5th October Current Affairs Quiz 2023 – Bengali
Daily Current Affairs MCQ in Bangla - কারেন্ট অ্যাফেয়ার্স
দেওয়া রইলো ৫ই অক্টোবর – ২০২৩ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 5th October Current Affairs Quiz 2023 ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।
সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here
দেখে নাও : 4th October Current Affairs Quiz 2023 – Bengali
১. “Tora’s Husband” এর জন্য এশিয়া প্যাসিফিক স্ক্রিন অ্যাওয়ার্ডে সেরা পরিচালকের জন্য মনোনীত হয়েছেন
(A) রিমা দাস
(B) অপর্ণা সেন
(C) কৌশিক গাঙ্গুলি
(D) ঈশান ঘোষ
রিমা দাস “Tora’s Husband” এর জন্য এশিয়া প্যাসিফিক স্ক্রিন অ্যাওয়ার্ডে সেরা পরিচালকের জন্য মনোনীত হয়েছেন।
২. বিশ্ব শিক্ষক দিবস প্রতিবছর কোন দিনটিতে পালন করা হয় ?
(A) ৩ অক্টোবর
(B) ৪ অক্টোবর
(C) ৫ অক্টোবর
(D) ৬ অক্টোবর
বিশ্ব শিক্ষক দিবস হচ্ছে ১৯৯৫ (মতান্তরে ১৯৯৪ ) সাল থেকে প্রতি বছর ৫ অক্টোবর বিশ্ব ব্যাপী পালিত হয়ে থাকে। ২০২৩ সালের বিশ্ব শিক্ষক দিবসের থিম হল – “The teachers we need for the education we want: The global imperative to reverse the teacher shortage”.
৩. ভারতীয় নৌবাহিনী শত্রুর আক্রমণ থেকে রক্ষা করার জন্য দেশীয় নেভিগেশন সিস্টেম, অ্যান্টি-সোয়ার্ম ড্রোন তৈরি করেছে। এটির নাম হল –
(A) NISAR
(B) NIRMAAN
(C) NISHAR
(D) PRABAL
NISHAR – Network for Information Sharing
৪. এশিয়ান গেমসে, লভলিনা বোরগোহাইন লি কিয়ানের কাছে হেরে গিয়ে রৌপ্য পদক নিয়ে শেষ করেন। লি কিয়ান কোন দেশের ?
(A) চীন
(B) রাশিয়া
(C) জাপান
(D) দক্ষিণ কোরিয়া
টোকিও অলিম্পিকের ব্রোঞ্জ পদক বিজয়ী লোভলিনা বোরগোহাইন সাম্প্রতিক এশিয়ান গেমসে চীনের লি কিয়ানের কাছে হেরে রৌপ্য পদক পান।
৫. ২০৩০ সালের ফিফা বিশ্বকাপ কতগুলি মহাদেশে মাইল আয়োজন করবে ?
(A) ১
(B) ২
(C) ৩
(D) ৪
- ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ অ্যাসোসিয়েশন ফুটবল (FIFA) বিশ্বকাপ ২০৩০ এর জন্য একটি অনন্য সেট আপ ঘোষণা করেছে যা তিনটি ভিন্ন মহাদেশে খেলা হবে – আফ্রিকা, ইউরোপ এবং দক্ষিণ আমেরিকা।
- ছয়টি দেশ – আর্জেন্টিনা, মরক্কো, প্যারাগুয়ে, পর্তুগাল, স্পেন এবং উরুগুয়ে আয়োজন করবে।
৬. নিচের কোন ব্যক্তি ১৯তম এশিয়ান গেমসে পুরুষদের জ্যাভলিন থ্রোতে সোনা জিতেছেন?
(A) নীরজ চোপড়া
(B) কিশোর কুমার জেনা
(C) রডারিক গেঙ্কি ডিন
(D) জাকুব ভাদলেজচ
- অপ্রতিরোধ্য নীরজ চোপড়া (Neeraj Chopra)! কে থামাবে দেশের ‘সোনার ছেলে’কে! যা হওয়ার ছিল, ঠিক সেটাই হল। চিনের হাংঝাউতে শেষ হাসি হাসলেন সেই নীরজ।
- গোল্ডেন বয়’ ৮৮.৮৮ মিটার দূরে জ্যাভলিন ছুড়ে ব্যাক-টু-ব্যাক এশিয়াড সোনা (Asian Games 2023) জিতলেন।
- গত অগস্টে প্রথম ভারতীয় হিসেবে বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে (World Athletics Championships Finals) সোনা জেতার ইতিহাস লিখেছিলেন নীরজ।
- ২০১৮ সালে জাকার্তায় অনুষ্ঠিত এশিয়াডে নীরজ পেয়েছিলেন সোনা। সেই পদক কাউকে নিতে দিলেন না এবার।
৭. উত্তরপ্রদেশের কোথায় সম্প্রতি একটি পশু শ্মশান গড়ে ওঠার ঘোষণা করা হয়েছে ?
(A) লখনউ
(B) গাজিয়াবাদ
(C) কাশী
(D) বারাণসী
লখনউ একটি ইলেকট্রিক পশু শ্মশান পেতে চলেছে । উল্লেখ্য যে উত্তরপ্রদেশের প্রথম ইলেকট্রিক পশু শ্মশান তৈরী হয়েছিল বারানসিতে ।
৮. জেনারেল প্রভিডেন্ট ফান্ডের বর্তমান ইন্টারেস্ট রেট কত?
(A) ৭.১%
(B) ৭.২%
(C) ৭.৩%
(D) ৭.৪%
সরকার জেনারেল প্রভিডেন্ট ফান্ডের ইন্টারেস্ট রেট একই রেখেছে । লাস্ট ১৫ কোয়ার্টার ধরে জেনারেল প্রভিডেন্ট ফান্ডের ইন্টারেস্ট রেট রাখা হয়েছে ৭.১%।
৯. কোন রাজ্যের ১৬০০ ওয়েলট্ট শিল্পী ৪ ঘন্টা বিরামহীন পারফরম্যান্সের রেকর্ড গড়েছেন?
(A) বিহার
(B) তামিলনাড়ু
(C) তেলেঙ্গানা
(D) অন্ধ্র প্রদেশ
তামিলনাড়ু কঙ্গু পারমবাড়িয়া ওয়িলট্টা কালাই কুলু সংস্থা এই রেকর্ড করেছে।
১০. নিচের কোন সংস্থা ভারতে ‘YouthHub’ অ্যাপ চালু করেছে?
(A) WIPO
(B) OECD
(C) UNICEF
(D) WHO
- চাকরির সুযোগ করে দেওয়া জন্য উনিসেফ ভারতে একটি নতুন প্লাটফর্ম ‘YouthHub’ শুরু করেছে।
- UNICEF – United Nations International Children’s Emergency Fund
To check our latest Posts - Click Here