General Knowledge Notes in BengaliCurrent Affairs

গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স PDF – জানুয়ারি থেকে জুন ২০২০

Important Current Affairs - January to June - 2020

গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স PDF – জানুয়ারি থেকে জুন ২০২০

প্রিয় ছাত্রেরা, তোমাদের জন্য দেওয়া রইলো জানুয়ারি ২০২০ থেকে জুন ২০২০ পর্যন্ত ২২৫টি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স-এর তালিকা।

জানুয়ারি ২০২০ থেকে জুন ২০২০ – কারেন্ট অ্যাফেয়ার্স

১. ২০২০ সালের ১লা জানুয়ারী কোন দেশটি সবচেয়ে বেশি শিশু জন্মের রেকর্ড করেছে ? ➟ ভারত

২. পৃথিবীর প্রবীণতম কালো একশৃঙ্গ গন্ডারটি সম্প্রতি তাঞ্জানিয়াতে প্রয়াত হয়েছে । এই গণ্ডারটির নাম কি ছিল ?  ফাউসতা 

. ২০২০ সালে প্রতিমাসের প্রথম দিনে কোন রাজ্য “No Vehicle Day” পালন করার সিদ্ধান্ত নিয়েছে ? ➟ রাজস্থান

৪. নেতাজি সুভাষ চন্দ্র বসু কর্তৃক প্রথম পতাকা উত্তোলনের ৭৬তম বার্ষিকী স্মরণে অনুষ্ঠানটি কোথায় সম্প্রতি অনুষ্ঠিত হলো ? ➟ আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ

৫. আয়ারল্যান্ডে কুইন্স ইউনিভার্সিটি বেলফাস্টের নতুন চ্যান্সেলর পদে কে নিযুক্ত হয়েছেন ? ➟ হিলারি ক্লিনটন

৬. ১০৭তম ইন্ডিয়ান সায়েন্স কংগ্রেস (Indian Science Congress )-এর আয়োজন হোস্ট করছে কোন শহর ? ➟ বেঙ্গালুরু

৭.উমারো সিসকো এম্বোলো সম্প্রতি কোন দেশের রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন ? ➟ গিনি-বিসাউ

৮.সম্প্রতি ‘লোকমান্য তিলক জাতীয় সাংবাদিকতা পুরস্কার’ এ কে ভূষিত হয়েছেন ? ➟ সঞ্জয় গুপ্ত

৯.কোন ফিল্মটি গোল্ডেন গ্লোব ২০২০ পুরষ্কারে ড্রামা বিভাগে সেরা চলচ্চিত্রের পুরস্কার পেয়েছে ? ➟ 1917

১০. বেঙ্গালুরুতে অনুষ্ঠিত এবছর মহিলা বিজ্ঞান কংগ্রেসের প্রধান অতিথি কে যিনি ভারতের মিসাইল মহিলা ( Missile Woman of India ) নামে পরিচিত ? ➟ ড: টেসি থমাস

১১. মিষ্টি জলের কচ্ছপের জন্য দেশের প্রথম পুনর্বাসন কেন্দ্র কোন রাজ্যে হতে চলেছে ? ➟ বিহার

১২. BCCI এর সি কে নাইডু লাইফটাইম এচিভমেন্ট পুরস্কারে কে মনোনীত হলেন ? ➟ কে শ্রীকান্থ

১৩.কোন শহর ২০২০ সালের কমন ওয়েলথ গেমসের আয়োজন করবে ?  বার্মিংহাম

১৪.কোন ভারতীয় বংশোদ্ভূত লেখক সম্প্রতি ইউ.কে. চিলড্রেনস বুক অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন?  যশবিন্দর বিলান

১৫.কে সম্প্রতি ক্রোয়েশিয়ার রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন ?  জোড়ান মিলানোভিক

১৬. রবার্ট আবেলা কোন দেশের নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন ? ➟ মালটা

১৭.সম্প্রতি তাইওয়ানের রাষ্ট্রপতি হিসেবে কে নির্বাচিত হয়েছেন ?  ➟ সাই ইং ওয়েন

১৮.২০২০ সালের জানুয়ারীতে কোন বন্দরটির নাম পরিবর্তন করে শ্যামা প্রসাদ মুখার্জি বন্দর নাম রাখা হয়েছে ? ➟ কলকাতা বন্দর

১৯.২০২০ সালের জানুয়ারিতে RBI এর ডেপুটি গভর্নর হিসেবে কে নিযুক্ত হলেন ? ➟ মাইকেল দেবপ্রতা পাত্র

২০.“A New India: Selected Writings 2014-19” বইটি কোন রাজনৈতিক ব্যক্তিত্বের বাছাই করা কিছু লেখা নিয়ে প্রকাশিত করা হয়েছে ? ➟ অরুন জেটলি 

২১. CRPF – এর নতুন ডিরেক্টর জেনারেল হিসেবে কে সম্প্রতি নিযুক্ত হলেন ? ➟ এ. পি. মহেশ্বরী

২২.  ২০২০ সালে প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজের প্রথম কোন মহিলা অফিসার কুচকাওয়াজ করাবেন ? ➟ তানিয়া শেরগিল

২৩.হেনলি পাসপোর্ট ইনডেক্স ২০২০ অনুযায়ী ভারতের পাসপোর্টের অবস্থান কততম ? ➟ ৮৪

২৪.২০২০ সালের জানুয়ারিতে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ভারতীয় স্পিনার হিসেবে কে দ্রুততম ১০০টি উইকেট নিলেন ? ➟ কুলদীপ যাদব

২৫. কোন অভিনেত্রী সম্প্রতি ফিক্শন বিভাগে ক্রসওয়ার্ড বুক অ্যাওয়ার্ড পেয়েছেন ? ➟ টুইঙ্কল খান্না

২৬.২৬তম বার্ষিক স্ক্রিন অ্যাক্টরস গিল্ড পুরষ্কার (Annual Screen Actors Guild Awards ) -এ  কোন চলচ্চিত্র সেরা চলচ্চিত্রের পুরষ্কার জিতেছে ? ➟ Parasite

২৭. সম্প্রতি ক্যাটেরিনা সাকেল্লারোপৌলো কোন দেশের প্রথম মহিলা রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছে ? ➟ গ্রীস

২৮.পঞ্চাশতম বিশ্ব অর্থনৈতিক ফোরামের (World Economic Forum ) ইভেন্টটি কোন শহরটি পরিচালনা করছে?  দাভোস

২৯.ইসরো দ্বারা মহাকাশে প্রেরণের জন্য তৈরি করা মানব রোবটের নাম কী ?  ব্যোমমিত্র

৩০. কোন ভারতীয় শহর সম্প্রতি ২০২০ সালের JLL City Momentum Index  -এ প্রথম স্থান অর্জন করেছে ? ➟ হায়দ্রাবাদ 

৩১.চাল্লা শ্রীনিবাসুলু সেট্টি সম্প্রতি কোন ব্যাঙ্কের ম্যানেজিং ডিরেক্টর নির্বাচিত হয়েছেন ? ➟ State Bank of India

৩৩.২০২০ সালে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম দ্বারা প্রকাশিত Social Mobility Index -এ ভারতের র‌্যাঙ্ক কত ? ➟ ৭৬

৩৪.২০২০ সালের 2020 গ্লোবাল প্রতিভা প্রতিযোগিতা সূচক (Global Talent Competitiveness Index ) – এ  ভারতের র‌্যাঙ্ক কত ? ➟ ৭২

৩৫.২০২০ সালের জানুয়ারিতে প্রকাশিত গ্রিনপিস ইন্ডিয়া রিপোর্ট অনুসারে, নিচের কোন শহরটি ভারতের সবচেয়ে দূষিত শহর ? ➟ ঝরিয়া 

৩৬.৬২তম বার্ষিক গ্র্যামি পুরষ্কারে কে সবথেকে বেশি সংখ্যক  পুরষ্কার জিতেছেন ? ➟ বিলি এলিশ

৩৭. ২০২০ সালের প্রজাতন্ত্র দিবস কুচকাওয়াচে কোন রাজ্য/ কেন্দ্রশাসিত অঞ্চলটির ট্যাবলো সেরা হিসাবে বিবেচিত হয়েছে ? ➟ আসাম

৩৮. প্রধান অতিথি হিসাবে ২০২০ সালের প্রজাতন্ত্র দিবস উদযাপনে যোগ দিতে ভারতে আগত জাইর মেসিয়াস বলসোনারো কোন দেশের রাষ্ট্রপতি? ➟ ব্রাজিল

৩৯. শেখ খালিদ কোন দেশের নতুন প্রধানমন্ত্রী নিযুক্ত হয়েছেন?  কাতার

৪০. গ্লোবাল ট্র্যাফিক সূচী অনুসারে কোন ভারতীয় শহরে বিশ্বের সবচেয়ে খারাপ ট্র্যাফিক রয়েছে ? ➟ বেঙ্গালুরু

আরো দেখে নাও : সাম্প্রতিকী – জানুয়ারি মাস – ২০২০

৪১.কে সম্প্রতি ২০২০ সালের  অস্ট্রেলিয়ান ওপেনস -এ পুরুষদের একক শিরোপা জিতেছেন ?  নোভাক জোকোভিচ

৪২.কে  ২০২০ সালের অস্ট্রেলিয়ান ওপেনস -এ মহিলাদের একক শিরোপা জিতেছেন ? ➟ সোফিয়া কেনিন

৪৩.কে সম্প্রতি ইরাকের প্রধানমন্ত্রী নিযুক্ত হয়েছেন ? ➟ মোহাম্মদ আল্লাই 

৪৪. সম্প্রতি কোন দেশ কমনওয়েলথে আনুষ্ঠানিকভাবে পুনরায় যোগদান করেছে ? ➟ মালদ্বীপ

৪৫. কে সম্প্রতি কানাডায় ভারতীয় হাই কমিশনার হিসাবে নিযুক্ত হয়েছেন? ➟ অজয় বিসারিয়া

৪৬. ২০২০ সালের জানুয়ারিতে, কে IBM -এর নতুন CEO নিযুক্ত হয়েছেন? অরবিন্দ কৃষ্ণ

৪৭.২০২০ সালের জানুয়ারিতে কোন স্টেশন থেকে দেশের প্রথম “ফলের ট্রেন ( fruit train )” তার যাত্রা শুরু করলো ?  তাদিপাত্রী রেলওয়ে স্টেশন

৪৮.কে কেন্দ্রীয় সরকার কর্তৃক সম্প্রতি গঠিত রাম মন্দির ট্রাস্টের নেতৃত্ব দেবেন ? ➟ কে প্রসারণ

৪৯. কুষ্ঠ রোগ প্রতিরোধে তার অবদানের জন্য ২০২০ সালে একক ভাবে কে আন্তর্জাতিক গান্ধী পুরষ্কার জিতেছেন? ➟ ডাঃ এন এস ধর্মশক্তু

৫০.প্রথমবারের জন্য কোন নন-ইংলিশ চলচিত্র ২০২০ সালে “সেরা চলচ্চিত্র (Best Picture )” বিভাগে অস্কার জিতলো ? ➟ Parasite

জানুয়ারি ২০২০ থেকে জুন ২০২০ – কারেন্ট অ্যাফেয়ার্স

৫১.২০২০ সালের অস্কারে কে সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন? ➟ জোয়াকিন ফিনিক্স

৫২.  IOC এর ‘সম্মানজনক উল্লেখ (honourable mention )’ প্রাপ্ত প্রথম ভারতীয় কে ? ➟ পুল্লেলা গোপীচাঁদ

৫৩.আবাসন ও নগর বিষয়ক মন্ত্রকের ‘sister cities’ উদ্যোগে শীর্ষ-স্থানে থাকা বারাণসী কোন  শহরের  সাথে জুটিবদ্ধ হবে? ➟ অমৃতসর

৫৪.কোন রাজ্য ভূগর্ভস্থ জলের স্তর উন্নতির জন্য ভূগর্ভস্থ জল আইন -২০২০ (Ground Water Act-2020 ) অনুমোদন করেছে ? ➟ উত্তরপ্রদেশ

৫৫.কে ২০২০ সালে মিস্টিক কলিঙ্গ সাহিত্য পুরষ্কার (Mystic Kalinga Literary Award ) পেলেন ? ➟ মনোজ দাস

৫৬.প্রবাসী ভারতীয় কেন্দ্রের নামকরণ করা হয়েছে প্রয়াত  কোন কেন্দ্রীয় মন্ত্রীর নামানুসারে ? ➟ সুষমা স্বরাজ

৫৭. ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস ২০২০ তে কোন চলচ্চিত্রটি সেরা চলচ্চিত্রের পুরস্কার অর্জন করেছে? ➟ Gully Boy

৫৮.ভারতের কোন রাজ্য সম্প্রতি ভারতের প্রথম আন্তঃনগর বৈদ্যুতিক বাস পরিষেবা শুরু করেছে? ➟ মহারাষ্ট্র

৫৯. সম্প্রতি ভারতের নতুন অর্থ সচিব (Finance Secretary ) হিসাবে কে নিযুক্ত হলেন ? ➟ দেবাশীষ পান্ডা

৬০.কে ২০২০ সালের ড্যান ডেভিড পুরস্কার জিতেছেন ? ➟ গীতা সেন

৬১.প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোথায় দীনদয়াল উপাধ্যায়ের উচ্চতম মূর্তি উন্মোচন করেছেন? ➟ বারাণসী

৬২.কোন ভারতীয় জাভিলিন থ্রোয়ারকে চার বছরের জন্য  NADA (National Anti-Doping Agency ) নিষিদ্ধ ঘোষণা করেছে  ? ➟ অমিত দহিয়া

৬৩. কোন ভারতীয় ক্রীড়া ব্যক্তিত্ব সম্প্রতি সেরা ক্রীড়া মুহূর্তের বিভাগে লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টস অ্যাওয়ার্ডস ২০২০ জিতেছেন ? ➟ শচীন টেন্ডুলকার

৬৪. কোন দেশ সম্প্রতি  Ra’ad-II  ক্রুজ মিসাইল সফলভাবে পরীক্ষা করেছে ? ➟ পাকিস্তান

৬৫.আশরাফ গনি কোন দেশের রাষ্ট্রপতি হিসাবে দ্বিতীয়বারের জন্য নির্বাচিত হলেন ? ➟ আফগানিস্তান

৬৬. ২০২০ সালের ফেব্রুয়ারিতে নিম্নলিখিতগুলির মধ্যে কে কেয়ার্ন কাপ দাবা টুর্নামেন্ট জিতেছেন? ➟ কোনেরু হম্পি

৬৭. ২০২০ সালের ফেব্রুয়ারিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটি  কাকে নতুন প্রধান ভিজিল্যান্স কমিশনার (Chief Vigilance Commissioner ) হিসেবে মনোনীত করেছে ? ➟ সঞ্জয় কোঠারি

৬৮. নিচের কোনটি আসামের প্রথম ‘বর্জ্য শূন্য শহরে (zero waste town )’ হিসেবে ঘোষিত হয়েছে ? ➟ তিতাবড়

৬৯. ভারতের প্রথম একক-ব্যবহারের প্লাস্টিক-মুক্ত বিমানবন্দরে পরিণত হয়েছে কোনটি ? ➟ ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর

৭০.কম্পিউটারে কাট, কপি, পেস্টের আবিষ্কারক সম্প্রতি প্রয়াত হয়েছেন । তাঁর নাম কি ?  ➟ ল্যারি টেসলার 

৭১. ২০২০ সালের ফেব্রুয়ারিতে, ESPN এর বর্ষসেরা মহিলা ক্রীড়াবিদ -এর  পুরষ্কার জিতেছেন  ➟ পি ভি সিন্ধু

৭২.দ্বিতীয় ভারতীয় মহিলা হিসেবে সম্প্রতি ২০২০ সালের ফেব্রুয়ারিতে, এশিয়ান রেসলিং চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জিতলেন কে ? ➟ দিব্যা কাকরান

৭৩.২০২০ সালে প্রকাশিত sustainability index -এ ভারতের অবস্থান কত তম ? ➟ ৭৭

৭৪. কে ২৩শে ফেব্রুয়ারী ২০২০ তে ফ্রান্সে ৩৪তম কেনস ওপেন জিতেছেন ?  ডি গুকেশ

৭৫.ICC ইউসুফ আবদুল রহিম আল বালুশিকে ৭ বছরের জন্য সব ধরণের ক্রিকেট থেকে নিষিদ্ধ করেছে। তিনি কোন দেশের হয়ে খেলতেন ?  ➟ ওমান

৭৬. কোন শহরটি ভারতের প্রথম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শীর্ষ সম্মেলন “RAISE 2020”  আয়োজন করছে ? ➟ নতুন দিল্লি 

৭৭. কোন ভারতীয় ব্যাডমিন্টন খেলোয়াড় অন্ধ্রপ্রদেশ দুর্নীতিবিরোধী হেল্পলাইনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন? ➟ পিভি সিন্ধু

৭৮.কোন দেশের ডাক্তারা মস্তিষ্ক অ্যানিউরিজমের চিকিৎসার জন্য অস্ত্রোপচার করতে প্রথমবারের জন্য একটি রোবট ব্যবহার করে নজির গড়লেন ? কানাডা

৭৯.প্রথম কোন মোবাইল কোম্পানি ISRO -এর ক্ষমতাশালী আধুনিক ন্যাভিগেশন প্রযুক্তি NavIC ব্যবহার করতে চলেছে ?  ➟ Realme

৮০.  বিশ্বের প্রথম দেশ সমস্ত স্যানিটারি পণ্য নিখরচায় মহিলাদের সরবরাহ করবে ? ➟ স্কটল্যান্ড

আরো দেখে নাও : সাম্প্রতিকী – ২০১৯ ফেব্রুয়ারি মাস

৮১.২০২০ সালের খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমস কোন বিশ্ববিদ্যালয় জিতেছে ? ➟ পাঞ্জাব বিশ্ববিদ্যালয়

৮২. কোন দেশ সম্প্রতি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করেছে ? ➟ চীন

৮৩.অক্সিজেন ছাড়া বাঁচতে পারে এমন প্রথম আবিষ্কৃত বহুকোষী প্রাণী কোনটি ? ➟ Henneguya salminicola

৮৪. ২০২০ সালের মার্চ মাসে অনুষ্ঠিত কোন দেশের সাধারণ নির্বাচনে বেঞ্জামিন নেতানিয়াহু জয়ী হলেন ? ➟ ইজরায়েল 

৮৫. বিশ্বে প্রথম কোন দেশ পাবলিক ট্রান্সপোর্ট ফ্রি করে দিলো ? ➟ লাক্সেমবার্গ

৮৬. ভারতের নতুন অর্থসচিব পদে নিযুক্ত হলেন   অজয় ভূষণ পান্ডে

৮৭. উত্তরাখণ্ডের গ্রীষ্মকালীন রাজধানী হিসাবে কোন স্থানকে মনোনীত করা হয়েছে? ➟ গৈরসৈন

৮৮. কে ভারতের প্রধান তথ্য কমিশনার (Chief Information Commissioner ) হিসাবে নিযুক্ত হয়েছেন?  বিমল জুলকা

৮৯.২০২০ সালের নাসার মঙ্গল মিশন এর রোভারের নাম কী ? ➟ Perseverance

৯০.পৃথিবীর কোনো দেশের কনিষ্ঠতম প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন সান্না মেরিন,তিনি কোন দেশের প্রধানমন্ত্রী ? ফিনল্যাণ্ড 

৯১.মহারাষ্ট্রের কোন বিমানবন্দরটির নামকরণ করা হয়েছে ‘ছত্রপতি সম্ভাজি মহারাজ বিমানবন্দর’?  ➟ ঔরঙ্গাবাদ বিমানবন্দর

৯২. ভারতের কোন ইঞ্জিনিয়ারিং কলেজ সম্প্রতি প্রকাশিত QS ওয়ার্ল্ড র‌্যাঙ্কিংয়ে শীর্ষে রয়েছে  ? ➟ IIT মুম্বাই 

৯৩. ২০২১ সালে জানুয়ারীতে নিম্নলিখিত কোন শহরটি ১০৮তম ভারতীয় বিজ্ঞান কংগ্রেসের আয়োজন করবে ? ➟ পুনে

৯৪. মুহিউদ্দিন ইয়াসিন সম্প্রতি কোন দেশের নতুন প্রধানমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেছেন ? ➟ মালয়েশিয়া 

৯৫.সম্প্রতি প্রকাশিত ‘SIPRI Arms Export list’ এ ভারতের অবস্থান কততম ?  ➟ ২৩ তম

৯৬.  ২০২০ সালের ১০ই মার্চ কোন দেশে দুটি রাষ্ট্রপতি একসাথে  শপথ গ্রহণ করেছে? ➟ আফগানিস্তান

৯৭. “The Adventures of the Daredevil Democrat” বইটি প্রকাশ করলেন  ➟ নবীন পট্টনায়েক

৯৮. কে ২০১৭-২০১৯ সময়কালের জন্য  সপ্তম ড: এম. এস. স্বামীনাথন পুরষ্কার জিতেছেন ? ➟ ভি প্রবীণ রাও

৯৯. ২০২০ সালের মার্চ মাসে কোন ফুটবল ক্লাব তাদের দ্বিতীয় আই-লিগ শিরোপা জিতেছে? ➟ মোহন বাগান

১০০. ইনক্লুসিভ ইন্টারনেট ইনডেক্স ২০২০ তে ভারতের র‌্যাঙ্ক কত ? ➟ ৪৬

জানুয়ারি ২০২০ থেকে জুন ২০২০ – কারেন্ট অ্যাফেয়ার্স

১০১. কোন দেশের সংসদ সম্প্রতি একটি প্রস্তাব পাস করেছে যার মাধ্যমে সে দেশের রাষ্ট্রপতি ২০৩৬ সাল পর্যন্ত ক্ষমতায় থাকবে ?  ➟ রাশিয়া

১০২. কোন দল এই বছরের রঞ্জি ট্রফি শিরোপা জিতেছে? ➟ সৌরাষ্ট্র

১০৩. আম্বেদকর হাউস স্মৃতিসৌধ বন্ধের বিরুদ্ধে ভারত সম্প্রতি আবেদন করেছে । এটি কোন দেশে অবস্থিত ? ➟ জাপান

১০৪. G20 এর প্রথম ভার্চুয়াল সামিটের সভাপতিত্ব করবে কোন দেশ ? ➟ সৌদি আরব

১০৫. রাষ্ট্রপতি বারহাম সালিহ দ্বারা সম্প্রতি কে ইরাকের প্রধানমন্ত্রী মনোনীত হয়েছেন ? ➟ আদনান জুরফি

১০৬. ২০২০ সালের মার্চ মাসে ইয়েস ব্যাংকের নতুন এমডি এবং প্রধান নির্বাহী কর্মকর্তা কে নিযুক্ত হয়েছেন? ➟ প্রশান্ত কুমার

১০৭. সম্প্রতি, ইউনেস্কো চলচ্চিত্রের ক্ষেত্রে ইউনেস্কো ক্রিয়েটিভ সিটিস নেটওয়ার্ক (UCCN) এর সদস্য হিসাবে কোন শহরকে মনোনীত করেছে ? ➟ মুম্বাই

১০৮. ২০২০ সালের মার্চে প্রকাশিত ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্টে ভারতের র‌্যাঙ্ক কত? ➟ ১৪৪

১০৯. ২০২০ সালের মার্চ মাসে ওয়ালমার্ট ইন্ডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা কে নিযুক্ত হলেন ? ➟ সমীর আগরওয়াল

১১০. বিশ্ব অ্যাথলেটিক্স ইন্টিগ্রিটি ইউনিট নবীন চিকারাকে ডোপ পরীক্ষায় ব্যর্থ হওয়ার পরে ৪ বছরের জন্য ব্যান করেছে । নবীন চিকারা কোন খেলার সাথে যুক্ত ? ➟ শট পুট 

১১১. ‘Days of Glory’ এবং ‘Mourning en masse’ কোন বিখ্যাত ভারতীয় শিল্পীর চিত্রকর্ম, যিনি সম্প্রতি প্রয়াত হয়েছেন ? ➟ সতীশ গুজরাল

১১২. কোনটি ভারতের প্রথম COVID-19 ট্র্যাকিং অ্যাপ্লিকেশন? ➟ Arogya Setu 

১১৩. সম্প্রতি নাসা বৃহৎ সৌর কণার ঝড় ( Giant solar particle storms ) অধ্যয়ন করার জন্য কম মিশন শুরু করলো ? ➟ SunRISE

১১৪. ২০২০ সালের এপ্রিলে কে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার ডেপুটি গভর্নর পদে পুনর্নিযুক্ত হয়েছেন? ➟ বিপি কানুনগো

১১৫.ভারতীয় সংবিধানের অধীনে শপথ গ্রহণকারী জম্মু ও কাশ্মীর হাইকোর্টের প্রথম বিচারক হলেন  ➟ বিচারপতি রজনেশ ওসওয়াল

১১৬.নিউ ইয়র্কের ব্রঙ্ক্স চিড়িয়াখানাতে একটি ৪ বছরের বাঘের দেহে COVID-19 এর সংক্রমণ ধরা পরেছে । এই বাঘটির নাম হলো  ➟ নাদিয়া

১১৭. ২০২০ সালের এপ্রিলে পেটা ইন্ডিয়া কর্তৃক পশুদের খাওয়ানোর জন্য তহবিল বরাদ্দের অভিনবত্বের জন্য কাকে সম্মানিত করা হয়েছে ? ➟ নবীন পট্টনায়েক

১১৮. ভারতীয় রেলওয়ে দ্বারা বিকশিত ভেন্টিলেটরের নাম কী? ➟ জীবন

১১৯. ২০২০-২১ এর জন্য ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ সফটওয়্যার অ্যান্ড সার্ভিসেস কোম্পানির (ন্যাসকম ) -এর নতুন চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন  ➟ ইউবি প্রবীন রাও

১২০. উইজডেন (Wisden )  ক্রিকেটারদের আলমান্যাকের ২০২০ সংস্করণে বিশ্বের শীর্ষস্থানীয় ক্রিকেটারের হিসেবে কাকে মনোনীত করা হয়েছে ? ➟ বেন স্টোকস

আরো দেখে নাও : সাম্প্রতিকী – মার্চ মাস – ২০২০

১২১. ‘The Wizenard Series: Season One’  বইটির রচয়িতা হলেন ➟ কোবে ব্রায়ান্ট

১২২.ভারতের প্রথম কোন রেল স্টেশনে প্যাসেঞ্জেরদের জীবাণুমুক্ত করতে ওয়াকথ্রু স্যানিটাইজিং টানেল ( walkthrough sanitising tunnel ) চালু করা হয়েছে ? ➟ আহমেদাবাদ স্টেশন

১২৩.২০২০ সালের এপ্রিল মাসে ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়ার নির্বাহী পরিচালক (Executive Director ) হিসাবে কে দায়িত্ব গ্রহণ করেছেন? ➟ বিরুপাক্ষ মিশ্র

১২৪.ভারতের প্রথম কোন রাজ্যের হাসপাতালে করোনা আক্রান্ত রোগীদের রোবটের সাহায্যে খাবার ও ওষুধ দেওয়া হল ?  ঝাড়খন্ড 

১২৫. ভারতের কোন  জাতীয় উদ্যানে  জীবজন্তুদের জন্য বিচ্ছিন্নতা ওয়ার্ড (isolation wards )  তৈরি করা হয়েছে ? ➟ জিম করবেট জাতীয় উদ্যান

১২৬. WWF (World Wide Fund)-এ ভারতের রাষ্ট্রদূত হিসাবে নিযুক্ত হলেন  ➟ বিশ্বনাথন আনন্দ 

১২৭. রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের নতুন সেক্রেটারি  হিসাবে নিযুক্ত হলেন  ➟ কপিল দেব ত্রিপাঠি

১২৮.বিখ্যাত ম্যাটারহর্ন পর্বতে ভারতের তিরঙা পতাকার ছবি প্রজেক্ট করে কোন দেশ করোনভাইরাস মহামারীর বিরুদ্ধে লড়াইয়ে ভারতের সাথে সংহতি প্রকাশ করেছে? ➟ সুইজারল্যান্ড 

১২৯. ২৭শে এপ্রিল ২০২০ জাস্টিস ধর্মাধিকারী অবসর নেবার পরে কে  বোম্বাই হাইকোর্টের নতুন প্রধান বিচারপতি পদে নিযুক্ত হতে চলেছেন ? ➟ বিচারপতি দীপঙ্কর দত্ত

১৩০.BWF এর “I am Badminton” প্রচারের অ্যাম্বাসেডর হিসাবে কোন ভারতীয় শাটলারের নাম ঘোষণা করা হয়েছে? ➟ পিভি সিন্ধু

১৩১. জাতীয় শিপিং বোর্ডের নতুন প্রধান পদে কে নিযুক্ত হলেন ? ➟ মালিনী শঙ্কর

১৩২.চীনের প্রথম মঙ্গল অভিযানটির নাম  ➟ তিয়ানওয়েন (Tianwen )

১৩৩. কোন দেশ ২০২০ সালের ব্রিকস বিদেশমন্ত্রীদের ভিডিও কনফারেন্সের সভাপতিত্ব করেছে ? ➟ রাশিয়া

১৩৪.কে জাতিসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি হিসাবে নিযুক্ত হয়েছেন? ➟ টি.এস. তিরুমূর্তি

১৩৫. কোন ভারতীয় ব্যক্তিত্ব ২০২০ সালের এপ্রিলে USA ক্রিকেট দলের কোচ হিসেবে নিযুক্ত হয়েছেন? ➟ জে অরুণ কুমার

১৩৬.২০২০ সালের এপ্রিলে কে ক্রীড়া সচিব (Sports Secretary ) পদে নিযুক্ত হলেন ? ➟ রবি মিত্তল

১৩৭. ২০২০ সালে নিউজিল্যান্ড ক্রিকেট পুরষ্কার ঘোষণার সময় স্যার রিচার্ড হ্যাডলি পদকটি কাকে দেওয়া হয়েছে ? রস টেইলর

১৩৮. গুগল পে-এর পরামর্শদাতা হিসেবে সম্প্রতি নিযুক্ত হয়েছেন? ➟ শিখা শর্মা

১৩৯. ন্যানোপ্রযুক্তি ভিত্তিক জল পরিশোধন কাজের জন্য ‘বিজ্ঞান ও প্রযুক্তি’ বিভাগে ২০২০ সালের নিকেকেই এশিয়া পুরষ্কার এর জন্য কে নির্বাচিত হয়েছেন? টি. প্রদীপ

১৪০. চক-হাও  নামক এক ধরণের সুগন্ধযুক্ত আঠালো কালো ধান সম্প্রতি  GI রেজিস্ট্রেশন পেয়েছে। কয়েক শতাব্দী ধরে নিম্নলিখিত কোন রাজ্যে এটির চাষ হয়? মণিপুর 

১৪১. মহাত্মা গান্ধী জাতীয় পল্লী কর্মসংস্থান গ্যারান্টি স্কিমের (MGNREGS) আওতায় ১৮ লক্ষাধিক নাগরিককে কর্মসংস্থান দিয়ে কোন রাজ্য শীর্ষে রয়েছে? ➟ ছত্তিশগড়

১৪২. নাসার প্রথম মঙ্গল হেলিকপ্টারটির নাম কী যেটির নামকরণ করেছে ১৭ বছর বয়সী ভারতীয় বংশোদ্ভূত মেয়ে ভনিজা রুপানী ? ➟ Ingenuity

১৪৩. কোভিলপট্টি কদলই মিটটাই নামক কোন রাজ্যের চিনাবাদাম ক্যান্ডি সম্প্রতি GI তকমা পেলো ? তামিলনাড়ু 

১৪৪. কে ২০২০ সালের মে মাসে আমেরিকান একাডেমি অফ আর্টস অ্যান্ড সায়েন্সেসের আন্তর্জাতিক সাম্মানিক সদস্য নির্বাচিত হয়েছেন? ➟ শোভনা নরসিংহান

১৪৫. ২০২০ সালের মে মাসে সরকার কর্তৃক RBI এর কেন্দ্রীয় বোর্ডে পরিচালক পদে কে নিযুক্ত হন? ➟ তরুন বাজাজ

১৪৬. সম্প্রতি জম্মু ও কাশ্মীর পাবলিক সার্ভিস কমিশনের (JKPSC ) চেয়ারম্যান পদে নিয়োগ পেয়েছেন – ➟  বি আর শর্মা

১৪৭. ২০২০ সালের মে মাসে, বিদেশ থেকে ভারতীয় নাগরিকদের প্রত্যাবাসনের জাতীয় প্রচেষ্টার অংশ হিসাবে ভারতীয় নৌবাহিনী নিচের কোন অপারেশনটি  চালু করেছে? অপারেশন সমুদ্র সেতু

১৪৮. ইরানের নতুন মুদ্রার নাম কী? ➟ তোমান

১৪৯. ২০২০ সালে ন্যানো বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগে কে “Young Career” পুরস্কার পেয়েছেন? ➟ সৌরভ লোধা

১৫০. “Vijyant at Kargil: The Life of a Kargil Hero” – বইটি লিখেছেন   ভি এন থাপার

জানুয়ারি ২০২০ থেকে জুন ২০২০ – কারেন্ট অ্যাফেয়ার্স

১৫১. কে ২০২০ সালের মে মাসে সংসদের পাবলিক অ্যাকাউন্টস কমিটির  সভাপতির পদে পুনর্নিযুক্ত হয়েছেন? ➟ অধীর রঞ্জন চৌধুরী

১৫২. সংখ্যালঘু সম্প্রদায়ের প্রথম ব্যক্তি হিসেবে কে পাকিস্তান বিমান বাহিনীতে যোগদান করেছেন? ➟ রাহুল দেব

১৫৩.  CBSE বোর্ডের নতুন চেয়ারম্যান পদে নিযুক্ত হলেন   মনোজ আহুজা

১৫৪. গ্লোবাল এনার্জি ট্রানজিশন ইনডেক্স (Global Energy Transition ইনডেক্স ) ২০২০ তে ভারত কোন অবস্থানে রয়েছে ? ৭৪

১৫৫. ২০২০ সালের মে মাসে ওড়িশা এবং পশ্চিমবঙ্গ উপকূলে আছড়ে পরা সাইক্লোনটির নাম হলো – আমফান

১৫৬. সম্প্রতি পশ্চিমবঙ্গের স্বাস্থ্য সচিব কে হলেন? নারায়ন স্বরুপ নিগম

১৫৭. দেবেশ রায় ২০২০ সালের মে মাসে প্রয়াত হয়েছেন। কোন উপন্যাসের জন্য তাঁকে সাহিত্য আকাদেমি পুরষ্কার দেওয়া হয়েছিল? ➟  তিস্তা পারের বৃত্তান্ত

১৫৮. বেনি গ্যান্টজ কোন দেশের বিকল্প প্রধানমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেছেন ? ➟  ইজরায়েল 

১৫৯. অয়েল ইন্ডিয়া লিমিটেড কোন জাতীয় উদ্যানের নীচে তার অনুসন্ধান প্রকল্পের জন্য পরিবেশগত ছাড়পত্র পেয়েছে? ➟ ডিব্রু-শইখোয়া জাতীয় উদ্যান 

১৬০. আন্দামানের বিরল খেজুর ‘পিনঙ্গা আন্দামেনেসিস’ এর বিলুপ্তি রোধে কোন রাজ্যে এই গাছগুলিকে পুনঃস্থাপন করা হয়েছে?  কেরালা  

আরো দেখে নাও : সাম্প্রতিকী – এপ্রিল মাস – ২০২০

১৬১.  আত্মনির্ভর ভারতের চেতনা উদ্বুদ্ধ করতে “জয়তু ভারতম” গানটি লিখেছেন  ➟ প্রসূন জোশী

১৬২. ২০২০ সালের মে মাসে বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক্সিকিউটিভ বোর্ডের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করলেন – ➟ হর্ষ বর্ধন 

১৬৩. নাসার নতুন  WFIRST হাবল টেলিস্কোপটির নাম কি ?  ➟ ন্যান্সি গ্রেস রোমান (Nancy Grace Roman )

১৬৪. খেলাধুলাকে শিল্পের মর্যাদা (industrial status ) দিলো প্রথম কোন ভারতীয় রাজ্য ?  মিজোরাম 

১৬৫. সম্প্রতি প্রকাশিত “The Ickabog” বইটি লিখেছেন  জে কে রাউলিং 

১৬৬. ২০২০ সালের মে মাসে সম্মানজনক বর্ষসেরা উদ্ভাবক ( Inventor of the Year  ) পুরস্কার কে পেলেন ? ➟  রাজীব জোশী

১৬৭. সম্প্রতি কোন ব্যক্তি ২০২০ সালের Freedom of Speech সম্মান পেলেন? সিদ্ধার্থ ভরদরাজন

১৬৮. সম্প্রতি কোন দেশ তাদের একটি রাস্তার নাম বদলে ‘Tagore Street’ রেখেছে? ➟  ইজরায়েল

১৬৯. ‘স্নেহের পরশ’ প্রকল্প চালু করেছে কোন রাজ্য? পশ্চিমবঙ্গ  

১৭০. “Wuhan Diary: Dispatches from a Quarantined City” বইটি কার লেখা? ➟  ফাং-ফাং

১৭১. ‘Hop On : My Adventures on Boats Trains and Planes’ বইটি সম্প্রতি প্রকাশ পেয়েছে ।বইটির লেখক কে? ➟  রাসকিন বন্ড

১৭২. সম্প্রতি বিশ্ব-ব্যাঙ্ক এর মুখ্য অর্থনীতিবিদ কে হলেন? কামমেন রেনহার্ট

১৭৩. ফোর্বস পত্রিকার তথ্য অনুসারে বর্তমানে বিশ্বে সবচেয়ে বেশি পারিশ্রমিক প্রাপ্ত মহিলা খেলোয়াড় কে ➟  নাওমি ওসাকা 

১৭৪. সম্প্রতি কোন ভারতীয় অর্থনীতিবিদ বিশ্ব ব্যাংক এর দক্ষিন এশিয়ার জলবায়ু পরিবর্তন বিষয়ক প্র্যাকটিস ম্যানেজার হিসাবে দায়িত্ব নিলেন? আভাস ঝা

১৭৫. পুলিৎজার বিজয়ী ভারতীয় বংশোদ্ভূত চিকিৎসক সিদ্ধার্থ মুখোপাধ্যায় অর্থনৈতিক পুনরুদ্ধারের বিষয়ে কোন মার্কিন রাজ্যের কমিশনে নিযুক্ত হয়েছেন? নিউ ইয়র্ক

১৭৬.বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাথে কোন দেশ সম্প্রতি তার সম্পর্ক শেষ করেছে? ➟ মার্কিন যুক্তরাষ্ট্র

১৭৭.২০২০ সালের জুন মাসে মহারাষ্ট্র ও গুজরাতের দিকে ধেয়ে আসা ঘূর্ণিঝড়টির নাম কি ?   নিসর্গ 

১৭৮. ২০২০ সালের ফোর্বস তালিকা অনুসারে বিশ্বের ধনীতম খেলোয়াড় কে ? ➟ রজার ফেদেরার

১৭৯.প্রাক্তন বিদেশমন্ত্রকের মুখপাত্র রবীশ কুমার কোন দেশে ভারতের পরবর্তী রাষ্ট্রদূত নিযুক্ত হয়েছেন? ➟ ফিন্ল্যাণ্ড

১৮০. এশিয়া প্যাসিফিক বিভাগ থেকে জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদের  (UNSC ) এর অস্থায়ী সদস্যপদের প্রার্থী হিসেবে কোন দেশ সম্প্রতি সর্বসম্মতভাবে অনুমোদিত হয়েছে ? ➟ ভারত

১৮১.কিংবদন্তি চলচ্চিত্র নির্মাতা বাসু চ্যাটার্জি ২০২০ সালের ৪ই জুন প্রয়াত হয়েছেন। কোন চলচ্চিত্রের জন্য তিনি জাতীয় পুরস্কার পেয়েছিলেন? ➟ দূর্গা 

১৮২. ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের ৫১তম বার্ষিক শীর্ষ সম্মেলনটি কোন শহর আয়োজন  করতে চলেছে ? ➟ দাভোস

১৮৩.রাজ্য পুলিশের আত্মহত্যার হার কমাতে কোন রাজ্য সরকার স্পন্দন নামক একটি ক্যাম্পেইন শুরু করেছে ? ➟ ছত্তিশগড়

১৮৪. “বন্দে উৎকল জননী” গানটি কোন রাজ্যের রাজ্যগান ? ➟ ওড়িশা 

১৮৫.২০২০ সালের জুনে জাতীয় ব্যাঘ্র সংরক্ষণ কর্তৃপক্ষ (National Tiger Conservation Authority ) এর  তথ্য অনুসারে কোন রাজ্যে বাঘের সর্বাধিক মৃত্যু হয়েছে? ➟ মধ্য প্রদেশ

১৮৬.ভারতের প্রথম কোন মহিলা উদ্যোক্তা ২০২০ সালের “EY World Entrepreneur of the Year ” -এর জন্য মনোনীত হয়েছেন ? ➟ কিরণ মজুমদার শাহ 

১৮৭.মার্সার (Mercer’s ) প্রকাশিত ব্যয়বহুল শহরের সূচক (২০২০) অনুসারে বসবাসের জন্য সবথেকে ব্যয়বহুল শহর কোনটি?  হংকং 

১৮৮.কে ২০২০ সালের জুন মাসে নাসা বিশিষ্ট পরিষেবা পদক (NASA Distinguished Service Medal ) পেয়েছেন ? ➟ রেনজিথ কুমার

১৮৯.২০২০ সালের অর্ডার অফ অস্ট্রেলিয়া পদক পেতে চলেছেন  ➟ শোভা শেখর

১৯০.NIFR  ইন্ডিয়া র‌্যাঙ্কিং ২০২০-তে শিক্ষাপ্রতিষ্ঠানের সামগ্রিক তালিকায় শীর্ষস্থান পেল কোন কলেজ? ➟ Miranda House, Delhi

১৯১.করোনা যোদ্ধাদের সম্মান জানাতে ইন্দো তিবেতিয়ান বর্ডার পুলিশ কর্তৃক উৎসর্গীকৃত “রাখ হাউসলা হিম্মত না হার” গানটি কে লিখেছেন ? ➟ বরুণ কুমার

১৯২. ২০২০ সালের জুনে কোন রাজ্যের মুখ্যমন্ত্রী একটি বন্যা সতর্কতা সিস্টেম IFLOWS উদ্বোধন করলেন ? ➟ মহারাষ্ট্র

১৯৩.কে ২০২০ সালের জুনে HDFC ব্যাংকের এক্সকিউটিভ ডিরেক্টর  পদে পুনরায় নিয়োগ পেয়েছেন? ➟ কাইজাদ ভুরুচা

১৯৪. ভারত সম্প্রতি আবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য নির্বাচিত হয়েছে। এই নিয়ে ভারত মোট কতবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য নির্বাচিত হয়েছে ? ➟ 

১৯৫. ২০২০ সালের IMD দ্বারা প্রকাশিত World Competitiveness Index -এ ভারতের স্থান কততম ? ➟ ৪৩

১৯৬. ২০২০ সালের জুনে, কে/কারা  JSW সিমেন্টের ব্র্যান্ড অ্যাম্বাসেডর  হিসাবে নিযুক্ত হয়েছেন? ➟ সৌরভ গাঙ্গুলি ও সুনীল ছেত্রি

১৯৭.২০২০ সালের জুনে, কোন অর্থনীতিবিদ জার্মান বুক ট্রেডের সম্মানজনক শান্তি পুরষ্কার পেয়েছেন? ➟ অমর্ত্য সেন 

১৯৮. NIPFP (National Institute of Public Finance and Policy ) -এর চেয়ারম্যান পদে দায়িত্ব নিতে চলেছেন  ➟ উর্জিত প্যাটেল

১৯৯.“A Burning” উপন্যাসটির রচয়িতা হলেন  ➟ মেঘা মজুমদার

২০০.ভারতের বাইরে বিশ্বের প্রথম যোগ বিশ্ববিদ্যালয় কোন দেশে চালু করা হয়েছে? ➟ মার্কিন যুক্তরাষ্ট্র 

আরো দেখে নাও : Monthly Current Affairs । May 2020 | সাম্প্রতিকী – মে মাস – ২০২০

২০১.সম্প্রতি কুশিনগর বিমানবন্দর আন্তর্জাতিক বিমানবন্দর হিসাবে ঘোষিত হয়েছে। বিমানবন্দরটি কোন রাজ্যে অবস্থিত? ➟ উত্তর প্রদেশ

২০২. Sports Authority of India (SAI) এর Director General পদে কাকে পুনরায় দুই বছরের জন্য নিযুক্ত করা হল? ➟ সন্দীপ প্রধান

২০৩.World’s Best Startup Ecosystems এ ভারতের রাঙ্ক কত? ➟ ২৩

২০৪.সম্প্রতি কলকাতা পোর্ট ট্রাস্ট এর নাম বদলে কার নামে রাখা হয়েছে? ➟ শ্যামাপ্রসাদ মুখার্জি 

২০৫.এবছর বিশ্ব পরিবেশ দিবস এর আয়োজক দেশের নাম কি? ➟ কলম্বিয়া ও জার্মানি 

২০৬.সম্প্রতি কোন ভারতীয় এন.জি.ও(N.G.O) বিশ্ব স্বাস্থ্য সংস্থার ২০২০ সালের ‘অ্যান্টি টোব্যাকো এ্যাওয়ার্ড’ (Anti Tobacco Award) পেয়েছে? ➟ SEEDS

২০৭.গ্লোবাল ভ্যাকসিন সামিট ২০২০ আয়োজক দেশের নাম কি? ➟ UK

২০৮.ADIDAS  এর ব্র্যান্ড অ্যাম্বাস্যাডর নিযুক্ত হলেন কে? ➟ মানুষী চিল্লার

২০৯. সম্প্রতি কে UNADAP এর Goodwill Ambassador to the Poor হিসাবে নিযুক্ত হয়েছেন? ➟ এম নেত্রা

২১০. প্রথম ভারতীয় হিসাবে কে ‘রিচার্ড ডকিন্স পুরষ্কার’ পেয়েছেন? ➟ জাভেদ আখতার

২১১.‘কোয়েম্বাটোর’ এর নাম বদলে কি রাখা হল?  কোয়ামপুত্থুর

২১২.সম্প্রতি প্রকাশিত ‘Lockdown  Liaisons: Leaving and Other Stories’  বইটির লেখক কে?  শোভা দে

২১৩.২০২০ সালের বিশ্ব খাদ্য পুরষ্কার কে পেয়েছেন? ➟ রতন লাল

২১৪.কোন রাজ্য ১৮ জুন মাস্ক দিবস হিসাবে পালন করেছে? ➟ কর্ণাটক

২১৫.কে র্গাগো ইন্টারন্যাশনাল এর ব্র্যান্ড অ্যাম্বাস্যাডর হয়েছেন? ➟ সনু সুদ

২১৬.‘Schizothorax Sikusirumensis’ নামক নতুন প্রজাতির মাছ পাওয়া গেল কোন রাজ্যে? ➟ অরুণাচলপ্রদেশ

২১৭.প্রথম মহিলা হিসাবে কে সমুদ্রের গভীরতম স্থান মারিয়ানা খাত এ পৌঁছলেন?  ➟ ক্যাটরিন ডি সুল্লিভান

২১৮.Nature Index 2020 অনুসারে কোন দেশ প্রথম স্থান অধিকার করেছে? ➟ আমেরিকা

২১৯.ভারতের অ্যাটর্নি জেনারেল পদে পুনরায় নিযুক্ত হতে চলেছেন কে? ➟ কে কে বেনুগোপাল

২২০.‘Legend of Suheldev: The King Who Saved India’ বইটি কে লিখেছেন? ➟ অমিশ ত্রিপাঠি

২২১.‘Inclusion and Education: All Means All’ শীর্ষক রিপোর্ট টি কোন সংস্থা প্রকাশ করেছে?  ➟ UNESCO

২২২.সম্প্রতি ইন্দোনেশিয়ার যে আগ্নেয়গিরি তে বিস্ফোরণ ঘটে, তার নাম কি? ➟ মেরাপি

২২৩.Wisden India র প্রকাশিত গত ৫০ বছরের সেরা ভারতীয় টেস্ট ব্যাটসম্যান এর তালিকায় শীর্ষ স্থানে কে রয়েছেন?  ➟ রাহুল দ্রাবিড়

২২৪.উত্তরপ্রদেশের রাজ্যপাল আনন্দীবেন প্যাটেলকে ২০২০ সালের জুনে কোন রাজ্যের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে ? ➟ মধ্য প্রদেশ

২২৫.সম্প্রতি বিশাখাপত্তনমে এলজি পলিমার ফ্যাক্টরি থেকে গ্যাস ফাঁস হয়ে পার্শ্ববর্তী অঞ্চল ও গ্রামগুলিকে প্রভাবিত করে, কোন গ্যাস লিক হয়েছিল?  স্টাইরিন

Download Section

জানুয়ারি ২০২০ থেকে জুন ২০২০ – কারেন্ট অ্যাফেয়ার্সগুলি নিচের ডাউনলোড লিংক থেকে ডাউনলোড করে নাও ।

Download 

আরো দেখে নাও  :

সাম্প্রতিকী –  জুন ২০২০ । Monthly Current Affairs | June 2020

বিভিন্ন সূচকে ভারতের র‌্যাঙ্কিং- ২০২০ । Rank of India

 জাতীয় এবং আন্তর্জাতিক দিবস

আইপিএল ২০২০। IPL 2020 – Facts, Stats and More

২০২০ সালের গুরুত্বপূর্ণ বই এবং লেখকের তালিকা 

To check our latest Posts - Click Here

Telegram

Mukesh Dhariwal

Active author of BanglaQuiz.in. Quiz and GK enthusiast , Quiz Master

Related Articles

Back to top button