NotesGeneral Knowledge Notes in Bengali

বিশ্বের বিখ্যাত কিছু ভবন ও স্থাপত্য – PDF

List of Famous Buildings and Monuments of the World

বিশ্বের বিখ্যাত কিছু ভবন ও স্থাপত্য

প্রিয় পাঠকেরা, আজকে আমরা আলোচনা করবো বিশ্বের বিখ্যাত কিছু ভবন ও স্থাপত্যের তালিকা নিয়ে। বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষাগুলিতে বিশ্বের এই স্থাপত্যগুলোর থেকে মাঝে মধ্যেই প্রশ্ন এসে থাকে। অনেক ক্ষেত্রে কোনো একটি ভবন বা স্থাপত্যের নাম দিয়ে জানতে চাওয়া হয় সেটি কোন দেশে অবস্থিত। নিচের তালিকাটি মনে রাখলে সহজেই সেই ধরণের প্রশ্নগুলির উত্তর দেওয়া সম্ভব।

নংভবন / স্থাপত্যপরিচিতি
হোয়াইট হাউসমার্কিন রাষ্ট্রপতির সরকারি বাসভবন
১০ নং ডাউনিং স্ট্রিটলন্ডনে অবস্থিত ব্রিটিশ প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন 
ক্রেমলিন মস্কোয় জার (সম্রাট) এর প্রাসাদ, বর্তমানে রুশ সরকারের প্রধান কার্যালয় 
বাকিংহাম প্যালেস ব্রিটেনের রাজ পরিবারের বাসভবন 
ভ্যাটিকান ইটালির রোম শহরে মহামান্য পোপের বাসস্থান 
বঙ্গভবনঢাকায় অবস্থিত বাংলাদেশের রাষ্ট্রপতির সরকারি বাসভবন
গণভবনবাংলাদেশের প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন
এলিস প্যালেসফ্রান্সের রাস্ট্রপতির সরকারি বাসভবন 
ব্লু হাউস দক্ষিণ কোরিয়ার সিওল শহরে অবস্থিত রাষ্ট্রপতির সরকারি বাসভবন 
১০লিক পর্যবেক্ষণাগার ক্যালিফোর্নিয়ায় অবস্থিত আমেরিকার পর্যবেক্ষণাগার 
১১বিগ বেনইংল্যান্ডের পার্লামেন্ট ভবনের চূড়ায় অবস্থিত বিরাট ঘড়ি 
১২এম্পায়ার স্টেট বিল্ডিংনিউ ইয়র্কে অবস্থিত ১০২তলার গগনচুম্বী ইমারত 
১৩ব্রান্ডেনবার্গ গেট জার্মানির বার্লিন শহরে অবস্থিত অষ্টাদশ শতকের ঐতিহাসিক স্থাপত্য 
১৪আঙ্কোরভাট কম্বোডিয়ায় অবস্থিত বিশ্বের সর্ববৃহৎ মন্দির 
১৫দ্যা ল্যুভর প্যারিসে অবস্থিত বিশ্ববিখ্যাত মিউজিয়াম 
১৬লিনিং টাওয়ার ১৮৩ ফুট উঁচু হেলানো মিনার, ইটালির পিসাতে অবস্থিত 
১৭মারডেকা প্যালেস জাকার্তায় অবস্থিত ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতির সরকারি বাসভবন 
১৮স্কটল্যান্ড ইয়ার্ড লন্ডনের মেট্রোপলিটন পুলিশ এবং গোয়েন্দা বিভাগের সদর দফতর 
১৯৭, রেস কোর্স রোড ভারতের প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন 
২০ওয়েম্বলি লন্ডনের বিখ্যাত ফুটবল স্টেডিয়াম 
২১পেন্টাগন আমেরিকার ওয়াশিংটনে অবস্থিত মার্কিন প্রতিরক্ষা বিভাগের মূখ্য কার্যালয় 
২২নারায়ণহিতি প্যালেস কাঠমান্ডুতে অবস্থিত নেপালের পূর্বতন রাজবাড়ি এবং বর্তমানে মিউজিয়াম 
২৩অ্যাক্রো-পোলিস গ্রিসের এথেন্স শহরে অবস্থিত একটি প্রাচীন দুর্গ 
২৪হেগিয়া সোফিয়া তুর্কির ইস্তানবুলে অবস্থিত একটি বিখ্যাত মসজিদ, বর্তমানে মিউজিয়াম 
২৫নয়সোয়ান – স্টাইন ক্যাসল জার্মানিতে অবস্থিত একটি বিখ্যাত প্রাসাদ 
২৬পেট্রোনাস টাওয়ার মালয়েশিয়ার কুয়ালালামপুরে অবস্থিত গগনচুম্বী (twin) ইমারত 
২৭বুর্জ খালিফাদুবাই এ অবস্থিত পৃথিবীর উচ্চতম মনুষ্য-নির্মিত ইমারত 
২৮অপেরা হাউস অস্ট্রেলিয়ার সিডনিতে অবস্থিত একটি আধুনিক প্রেক্ষাগৃহ 
২৯আইফেল টাওয়ার ফ্রান্সের প্যারিসে অবস্থিত একটি উঁচু মিনার 
৩০স্ট্যাচু অব লিবার্টি আমেরিকার নিউ ইয়র্ক শহরে অবস্থিত একটি বিশালায়তন মূর্তি 
৩১আলহাম্ব্রা স্পেনের গ্রানাডায় অবস্থিত একটি বিখ্যাত প্রাসাদ- দুর্গ 
৩২কলোসিয়ামইতালির রোম শহরে অবস্থিত একটি বৃহৎ উপবৃত্তাকার ছাদবিহীন মঞ্চ।
৩৩আইফেল টাওয়ার ফ্রান্সের প্যারিসে অবস্থিত ৩২০ মিটার উঁচু একটি লোহার টাওয়ার
৩৪সেন্ট ব্যাজলস ক্যাথিড্রালমস্কো শহরে অবস্থিত একটি গীর্জ্জা
৩৫সুলতান আহমেদ মসজিদতুরস্কের ইস্তানবুল শহরে অবস্থিত একটি ঐতিহাসিক মসজিদ যেটি নীল মসজিদ নামে খ্যাত
৩৬পোটালা প্রাসাদতিব্বতের লাসা শহরে অবস্থিত, এটি দালাই লামার গ্রীষ্মকালীন আবাস
৩৭নিউশওয়ানস্টাইন ক্যাসেলজার্মানিতে অবস্থিত, এটি আগে একটি রাজপ্রাসাদ ছিলো
৩৮স্পেস নিডল স্পেস নিডল মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন এর সিয়াটেলের একটি পর্যবেক্ষণ টাওয়ার
বিখ্যাত ভবন ও স্থাপত্য তালিকা

Download Section 

File Name : বিশ্বের বিখ্যাত কিছু ভবন ও স্থাপত্য – বাংলা কুইজ
File Size : 2 MB
Format : PDF 
No. of Pages : 03 

আরও দেখে নাও :

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button