Daily Current Affairs in BengaliCurrent Affairs

5th April Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bangla

5th April Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

দেওয়া রইলো ৫ই এপ্রিল – ২০২২ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 5th April Current Affairs Quiz 2022 – Bengali  ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই  সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।

সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here 

Daily Current Affairs MCQ in Bengali


১. ১৭,০০০ আলোকবর্ষ দূরে সম্প্রতি কোন গ্রহের সদৃশ একটি যমজ গ্রহ আবিষ্কৃত হয়েছে?

(A) বুধ
(B) বৃহস্পতি
(C) মঙ্গল
(D) নেপচুন

উত্তর :
(B) বৃহস্পতি

  • বৃহস্পতির প্রায় অভিন্ন যমজ গ্রহ সম্প্রতি আবিষ্কৃত হয়েছে।
  • K2-2016-BLG-0005Lb নামক গ্রহটি, বৃহস্পতি সূর্যের মতো তার নক্ষত্র থেকে একই দূরত্বে তার নক্ষত্রকে প্রদক্ষিণ করে।

২. ৪ঠা এপ্রিল ২০২২-এ কোন রাজ্যটি ১৩টি নতুন জেলা সহ নতুন একটি মানচিত্র পেলো?

(A) অন্ধ্রপ্রদেশ
(B) মহারাষ্ট্র
(C) আসাম
(D) তেলেঙ্গানা

উত্তর :
(A) অন্ধ্রপ্রদেশ

  • এই নিয়ে রাজ্যের মোট জেলা সংখ্যা দাঁড়িয়েছে ২৬টি।
  • মুখ্যমন্ত্রী জগন মোহন রেড্ডি ডিজিটালভাবে তাদের নতুন ম্যাপের উদ্বোধন করলেন।
  • এই জেলাগুলির মধ্যে কয়েকটি হল ভিজিয়ানগরম জেলা থেকে খোদিত মান্যম জেলা, বিশাখাপত্তনম জেলা থেকে খোদিত আনাকাপল্লি জেলা, গুন্টুর জেলা থেকে খোদিত পালনাডু এবং আরও অন্যান্য জেলা।

৩. কোন রাজ্য সরকার সম্প্রতি জরুরি অবস্থার সময় জনসাধারণের সাহায্যের জন্য ‘কাবল উথাভি’-নামক একটি অ্যাপ চালু করেছে?

(A) তেলেঙ্গানা
(B) তামিলনাড়ু
(C) ওড়িশা
(D) অন্ধ্র প্রদেশ

উত্তর :
(B) তামিলনাড়ু

  • তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন ৪ঠা এপ্রিল ২০২২-এ ‘কাভাল উথাভি’ অ্যাপটি লঞ্চ করেন।
  • এটিতে ৬০ রকম ফিচার রয়েছে যা যেকোনো জরুরী পরিস্থিতিতে জনগণকে পুলিশ সহায়তা চাইতে সাহায্য করবে।
  • অ্যাপটি সরাসরি পুলিশ কন্ট্রোল রুমে ‘জরুরী’ সতর্কতা পাঠাতে ব্যবহার করা হবে, যাতে যেকোনো দুর্যোগের সময় তাৎক্ষণিক সহায়তা পাওয়া যেতে পারে।

৪. কোন দিনটিকে প্রতিবছর জাতীয় সমুদ্র দিবস (National Maritime Day) হিসেবে পালন করা হয়?

(A) ৪ঠা এপ্রিল
(B) ৩রা এপ্রিল
(C) ৫ই এপ্রিল
(D) ১লা এপ্রিল

উত্তর :
(C) ৫ই এপ্রিল

  • ভারত প্রতি বছর ৫ই এপ্রিল জাতীয় সমুদ্র দিবস পালন করে।
  • দিবসটি প্রথম পালিত হয় ১৯৬৪ সালে।
  • ১৯১৯ সালের এই দিনে, দ্য সিন্ডিয়া স্টিম নেভিগেশন কোম্পানি লিমিটেডের প্রথম জাহাজ ‘এসএস লয়্যালটি’ যুক্তরাজ্যে যাত্রা করেছিল, যা ভারতের শিপিং ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ ছিল।
  • বন্দর, নৌপরিবহন ও নৌপথ মন্ত্রক দ্বারা প্রতি বছর দিবসটি পালন করা হয়।

৫. কোন রাজ্য সরকার সম্প্রতি প্রাথমিক ও উচ্চ প্রাথমিক বিদ্যালয়ে ১০০ শতাংশ ছাত্র-ছাত্রীদের নথিভুক্তি নিশ্চিত করতে ‘স্কুল চলো অভিযান’ চালু করেছে?

(A) রাজস্থান
(B) উত্তর প্রদেশ
(C) মধ্য প্রদেশ
(D) ছত্তিশগড়

উত্তর :
(B) উত্তর প্রদেশ

  • উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ রাজ্যের প্রাথমিক ও উচ্চ প্রাথমিক বিদ্যালয়ে ১০০ শতাংশ নথিভুক্তি নিশ্চিত করতে ৪ঠা এপ্রিল ২০২২-এ শ্রাবস্তী জেলায় প্রথম ‘স্কুল চলো অভিযান’ চালু করেছেন।
  • রাজ্যের মধ্যে শ্রাবস্তিতে সাক্ষরতার হার সবচেয়ে কম।
  • কর্মচারীরা বাড়ি-বাড়ি যাবে এবং জিজ্ঞাসা করবে এমন কোনো শিশু আছে কি না যারা স্কুলে যাওয়া থেকে বঞ্চিত হয়েছে।
  • সেই শিশুকে স্কুলে ভর্তি করার ব্যবস্থা করা হবে।

৬. ‘সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকোনমি রিপোর্ট’ অনুসারে, কোন রাজ্যে বেকারত্বের হার সবচেয়ে বেশি?

(A) উত্তর প্রদেশ
(B) উত্তরাখণ্ড
(C) হরিয়ানা
(D) রাজস্থান

উত্তর :
(C) হরিয়ানা

  • দেশের সর্বনিম্ন বেকারত্বের হার সহ রাজ্যগুলির মধ্যে ছত্তিশগড় প্রথম স্থানে রয়েছে।
  • হরিয়ানার পরে বেকারত্বের হার সবচেয়ে বেশি রাজস্থানের।

৭. গ্র্যামি অ্যাওয়ার্ড ২০২২-এ কে ‘A Colourful World’-এর জন্য সেরা শিশুদের সঙ্গীত অ্যালবামের তকমা জিতেছে?

(A) কিরণ আহলুওয়ালিয়া
(B) রবার্টা ফ্ল্যাক
(C) আশা পুথলী
(D) ফাল্গুনী শাহ

উত্তর :
(D) ফাল্গুনী শাহ

  • ইন্দো-আমেরিকান গায়িকা ফাল্গুনী শাহ, যিনি মঞ্চে ফালু নামে পরিচিত, গ্র্যামি অ্যাওয়ার্ড ২০২২-এ ‘A Colourful World’-এর জন্য সেরা শিশুদের সঙ্গীত অ্যালবাম জিতেছেন৷
  • জ্যাক অ্যান্টোনফ বছরের সেরা প্রযোজক পুরস্কার (নন-ক্লাসিক্যাল) জিতেছেন।
  • ‘Drivers License’-এর জন্য সেরা পপ সোলো পারফরম্যান্স-এর তকমা জিতেছেন অলিভিয়া রদ্রিগো।

৮. নিচের কোন ব্যাংক সম্প্রতি বর্ডার সিকিউরিটি ফোর্সের (BSF) সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে?

(A) State Bank of India
(B) Yes Bank
(C) Andhra Bank
(D) Axis Bank

উত্তর :
(A) State Bank of India

  • এর মাধ্যমে ‘সেন্ট্রাল আর্মড পুলিশ স্যালারি প্যাকেজ’ (CAPSP) স্কিমের মাধ্যমে সেবারত এবং অবসরপ্রাপ্ত BSF কর্মীদের এবং পারিবারিক পেনশনভোগীদের বিশেষ সুবিধা প্রদান করা হবে।

৯. কে ভারতের নতুন পররাষ্ট্র সচিব হিসাবে নিযুক্ত হতে চলেছেন?

(A) মনপ্রীত ভোহরা
(B) বিনয় মোহন কোয়াত্রা
(C) গোপাল বাগলে
(D) কে জে শ্রীনিবাস

উত্তর :
(B) বিনয় মোহন কোয়াত্রা

  • বিনয় মোহন কোয়াত্রাকে ৪ঠা এপ্রিল, ২০২২-এ কেন্দ্রীয় সরকার ভারতের নতুন পররাষ্ট্র সচিব হিসাবে মনোনীত করেছে৷
  • তিনি হর্ষ বর্ধন শ্রিংলার স্থলাভিষিক্ত হবেন।
  • বিনয় কোয়াত্রা নেপালে ভারতের রাষ্ট্রদূত ছিলেন।

১০. কোন রাজ্য সরকার সীমান্ত এলাকায় ‘হিম প্রহরী’ প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা করছে?

(A) হিমাচল প্রদেশ
(B) আসাম
(C) অরুণাচল প্রদেশ
(D) উত্তরাখণ্ড

উত্তর :
(D) উত্তরাখণ্ড

  • উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি ৫ই এপ্রিল, ২০২২-এ সংসদে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সাথে দেখা করেছেন এবং রাজ্যের সীমান্তবর্তী এলাকায় ‘হিম প্রহরী’ প্রকল্পের সুষ্ঠু বাস্তবায়নে কেন্দ্রের সহযোগিতা চেয়েছেন।
  • হিম প্রহারি স্কিমটি প্রাক্তন সৈনিক এবং যুবকদের জন্য এবং এর লক্ষ্য হল রাজ্য থেকে লোকেদের অভিবাসন বন্ধ করা।


To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button