Daily Current Affairs in BengaliCurrent Affairs

16th February Current Affairs Quiz 2023 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bangla

16th February Current Affairs Quiz 2023 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

দেওয়া রইলো ১৬ই ফেব্রুয়ারী – ২০২৩ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 16th February Current Affairs Quiz 2023 ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই  সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।

সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here 

দেখে নাও : 14-15th February Current Affairs Quiz 2022 –  Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bengali


১. জাভেদ খান আমরোহি সম্প্রতি প্রয়াত হয়েছেন। তিনি একজন বিখ্যাত ________ ছিলেন।

(A) আইনজীবী
(B) রাজনীতিবিদ
(C) ক্রিকেটার
(D) অভিনেতা

উত্তর
(D) অভিনেতা

  • ‘ওয়ান্স আপন এ টাইম ইন মুম্বাই’, ‘চক দে ইন্ডিয়া’, ‘লগন’ এবং ‘আন্দাজ আপনা আপনা’ চলচ্চিত্রে কাজের জন্য তিনি বিশেষ ভাবে পরিচিত ছিলেন।

২. আন্তর্জাতিক শৈশব ক্যান্সার দিবস কবে পালন করা হয়?

(A) ১৫ই ফেব্রুয়ারি
(B) ১৮ই ফেব্রুয়ারি
(C) ১৭ই ফেব্রুয়ারি
(D) ১৬ই ফেব্রুয়ারি

উত্তর
(A) ১৫ই ফেব্রুয়ারি

আন্তর্জাতিক শৈশব ক্যান্সার দিবস :

  • দিবসটি চালু করেছে চাইল্ডহুড ক্যান্সার ইন্টারন্যাশনাল।
  • দিবসটি সচেতনতা বাড়াতে এবং ক্যান্সারে আক্রান্ত শিশু এবং কিশোর-কিশোরীদের জন্য সমর্থন দেখানোর জন্য পালিত হয়।
  • ICCD-এর তিন বছরের (২০২১-২০২৩) ক্যাম্পেইনের থিম হল ‘Better Survival’।

৩. ১৪ই ফেব্রুয়ারি ২০২৩ এ ‘National Open Race Walking Championship’ কোথায় অনুষ্ঠিত হয়েছিল?

(A) পাটনা
(B) রাঁচি
(C) সুরাট
(D) গোয়ালিয়র

উত্তর
(B) রাঁচি

  • রাঁচিতে ১৪ই ফেব্রুয়ারি ২০২৩ এ ন্যাশনাল ওপেন রেস ওয়াকিং চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয়েছিল।
  • মহিলাদের ২০ কিমি ইভেন্টে, জাতীয় রেকর্ডধারী প্রিয়াঙ্কা গোস্বামী সোনা জিতেছেন।

৪. কোন দেশের আর্মি বিশ্বের প্রথম ‘SWARM’ ড্রোন সিস্টেম পেয়েছে?

(A) ভারত
(B) ইজরায়েল
(C) রাশিয়া
(D) আমেরিকা

উত্তর
(A) ভারত

  • নিউস্পেস রিসার্চ কোম্পানি সম্প্রতি ভারতীয় সেনাবাহিনীকে ‘SWARM’ ড্রোন সরবরাহ করেছে।
  • এটি ভারতীয় সেনাবাহিনীকে বিশ্বের প্রথম সশস্ত্র বাহিনীতে পরিণত করেছে যারা SWARM ড্রোন পরিচালনা করে।
  • ১০০টি ড্রোনের ঝাঁক শত্রু অঞ্চলে কমপক্ষে ৫০ কিলোমিটার দূরে লক্ষ্যবস্তুতে আঘাত করতে সক্ষম।
  • এই ড্রোনগুলি একটি নির্দিষ্ট ওজনের বোমা বহন করতে সক্ষম।

৫. G20 কালচার ওয়ার্কিং গ্রুপের প্রথম বৈঠক কোন শহরে অনুষ্ঠিত হবে?

(A) মথুরা
(B) পুরী
(C) খাজুরাহো
(D) অযোধ্যা

উত্তর
(C) খাজুরাহো

  • ২২ থেকে ২৫শে ফেব্রুয়ারি ২০২৩ এর মধ্যে মধ্যপ্রদেশের মন্দির শহর খুজারাহোতে প্রথম কালচার ওয়ার্কিং গ্রুপের সভা অনুষ্ঠিত হবে।
  • অনুষ্ঠানটির প্রতিপাদ্য হচ্ছে “Protection and Restitution of Cultural Property”।

৬. গ্লোবাল টেক সামিট (GTS) কোন শহরে অনুষ্ঠিত হবে?

(A) বিশাখাপত্তনম
(B) দিল্লী
(C) গুরুগ্রাম
(D) ব্যাঙ্গালোর

উত্তর
(A) বিশাখাপত্তনম

  • ১৬ এবং ১৭ই ফেব্রুয়ারী, ২০২৩-এ অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে একটি দুই দিনের গ্লোবাল টেক সামিট (GTS) অনুষ্ঠিত হয়েছে।
  • শীর্ষ সম্মেলনের প্রধান ক্ষেত্রগুলির মধ্যে রয়েছে স্বাস্থ্য, প্রযুক্তি, খাদ্য প্রক্রিয়াকরণ, অর্থ এবং ফার্মা খাত।
  • ২৫টিরও বেশি দেশের প্রায় ১,০০০ প্রতিনিধি ফার্মাসিউটিক্যাল পাঠ্যক্রমের প্রযুক্তিগত অগ্রগতি একীভূত করার বিষয়ে আলোচনা করতে অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন।

৭. কোন জেলা সেরা জেলা পঞ্চায়েতের জন্য স্বরাজ ট্রফি জিতেছে?

(A) কোল্লাম
(B) পালাক্কাদ
(C) মালাপ্পুরম
(D) কান্নুর

উত্তর
(A) কোল্লাম

  • কোল্লাম জেলা পঞ্চায়েত ২০২১-২২ সালের জন্য কেরালার সেরা জেলা পঞ্চায়েতের জন্য স্বরাজ ট্রফি জিতেছে।
  • কান্নুর জেলা পঞ্চায়েত র‌্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থানে রয়েছে।
  • তিরুবনন্তপুরম কর্পোরেশন সেরা কর্পোরেশনের ট্রফি জিতেছে।

৮. T20 আন্তর্জাতিকে ১০০টি উইকেট নেওয়া প্রথম ভারতীয় মহিলা বোলার কে?

(A) রাধা যাদব
(B) দীপ্তি শর্মা
(C) একতা বিষ্ট
(D) রাজেশ্বরী গায়কোয়াড়

উত্তর
(B) দীপ্তি শর্মা

  • ভারতীয় মহিলা দলের অলরাউন্ডার দীপ্তি শর্মা T20I তে সর্বোচ্চ উইকেট শিকারী হিসাবে ইতিহাস তৈরি করেছেন।
  • এর আগে ভারত থেকে সর্বোচ্চ ৯৮ উইকেট নিয়েছেন লেগ স্পিনার পুনম যাদব।
  • পুরুষ ক্রিকেটের কথা বলতে গেলে, টি-টোয়েন্টি ম্যাচে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার রেকর্ড গড়েছেন ভারতের যুজবেন্দ্র চাহাল।

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button