Daily Current Affairs in BengaliCurrent Affairs

19th February Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bangla

19th February Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

দেওয়া রইলো ১৯শে ফেব্রুয়ারি  – ২০২২ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 19th February Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই  সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।

সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here 

Daily Current Affairs MCQ in Bengali


১. ১৯৩০ সালে প্লুটো আবিষ্কারের বার্ষিকী স্মরণে কোন দিনটি প্লুটো দিবস হিসেবে পালিত হল?

(A) ১৬ই ফেব্রুয়ারি
(B) ১৯শে ফেব্রুয়ারি
(C) ১৮ই ফেব্রুয়ারি
(D) ১৪ই ফেব্রুয়ারি

উত্তর :
(C) ১৮ই ফেব্রুয়ারি

  • ১৯৩০ সালে প্লুটো আবিষ্কারের বার্ষিকী স্মরণে প্রতি বছর ১৮ই ফেব্রুয়ারি প্লুটো দিবস পালিত হয়।
  • আমেরিকান জ্যোতির্বিজ্ঞানী ক্লাইড টমবাঘ গ্রহটির আবিষ্কার করেছিলেন।
  • ক্লাইডের নেপচুন আবিষ্কারের ঠিক ৮৪ বছর পর অ্যারিজোনার Lowell Observatory-তে প্লুটো আবিষ্কার (চিহ্নিত) করা হয়েছিল।

২. ২০২২ এর কোন দিনটিতে “বিশ্ব প্যাঙ্গোলিন দিবস” (World Pangolin Day) পালন করা হল?

(A) ১৯শে ফেব্রুয়ারি
(B) ১২ই ফেব্রুয়ারি
(C) ১৪ই ফেব্রুয়ারি
(D) ১৫ই ফেব্রুয়ারি

উত্তর :
(A) ১৯শে ফেব্রুয়ারি

  • প্রতি বছর ফেব্রুয়ারি মাসের তৃতীয় শনিবার বিশ্ব প্যাঙ্গোলিন দিবস পালন করা হয়।
  • ২০২২ সালের জন্য, এটি ১৯শে ফেব্রুয়ারি পালন করা হচ্ছে।
  • আনুমানিক এক মিলিয়ন প্যাঙ্গোলিন নামক প্রাণীদের তাদের আঁশ, চামড়া ইত্যাদির উচ্চ চাহিদা মেটাতে হত্যা করা হয়।
  • মূলত আফ্রিকা ও এশিয়ার বন্য অঞ্চলে এই প্রাণী গুলি পাওয়া যায়।
  • মূলত এদের আঁশ বেআইনি ভাবে প্রচুর মূল্যে বিক্রি হয়।

৩. নিম্নোক্তদের মধ্যে কে সম্প্রতি HDFC ব্যাঙ্কের নন-এক্সিকিউটিভ ডিরেক্টর পদ থেকে পদত্যাগ করলেন?

(A) রেনু কার্নাড
(B) শ্রীকান্ত নাধামুনি
(C) কাইজাদ ভরুচা
(D) মলয় প্যাটেল

উত্তর :
(B) শ্রীকান্ত নাধামুনি

  • HDFC ব্যাংক:
  • সদর দপ্তর: মুম্বাই;
  • প্রতিষ্ঠা : আগস্ট ১৯৯৪;
  • CEO: শশীধর জগদীশান (ফেব্রুয়ারি ২০২২ অনুযায়ী)।
  • চেয়ারম্যান: অতনু চক্রবর্তী (ফেব্রুয়ারি ২০২২ অনুযায়ী)।

৪. ২০২২ সালের ফেব্রুয়ারি অবধি ‘হর ঘর জল’, জল জীবন মিশনের অধীনে ভারতের কতগুলি জেলার প্রতিটি বাড়িতে কলের জল (Tap Water) সরবরাহের ব্যবস্থা করা হয়েছে?

(A) ৪০টি জেলা
(B) ১০০০টি জেলা
(C) ১০০টি জেলা
(D) ৫০০টি জেলা

উত্তর :
(C) ১০০টি জেলা

  • জল জীবন মিশন দেশের 100টি জেলার প্রতিটি বাড়িতে কলের জল সরবরাহের আরেকটি মাইলফলক অর্জন করেছে।
  • হিমাচল প্রদেশের চাম্বা জেলা 100তম ‘হর ঘর জল’ জেলায় পরিণত হয়েছে।
  • গোয়া, হরিয়ানা, তেলেঙ্গানা, আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জ, পুদুচেরি, দাদার এবং নগর হাভেলি এবং দমন ও দিউতে, প্রতিটি গ্রামীণ পরিবারে কলের জল সরবরাহের ব্যবস্থা রয়েছে।

৫. কাকে সম্প্রতি IDFC FIRST ব্যাঙ্কের অতিরিক্ত পরিচালক (Additional Director) হিসাবে নিযুক্ত করা হয়েছে?

(A) জৈমিনী ভগবতী
(B) অঙ্কিতা উপাধ্যায়
(C) সতীশ গুপ্ত
(D) রেনু রাই

উত্তর :
(A) জৈমিনী ভগবতী

  • তিনি IDFC ফার্স্ট ব্যাঙ্কের মূল কোম্পানি IDFC Ltd-এর একজন স্বাধীন পরিচালক।
  • তিনি পূর্বে যুক্তরাজ্যে হাইকমিশনার এবং ইউরোপীয় ইউনিয়ন, বেলজিয়াম এবং লুক্সেমবার্গে রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন।

IDFC FIRST ব্যাঙ্ক :

  • CEO : ভি বৈদ্যনাথ
  • সদর দপ্তর : মুম্বাই

৬. কোন রাজ্য শীঘ্রই পূর্ব ও উত্তর-পূর্ব ভারতের প্রথম একটি ‘মোটর রেসিং ট্র্যাক’ পেতে চলেছে?

(A) নাগাল্যান্ড
(B) মেঘালয়
(C) আসাম
(D) মিজোরাম

উত্তর :
(D) মিজোরাম

মিজোরাম:

  • লোকসভা আসন : ১টি।
  • রাজ্যসভার আসন : ১টি।
  • জাতীয় প্রাণী (রাজ্যের) : সুমাত্রান সেরো।
  • জাতীয় পাখি : মিসেস হিউমের তিতির।
  • জাতীয় উদ্যান : মুরলেন জাতীয় উদ্যান, ব্লু মাউন্টেন জাতীয় উদ্যান।

৭. কোন দেশ ভারতের UPI ব্যবস্থা গ্রহণকারী প্রথম দেশ হতে চলেছে?

(A) ভুটান
(B) নেপাল
(C) বাংলাদেশ
(D) শ্রীলংকা

উত্তর :
(B) নেপাল

  • ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া (NPCI) ঘোষণা করেছে যে নেপাল ভারতের UPI সিস্টেম গ্রহণকারী প্রথম দেশ হবে।

নেপাল :

  • রাজধানী : কাঠমান্ডু
  • রাজা : জ্ঞানেন্দ্র বীর বিক্রম শাহ
  • মুদ্রা : নেপালি রুপি

৮. সরকার সঞ্জয় মালহোত্রাকে নিচের কোন ব্যাঙ্কের বোর্ডে একজন পরিচালক (director on board) হিসাবে মনোনীত করেছে?

(A) SBI
(B) IDBI Bank
(C) Bank of Baroda
(D) PNB

উত্তর :
(A) SBI

  • সরকার আর্থিক পরিষেবা সেক্রেটারি সঞ্জয় মলহোত্রাকে SBI-এর বোর্ডে একজন পরিচালক হিসাবে মনোনীত করেছে।
  • কেন্দ্রীয় সরকার মালহোত্রাকে RBI-এর কেন্দ্রীয় বোর্ডে পরিচালক হিসাবেও মনোনীত করেছে।

৯. আফ্রিকার কোন দেশ সম্প্রতি পোলিও প্রাদুর্ভাব ঘোষণা করেছে?

(A) কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্র
(B) মালাউই
(C) নাইজেরিয়া
(D) দক্ষিণ আফ্রিকা

উত্তর :
(B) মালাউই

  • আফ্রিকান দেশ – মালাউই সম্প্রতি পোলিও প্রাদুর্ভাব ঘোষণা করেছে একটি ছোট শিশুর মধ্যে রোগটি শনাক্ত হওয়ার পরে।
  • বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, এই প্রাদুর্ভাবটি আফ্রিকা মহাদেশে ৫ বছরেরও বেশি সময়ের মধ্যে প্রথম।

১০. কাকে সম্প্রতি ‘হিলাল-ই-পাকিস্তান’ নামক পাকিস্তানের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার প্রদান করা হয়েছে?

(A) বিল গেটস
(B) শি জিনপিং
(C) এলন মাস্ক
(D) মালালা ইউসুফজাই

উত্তর :
(A) বিল গেটস

  • মানবহিতৈষী এবং Microsoft কর্পোরেশনের প্রতিষ্ঠাতা – বিল গেটসকে হিলাল-ই-পাকিস্তান পুরস্কার দেওয়া হয়েছে, যা পাকিস্তানের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার।
  • Bill and Melinda Gates ফাউন্ডেশনের কো-চেয়ার হিসেবে তিনি এই পুরস্কার পাচ্ছেন।
  • পাকিস্তানে পোলিও নির্মূল করতে এবং দারিদ্র্য কমাতে ফাউন্ডেশনের ক্রমাগত প্রচেষ্টার জন্য এই পুরস্কারটি তাকে উৎসর্গ করা হয়েছে।


To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button