Daily Current Affairs in BengaliCurrent Affairs

18th August Current Affairs Quiz 2023 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bangla

18th August Current Affairs Quiz 2023 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Today’s Current Affairs at a Glance  

  • সূর্যকুমার যাদব ১৭ই আগস্ট ২০২৩ -এ প্রকাশিত ICC পুরুষদের T20I প্লেয়ার র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন।
  • DRDO এর প্রাক্তন চেয়ারম্যান ভি.এস. অরুণাচলম ৮৭ বছর বয়সে মারা গেছেন।
  • রিয়েল-টাইম বন্যা আপডেটের জন্য ভারত সম্প্রতি FloodWatch নামক একটি অ্যাপ চালু করেছে ।
  • জর্ডানে ২০২৩ U20 ওয়ার্ল্ড রেসলিং চ্যাম্পিয়নশিপে ভারতীয় গ্র্যাপলার প্রিয়া মালিক স্বর্ণপদক জিতেছেন।
  • গ্রাহকদের সুবিধার জন্য একটি নতুন ওয়েব পোর্টাল চালু করল ভারতের রিজার্ভ ব্যাঙ্ক। যার নাম UDGAM (Unclaimed Deposits – Gateway to access Information).
  • পেপের হাত ধরে প্রথম বার উয়েফা সুপার কাপ জিতল সিটি।
  • এশিয়ান গেমসে জোড়া রুপো জেতা দ্যুতি চাঁদকে ৪ বছরের জন্য নির্বাসিত করেছে ন্যাশনাল অ্যান্টি-ডোপিং এজেন্সি (নাডা)।
  • প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তার অফিসিয়াল সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে ভারতের প্রথম 3D প্রিন্টেড পোস্ট অফিসের ছবি শেয়ার করেছেন।
  • ডিফেন্স টেস্টিং ইনফ্রাস্ট্রাকচার (DTI) স্কিমের অধীনে ভারতের প্রথম ড্রোন কমন টেস্টিং সেন্টার তামিলনাড়ুর শ্রীপেরামবুদুরে প্রতিষ্ঠিত হবে।

দেওয়া রইলো ১৮ই আগস্ট  – ২০২৩ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 18th August Current Affairs Quiz 2023 ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।

সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here

দেখে নাও :  17th August Current Affairs Quiz 2023 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bengali


১. আগস্ট ২০২৩ এ প্রকাশিত ICC পুরুষদের T20I প্লেয়ার র‍্যাঙ্কিং ২০২৩ -এ কে শীর্ষস্থান ধরে রেখেছে?

(A) সূর্যকুমার যাদব
(B) বাবর আজম
(C) মোহাম্মদ রিজওয়ান
(D) এইডেন মার্করাম

[spoiler title=’উত্তর ‘ ] (A) সূর্যকুমার যাদব
সূর্যকুমার যাদব ১৭ই আগস্ট ২০২৩ -এ প্রকাশিত ICC পুরুষদের T20I প্লেয়ার র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন। [/spoiler]

২. ডাঃ ভি.এস. অরুণাচলম ৮৭ বছর বয়সে সম্প্রতি প্রয়াত হয়েছেন। তিনি কোন সংস্থার মহাপরিচালক (Director General) ছিলেন ?

(A) RBI
(B) HAL
(C) DRDO
(D) ISRO

[spoiler title=’উত্তর ‘ ] (C) DRDO

  • DRDO – Defence Research and Development Organisation
  • DRDO এর প্রাক্তন চেয়ারম্যান ভি.এস. অরুণাচলম ৮৭ বছর বয়সে মারা গেছেন।
  • তিনি DRDO এর প্রাক্তন মহাপরিচালক ছিলেন এবং ১৯৮২-৯২ সাল পর্যন্ত প্রতিরক্ষা মন্ত্রীর বৈজ্ঞানিক উপদেষ্টা ছিলেন।
[/spoiler]

৩. রিয়েল-টাইম বন্যা আপডেটের জন্য ভারত সম্প্রতি কোন অ্যাপ চালু করেছে ?

(A) JalDhaara
(B) FloodWatch
(C) BaadhSuchana
(D) Sailaab

[spoiler title=’উত্তর ‘ ] (B) FloodWatch
রিয়েল-টাইম বন্যা আপডেটের জন্য ভারত সম্প্রতি FloodWatch নামক একটি অ্যাপ চালু করেছে । [/spoiler]

৪. জর্ডানে আয়োজিত অনূর্ধ্ব-২০ মহিলা বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপে কে সম্প্রতি স্বর্ণপদক জিতেছেন ?

(A) অন্তিম পাংহাল
(B) প্রিয়া মালিক
(C) লরা সেলিন কুয়েন
(D) সঙ্গীতা ফোগাট

[spoiler title=’উত্তর ‘ ] (B) প্রিয়া মালিক

  • জর্ডানে ২০২৩ U20 ওয়ার্ল্ড রেসলিং চ্যাম্পিয়নশিপে ভারতীয় গ্র্যাপলার প্রিয়া মালিক স্বর্ণপদক জিতেছেন।
  • তিনি ভারতের দ্বিতীয় মহিলা কুস্তিগীর (অন্তিম পঙ্গল প্রথম ) যিনি U20 বিশ্ব চ্যাম্পিয়নশিপের মুকুট জিতেছেন।
[/spoiler]

৫. দাবি না করা আমানত (unclaimed deposits) ট্র্যাক করার জন্য RBI সম্প্ৰীত কোন পোর্টাল শুরু করেছে ?

(A) UDGAM
(B) UDAY
(C) RUPIYA
(D) JANM

[spoiler title=’উত্তর ‘ ] (A) UDGAM

  • গ্রাহকদের সুবিধার জন্য একটি নতুন ওয়েব পোর্টাল চালু করল ভারতের রিজার্ভ ব্যাঙ্ক। যার নাম UDGAM (Unclaimed Deposits – Gateway to access Information).
  • দাবিহীন আমানত বা Unclaimed Deposit কোন কোন ব্যাঙ্কে রয়েছে, সেগুলি একবারেই -একজায়গায় যাতে খুঁজে পাওয়া যাবে এই পোর্টালের মাধ্যমে ।
[/spoiler]

৬. ম্যানচেস্টার সিটি, কোন দলকে হারিয়ে UEFA সুপার কাপ 2023 জিতে নিয়েছে ?

(A) সেভিয়া
(B) আর্সেনাল
(C) বার্সেলোনা
(D) ম্যানচেস্টার ইউনাইটেড

[spoiler title=’উত্তর ‘ ] (A) সেভিয়া

  • পেপের হাত ধরে প্রথম বার উয়েফা সুপার কাপ জিতল সিটি।
  • গ্রিসের রাজধানী এথেন্সের কারাইসকাকিস স্টেডিয়ামে নির্ধারিত ৯০ মিনিট শেষে ম্যাচ ১–১ ছিল।
  • প্রথমার্ধে সেভিয়াকে এগিয়ে দেন ইউসেফ এন নেসিরি। দ্বিতীয়ার্ধে সমতা ফেরান সিটির কোল পালমার।
  • উয়েফার নতুন নিয়ম অনুযায়ী, অতিরিক্ত ৩০ মিনিটের পরিবর্তে এর পর সরাসরি খেলা টাইব্রেকারে গড়ায়।
  • সেখানে ৫–৪ ব্যবধানে জয় ছিনিয়ে নেয় ম্যাঞ্চেস্টার সিটি
[/spoiler]

৭. কোন ভারতীয় ক্রীড়াবিদকে সম্প্রতি ডোপিংয়ের জন্য ৪ বছরের জন্য নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে ?

(A) দ্যুতি চাঁদ
(B) দীপিকা সিনহা
(C) আন্নু রানী
(D) হিমা দাস

[spoiler title=’উত্তর ‘ ] (A) দ্যুতি চাঁদ

  • ফের বিতর্কে অ্যাথলিট দ্যুতি চাঁদ
  • এশিয়ান গেমসে জোড়া রুপো জেতা এই স্প্রিন্টারকে ৪ বছরের জন্য নির্বাসিত করেছে ন্যাশনাল অ্যান্টি-ডোপিং এজেন্সি (নাডা)।
  • দ্যুতির বিরুদ্ধে নিষিদ্ধ বস্তু গ্রহণের অভিযোগ আনা হয়েছে।
  • গত ৫ ও ২৬ ডিসেম্বর দ্যুতির নমুনা নেওয়া হয়। ২টি নমুনাতেই একইরকম নিষিদ্ধ বস্তু ‘সিলেকটিভ অ্যান্ড্রোজেন রিসেপটর মডুলেটরস‘ পাওয়া গিয়েছে।
[/spoiler]

৮. ভারতের প্রথম 3D প্রিন্টেড পোস্ট অফিস ভবন কোন শহরে উদ্বোধন করা হয়েছে?

(A) ব্যাঙ্গালোর
(B) নয়াদিল্লি
(C) মুম্বাই
(D) কলকাতা

[spoiler title=’উত্তর ‘ ] (A) ব্যাঙ্গালোর

  • প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তার অফিসিয়াল সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে ভারতের প্রথম 3D প্রিন্টেড পোস্ট অফিসের ছবি শেয়ার করেছেন।
  • এই পোস্ট অফিসটি ব্যাঙ্গালোরের কেমব্রিজ লেআউট পোস্ট অফিস।
  • ব্যাঙ্গালোরের কেমব্রিজ লেআউটের এই বিল্ডিংটি মাত্র ৪৪ দিনের মধ্যে মুদ্রিত এবং প্রস্তুত হয়ে গেছে।
  • উদ্বোধন করেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবা।

 

[/spoiler]

৯. ভারতের প্রথম ড্রোন কমন টেস্টিং সেন্টার কোথায় তৈরী হতে চলেছে ?

(A) কর্ণাটক
(B) গুজরাট
(C) তামিলনাড়ু
(D) উত্তরপ্রদেশ

[spoiler title=’উত্তর ‘ ] (C) তামিলনাড়ু
ডিফেন্স টেস্টিং ইনফ্রাস্ট্রাকচার (DTI) স্কিমের অধীনে ভারতের প্রথম ড্রোন কমন টেস্টিং সেন্টার তামিলনাড়ুর শ্রীপেরামবুদুরে প্রতিষ্ঠিত হবে। [/spoiler]

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button