Daily Current Affairs in BengaliCurrent Affairs

8th January Current Affairs Quiz 2023 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bangla

8th January Current Affairs Quiz 2023 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

দেওয়া রইলো ৮ই জানুয়ারী – ২০২৩ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 8th January Current Affairs Quiz 2023 ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই  সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।

সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here 

দেখে নাও : 7th December Current Affairs Quiz 2022 –  Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bengali


১. কোন রাজ্যের বিভিন্ন অংশে সম্প্রতি জাত-ভিত্তিক সমীক্ষা শুরু করা হয়েছে?

(A) গুজরাট
(B) বিহার
(C) ওড়িশা
(D) হরিয়ানা

[spoiler title=’উত্তর ‘ ] (B) বিহার

  • বিহার সরকার রাজ্যের বিভিন্ন অংশে জাত-ভিত্তিক সমীক্ষা শুরু করেছে।
  • প্রতিটি পরিবারের অর্থনৈতিক অবস্থা সহ শুধুমাত্র জাতির সমীক্ষা করা হচ্ছে, উপজাতি নয়।
  • জরিপে প্রতিটি পরিবারের অর্থনৈতিক অবস্থা যথাযথভাবে উল্লেখ করা হবে।
[/spoiler]

২. কোন দেশ ‘ভয়েস অফ গ্লোবাল সাউথ সামিট’ নামের একটি বিশেষ ভার্চুয়াল সামিটের আয়োজন করবে?

(A) রাশিয়া
(B) ভারত
(C) ইন্দোনেশিয়া
(D) জাপান

[spoiler title=’উত্তর ‘ ] (B) ভারত

  • ভারত ১২-১৩ই জানুয়ারী ২০২৩-এ ‘ভয়েস অফ গ্লোবাল সাউথ সামিট’ নামে একটি বিশেষ ভার্চুয়াল সামিটের আয়োজন করবে।
  • এই উদ্যোগটি প্রধানমন্ত্রী মোদির সবকা সাথ, সবকা বিকাশ এবং বসুধৈব কুটুম্বকম দর্শন দ্বারা অনুপ্রাণিত।
  • প্রায় ১২০টি দেশ এই সম্মেলনে অংশগ্রহণ করবে।
[/spoiler]

৩. নিচের কোনটি ভারতীয় সেনাবাহিনীর জন্য উঁচু অঞ্চলের উপযুক্ত কম ধোঁয়াযুক্ত কেরোসিন তেল লঞ্চ করেছে?

(A) Coal India
(B) Hindustan Petroleum
(C) ONGC
(D) Bharat Petroleum

[spoiler title=’উত্তর ‘ ] (D) Bharat Petroleum

  • ভারত পেট্রোলিয়াম ভারতীয় সেনাবাহিনীর জন্য কম ধোঁয়া কেরোসিন তেল লঞ্চ করেছে।
  • সেনাবাহিনীতে নতুন LSLA-গ্রেডের SKO সরবরাহের জন্য BPCL প্রথম তেল বিপণন কোম্পানি হিসেবে আত্মপ্রকাশ করেছে।
  • সাধারণ কেরোসিন যথেষ্ট ধোঁয়া নির্গমন করে, যা উচ্চতর উচ্চতায় ব্যবহার করা কর্মীদের স্বাস্থ্যের জন্য বিপদজনক, কারণ সেখানে অক্সিজেনের মাত্রা খুবই কম।
[/spoiler]

৪. সম্প্রতি প্রয়াত সুনীল বাবু কোন ক্ষেত্রের সাথে যুক্ত ছিলেন?

(A) বিজ্ঞান
(B) চলচ্চিত্র শিল্প
(C) সামাজিক কাজ
(D) রাজনীতি

[spoiler title=’উত্তর ‘ ] (B) চলচ্চিত্র শিল্প

  • সুনীল বাবু একজন বিখ্যাত চলচ্চিত্র পরিচালক ছিলেন।
  • তিনি ৪ঠা জানুয়ারী, ২০২৩-এ কেরালার এর্নাকুলামে প্রয়াত হয়েছেন।
  • তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে একটি বেসরকারি হাসপাতালে প্রয়াত হয়েছেন।
  • তিনি মালয়ালম শিল্প পরিচালক এবং পাশাপাশি তামিল, তেলেগু এবং হিন্দি সিনেমাতেও কাজ করেছেন।
[/spoiler]

৫. জাপানকে ছাড়িয়ে বিশ্বব্যাপী তৃতীয় বৃহত্তম অটো মার্কেটে পরিণত হয়েছে কোন দেশ?

(A) ভারত
(B) রাশিয়া
(C) ভিয়েতনাম
(D) চীন

[spoiler title=’উত্তর ‘ ] (A) ভারত

  • ভারত অটোমোবাইল বিক্রির ক্ষেত্রে জাপানকে ছাড়িয়ে প্রথমবারের মতো বিশ্বব্যাপী তৃতীয় বৃহত্তম অটো মার্কেট হয়ে উঠেছে৷
  • ভারতের নতুন গাড়ির মোট বিক্রি ২০২২ এ প্রায় ৪.২৫ মিলিয়ন ইউনিটে দাঁড়িয়েছে।
  •  এক্ষেত্রে বিশ্বে প্রথম স্থানে রয়েছে চীন এবং দ্বিতীয় স্থানে আমেরিকা।
[/spoiler]

৬. সম্প্রতি প্রকাশিত ‘Revolutionaries’ বইটির লেখক কে?

(A) শশী থারুর
(B) রাহুল গান্ধী
(C) এন চন্দ্রশেখর
(D) সঞ্জীব সান্যাল

[spoiler title=’উত্তর ‘ ] (D) সঞ্জীব সান্যাল

  • এই বইতে স্বাধীনতার সময়ে বিপ্লবীদের বলিদান সম্পর্কে লেখা রয়েছে।
  • এই বইটির মূল বক্তব্য আমাদের বিপ্লবীরা এখনও তাদের বলিদানের প্রাপ্য পায়নি।
[/spoiler]

৭. সাম্প্রতিক তথ্যানুসারে ভারতে মহিলাদের কর্মসংস্থানের হার সবচেয়ে বেশি কোন শহরে?

(A) কলকাতা
(B) দিল্লী
(C) চেন্নাই
(D) মুম্বাই

[spoiler title=’উত্তর ‘ ] (C) চেন্নাই

  • Avtar নামক কোম্পানির একটি একটি সমীক্ষা অনুসারে, চেন্নাই মহিলাদের কর্মসংস্থানের ক্ষেত্রে ভারতের শীর্ষ শহর হয়ে উঠেছে।
  • পুনে, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ এবং মুম্বাই হলো মহিলাদের কর্মসংস্থানের জন্য পরবর্তী সেরা শহরগুলি।
[/spoiler]

৮. সম্প্রতি প্রয়াত প্রখ্যাত ফুটবলার জিয়ানলুকা ভিয়ালি কোন দেশের খেলোয়াড় ছিলেন?

(A) ইতালি
(B) জার্মানি
(C) আর্জেন্টিনা
(D) ফ্রান্স

[spoiler title=’উত্তর ‘ ] (A) ইতালি

  • প্রাক্তন ইতালি এবং চেলসির ফুটবল ক্লাবের স্ট্রাইকার জিয়ানলুকা ভিয়ালি ক্যান্সারের সাথে দীর্ঘ লড়াইয়ের পরে ৫৮ বছর বয়সে প্রয়াত হলেন।
  • তিনি ১৯৮০ সালে তার জন্মস্থান ইতালিতে ক্রেমোনিসে তার ক্লাব ক্যারিয়ার শুরু করেছিলেন।
[/spoiler]

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button