Daily Current Affairs in BengaliCurrent Affairs

28th December Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bangla

28th December Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

দেওয়া রইলো ২৮শে ডিসেম্বর – ২০২২ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 28th December Current Affairs Quiz 2022 ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই  সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।

সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here 

দেখে নাও : 27th December Current Affairs Quiz 2022 –  Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bengali


১. হাসমুখ আধিয়া সম্প্রতি কোন রাজ্যের প্রধান উপদেষ্টা হিসাবে নিযুক্ত হয়েছেন?

(A) পাঞ্জাব
(B) গুজরাট
(C) ওড়িশা
(D) কেরালা

উত্তর
(B) গুজরাট

  • হাসমুখ আধিয়া এবং এসএস রাঠোরকে ২৭শে ডিসেম্বর ২০২২-এ গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেলের প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টা হিসাবে নিযুক্ত করা হয়েছে।
  • এস এস রাঠোর গুজরাট সরকারের সড়ক ও ভবন বিভাগের একজন প্রাক্তন সচিব।

২. ফারহান বেহারডিয়ান সম্প্রতি ক্রিকেট থেকে অবসরের ঘোষণা করেছেন। তিনি কোন দেশের খেলোয়াড়?

(A) ইংল্যান্ড
(B) ওয়েস্ট ইন্ডিজ
(C) দক্ষিন আফ্রিকা
(D) নিউজিল্যান্ড

উত্তর
(C) দক্ষিন আফ্রিকা

  • দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার ফারহান বেহারডিয়ান ২৭শে ডিসেম্বর ২০২২-এ ক্রিকেট থেকে অবসরের ঘোষণা করেছেন।
  • চারটি বিশ্বকাপে তিনি দক্ষিণ আফ্রিকার হয়ে প্রতিনিধিত্ব করেছেন।
  • তিনি ৩৮ টি-টোয়েন্টি খেলেছেন এবং ৫১৮ রান করেছেন।

৩. বিজ্ঞান ও গবেষণার ক্ষেত্রে শ্রেষ্ঠত্বের জন্য কে অটল সম্মান পুরস্কারে ভূষিত হয়েছেন?

(A) সেথ্রিচেম সঙ্গম
(B) ভেঙ্কি রামকৃষ্ণন
(C) শালিনী কুমারী
(D) প্রভু চন্দ্র মিশ্র

উত্তর
(D) প্রভু চন্দ্র মিশ্র

  • প্রভু চন্দ্র মিশ্র ২৭শে ডিসেম্বর ২০২২-এ বিজ্ঞান ও গবেষণার ক্ষেত্রে তার শ্রেষ্ঠত্বের জন্য অটল সম্মান পুরস্কারে ভূষিত হয়েছেন।
  • মেডিসিন নিয়ে গবেষণার জন্য সম্মানটি পেয়েছেন তিনি।
  • তিনি ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ স্টেমসেল অ্যান্ড রিজেনারেটিভ মেডিসিনের সভাপতি।

৪. সম্প্রতি কে ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়ার (NHAI) চেয়ারম্যান হিসাবে নিযুক্ত হয়েছেন?

(A) শমসের সিং
(B) সন্তোষ কুমার যাদব
(C) দীনেশ কুমার শুক্লা
(D) অনিল কুমার লাহোতি

উত্তর
(B) সন্তোষ কুমার যাদব

  • ভারত সরকার ২৬শে ডিসেম্বর ২০২২-এ সন্তোষ কুমার যাদবকে ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া (NHAI) এর চেয়ারম্যান হিসাবে নিযুক্ত করেছে।
  • তিনি বর্তমানে শিক্ষা মন্ত্রণালয়ের স্কুল শিক্ষা ও সাক্ষরতা বিভাগের অতিরিক্ত সচিব।

৫. কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর কোন শহরে Sports Science Centre এর উদ্বোধন করেলন?

(A) পুনে
(B) বারাণসী
(C) উডুপি
(D) অমরাবতী

উত্তর
(C) উডুপি

  • কেন্দ্রীয় যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর উদুপিতে ক্রীড়া বিজ্ঞান কেন্দ্রের উদ্বোধন করেছেন।
  • সরকার খেলাধুলার পরিকাঠামো উন্নত করতে ২৭০০ কোটি টাকা খরচ করেছে সেইসাথে খেলো ইন্ডিয়া গেমসের জন্য ৩,১৩৬ কোটি টাকাও বরাদ্দ করেছে পাঁচ বছরের জন্য।

৬. কোন কোম্পানি ‘Great Place to Work 2023’ সার্টিফিকেট পেয়েছে?

(A) টাটা স্টিল
(B) ISRO
(C) DRDO
(D) NTPC

উত্তর
(A) টাটা স্টিল

টাটা স্টিল :

  • প্রতিষ্ঠা : ২৫শে আগস্ট ১৯০৭, জামশেদপুর
  • CEO : টি.ভি. নরেন্দ্রন
  • প্রতিষ্ঠাতা : জমশেদজি টাটা

৭. কোন দেশের প্রাক্তন প্রেসিডেন্টকে সম্প্রতি ১১ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে?

(A) মালদ্বীপ
(B) ইন্দোনেশিয়া
(C) জাম্বিয়া
(D) শ্রীলংকা

উত্তর
(A) মালদ্বীপ

  • মালদ্বীপের আদালত প্রাক্তন রাষ্ট্রপতি আবদুল্লাহ ইয়ামিনকে দুর্নীতি এবং অর্থ পাচারের অভিযোগে দোষী সাব্যস্ত করার পরে তার ওপর ৫ মিলিয়ন ডলার জরিমানা এবং ১১ বছরের কারাদণ্ড প্রদান করেছে।
  • মালদ্বীপের বর্তমান রাষ্ট্রপতি ইব্রাহিম মোহাম্মদ সোলিহ।

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button