Daily Current Affairs in BengaliCurrent Affairs

30th November Current Affairs Quiz 2023 – Bengali

Daily Current Affairs MCQ in Bangla - কারেন্ট অ্যাফেয়ার্স

দেওয়া রইলো ২৯শে নভেম্বর  – ২০২৩ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি (30th November Current Affairs Quiz 2023 ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।

সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here

দেখে নাও : 29th November Current Affairs Quiz 2023 – Bengali


১. বেঙ্গালুরু সামিট ২০২৩ এর থিম ছিল –

(A) AI for India
(B) Breaking Boundaries
(C) India and AI
(D) Breaking Limit

উত্তর
(B) Breaking Boundaries
বেঙ্গালুরু সামিট ২০২৩ এর থিম ছিল – Breaking Boundaries ।

২. সম্প্রতি কোন দক্ষিণ-এশীয় দেশ অফিসিয়ালি সমকামী বিবাহ ( same-sex marriage) রেজিস্টার করেছে ?

(A) পাকিস্তান
(B) বাংলাদেশ
(C) নেপাল
(D) ভুটান

উত্তর
(C) নেপাল

  • নেপালের সুপ্রিম কোর্ট সমকামী বিয়েকে বৈধ ঘোষণা করার পাঁচ মাস পর সম্প্রতি আনুষ্ঠানিকভাবে এই ধরনের বিয়ে নেপাল রেজিস্টার করেছে।
  • দক্ষিণ এশিয়ার প্রথম দেশ হিসেবে এমনটা করেছে নেপাল।
  • নেপালে যৌন সংখ্যালঘুদের অধিকার ও কল্যাণের জন্য কাজ করে এমন একটি সংগঠন ‘ব্লু ডায়মন্ড সোসাইটি’-এর সভাপতি সঞ্জিব গুরুং (পিঙ্কি) জানিয়েছেন, ৩৫ বছর বয়সী ট্রান্স-ওম্যান মায়া গুরুং এবং ২৭ বছর বয়সী সমকামী সুরেন্দ্র পান্ডে।
  • বৈধভাবে বিয়ে হয়েছে এবং তাদের বিয়ে পশ্চিম নেপালের লামজুং জেলার ডোরডি গ্রামীণ পৌরসভায় রেজিস্টার হয়েছে।

৩. মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও নোবেল শান্তি পুরস্কার বিজয়ী হেনরি কিসিঞ্জার সম্প্রতি প্রয়াত হয়েছেন। কোন সালে তিনি শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছিলেন ?

(A) ১৯৭১
(B) ১৯৭৩
(C) ১৯৭৫
(D) ১৯৭৭

উত্তর
(B) ১৯৭৩

  • যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জার ১০০ বছর বয়সে কানেক্টিকাটে তার বাড়িতে মারা গেছেন। তাকে নিয়ে নানা ধরনের মতামত ও বিতর্ক ছিল। বৈদেশিক সম্পর্কের ক্ষেত্রে তিনি ‘বাস্তববাদের’ চর্চা করতেন। তিনি একইসাথে যেমন নোবেল শান্তি পুরস্কারে ভূষিত হয়েছেন, তেমনি যুদ্ধাপরাধী হিসেবে নিন্দিতও হয়েছেন।
  • বাংলাদেশের মুক্তিযুদ্ধে তিনি পাকিস্তানি শাসকদের পক্ষে অবস্থান নিয়েছিলেন। কংগ্রেসের নিষেধাজ্ঞা সত্ত্বেও পাকিস্তান সেনাবাহিনীকে গোপনে অস্ত্র সরবরাহে ভূমিকা রেখেছিলেন, যা বাঙালিদের বিরুদ্ধে ব্যবহার করা হয়েছিল।

৪. নিচের কোন রাজ্যে, ভারতে মার্কিন রাষ্ট্রদূত এরিক গাৰ্চেট্টিয়ে “হাম্প বিশ্বযুদ্ধ-দ্বিতীয় (Hump World War-II)” জাদুঘর উদ্বোধন করেছেন ?

(A) অরুণাচল প্রদেশ
(B) মেঘালয়
(C) মণিপুর
(D) নাগাল্যান্ড

উত্তর
(A) অরুণাচল প্রদেশ
সম্প্রতি অরুণাচল প্রদেশে উদ্বোধন করা হয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সাক্ষী ‘হাম্প দ্বিতীয় বিশ্বযুদ্ধ’ সংগ্ৰহালয় ৷ আমেরিকার রাষ্ট্রদূত এরিক গাৰ্চেট্টিয়ে এই সংগ্ৰহালয়টি উদ্বোধন করেছেন ।

৫. কোন দল ১৩তম সিনিয়র পুরুষ হকি জাতীয় চ্যাম্পিয়নশিপ ২০২৩ ফাইনাল জিতেছে?

(A) হরিয়ানা
(B) পাঞ্জাব
(C) উত্তর প্রদেশ
(D) রাজস্থান

উত্তর
(B) পাঞ্জাব

  • ১৩তম সিনিয়র পুরুষ জাতীয় চ্যাম্পিয়নশিপ ২০২৩ ফাইনালে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হরিয়ানার বিরুদ্ধে পেনাল্টি শুটআউটে পাঞ্জাব এই চ্যাম্পিয়নশিপ জিতে নিয়েছে।
  • ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল চেন্নাইয়ের মেয়র রাধাকৃষ্ণান হকি স্টেডিয়ামে।

৬. ভারতীয় দলের প্রধান কোচ হিসেবে BCCI কার মেয়াদ পুনরায় বাড়িয়েছে ?

(A) ভিভিএস লক্ষ্মণ
(B) রাহুল দ্রাবিড়
(C) আশিস নেহরা
(D) গৌতম গম্ভীর

উত্তর
(B) রাহুল দ্রাবিড়

  • ভারত ক্রিকেট দলের প্রধান কোচ পদে থাকছেন রাহুল দ্রাবিড়।
  • ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) মেয়াদ বাড়ানোর প্রস্তাবে রাজি হয়েছেন তিনি।
  • তবে ঠিক কত দিন দ্রাবিড়ের মেয়াদ বেড়েছে, সেটা এখনো জানা যায়নি।
  • অন্তত ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত দ্রাবিড় থাকছেন, এটুকু নিশ্চিত করেছে ইএসপিএন ক্রিকইনফো।

৭. স্বাস্থ্যসেবা যোগাযোগে অসামান্য অবদানের জন্য সম্প্রতি কে PRSI জাতীয় পুরস্কারে ভূষিত হয়েছেন?

(A) আয়ুশি সিং
(B) সৌম্য স্বামীনাথন
(C) সুগান্তি সুন্দররাজ
(D) স্মৃতি ইরানি

উত্তর
(C) সুগান্তি সুন্দররাজ

  • সুগান্তি সুন্দররাজ ভারতের জনসংযোগ সমিতি এবং জনসংযোগ শিল্পে অসামান্য অবদানের জন্য PRSI জাতীয় পুরস্কারে ভূষিত হয়েছেন।
  • নয়াদিল্লিতে চলমান ইন্টারন্যাশনাল পাবলিক রিলেশন ফেস্টিভ্যালে এই পুরস্কার পেয়েছেন সুগন্তি সুন্দররাজ।
  • সুগান্তি সুন্দররাজ ৪০ বছরেরও বেশি সময় ধরে অ্যাপোলো হাসপাতালের সাথে যুক্ত।

৮. সম্প্রতি বিশ্বের অষ্টম আশ্চর্য হিসেবে স্বীকৃতি পেয়েছে –

(A) কুতুব মিনার
(B) মীনাক্ষী মন্দির
(C) পম্পেই
(D) আঙ্কোরভাট মন্দির

উত্তর
(D) আঙ্কোরভাট মন্দির

  • কম্বোডিয়ার প্রাচীন আঙ্কোরভাট মন্দিরকে বিশ্বের অষ্টম আশ্চর্য হিসেবে ঘোষণা করা হয়েছে।
  • ৮০০ বছরের পুরনো এই মন্দিরটি রাজা দ্বিতীয় সূর্যবর্মণ তৈরি করেছিলেন।
  • বিশ্বের বৃহত্তম এই মন্দিরটি প্রায় ৫০০ একর জুড়ে বিস্তৃত।
  • এই মন্দিরটি ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তালিকায়ও অন্তর্ভুক্ত। এই মন্দিরটি ১২ শতকে নির্মিত হয়েছিল।

৯. যৌন অপরাধ সংক্রান্ত মামলার জন্য ফাস্ট ট্র্যাক স্পেশাল আদালত গঠন আরও কত বছরের জন্য চালু রাখার অনুমোদন দেওয়া হয়েছে?

(A) ২ বছর
(B) ৩ বছর
(C) ৪ বছর
(D) ৫ বছর

উত্তর
(B) ৩ বছর
কেন্দ্রীয় মন্ত্রিসভা আগামী তিন বছরের জন্য যৌন অপরাধ সংক্রান্ত মামলায় দ্রুত বিচার প্রদানের জন্য গঠিত ফাস্ট ট্র্যাক বিশেষ আদালত আরও ৩ বছরের জন্য অব্যাহত রাখার অনুমোদন দিয়েছে।

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

দেখে নাও
Close
Back to top button