Current TopicsCurrent Affairs

টোকিও অলিম্পিকে প্রথম পদক ভারতের

Mirabai Chanu wins Silver in weightlifting, India opens medal account in Tokyo

টোকিও অলিম্পিকে প্রথম পদক ভারতের

টোকিও অলিম্পিক্সে পদকের খাতা খুলল ভারত। টোকিয়ো অলিম্পিকের দ্বিতীয় দিনেই পদক জয় করল ভারত। ভারত্তোলক সাঁইখম মীরবাই চানু হাত ধরে পদক পেল ভারত। ৪৯ কেজি ভারোত্তলন ইভেন্টে রুপোর পদক জয় করলেন মীরাবাই চানু।

২০১৮ সালে মীরবাই চানু পদ্মশ্রী অর্জন করেন ।
Mirabai Chanu wins Silver in weightlifting
টোকিও অলিম্পিকে প্রথম পদক ভারতের

ভারতের অন্যতম পদক সম্ভাবনা হিসেবেই বিবেচিত হচ্ছিলেন মীরাবাঈ চানু। ভারোত্তলনে ভারতের একমাত্র প্রতিনিধি ছিলেন তিনিই।  দেশবাসীকে হতাশ করেননি ইম্ফলের মহিলা অ্যাথলিট মীরবাই । দেশবাসীর প্রত্যাশা পূরণ করে টোকিও অলিম্পিক্স ২০২০ থেকে ভারতকে প্রথম পদক এনে দিলেন তিনি। ১৯৯৬ সালের সিডনি অলিম্পিকের পর ফের ওয়েইট লিফ্টিং পদক পেল ভারত। স্ন্যাচে ৮৭ কেজি এবং ক্লিন এন্ড জার্ক এ ১১৫ কেজি নিয়ে মোট  ২০২ কেজি ভারোত্তলন করে ভারতের হয়ে রেকর্ড গড়লেন তিনি

এর আগে ২০০০ সালে সিডনি অলিম্পিকে ভারোত্তোলনে ব্রোঞ্জ জিতেন কর্ণম মালেশ্বরী।
  • অলিম্পিক্স রেকর্ড গড়লেন  চিনের ঝৌ হৌ।মোট ২১০ কিলোগ্রাম ওজন তোলে প্রথম হলেন তিনি ।
  • ভারতের মীরাবাই তুলেছেন মোট ২০২ কিলোগ্রাম।
  • তৃতীয় স্থানে ইন্দোনেশিয়ার উইন্ডি কান্টিকা আইসাহ। তিনি তুলেছেন ১৯৪ কিলোগ্রাম।

আরো দেখে নাও : অলিম্পিকে ভারত

 

To check our latest Posts - Click Here

Telegram

Mukesh Dhariwal

Active author of BanglaQuiz.in. Quiz and GK enthusiast , Quiz Master

Related Articles

দেখে নাও
Close
Back to top button