
মহাবীর জয়ন্তী গুরুত্ব ও মহাবীর জৈন কুইজ
জৈন ধর্মের সবচেয়ে বড় উৎসব হচ্ছে মহাবীর জয়ন্তী। জৈন ধর্মের সবচেয়ে প্রভাবশালী ও শেষ জৈন তীর্থঙ্করের জন্মবার্ষিকীতে প্রতিবছর মহাবীর জয়ন্তী পালন করা হয়। ২০২১ সালে ২৫শে এপ্রিল পালিত হলো মহাবীর জয়ন্তী। এই মহাবীর জয়ন্তীতে আমরা দেখে নেবো মহাবীর জৈন সম্পর্কিত কিছু কুইজের প্রশ্ন ও উত্তর।
১. মহাবীর স্বামী এর আসল নাম কী ছিল?
২. মহাবীর কোন রাজবংশের ছিলেন?
৩. ভগবান মহাবীরের মায়ের নাম কী ছিল?
৪. জৈনদের তীর্থঙ্কর মহাবীরের প্রতীক কী ছিল?
আরও দেখে নাও : মহাবীর ও জৈন ধর্মের ইতিহাস
৫. ভগবান মহাবীরের প্রথম শিষ্য কে ছিলেন?
৬. কত বছর বয়সে মহাবীর স্বামী সত্যের অনুসন্ধানে গৃহত্যাগ করেন?
৭. মহাবীর স্বামী প্রথম ধর্মপ্রচার করেন পাবাতে তাঁর ১১ জন শিষ্যের কাছে। এই ১১ জন শিষ্য কী নামে পরিচিত?
আরও দেখে নাও : গৌতম বুদ্ধ ও বৌদ্ধ ধর্ম | Ancient Indian History
৮. ৪২ বছর বয়সে জন্তিক গ্রামে কৈবল্য (Supreme Knowledge) লাভ করেন মহাবীর স্বামী। কোন নদীর তীরে তিনি কৈবল্য লাভ করেছিলেন?
৯. মহাবীরের মূল ধর্মোপদেশ কোন গ্রন্থে লেখা রয়েছে?
আরও দেখে নাও : রামকৃষ্ণদেব কুইজ
১০. প্রথম জৈন ধর্ম সম্মেলন হয় ৩২০ খ্রিস্টপূর্বাব্দে পাটলীপুত্রতে। এর সভাপতি কে ছিলেন?
To check our latest Posts - Click Here