6th October Current Affairs Quiz 2023 – Bengali
Daily Current Affairs MCQ in Bangla - কারেন্ট অ্যাফেয়ার্স
দেওয়া রইলো ৬ই অক্টোবর – ২০২৩ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 6th October Current Affairs Quiz 2023 ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।
সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here
দেখে নাও : 5th October Current Affairs Quiz 2023 – Bengali
১. দীপিকা পাল্লিকাল এবং হরিন্দর পাল সান্ধু কোন খেলার সাথে সম্পর্কিত?
(A) টেনিস
(B) টেবিল টেনিস
(C) ক্রিকেট
(D) স্কোয়াশ
২০২৩ সালে আয়োজিত এশিয়ান গেমসে স্কোয়াশ-এ মিক্সড ডবলসের টিম ইভেন্টে সোনা জিতলেন ভারতের দীপিকা পাল্লিকল (Dipika Pallikal) এবং হরিন্দার পাল সান্ধু (Harindar Pal Sandhu )। ফাইনালে মালয়েশিয়াকে হারিয়ে তারা এই সোনা জিতে নেন।
২. মুখ্যমন্ত্রী শ্রী কনরাড কে সাংমা কোন জায়গা থেকে CRPF মহিলা বাইক অভিযান ‘যশস্বিনী’র উদ্বোধন করেছেন ?
(A) শিলং
(B) মাওসিনরাম
(C) চেরাপুঞ্জি
(D) মাওফ্লাং
মেঘালয়ের মুখ্যমন্ত্রী শ্রী কনরাড কে সাংমা শিলং থেকে CRPF মহিলা বাইকারদের একটি দল যশস্বিনীর ক্রস-কান্ট্রি বাইক অভিযানের উদ্বোধন করেছেন।
৩. বিশ্ব সেরিব্রাল পালসি দিবস ২০২৩ এর থিম কি ছিল ?
(A) Move As One
(B) Make Your Mark
(C) Millions of Reasons
(D) Together Stronger
- বিশ্ব সেরিব্রাল পালসি দিবস পালন করা হয় ৬ অক্টোবর।
- সেরিব্রাল পালসি মস্তিষ্কের একটি কঠিন রোগ।
- সেই রোগে আক্রান্তদের জন্যই বিশ্বব্যাপী পালন করা হয় একটি বিশেষ দিন। ২০২৩ সালে এই দিবসের থিম – Together Stronger.
৪. নিচের কোন ব্যক্তি জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে স্পিনোজা পুরস্কার ২০২৩ পেয়েছেন?
(A) ইগনাস স্নেলেন
(B) টবি কিয়ার্স
(C) জয়িতা গুপ্তা
(D) টবি কিয়ার্স ও জয়িতা গুপ্তা উভয়েই
- প্রফেসর ডঃ জয়িতা গুপ্তা এবং টবি কিয়ার্স জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে স্পিনোজা পুরস্কার পেয়েছেন।
- জলবায়ু পরিবর্তনে গবেষণার জন্য সম্মানীয় ডাচ নোবেল পুরস্কার পেলেন ভারতীয় বংশোদ্ভূত অধ্যাপক ড. জয়িতা গুপ্তা ৷ তিনি আমস্টারডাম বিশ্ববিদ্যালয় এবং আইএইচই ডেলফ্ট ইনস্টিটিউট অফ ওয়াটার এডুকেশনে জলবায়ু ও দক্ষিণ এশিয়া বিষয়ের অধ্যাপক ৷
- এই পুরস্কারকে ডাচ নোবেল-ও বলা হয়ে থাকে ৷
৫. ২০২৩ সালে সাহিত্যে নোবেল পুরস্কার জিতে নিয়েছেন –
(A) জন ফস
(B) অ্যানি এরনাক্স
(C) আব্দুলরাজক গুরনাহ
(D) লুইস গ্লুক
- নরওয়েজিয়ান লেখক এবং নাট্যকার জন ফসকে ২০২৩ সালের সাহিত্যে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে।
- ফসকে “তাঁর উদ্ভাবনী নাটক এবং গদ্যের জন্য নোবেল পুরষ্কার দেওয়া হয়েছে যা অকথ্যকে কণ্ঠ দেয়”।
৬. কোন দেশ সম্প্রতি ঘোষণা করেছে যে ২০২৪ সালে প্রতিরক্ষা খাতে সেই দেশ ৭০% বেশি ব্যয় করবে ?
(A) মার্কিন যুক্তরাষ্ট্র
(B) জার্মানি
(C) কানাডা
(D) রাশিয়া
- রাশিয়া ২০২৪ সালে প্রতিরক্ষা ব্যয় প্রায় ৭০ শতাংশ বৃদ্ধি করতে প্রস্তুত।
- সম্প্রতি রাশিয়ার অর্থ মন্ত্রকের নথিতে এই তথ্য প্রকাশ করা হয়েছে।
৭. সম্প্রতি খবরে আসা স্কো ভ্যালি কোন রাজ্য / কেন্দ্রশাসিত অঞ্চলে অবস্থিত ?
(A) লাদাখ
(B) সিকিম
(C) অরুণাচল প্রদেশ
(D) উত্তরাখণ্ড
স্বরাষ্ট্র মন্ত্রণালয় লাদাখে আসা পর্যটকদের জন্য আরও দুটি সীমান্ত পর্যটন গন্তব্য “মারসেমিক লা” এবং “স্কো ভ্যালি” খুলে দিয়েছে।
৮. ভারতের কোন রাজ্য/কেন্দ্র শাসিত অঞ্চল সম্প্রতি কনোকার্পাস উদ্ভিদ নিষিদ্ধ ঘোষণা করেছে?
(A) গুজরাট
(B) গোয়া
(C) কেরালা
(D) উত্তরাখণ্ড
- গুজরাট সম্প্রতি কনোকার্পাস প্ল্যান্ট নিষিদ্ধ করেছে কারণ এর পরিবেশগত এবং স্বাস্থ্যের ঝুঁকি রয়েছে।
- এই দ্রুত বর্ধনশীল বহিরাগত ম্যানগ্রোভ প্রজাতি, স্থানীয়ভাবে সপ্তপর্ণি নামে পরিচিত ।
- এই উদ্ভিদের শিকড়, যা ভূগর্ভস্থ জল অনেক খরচ করে।
- সর্বোপরি এই উদ্ভিদ মানবদেহে শ্বাসকষ্টজনিত রোগের সম্ভাবনা বাড়িয়ে তোলে।
৯. কোন দেশ “Vulcan 20-20” নামক বিশ্বের সবচেয়ে শক্তিশালী লেজার তৈরির একটি প্রকল্প শুরু করতে চলেছে ?
(A) চীন
(B) ব্রিটেন
(C) ইসরাইল
(D) মার্কিন যুক্তরাষ্ট্র
এই লেজার সূর্যের থেকে অনেক গুন্ উজ্জ্বল। ক্যান্সারের চিকিৎসাসহ বিভিন্ন বৈজ্ঞানিক ক্ষেত্রে এই লেজার প্রভূত প্রভাব ফেলবে বলে মনে করা হয়।
To check our latest Posts - Click Here