দালাই লামার গ্রীষ্মকালীন আবাস |
৩৭ | নিউশওয়ানস্টাইন ক্যাসেল | জার্মানিতে অবস্থিত, এটি আগে একটি রাজপ্রাসাদ ছিলো |
৩৮ | স্পেস নিডল | স্পেস নিডল মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন এর সিয়াটেলের একটি পর্যবেক্ষণ টাওয়ার |
Download Section
File Name : বিশ্বের বিখ্যাত কিছু ভবন ও স্থাপত্য – বাংলা কুইজ
File Size : 2 MB
Format : PDF
No. of Pages : 03
আরও দেখে নাও :
- বিশ্বের কিছু গুরুত্বপূর্ণ জলপ্রপাত তালিকা – PDF
- ভারতের গুরুত্বপূর্ণ স্থাপত্য ও প্রতিষ্ঠাতা PDF
- হিন্দু ধর্মের গুরুত্বপূর্ণ তীর্থকেন্দ্র সমূহ | Important Pilgrimage Places of Hinduism
- বিভিন্ন দেশের সরকারি ঘোষণাপত্র তালিকা – Official Books – PDF
- বিভিন্ন দেশের রাজধানী ও মুদ্রা | List of Countries, Capitals – Currency | PDF
To check our latest Posts - Click Here