NotesGeneral Knowledge Notes in Bengali

বিভিন্ন দেশের সরকারি ঘোষণাপত্র তালিকা – Official Books – PDF

List of Official Books of Major Countries in Bengali

বিভিন্ন দেশের সরকারি ঘোষণাপত্র

প্রিয় পাঠকেরা, আজকে আমরা আলোচনা করবো বিভিন্ন দেশের সরকারি ঘোষণাপত্র (List of Official Books of Major Countries in Bengali ) নিয়ে। কোন অফিসিয়াল বুক কোন দেশের – এই টপিকটি থেকে মাঝে মধ্যেই বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলিতে প্রশ্ন এসেই থাকে। তাই তোমাদের জন্য সুন্দর করে এই তালিকাটি নিচে দেওয়া রইলো। সাথে দেওয়া রইলো অফলাইন পড়ার জন্য PDF ডাউনলোডের অপসন।

সরকারি ঘোষণাপত্র বা ব্লু বুক বলতে  একটি দেশের নানাবিধ তথ্য, পরিসংখ্যান, ক্রেতাদের নির্দেশিকার সম্ভার কে বোঝানো হয় । সরকারি ঘোষণাপত্র -এর সূচনা হয় ব্রিটেনে। এই কারণে অনেকক্ষেত্রে সরকারি ঘোষণা পত্রগুলিকে ব্লু বুকও বলা হয়ে থাকে ।

বিভিন্ন দেশের সরকারি ঘোষণাপত্র তালিকা

ক্রমঃসরকারি ঘোষণাপত্রদেশ
ব্লু বুকব্রিটেন
গ্রীন বুকইতালি ও ইরান
গ্রে বুকজাপান ও বেলজিয়াম
অরেঞ্জ বুকনেদারল্যান্ডস
হোয়াইট বুকজার্মানি, চীন ও পর্তুগাল
ইয়োলো বুকফ্রান্স
হোয়াইট পেপার (শ্বেত পত্র )ভারত

বিভিন্ন দেশের সরকারি ঘোষণা পত্র সম্পর্কিত কিছু প্রশ্ন ও উত্তর 

১. ভারতের সরকারী ঘোষণাপত্র কে কি বলা হয় ?
উত্তর : হোয়াইট পেপার .

২. চীনের সরকারী ঘোষণাপত্র কে কি বলা হয় ?
উত্তর : হোয়াইট বুক

৩. পর্তুগালের সরকারী ঘোষণাপত্র কে কি বলা হয় ?
উত্তর : হোয়াইট বুক

৪. জার্মানির সরকারী ঘোষণাপত্র কে কি বলা হয় ?
উত্তর : হোয়াইট বুক

৫. জাপানের সরকারী ঘোষণাপত্র কে কি বলা হয় ?
উত্তর : গ্রে বুক

৬. বেলজিয়ামের সরকারী ঘোষণাপত্র কে কি বলা হয় ?
উত্তর : গ্রে বুক

৭. ফ্রান্সের সরকারী ঘোষণাপত্র কে কি বলা হয় ?
উত্তর : ইয়োলো বুক

৮. ব্রিটিশ যুক্তরাজ্যের সরকারী ঘোষণাপত্র কে কি বলা হয় ?
উত্তর : ব্লু বুক

৯. ইরানের সরকারী ঘোষণাপত্র কে কি বলা হয় ?
উত্তর : গ্রীন বুক

১০. নেদারল্যান্ডের সরকারী ঘোষণাপত্র কে কি বলা হয় ?
উত্তর : অরেঞ্জ বুক

Download Section :
File Name : বিভিন্ন দেশের সরকারি ঘোষণাপত্র তালিকা – Official Books – PDF
File Size : 2 MB
Format : PDF
No. of Pages : 03


Click Here to Download

আরও দেখে নাও :

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button