Daily Current Affairs in BengaliCurrent Affairs

8th July Current Affairs Quiz 2023 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bangla

8th July Current Affairs Quiz 2023 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

দেওয়া রইলো ৮ই জুলাই  – ২০২৩ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 8th July Current Affairs Quiz 2023 ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই  সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।

সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here 

দেখে নাও :  6th & 7th July Current Affairs Quiz 2023 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bengali


১. ‘United Nations High Level Political Forum (HLPF)’-এর আয়োজক কোন শহর?

(A) নয়াদিল্লি
(B) নিউইয়র্ক
(C) প্যারিস
(D) রোম

[spoiler title=’উত্তর ‘ ] (B) নিউইয়র্ক
১০ থেকে ১৪ই জুলাই নিউইয়র্কে এটি অনুষ্ঠিত হবে। [/spoiler]

২. কোন শহর ২০২৩ সালের ‘Startup20 Shikhar Summit’ আয়োজন করেছে?

(A) গুরুগ্রাম
(B) গান্ধী নগর
(C) বারাণসী
(D) মুম্বাই

[spoiler title=’উত্তর ‘ ] (A) গুরুগ্রাম
ইন্ডিয়া G20 প্রেসিডেন্সির অধীনে Startup20এনগেজমেন্ট গ্রুপ দ্বারা আয়োজিত Startup20 Shikhar Summit সম্প্রতি গুরুগ্রামে শেষ হয়েছে। [/spoiler]

৩. ‘সুবনসিরি নিম্ন জলবিদ্যুৎ প্রকল্প’ (Subansiri Lower Hydroelectric Project ) কোন রাজ্যে নির্মিত হয়েছে?

(A) অরুণাচল প্রদেশ ও আসাম
(B) গুজরাট ও রাজস্থান
(C) বিহার ও উত্তরপ্রদেশ
(D) মহারাষ্ট্র ও মধ্যপ্রদেশ

[spoiler title=’উত্তর ‘ ] (A) অরুণাচল প্রদেশ ও আসাম

  • সুবনসিরি নিম্নতর বাঁধ, যা সুবনসিরি নিম্নতর জলবিদ্যুৎ প্রকল্প (SLHEP) নামেও পরিচিত, এটি উত্তর-পূর্ব ভারতের সুবনসিরি নদীর উপর একটি মাধ্যাকর্ষণ বাঁধ যা বর্তমানে নির্মাণাধীন রয়েছে।
  • এটি আসাম-অরুণাচল প্রদেশ সীমান্তে ধেমাজি জেলার গেরুকামুখ গ্রাম ও নিম্ন সুবানসিরি জেলার উজানে ২ .৩ কিলোমিটার দূরত্বে অবস্থিত।
  • সম্প্রতি HPC লিমিটেড এই বাঁধের নির্মাণকার্য সম্পন্ন করেছে।
[/spoiler]

৪. মার্কিন যুক্তরাষ্ট্র তার ঘোষিত রাসায়নিক অস্ত্রগুলি সম্প্রতি ধ্বংস করেছে। কোন যুদ্ধে প্রথম রাসায়নিক অস্ত্র ব্যবহার করা হয়?

(A) প্রথম বিশ্বযুদ্ধ
(B) ভিয়েতনাম যুদ্ধ
(C) আরব-ইসরায়েল যুদ্ধ
(D) দ্বিতীয় বিশ্বযুদ্ধ

[spoiler title=’উত্তর ‘ ] (A) প্রথম বিশ্বযুদ্ধ

  • সম্প্রতি মার্কিন যুক্তরাষ্টের প্রেসিডেন্ট প্রেসিডেন্ট জো বিডেন ঘোষণা করেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র তার সর্বশেষ ঘোষিত রাসায়নিক অস্ত্র (GB নার্ভ এজেন্টে ভরা রকেট) মজুদ ধ্বংস করেছে।
  • প্রথম বিশ্বযুদ্ধে  রাসায়নিক অস্ত্র ব্যবহার করা হয়েছিল এবং অনুমান করা হয় যে এই রাসায়নিক অস্ত্র আনুমানিক এক লক্ষ মানুষকে হত্যা করেছিল।
[/spoiler]

৫. নিচের কোন ব্যক্তি মাইক্রোসফট ইন্ডিয়ার প্রেসিডেন্ট পদ থেকে পদত্যাগ করেছেন?

(A) পুনীত চন্দক
(B) অনন্ত মহেশ্বরী
(C) ইরিনা ঘোষ
(D) শশী শ্রীধরন

[spoiler title=’উত্তর ‘ ] (B) অনন্ত মহেশ্বরী

  • মাইক্রোসফট ইন্ডিয়ার প্রেসিডেন্ট অনন্ত মহেশ্বরী তার পদ থেকে ইস্তফা দিয়েছেন।
  • হানিওয়েল এবং ম্যাককিনসি অ্যান্ড কোম্পানির মতো বিখ্যাত কোম্পানিতে বিশিষ্ট পদে অধিষ্ঠিত থাকার পর, মহেশ্বরী ২০১৬ সালে মাইক্রোসফটের একটি অংশ হয়ে ওঠেন।
[/spoiler]

৬. গুগল ডুডল তানাবাতা উৎসব উদযাপন করে। কোন দেশ এই উৎসব পালন করে?

(A) চীন
(B) তাইওয়ান
(C) দক্ষিণ কোরিয়া
(D) জাপান

[spoiler title=’উত্তর ‘ ] (D) জাপান

  • Google, ৭ই জুলাই ২০২৩-এ একটি বিশেষ ডুডলের মাধ্যমে জাপানি উৎসব তানাবাতা উদযাপন করেছে।
  • কিংবদন্তি অনুসারে দুজন চীনের প্রেমী খ্রিস্টপূর্ব অষ্টম শতকে জাপানে আসেন এবং সেই সময় থেকেই এই উৎসব পালিত হয়ে আসছে।
[/spoiler]

৭. ফ্লিপকার্ট তার প্ল্যাটফর্মে পার্সোনাল লোন দেওয়ার জন্য কোন ব্যাংকের সাথে পার্টনারশীপ করেছে ?

(A) Axis Bank
(B) State Bank of India
(C) Bank of Baroda
(D) HDFC Bank

[spoiler title=’উত্তর ‘ ] (A) Axis Bank
অ্যাক্সিস ব্যাঙ্ক-এর সাথে এই পার্টনারশীপ করেছে ফ্লিপকার্ট । [/spoiler]

৮. প্রথম কোন ভারতীয় রাশিয়ান এনার্জি জায়ান্ট রোসনেফ্ট (Rosneft ) -এর বোর্ড সদস্য হিসাবে নিযুক্ত হয়েছেন?

(A) গোবিন্দ কোটিস সতীশ
(B) শ্রীকান্ত মাধব বৈদ্য
(C) জি কৃষ্ণকুমার
(D) প্রমোদ আগরওয়াল

[spoiler title=’উত্তর ‘ ] (A) গোবিন্দ কোটিস সতীশ
Rosneft, একটি রাশিয়ান এনার্জি জায়ান্ট, ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের প্রাক্তন পরিচালক গোবিন্দ কোটিস সতীশকে তার বোর্ডের সদস্য হিসাবে নিযুক্ত করেছে৷ [/spoiler]

৯. নিচের কোন পুরুষ দল দ্বিতীয় FIH Hockey Pro League শিরোপা জিতে নিয়েছে ?

(A) জার্মানি
(B) বেলজিয়াম
(C) নেদারল্যান্ডস
(D) ভারত

[spoiler title=’উত্তর ‘ ] (C) নেদারল্যান্ডস
বেলজিয়ামকে হারিয়ে নেদারল্যান্ডস এই শিরোপা জিতে নিয়েছে । [/spoiler]

১০. প্রথম কোন ভারতীয় মহিলা জাতিসংঘে তিনবার ভাষণ দিলেন ?

(A) দীপিকা দেশওয়াল
(B) রুচিরা কাম্বোজ
(C) বৃন্দা গ্রোভার
(D) স্নেহা দুবে

[spoiler title=’উত্তর ‘ ] (A) দীপিকা দেশওয়াল

  • দীপিকা দেশওয়াল নিউ ইয়র্ক সিটিতে জাতিসংঘের সদর দফতরে বক্তৃতা প্রদানকারী প্রথম এবং সর্বকনিষ্ঠ ভারতীয় মহিলা।
  • নারী অধিকার ও মানবাধিকার বিষয়ে বক্তৃতা দেওয়ার জন্য তাকে তৃতীয়বারের জন্য জাতিসংঘ কর্তৃক আমন্ত্রণ জানানো হয়।
[/spoiler]

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button