Daily Current Affairs in BengaliCurrent Affairs

27th September Current Affairs Quiz 2023 – Bengali

Daily Current Affairs MCQ in Bangla - কারেন্ট অ্যাফেয়ার্স

দেওয়া রইলো ২৭শে সেপ্টেম্বর  – ২০২৩ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 27th September Current Affairs Quiz 2023 ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।

সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here

দেখে নাও :  26th September Current Affairs Quiz 2023 – Bengali


১. নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কোন ব্যক্তি আরোগ্য মন্থন ২০২৩ -এর সমাপ্তি অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন?

(A) ডাঃ ভি কে পল
(B) নরেন্দ্র মোদি
(C) ডাঃ মনসুখ মান্ডাভিয়া
(D) এস পি সিং বাঘেল

[spoiler title=’উত্তর ‘ ] (C) ডাঃ মনসুখ মান্ডাভিয়া

  • ডাঃ মনসুখ মান্ডাভিয়া আরোগ্য মন্থন ২০২৩ -এর সমাপ্তি অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন।
  •  AB-PMJAY-এর বিভিন্ন পুরষ্কার বিভাগের মধ্যে, “সর্বোচ্চ আয়ুষ্মান কার্ড তৈরির” পুরস্কারটি আসাম, নাগাল্যান্ড এবং জম্মু অর্জন করেছে।
[/spoiler]

২. আন্তর্জাতিক টেনিস হল অফ ফেমে খেলোয়াড় হিসেবে মনোনীত হওয়া প্রথম এশিয়ান ব্যক্তি কে?

(A) রোহন বোপান্না
(B) লিয়েন্ডার পেস
(C) মহেশ ভূপতি
(D) সোমদেব দেববর্মণ

[spoiler title=’উত্তর ‘ ] (B) লিয়েন্ডার পেস

  • প্রথম এশিয়ান পুরুষ খেলোয়াড় এবং ভারতীয় খেলোয়াড় হিসেবে আন্তর্জাতিক টেনিসের ‘হল অফ ফেমে’ জায়গা করে নিয়ে নজির গড়ে নিলেন লিয়েন্ডার পেজ।
  • ২০২৪ সালের ‘হল অফ ফেমে’ জায়গা পেতে চলেছেন ছয়জন টেনিস খেলোয়াড়।
  • তালিকায় রয়েছেন কারা ব্ল্যাক, কার্লোস মোয়া, আনা ইভানোভিচ, ড্যানিয়েল নেস্টর, ফ্লাভিয়া পেনেত্তা এবং লিয়েন্ডার পেজ।
[/spoiler]

৩. উত্তরপ্রদেশে, মহিলা বীট অফিসারদের কি নামে ডাকা হবে ?

(A) কালী দিদি
(B) লক্ষ্মীবাঈ দিদি
(C) শক্তি দিদি
(D) দুর্গা দিদি

[spoiler title=’উত্তর ‘ ] (C) শক্তি দিদি

  • উত্তরপ্রদেশে মহিলা নিরাপত্তায় জোর দিতে ‘শক্তি দিদি’ নিয়োগ করার পরিকল্পনা করলেন যোগী আদিত্যনাথ।
  • মিশন শক্তি অভিযানের নতুন পর্বের সূচনা করে যোগী আদিত্যনাথ মহিলা বিট অফিসারদের নাম দিলেন শক্তি দিদি।
  • নারী সুরক্ষায় মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নির্দেশনায় আসন্ন শারদীয়া নবরাত্রির প্রথম দিন থেকেই তা চালু হচ্ছে।
[/spoiler]

৪. বিশ্ব পর্যটন দিবস ২০২৩ এর থিম কি ছিল ?

(A) Rethinking Tourism
(B) Tourism for Inclusive Growth
(C) Tourism and green investment
(D) Tourism and rural development

[spoiler title=’উত্তর ‘ ] (C) Tourism and green investment

  • ভারত ২৫ জানুয়ারি তার জাতীয় পর্যটন দিবস উদযাপন করে। তবে বিশ্বব্যাপী পর্যটন দিবস ২৭ সেপ্টেম্বর পালিত হয়।
  • বিশ্ব পর্যটন দিবস পালিত হওয়া শুরু হয় ১৯৮০ সালে। জাতিসংঘ বিশ্ব বাণিজ্য সংস্থা (ইউএনডব্লিউটিও) এই দিবসের সূচনা করে।
  • ২৭ সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবস পালনের একটি বিশেষ কারণ ছিল। ১৯৭০ সালের এই দিনে জাতিসংঘ বিশ্ব বাণিজ্য সংস্থার স্বীকৃতি লাভ করে। UNWTO-র বার্ষিকীতে বিশ্ব পর্যটন দিবস উদযাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
  • বিশ্ব পর্যটন দিবস ২০২৩ সালের থিম হল পর্যটন এবং সবুজ বিনিয়োগ (Tourism and green investment )।
[/spoiler]

৫. Tales From the Home of Wags and Wiggles এর লেখক কে?

(A) লীনা কুমার
(B) ভি রাঘবন
(C) হুমা কুরেশি
(D) চেতন মারু

[spoiler title=’উত্তর ‘ ] (B) ভি রাঘবন
Tales From the Home of Wags and Wiggles বইটি লিখেছেন ভি রাঘবন। [/spoiler]

৬. দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে নবম ব্রিকস পার্লামেন্টারি ফোরামে অংশগ্রহণের জন্য নিচের কোন ব্যক্তি পার্লামেন্টারি প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন?

(A) জগদীপ ধনখার
(B) হরিবংশ নারায়ণ সিং
(C) পিটি উষা
(D) পি জে কুরিয়ান

[spoiler title=’উত্তর ‘ ] (B) হরিবংশ নারায়ণ সিং
রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান হরিবংশ নারায়ণ সিং ২৭-২৯শে সেপ্টেম্বর দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে নবম ব্রিকস সংসদীয় ফোরামে অংশগ্রহণের জন্য একটি সংসদীয় প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন। [/spoiler]

৭. ‘2018’ সিনেমাটি অস্কার ২০২৪-এর জন্য ভারতের অফিসিয়াল এন্ট্রি হিসেবে নির্বাচিত হয়েছে। এটি কোন ভাষার সিনেমা ?

(A) হিন্দি
(B) বাংলা
(C) মালয়ালম
(D) মারাঠি

[spoiler title=’উত্তর ‘ ] (C) মালয়ালম
দ্য ফিল্ম ফেডারেশন অফ ইন্ডিয়ার সদস্যরা মালায়ালাম সারভাইভাল ড্রামা 2018 ( 2018: Everyone is a Hero ) কে ভারতের ৯৬তম একাডেমি অ্যাওয়ার্ডে সেরা বিদেশী ভাষার চলচ্চিত্র বিভাগের জন্য নির্বাচন করেছে। [/spoiler]

৮. নিচের কোন দেশ T20 ফরম্যাটে সর্বোচ্চ রান করার নতুন রেকর্ড গড়েছে?

(A) পাকিস্তান
(B) ভারত
(C) অস্ট্রেলিয়া
(D) নেপাল

[spoiler title=’উত্তর ‘ ] (D) নেপাল

  • টি২০ আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি রান করার রেকর্ড গড়ে ফেলেছে নেপাল।
  • ২০ ওভারে ৩১৪ রান করে তারা।
  • এশিয়ান গেমসে মঙ্গোলিয়ার বিরুদ্ধে নেপাল এই রান করেছে।
[/spoiler]

৯. ADB-এর মার্কেট সলিউশনের ভাইস প্রেসিডেন্ট হিসেবে কাকে সম্প্রতি নিযুক্ত করা হয়েছে?

(A) টি.এন. মনোহরন
(B) ভার্গব দাশগুপ্ত
(C) ভি বৈদ্যনাথন
(D) সুমন্ত কাঠপালিয়া

[spoiler title=’উত্তর ‘ ] (B) ভার্গব দাশগুপ্ত

  • এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক ভার্গব দাশগুপ্তকে মার্কেট সলিউশনের ভিপি হিসেবে নিযুক্ত করেছে।
  • এর আগে ভার্গব দাশগুপ্ত ICICI Lombard ইন্স্যুরেন্স কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর এবং চিফ এক্সিকিউটিভ অফিসার ছিলেন।
[/spoiler]

১০. নিচের কোন অভিনেত্রী সম্প্রতি Uniqlo এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর নিযুক্ত হয়েছেন ?

(A) দীপিকা পাড়ুকোন
(B) ক্যাটরিনা কাইফ
(C) কিয়ারা আদভানি
(D) আলিয়া ভাট

[spoiler title=’উত্তর ‘ ] (B) ক্যাটরিনা কাইফ
জাপানি পোশাক রিটেইলার ইউনিক্লো (Uniqlo ) বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফকে ভারতে তার প্রথম ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে নিযুক্ত করেছেন। [/spoiler]

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

দেখে নাও
Close
Back to top button