8th July Current Affairs Quiz 2023 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স
Daily Current Affairs MCQ in Bangla
8th July Current Affairs Quiz 2023 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স
দেওয়া রইলো ৮ই জুলাই – ২০২৩ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 8th July Current Affairs Quiz 2023 ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।
সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here
দেখে নাও : 6th & 7th July Current Affairs Quiz 2023 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স
Daily Current Affairs MCQ in Bengali
১. ‘United Nations High Level Political Forum (HLPF)’-এর আয়োজক কোন শহর?
(A) নয়াদিল্লি
(B) নিউইয়র্ক
(C) প্যারিস
(D) রোম
১০ থেকে ১৪ই জুলাই নিউইয়র্কে এটি অনুষ্ঠিত হবে। [/spoiler]
২. কোন শহর ২০২৩ সালের ‘Startup20 Shikhar Summit’ আয়োজন করেছে?
(A) গুরুগ্রাম
(B) গান্ধী নগর
(C) বারাণসী
(D) মুম্বাই
ইন্ডিয়া G20 প্রেসিডেন্সির অধীনে Startup20এনগেজমেন্ট গ্রুপ দ্বারা আয়োজিত Startup20 Shikhar Summit সম্প্রতি গুরুগ্রামে শেষ হয়েছে। [/spoiler]
৩. ‘সুবনসিরি নিম্ন জলবিদ্যুৎ প্রকল্প’ (Subansiri Lower Hydroelectric Project ) কোন রাজ্যে নির্মিত হয়েছে?
(A) অরুণাচল প্রদেশ ও আসাম
(B) গুজরাট ও রাজস্থান
(C) বিহার ও উত্তরপ্রদেশ
(D) মহারাষ্ট্র ও মধ্যপ্রদেশ
- সুবনসিরি নিম্নতর বাঁধ, যা সুবনসিরি নিম্নতর জলবিদ্যুৎ প্রকল্প (SLHEP) নামেও পরিচিত, এটি উত্তর-পূর্ব ভারতের সুবনসিরি নদীর উপর একটি মাধ্যাকর্ষণ বাঁধ যা বর্তমানে নির্মাণাধীন রয়েছে।
- এটি আসাম-অরুণাচল প্রদেশ সীমান্তে ধেমাজি জেলার গেরুকামুখ গ্রাম ও নিম্ন সুবানসিরি জেলার উজানে ২ .৩ কিলোমিটার দূরত্বে অবস্থিত।
- সম্প্রতি HPC লিমিটেড এই বাঁধের নির্মাণকার্য সম্পন্ন করেছে।
৪. মার্কিন যুক্তরাষ্ট্র তার ঘোষিত রাসায়নিক অস্ত্রগুলি সম্প্রতি ধ্বংস করেছে। কোন যুদ্ধে প্রথম রাসায়নিক অস্ত্র ব্যবহার করা হয়?
(A) প্রথম বিশ্বযুদ্ধ
(B) ভিয়েতনাম যুদ্ধ
(C) আরব-ইসরায়েল যুদ্ধ
(D) দ্বিতীয় বিশ্বযুদ্ধ
- সম্প্রতি মার্কিন যুক্তরাষ্টের প্রেসিডেন্ট প্রেসিডেন্ট জো বিডেন ঘোষণা করেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র তার সর্বশেষ ঘোষিত রাসায়নিক অস্ত্র (GB নার্ভ এজেন্টে ভরা রকেট) মজুদ ধ্বংস করেছে।
- প্রথম বিশ্বযুদ্ধে রাসায়নিক অস্ত্র ব্যবহার করা হয়েছিল এবং অনুমান করা হয় যে এই রাসায়নিক অস্ত্র আনুমানিক এক লক্ষ মানুষকে হত্যা করেছিল।
৫. নিচের কোন ব্যক্তি মাইক্রোসফট ইন্ডিয়ার প্রেসিডেন্ট পদ থেকে পদত্যাগ করেছেন?
(A) পুনীত চন্দক
(B) অনন্ত মহেশ্বরী
(C) ইরিনা ঘোষ
(D) শশী শ্রীধরন
- মাইক্রোসফট ইন্ডিয়ার প্রেসিডেন্ট অনন্ত মহেশ্বরী তার পদ থেকে ইস্তফা দিয়েছেন।
- হানিওয়েল এবং ম্যাককিনসি অ্যান্ড কোম্পানির মতো বিখ্যাত কোম্পানিতে বিশিষ্ট পদে অধিষ্ঠিত থাকার পর, মহেশ্বরী ২০১৬ সালে মাইক্রোসফটের একটি অংশ হয়ে ওঠেন।
৬. গুগল ডুডল তানাবাতা উৎসব উদযাপন করে। কোন দেশ এই উৎসব পালন করে?
(A) চীন
(B) তাইওয়ান
(C) দক্ষিণ কোরিয়া
(D) জাপান
- Google, ৭ই জুলাই ২০২৩-এ একটি বিশেষ ডুডলের মাধ্যমে জাপানি উৎসব তানাবাতা উদযাপন করেছে।
- কিংবদন্তি অনুসারে দুজন চীনের প্রেমী খ্রিস্টপূর্ব অষ্টম শতকে জাপানে আসেন এবং সেই সময় থেকেই এই উৎসব পালিত হয়ে আসছে।
৭. ফ্লিপকার্ট তার প্ল্যাটফর্মে পার্সোনাল লোন দেওয়ার জন্য কোন ব্যাংকের সাথে পার্টনারশীপ করেছে ?
(A) Axis Bank
(B) State Bank of India
(C) Bank of Baroda
(D) HDFC Bank
অ্যাক্সিস ব্যাঙ্ক-এর সাথে এই পার্টনারশীপ করেছে ফ্লিপকার্ট । [/spoiler]
৮. প্রথম কোন ভারতীয় রাশিয়ান এনার্জি জায়ান্ট রোসনেফ্ট (Rosneft ) -এর বোর্ড সদস্য হিসাবে নিযুক্ত হয়েছেন?
(A) গোবিন্দ কোটিস সতীশ
(B) শ্রীকান্ত মাধব বৈদ্য
(C) জি কৃষ্ণকুমার
(D) প্রমোদ আগরওয়াল
Rosneft, একটি রাশিয়ান এনার্জি জায়ান্ট, ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের প্রাক্তন পরিচালক গোবিন্দ কোটিস সতীশকে তার বোর্ডের সদস্য হিসাবে নিযুক্ত করেছে৷ [/spoiler]
৯. নিচের কোন পুরুষ দল দ্বিতীয় FIH Hockey Pro League শিরোপা জিতে নিয়েছে ?
(A) জার্মানি
(B) বেলজিয়াম
(C) নেদারল্যান্ডস
(D) ভারত
বেলজিয়ামকে হারিয়ে নেদারল্যান্ডস এই শিরোপা জিতে নিয়েছে । [/spoiler]
১০. প্রথম কোন ভারতীয় মহিলা জাতিসংঘে তিনবার ভাষণ দিলেন ?
(A) দীপিকা দেশওয়াল
(B) রুচিরা কাম্বোজ
(C) বৃন্দা গ্রোভার
(D) স্নেহা দুবে
- দীপিকা দেশওয়াল নিউ ইয়র্ক সিটিতে জাতিসংঘের সদর দফতরে বক্তৃতা প্রদানকারী প্রথম এবং সর্বকনিষ্ঠ ভারতীয় মহিলা।
- নারী অধিকার ও মানবাধিকার বিষয়ে বক্তৃতা দেওয়ার জন্য তাকে তৃতীয়বারের জন্য জাতিসংঘ কর্তৃক আমন্ত্রণ জানানো হয়।
To check our latest Posts - Click Here