17th January Current Affairs Quiz 2023 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স
Daily Current Affairs MCQ in Bangla
17th January Current Affairs Quiz 2023 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স
দেওয়া রইলো ১৭ই জানুয়ারী – ২০২৩ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 17th January Current Affairs Quiz 2023 ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।
সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here
দেখে নাও : 16th December Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স
Daily Current Affairs MCQ in Bengali
১. কোন রাজ্যে মাঘী মেলা উৎসব পালিত হচ্ছে?
(A) পাঞ্জাব
(B) তেলেঙ্গানা
(C) আসাম
(D) ওড়িশা
- পাঞ্জাবের মুক্তসার সাহেবে ১৪ই জানুয়ারি থেকে মাঘি মেলা উদযাপিত হচ্ছে।
- এই দিনটি চালি মুক্তের বীরত্বপূর্ণ লড়াইকে সম্মান জানাতে পালিত হয়।
- যুদ্ধটি ১৭০৫ সালের ২৯শে ডিসেম্বর খিদরানে দি ধবের জলাশয়ের কাছে সংঘটিত হয়েছিল।
২. সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন ফিল্ম ফেস্টিভ্যালে নিচের কোন চলচ্চিত্রটি প্রদর্শিত হবে?
(A) জঙ্গল কান্না
(B) তুলসীদাস জুনিয়র
(C) স্পেসবয়
(D) ঝুন্ড
- ৬৮তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২২-এ, মৃদুল তুলসিদাস পরিচালিত “Toolsidas Junior”, হিন্দিতে সেরা ফিচার ফিল্মের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেছিল।
- চলচ্চিত্রটি প্রধান শিশু অভিনেতা বরুণ বুদ্ধদেবের জন্য শিশু অভিনেতা বিভাগে এই বিশেষ জাতীয় পুরস্কার জিতেছে।
৩. মার্শাল দ্বীপপুঞ্জে ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসাবে সম্প্রতি কে নিযুক্ত হয়েছেন?
(A) বিকাশ পুরোহিত
(B) সন্তোষ কুমার যাদব
(C) অজয় কুমার শ্রীবাস্তব
(D) সিবি জর্জ
- সিবি জর্জ বর্তমানে জাপানে ভারতের রাষ্ট্রদূত।
- ২০১৪ সালে, ভারত সরকার তাকে ভারতীয় ফরেন সার্ভিসে তার শ্রেষ্ঠত্বের জন্য S.K. সিং পুরস্কার প্রদান করেছিল।
৪. রে কর্ডেইরো সম্প্রতি প্রয়াত হয়েছেন। তিনি কি হিসাবে বিখ্যাত ছিলেন?
(A) ডিস্ক জকি
(B) আইনজীবী
(C) ক্রিকেটার
(D) রাজনীতিবিদ
- তিনি ১৯২৪ সালে হংকং-এ জন্মগ্রহণ করেছিলেন এবং গিনেস বুক অফ রেকর্ডস দ্বারা বিশ্বের সবচেয়ে বেশি সময় ধরে কাজ করা DJ হিসেবে স্বীকৃতি পেয়েছেন।
- তিনি 2021 সাল পর্যন্ত রেডিও টেলিভিশন হংকং-এ কাজ করেছেন।
৫. ভারত কোন দেশের সাথে সম্প্রতি ভারত মহাসাগরে ‘এক্সারসাইজ বরুণ’-এর ২১ তম সংস্করণ পরিচালনা করেছে?
(A) আমেরিকা
(B) থাইল্যান্ড
(C) জাপান
(D) ফ্রান্স
- ভারত ও ফ্রান্সের মধ্যে দ্বিপাক্ষিক নৌ মহড়ার ২১তম সংস্করণ, ‘এক্সারসাইজ বরুণ’ ভারত মহাসাগরে ১৬ই জানুয়ারী ২০২৩-এ শুরু হয়েছিল।
- দুই নৌবাহিনীর মধ্যে এই দ্বিপাক্ষিক মহড়াটি ১৯৯৩ সালে শুরু হয়েছিল এবং ২০০১ সালে এর নামকরণ করা হয়েছিল ‘বরুণ’।
- অনুশীলনটি ১৬ থেকে ২০শে জানুয়ারী ২০২৩ পর্যন্ত পরিচালিত হবে।
৬. কোন রাজ্যে সম্প্রতি জাল্লিকাট্টু উদযাপিত হয়েছে?
(A) কেরালা
(B) তেলেঙ্গানা
(C) তামিলনাড়ু
(D) কর্ণাটক
- এটি তামিলনাড়ু রাজ্যে প্রচলিত একটি জনপ্রিয় ষাঁড়-বশ মানানোর খেলা।
- এটি ‘এরু থাঝুভুথাল’ বা ‘মানকুভিরাত্তু’ নামেও পরিচিত।
- এটি মাত্তু পোঙ্গলের দিনে পোঙ্গল উদযাপনের একটি অংশ হিসাবে অনুষ্ঠিত হয়।
৭. ১৬ই জানুয়ারী কোন শহরে G20-এর অধীনে ‘Think 20’ মিটিগ শুরু হয়েছে?
(A) ভোপাল
(B) পাটনা
(C) আগ্রা
(D) নতুন দিল্লি
- সভায় ভারতের বুদ্ধিজীবী ও কর্মকর্তারা ছাড়াও বিভিন্ন দেশের ৯৪ জন প্রতিনিধি উপস্থিত রয়েছেন।
- বৈঠকে বিশেষজ্ঞ এবং বিদেশী অতিথিরা ‘LiFE, Values, and Wellbeing’ সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন।
- G20 বা গ্রুপ অফ ২০ হল বিশ্বের প্রধান উন্নত ও উন্নয়নশীল অর্থনীতির একটি আন্তঃসরকারি ফোরাম।
৮. অর্গানাইজেশন ফর ইকোনমিক কো-অপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট (OECD) এর নতুন প্রধান অর্থনীতিবিদ হিসেবে সম্প্রতি কাকে নিযুক্ত করা হয়েছে?
(A) পিটার মৌর
(B) আন্তোনিও গুতেরেস
(C) লরেন্স বুন
(D) ক্লেয়ার লোম্বারডেলি
- অর্গানাইজেশন ফর ইকোনমিক কো-অপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট (ওইসিডি)-এর নতুন প্রধান অর্থনীতিবিদ হিসেবে যুক্তরাজ্যের ক্লেয়ার লোম্বারডেলি নিযুক্ত হয়েছেন।
- তিনি বর্তমানে যুক্তরাজ্যের ট্রেজারির প্রধান অর্থনৈতিক উপদেষ্টা।
- তিনি ফ্রান্সের লরেন্স বুনের স্থলাভিষিক্ত হলেন।
To check our latest Posts - Click Here