Daily Current Affairs in BengaliCurrent Affairs

6th April Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bangla

6th April Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

দেওয়া রইলো ৬ই এপ্রিল – ২০২২ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 6th April Current Affairs Quiz 2022 – Bengali  ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই  সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।

সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here 

Daily Current Affairs MCQ in Bengali


১. সম্প্রতি কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান দ্বারা প্রকাশিত ‘বিরসা মুন্ডা – জনজাতীয় নায়ক’ বইটির লেখক কে?

(A) মীনা নায়ার
(B) অলোক চক্রওয়াল
(C) ডাঃ শ্রীরাম চাউলিয়া
(D) হিম্মত সিং শেখাওয়াত।

[spoiler title=”উত্তর : “] (B) অলোক চক্রওয়াল

  • কেন্দ্রীয় শিক্ষা ও দক্ষতা উন্নয়ন মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান ৫ই এপ্রিল ২০২২-এ “বিরসা মুন্ডা – জনজাতীয় নায়ক” বইটি প্রকাশ করেছেন।
  • এটি লিখেছেন গুরু ঘাসীদাস বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অলোক চক্রওয়াল।
  • বইটি বিরসা মুন্ডার সংগ্রাম এবং স্বাধীনতা আন্দোলনে আদিবাসীদের অবদানকে সামনে আনার একটি প্রয়াস।
[/spoiler]

২. নিম্নোক্ত কোন বিলিওনিয়র সম্প্রতি টুইটারের পরিচালনা পর্ষদে (Board of Directors) যোগদান করেছেন?

(A) মুকেশ আম্বানি
(B) এলন মাস্ক
(C) বিল গেটস
(D) বার্নার্ড আর্নল্ট

[spoiler title=”উত্তর : “] (B) এলন মাস্ক

  • তিনি টুইটার প্ল্যাটফর্মের ৯% অংশীদারিত্ব নিয়েছেন।
  • টুইটার-এর CEO হলেন পরাগ আগারওয়াল।
[/spoiler]

৩. কোন শহর ভারতের নতুন COVID ভেরিয়েন্ট XE এর প্রথম কেস রিপোর্ট করেছে?

(A) দিল্লি
(B) কোচি
(C) বেঙ্গালুরু
(D) মুম্বাই

[spoiler title=”উত্তর : “] (B) কোচি

  • Omicron এর নতুন সাব-ভেরিয়েন্ট XE-এর প্রথম কেসটি ভারতের মুম্বাইতে সনাক্ত করা হয়েছে।
  • এটি ৬ই এপ্রিল, ২০২২-এ গ্রেটার মুম্বাই মিউনিসিপ্যাল কর্পোরেশনের দ্বারা জানানো হয়েছিল।
  • নতুন Omicron ভেরিয়েন্টটি প্রথম ১৯শে জানুয়ারী, ২০২২-এ যুক্তরাজ্যে সনাক্ত করা হয়েছিল।
  • গবেষকদের মতে, কোভিড ভেরিয়েন্ট XE আগের স্ট্রেনের তুলনায় ১০ গুণ বেশি সংক্রমণযোগ্য।
  • এটি ভবিষ্যতে সবচেয়ে প্রভাবশালী স্ট্রেন হয়ে উঠতে পারে।
[/spoiler]

৪. মন্দিরের আচার অনুষ্ঠানগুলি সরাসরি অনলাইন দেখার জন্য কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রক যে পোর্টালটি চালু করেছে তার নাম কী?

(A) Temple 360
(B) Temple 180
(C) Temple 90
(D) 360 Degrees

[spoiler title=”উত্তর : “] (A) Temple 360

  • Temple 360 হল একটি ডিজিটাল প্ল্যাটফর্ম যা ভক্তদের যেকোনো স্থান থেকে ১২টি জ্যোতির্লিঙ্গ এবং চরধামের অনলাইন দর্শন করাতে সক্ষম হবে৷
  • পোর্টালে ভারতজুড়ে মন্দিরের লাইভ ক্যামেরা ফিড থাকবে। পোর্টালটি ভক্তদের E-শ্রীঙ্গার এবং E-Donation সহ E-আরতি এবং অন্যান্য অনেক পরিষেবা সম্পাদন করার সুযোগ করে দেবে।
[/spoiler]

৫. কোন রাজ্যের মুখ্যমন্ত্রী সম্প্রতি ‘উদ্যম ক্রান্তি’ যোজনা চালু করেছেন?

(A) রাজস্থান
(B) তেলেঙ্গানা
(C) মধ্যপ্রদেশ
(D) উত্তরাখণ্ড

[spoiler title=”উত্তর : “] (C) মধ্যপ্রদেশ

  • মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান ৫ই এপ্রিল, ২০২২-এ ‘উদ্যম ক্রান্তি যোজনা’ চালু করেন।
  • এই প্রকল্পের লক্ষ্য যুবকদের মধ্যে স্ব-কর্মসংস্থানের সুবিধা করে দেওয়া।
  • প্রকল্পের অধীনে, রাজ্য সরকার সুদের হারে ভর্তুকি সহ স্ব-কর্মসংস্থানের জন্য ১ লক্ষ – ৫০লক্ষ টাকা ঋণের গ্যারান্টি প্রদান করবে।
[/spoiler]

৬. নিম্নোক্ত কোন ক্রিকেটার সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন?

(A) অ্যারন ফিঞ্চ
(B) কুইন্টন ডি কক
(C) রস টেলর
(D) ফাফ ডু প্লেসিস

[spoiler title=”উত্তর : “] (C) রস টেলর

  • রস টেলর সম্প্রতি সেডন পার্কে নেদারল্যান্ডসের বিরুদ্ধে ৩-ম্যাচের ODI সিরিজের তৃতীয় ম্যাচে নিউজিল্যান্ডের হয়ে তার শেষ আন্তর্জাতিক ম্যাচ খেললেন।
[/spoiler]

৭. ফ্রান্সের অরলিন্সে ‘অরলিন্স মাস্টার্স ২০২২’ ব্যাডমিন্টন টুর্নামেন্টের পুরুষদের একক ফাইনালে রৌপ্য পদক জিতলেন কোন ভারতীয়?

(A) আনন্দ পাওয়ার
(B) মিঠুন মঞ্জুনাথ
(C) বি. সাই প্রণীত
(D) আদিত্য প্রকাশ

[spoiler title=”উত্তর : “] (B) মিঠুন মঞ্জুনাথ

  • তিনি ফাইনালে ফ্রান্সের তোমা জুনিয়র পপভের কাছে হেরে এই রৌপ্য পদক জিতেছেন।
[/spoiler]

৮. TATA Power Solar সম্প্রতি কোন রাজ্যে ১৬০ মেগাওয়াটের AC সোলার প্রজেক্ট লঞ্চ করেছে?

(A) রাজস্থান
(B) তেলেঙ্গানা
(C) পাঞ্জাব
(D) গুজরাট

[spoiler title=”উত্তর : “] (A) রাজস্থান

  • এটি প্রতি বছর ৩৮ মিলিয়ন ইউনিট শক্তি উৎপাদন করবে।
  • এটি রাজস্থানের বৃহত্তম সৌর প্রকল্পগুলির মধ্যে একটি।
[/spoiler]

৯. কোন রাজ্য নবম শ্রেণি থেকে সমস্ত স্কুল ছাত্রদের শ্রীমদ ভগবদ গীতা শেখানোর সিদ্ধান্ত নিয়েছে?

(A) উত্তর প্রদেশ
(B) হিমাচল প্রদেশ.
(C) পাঞ্জাব
(D) হরিয়ানা

[spoiler title=”উত্তর : “] (B) হিমাচল প্রদেশ.

  • এটি জানিয়েছেন রাজ্যের শিক্ষামন্ত্রী গোবিন্দ সিং ঠাকুর।
  • এর ফলে, গীতাকে স্কুলের পাঠ্যসূচির অংশ করার জন্য এটি গুজরাটের পরে ভারতের দ্বিতীয় রাজ্য হবে।
  • ২০২২ সালের মার্চ মাসে, গুজরাটের শিক্ষামন্ত্রী জিতু ভাঘানি ঘোষণা করেছিলেন যে ভগবদ গীতা ষষ্ঠম থেকে দ্বাদশ শ্রেণীর পাঠ্যক্রমের অংশ হবে।
[/spoiler]

১০. গঙ্গাউর উৎসব প্রধানত ভারতের কোন রাজ্যে পালিত হয়?

(A) কর্ণাটক
(B) পশ্চিমবঙ্গ
(C) রাজস্থান
(D) পাঞ্জাব

[spoiler title=”উত্তর : “] (C) রাজস্থান

  • গঙ্গাউর উৎসব প্রধানত রাজস্থান রাজ্যে পালিত হয়। রাজস্থান পর্যটন বিভাগ কোভিড -19 মহামারীজনিত কারণে দুই বছরের পর এই উৎসবের আয়োজন করলো।
  • রাজস্থানে উৎসবটি ৩ এপ্রিল শুরু হয়েছিল এবং ১৮ দিন ধরে চলবে।
  • মধ্যপ্রদশ, গুজরাট ও পশ্চিমবঙ্গের কিছু অংশে এই উৎসব পালিত হলেও প্রধানত রাজস্থানে এর বেশি আয়োজন।
  • এই উৎসবে শিব ও পার্বতীর বিবাহের কাল উদযাপিত হয়।
[/spoiler]

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button