Current TopicsCurrent Affairs

পি ভি সিন্ধুর হাত ধরে টোকিও অলিম্পিকে দ্বিতীয় পদক ভারতের

P V Sindhu Made History,India wins Second Medal in Tokyo Olympics

পি ভি সিন্ধুর হাত ধরে টোকিও অলিম্পিকে দ্বিতীয় পদক ভারতের

টোকিও অলিম্পিক্সে দ্বিতীয় পদক অর্জন করল ভারত। ব্যাডমিন্ট খেলোয়াড় পি ভি সিন্ধুর হাত ধরে টোকিও অলিম্পিকে দ্বিতীয় পদক ভারতের। ব্যাডমিন্টনে মহিলাদের একক বিভাগে ব্রোঞ্জ পদক পেলেন তিনি দ্বিতীয় ভারতীয় হিসেবে এবং প্রথম ভারতীয় মহিলা হিসোবে জোড়া অলিম্পিক্স পদক অর্জন করে ইতিহাস গড়লেন পুসারলা ভেঙ্কট সিন্ধু।

২০২০ সালে পদ্মভূষণ এবং ২০১৫ সালে পদ্মশ্রী অর্জন করেন পি ভি সিন্ধু ।

২০১৬ সালে রিও অলিম্পিক্সে রুপো পদকজয়ী পি ভি সিন্ধুর থেকে পদকের আশা ছিল ভারতীয়দের । সেই মতোই টোকিও অলিম্পিকে তাঁর যাত্রা শুরু করেন সিন্ধু।গ্রুপ পর্যায়ে সব ম্যাচ জিতে প্রি কোয়াটার ফাইনালে পৌঁছান পি ভি সিন্ধু। প্রি কোয়াটার ফাইনালে ডেনমার্কের মিয়া ব্লিচফেল্ট,কোয়াটার ফাইনালে জাপানের আকানে ইয়ামাগুচি কে সহজেই পরাজিত করে সেমি ফাইনালে নিজের স্থান নিশ্চিন্ত করেন তিনি। সেমি ফাইনালে টি. তাই এর কাছে পরাজিত হয়ে স্বর্ণ পদক জয়ের আশা শেষ হয় সিন্ধুর। কিন্তু ব্রোঞ্জ মেডেল ম্যাচে ঘুরে দাঁড়ান তিনি। স্ট্রেট সেটে চিনা প্রতিদ্বন্দ্বী ২১-১৩, ২১-১৫ হি বিংজিয়াও-কে হারিয়ে ব্রোঞ্জ পদক পেলেন তিনি।

এর আগে ২০১৬ সালে রিও অলিম্পিকে রুপো পদক জিতেছিলেন সিন্ধু।
    • সুশীল কুমারের পর দ্বিতীয় ভারতীয় হিসেবে অলিম্পিক্সে দ্বিতীয় পদক সিন্ধুর।
    • প্রথম ভারতীয় মহিলা হিসেবে অলিম্পিক্সে জোড়া পদক জিতলেন পি ভি সিন্ধু।

আরো দেখে নাও : অলিম্পিকে ভারত

টোকিও অলিম্পিকে প্রথম পদক ভারতের

 

To check our latest Posts - Click Here

Telegram

Mukesh Dhariwal

Active author of BanglaQuiz.in. Quiz and GK enthusiast , Quiz Master

Related Articles

Back to top button