হিন্দু ধর্মের গুরুত্বপূর্ণ তীর্থকেন্দ্র সমূহ | Important Pilgrimage Places of Hinduism
Important Pilgrimage Places of Hinduism
হিন্দু ধর্মের গুরুত্বপূর্ণ তীর্থকেন্দ্র সমূহ
প্রিয় পাঠকেরা, আজকে আমরা আলোচনা করবো হিন্দু ধর্মের গুরুত্বপূর্ণ তীর্থকেন্দ্র সমূহ / হিন্দু ধর্মের গুরুত্বপূর্ণ তীর্থস্থান সম্পর্কে।
কুম্ভমেলার চারটি স্থান
কুম্ভমেলা হিন্দু ধর্মের একটি স্বনামধন্য মেলা। বিশ্বের বৃহত্তম শান্তিপূর্ণ সমাবেশ হিসেবে কুম্ভমেলার রেকর্ড রয়েছে। কুম্ভমেলা সম্পর্কিত কিছু তথ্য নিচে দেওয়া রইলো।
- সাধারণ কুম্ভমেলা প্রতি চার বছর হয়ে থাকে।
- প্রতি ছয় বছর অন্তত অর্ধকূম্ভ অনুষ্ঠিত হয় হরিদ্বার ও প্রয়াগে।
- বারো বছর অন্তর পূর্ণকুম্ভ আয়োজিত হয় নাসিক, উজ্জয়িনী, প্রয়াগ ও হরিদ্বারে।
- প্রতি ১৪৪ বছর অন্তর একবার মহাকুম্ভ অনুষ্ঠিত হয়।
- শেষ মহাকুম্ভ হয়েছিল ২০০১ সালে।
- শেষ অর্ধকুম্ভ অনুষ্ঠিত হয়েছিল ২০০৭ সালে।
কুম্ভমেলা সূর্য ও বৃহস্পতির অবস্থান অনুযায়ী চারটি স্থানে অনুষ্ঠিত হয়। এই স্থান গুলি হল –
স্থান | যে নদীর তীরে | রাজ্য |
---|---|---|
নাসিক | গোদাবরী | মহারাষ্ট্র |
উজ্জয়িনী | শিপ্রা | মধ্যপ্রদেশ |
প্রয়াগ | গঙ্গা, যমুনা ও সরস্বতী নদীর মিলনস্থল | উত্তর প্রদেশ |
হরিদ্বার | গঙ্গা | উত্তরাখন্ড |
- বৃহস্পতি ও সূর্য সিংহ রাশিতে অবস্থান করলে নাসিকের ত্র্যম্বকেশ্বরে
- সূর্য মেষ রাশিতে অবস্থান করলে হরিদ্বারে
- বৃহস্পতি বৃষ রাশিতে এবং সূর্য কুম্ভ রাশিতে অবস্থান করলে প্রয়াগে এবং
- সূর্য বৃশ্চিক রাশিতে অবস্থান করলে উজ্জয়িনীতে মেলা আয়োজিত হয়।
হিন্দু ধর্মের চার ধাম
ভারতের চার প্রান্তে অবস্থিত চারটি বিশেষ মন্দিরকে চারধাম বলা হয়ে থাকে। চার ধাম কথাটি প্রথম উদ্ভাবন করে আদি শঙ্করাচার্য। কথিত আছে এই চার ধাম ভ্রমণ করলে মুছে যায় সব পাপ।
স্থান | উৎসর্গীকৃত দেবতা | রাজ্য |
---|---|---|
পুরী | জগন্নাথ | ওড়িশা |
বদ্রীনাথ | শ্রী বদ্রীনাথ | উত্তরাখন্ড |
দ্বারকা | শ্রীকৃষ্ণ | গুজরাট |
রামেশ্বরম | শিব | তামিলনাড়ু |
তবে বর্তমান কালে চার ধাম বোঝাতে যে চারটি ধাম বোঝানো হয় সেগুলি হল –
- গঙ্গোত্রী
- যমুনেত্রী
- কেদারনাথ
- বদ্রীনাথ
হিন্দু ধর্মের ১২টি জ্যোতির্লিঙ্গ
হিন্দু ধর্মের ১২টি জ্যোতির্লিঙ্গ বা দ্বাদশ জ্যোতির্লিঙ্গ বলতে দেবতা শিবের বারোটি বিশেষ মন্দিরে প্রতিষ্ঠিত শিবলিঙ্গকে বোঝায়। এই শিবলিঙ্গগুলির বিশেষ কোনো বৈশিষ্ট না থাকলেও এগুলি হিন্দুদের কাছে পবিত্রতম তীর্থস্থান।
জ্যোতির্লিঙ্গ | স্থান | রাজ্য |
---|---|---|
সোমনাথ | সৌরাষ্ট্র | গুজরাট |
মল্লিকার্জুন | শ্রীশৈলম | অন্ধ্র প্রদেশ |
মহাকালেশ্বর | উজ্জয়ন | মধ্যপ্রদেশ |
ওমকারেশ্বর | মাম্মালেস্বরম | মধ্য প্রদেশ |
পারলি ভাইজনাথ | দেওঘর | ঝাড়খন্ড |
ভীমা শংকর | ডাকিনি | মহারাষ্ট্র |
রামেশ্বরম | সেতুবন্ধ | তামিলনাড়ু |
নাগেশ্বর | দারুকাবানা | মহারাষ্ট্র |
বিশ্বেসর | বারাণসী | উত্তরপ্রদেশ |
ত্র্যম্বকেশ্বর | নাসিক | মহারাষ্ট্র |
কেদারেশ্বর | কেদারনাথ | উত্তরাখন্ড |
ঘৃৃষ্ণেশ্বর | বিশালকম | মহারাষ্ট্র |
আরও দেখে নাও :
মহাবীর ও জৈন ধর্মের ইতিহাস – তীর্থঙ্কর
গৌতম বুদ্ধ ও বৌদ্ধ ধর্ম | Ancient Indian History
ইসলামিক কুইজ – Islamic Quiz in Bengali
ভারতের বিভিন্ন রাজ্যের উৎসব (PDF সহ)
To check our latest Posts - Click Here