Daily Current Affairs in BengaliCurrent Affairs

7th October Current Affairs Quiz 2023 – Bengali

Daily Current Affairs MCQ in Bangla - কারেন্ট অ্যাফেয়ার্স

দেওয়া রইলো ৭ই অক্টোবর  – ২০২৩ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 7th October Current Affairs Quiz 2023 ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।

সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here

দেখে নাও :  6th October Current Affairs Quiz 2023 – Bengali


১. ভারত তামিলনাড়ুর নাগাপট্টিনাম থেকে কোন দেশে যাওয়ার ফেরি পরিষেবা শুরু করতে চলেছে ?

(A) মায়ানমার
(B) বাংলাদেশ
(C) শ্রীলংকা
(D) পাকিস্তান

উত্তর
(C) শ্রীলংকা
ভারত ২০২৩ সালের ১০ই অক্টোবর নাগাপট্টিনম থেকে প্রতিবেশী দেশ শ্রীলঙ্কায় ফেরি পরিষেবা শুরু করতে চলেছে ।

২. মিউরা-১ (Miura-1) রকেট কোন দেশ উৎক্ষেপণ করেছে ?

(A) চীন
(B) জাপান
(C) স্পেন
(D) ব্রাজিল

উত্তর
(C) স্পেন

  • অবশেষে তৃতীয়বারের চেষ্টায় সফলভাবে উৎক্ষেপিত হলো পুনঃব্যাবহারযোগ্য রকেট, মিউরা-১।
  • সম্প্রতি উৎক্ষেপিত হয় স্প্যানিশ কোম্পানী পিএলডি স্পেস’র তৈরী এ রকেট।

৩. সম্প্রতি, রাজস্থানের মুখ্যমন্ত্রী তিনটি নতুন জেলা ঘোষণা করেছেন। বর্তমানে রাজস্থানে কতগুলি জেলা রয়েছে ?

(A) 53
(B) 55
(C) 57
(D) 59

উত্তর
(A) 53

  • রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট বিধানসভা নির্বাচনের আগে তিনটি নতুন জেলা – মালপুরা, সুজানগড় এবং কুচামান – গঠনের ঘোষণা করেছেন।
  • এই তিনটি জেলাসহ রাজস্থানের মোট জেলার সংখ্যা হয়েছে ৫৩টি।

৪. এশিয়ান গেমস ২০২৩ এ কোন দল পুরুষদের ক্রিকেট বিভাগে স্বর্ণপদক জিতেছে?

(A) ভারত
(B) পাকিস্তান
(C) নেপাল
(D) শ্রীলংকা

উত্তর
(A) ভারত

  • ১০২ তম পদক জিতল ভারতের পুরুষ ক্রিকেট দল। ফাইনালে আফগানিস্তানের বিরুদ্ধে খেলাটি বৃষ্টির জন্য শুরু করা যায়নি।
  • র‍্যাঙ্কিং-এর বিচারে সোনা জেতে রুতুরাজ গায়কোয়াড়রা।

৫. বিহারের পরে কোন রাজ্যের মুখ্যমন্ত্রী সেই রাজ্যে জাতিশুমারি ( caste census) করার ঘোষণা করেছেন ?

(A) পাঞ্জাব
(B) রাজস্থান
(C) উত্তর প্রদেশ
(D) ছত্তিশগড়

উত্তর
(B) রাজস্থান
বিধানসভা নির্বাচন ঘনিয়ে আসার সাথে সাথে, রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট ঘোষণা করেছেন যে রাজ্যটি বিহারের মতো জাত সমীক্ষা করবে।

৬. গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স (GST) কাউন্সিল বাজরার আটার খাবারের জন্য GST হার বর্তমান ১৮% থেকে কমিয়ে কী করেছে?

(A) ০%
(B) ৫%
(C) ১০%
(D) ৮%

উত্তর
(B) ৫%

  • সম্প্রতি জিএসটি কাউন্সিল মিলেট ও বাজরার আটার খাবার থেকে জিএসটি একধাক্কায় কমিয়ে দিল ১৮% থেকে ৫% ।
  • সেই সঙ্গে গুড়ে জিএসটি ২৮ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে।

৭. কান ওয়ার্ল্ড ফিল্ম ফেস্টিভ্যালে কোন সিনেমা সেরা অ্যাকশন ফিল্ম -এর শিরোপা জিতেছে ?

(A) Blue Beetle
(B) Gran Turismo
(C) Meg 2: The Trench
(D) The Survivor

উত্তর
(D) The Survivor
রজথ রজনীকাথের ‘দ্য সারভাইভার’ কান ওয়ার্ল্ড ফিল্ম ফেস্টিভ্যালে অন্যান্য আন্তর্জাতিক পুরস্কারের মধ্যে সেরা অ্যাকশন ফিল্মের পুরস্কার জিতেছে।

৮. দীপক পুনিয়া নিচের কোন খেলার সাথে সম্পর্কিত?

(A) কুস্তি
(B) ভার উত্তোলন
(C) হকি
(D) স্কোয়াশ

উত্তর
(A) কুস্তি
সাম্প্রতিক এশিয়ান গেমসে পুরুষদের কুস্তিতে ৮৬ কেজি ফ্রিস্টাইল বিভাগে ইরানের কুস্তিগিরের কাছে হেরে গিয়েছেন দীপক পুনিয়া। ফলে রুপোতেই সন্তুষ্ট থাকতে হল দীপককে।

৯. কিরণ বালিয়ান এশিয়ান গেমসে কোন খেলায় ৭২ বছর পর ভারতের প্রথম পদক জিতেছেন ?

(A) ভারোত্তলন
(B) শট পুট
(C) ফেন্সিং
(D) সুইমিং

উত্তর
(B) শট পুট
এ বারের এশিয়ান গেমসে অ্যাথলেটিক্স ইভেন্টে ভারতকে প্রথম পদক এনে দিয়েছেন কিরণ বালিয়া। শট পাটে ব্রোঞ্জ তাঁর সৌজন্যে। শুধু তাই নয়, এশিয়ান গেমসে দীর্ঘ ৭২ বছরের খরা কেটেছে কিরণের থ্রোয়েই। বোঝা গেল না! দীর্ঘ ৭২ বছর পর শট পাটে পদক জিতেছে ভারত।

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button