19th August Current Affairs Quiz 2023 – Bengali – উদ্যোগ রত্ন সম্মানে সম্মানিত রতন টাটা
Daily Current Affairs MCQ in Bangla - কারেন্ট অ্যাফেয়ার্স
- অরুণাচল প্রদেশের আপার সিয়াং জেলার হাউস অফ ম্যাকনকের প্রতিষ্ঠাতা নিন্না লেগো ‘Entrepreneurship Challenge 2022-2023′ জিতে নিয়েছেন।
- হিমাচল প্রদেশ সরকার ভারী বর্ষণে ব্যাপক ক্ষয়ক্ষতিকে রাজ্য বিপর্যয় বলে ঘোষণা করেছে।
- পেরুতে ভারতের রাষ্ট্রদূত বিশ্বাস বিদু সাপকাল বলিভিয়ার পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হয়েছেন।
- ভারতীয় টেলিকমিউনিকেশন কোম্পানি রিলায়েন্স জিও একটি হাই-স্পিড অপটিক ফাইবার তারের সাথে মালদ্বীপকে সংযুক্ত করার কাজ সম্পন্ন করেছে।
- মহারাষ্ট্র মন্ত্রিসভা সম্প্রতি রাজ্যের উপজাতীয় এলাকায় সড়ক যোগাযোগ বাড়ানোর জন্য ভগবান বিরসা মুন্ডা রোড স্কিম বাস্তবায়নের ঘোষণা করেছে।
- কুয়েত Covid-19 এর Omicron ভেরিয়েন্টের Eg.5 সাবভেরিয়েন্ট সনাক্ত করেছে।
- বিশ্ব মানবতা দিবস (World Humanitarian Day) ১৯শে আগস্ট পালিত হয়।
- জার্মান সোসাইটি ফর হার্পিটোলজি অ্যান্ড হার্পিটোকালচার (ডিজিএইচটি) হলিউড তারকা হ্যারিসন ফোর্ড-এর পরিবেশ রক্ষা আন্দোলনের সঙ্গে সংশ্লিষ্টতার প্রতি সম্মান জানিয়ে সাপটির নাম ‘ট্যাকিমেনয়ডেস হ্যারিসনফোর্ডি’ রাখার ঘোষণা করেছে।
- ২০২৩ সালের বিশ্ব ফটোগ্রাফি দিবস এর থিম Landscapes ।
- সম্প্রতি মহারাষ্ট্র সরকারের তরফে উদ্যোগ রত্ন সম্মানে সম্মানিত করা হয় শিল্পপতি রতন টাটাকে৷
দেওয়া রইলো ১৯শে আগস্ট – ২০২৩ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 19th August Current Affairs Quiz 2023 ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।
সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here
দেখে নাও : 18th August Current Affairs Quiz 2023 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স
Daily Current Affairs MCQ in Bengali
১. কোন রাজ্য থেকে নিন্না লেগো ‘‘Entrepreneurship Challenge 2022-23’ জিতে নিয়েছেন ?
(A) অরুণাচল প্রদেশ
(B) নাগাল্যান্ড
(C) আসাম
(D) সিকিম
অরুণাচল প্রদেশের আপার সিয়াং জেলার হাউস অফ ম্যাকনকের প্রতিষ্ঠাতা নিন্না লেগো‘Entrepreneurship Challenge 2022-2023′ জিতে নিয়েছেন।
২. কোন রাজ্য সরকার সম্প্রতি সমগ্র রাজ্যকে প্রাকৃতিক দুর্যোগ-আক্রান্ত এলাকা হিসাবে ঘোষণা করে?
(A) হিমাচল প্রদেশ
(B) বিহার
(C) উত্তরাখণ্ড
(D) আসাম
- হিমাচল প্রদেশ সরকার ভারী বর্ষণে ব্যাপক ক্ষয়ক্ষতিকে রাজ্য বিপর্যয় বলে ঘোষণা করেছে।
- প্রবল বৃষ্টির জন্য হিমাচল প্রদেশের আনুমানিক ১০,০০০ কোটি টাকার ক্ষতি হয়েছে।
- রাজ্যে এখনও ৬০০টিরও বেশি রাস্তা বন্ধ রয়েছে।
৩. বলিভিয়ার পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে সম্প্রতি নিযুক্ত হয়েছেন বিশ্বাস বিদু সাপকাল। বলিভিয়া কোন মহাদেশে অবস্থিত?
(A) এশিয়া
(B) ইউরোপ
(C) আফ্রিকা
(D) দক্ষিণ আমেরিকা
- পেরুতে ভারতের রাষ্ট্রদূত বিশ্বাস বিদু সাপকাল বলিভিয়ার পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হয়েছেন।
- সাপকাল ১৯৯৮ ব্যাচের একজন ভারতীয় ফরেন সার্ভিস অফিসার।
বলিভিয়া
- বলিভিয়া পশ্চিম দক্ষিণ আমেরিকার একটি স্থলবেষ্টিত দেশ।
- এটি ব্রাজিল, প্যারাগুয়ে, আর্জেন্টিনা, চিলি এবং পেরু দ্বারা সীমাবদ্ধ।
- রাজধানী: লা পাজ, সুক্রে
- মুদ্রা: বলিভিয়ান বলিভিয়ানো
- মহাদেশ: দক্ষিণ আমেরিকা
৪. রিলায়েন্স জিও সম্প্রতি কোন দেশকে হাই-স্পিড অপটিক ফাইবার কেবল দিয়ে সংযুক্ত করার কাজ সম্পন্ন করেছে?
(A) কম্বোডিয়া
(B) মালদ্বীপ
(C) ইন্দোনেশিয়া
(D) শ্রীলঙ্কা
ভারতীয় টেলিকমিউনিকেশন কোম্পানি রিলায়েন্স জিও একটি হাই-স্পিড অপটিক ফাইবার তারের সাথে মালদ্বীপকে সংযুক্ত করার কাজ সম্পন্ন করেছে।
মালদ্বীপ
- রাজধানী ও বৃহত্তম নগরী : মালে
- সরকারি ভাষা: ধিবেহী
- ধর্ম : সুন্নি ইসলাম (সরকারি)
- রাষ্ট্রপতি : ইব্রাহিম মুহাম্মদ সলিহ
- মুদ্রা : মালদ্বীপীয় রুফিয়াহ
৫. নিচের কোন রাজ্য সরকার ভগবান বিরসা মুন্ডা সড়ক প্রকল্প বাস্তবায়নের ঘোষণা করেছে?
(A) আসাম
(B) অন্ধ্র প্রদেশ
(C) মহারাষ্ট্র
(D) তেলেঙ্গানা
মহারাষ্ট্র মন্ত্রিসভা সম্প্রতি রাজ্যের উপজাতীয় এলাকায় সড়ক যোগাযোগ বাড়ানোর জন্য ভগবান বিরসা মুন্ডা রোড স্কিম বাস্তবায়নের ঘোষণা করেছে।
৬. কোন দেশ সম্প্রতি নতুন, EG.5 COVID ভেরিয়েন্টের প্রথম কেস সনাক্ত করেছে?
(A) ইরান
(B) ভারত
(C) ইরাক
(D) কুয়েত
কুয়েত Covid-19 এর Omicron ভেরিয়েন্টের Eg.5 সাবভেরিয়েন্ট সনাক্ত করেছে।
৭. বিশ্ব মানবতা দিবস (World Humanitarian Day) কোন দিন পালিত হয়?
(A) ১৮ আগস্ট
(B) ১৯ আগস্ট
(C) ২০ আগস্ট
(D) ২১ আগস্ট
- বিশ্ব মানবতা দিবস (World Humanitarian Day) ১৯শে আগস্ট পালিত হয়।
- ২০০৩ সালের ১৯ আগস্ট ইরাকে জাতিসংঘ কার্যালয় বোমা হামলার শিকার হয়। এতে ২২ জন কর্মকর্তা নিহত হন।
- জাতিসংঘ সাধারণ পরিষদ ২০০৮ সালে সিদ্ধান্ত নেয়, ২০০৯ সাল থেকে প্রতি বছর ১৯ আগস্ট বিশ্বমানবতা দিবস পালিত হবে।
৮. সম্প্রতি কোন অভিনেতার নামে একটি নতুন প্রজাতির সাপের নামকরণ করা হয়েছে?
(A) টম ক্রুজ
(B) জ্যাকি চ্যান
(C) আর্নল্ড শোয়ার্জেনেগার
(D) হ্যারিসন ফোর্ড
জার্মান সোসাইটি ফর হার্পিটোলজি অ্যান্ড হার্পিটোকালচার (ডিজিএইচটি) হলিউড তারকা হ্যারিসন ফোর্ড-এর পরিবেশ রক্ষা আন্দোলনের সঙ্গে সংশ্লিষ্টতার প্রতি সম্মান জানিয়ে সাপটির নাম ‘ট্যাকিমেনয়ডেস হ্যারিসনফোর্ডি’ রাখার ঘোষণা করেছে।
৯. বিশ্ব ফটোগ্রাফি দিবস ২০২৩ এর থিম কি?
(A) Nature
(B) Horizon
(C) Landscapes
(D) Breeze
- ২০২৩ সালের বিশ্ব ফটোগ্রাফি দিবস এর থিম Landscapes ।
- ১৮৩৯ সালে ফরাসি সরকার প্রথম ১৯ আগস্টকে বিশ্ব ফটোগ্রাফি দিবস হিসেবে ঘোষণা করেন।সে থেকেই দিবসটি উৎযাপন করে আসছে পুরো পৃথিবী।
১০. মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী কাকে সম্প্রতি ‘উদ্যোগ রত্ন’ পুরস্কার প্রদান করেছেন ?
(A) এন আর নারায়ণ মূর্তি
(B) শচীন টেন্ডুলকার
(C) নরেন্দ্র মোদি
(D) রতন টাটা
- সম্প্রতি মহারাষ্ট্র সরকারের তরফে উদ্যোগ রত্ন সম্মানে সম্মানিত করা হয় শিল্পপতি রতন টাটাকে৷
- এদিন তাঁর বাসভবনে গিয়ে তাঁকে এই সম্মান তুলে দেন মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে ৷
- এই সম্মাননা প্রদানের সময় উপস্থিত ছিলেন মহারাষ্ট্রের দুই উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ ও অজিত পাওয়ার ৷
- প্রথম শিল্পপতি হিসেবে মহারাষ্ট্রের এই উদ্যোগ রত্ন সম্মানে সম্মানিত হলেন রতন টাটা ৷
To check our latest Posts - Click Here