Daily Current Affairs in BengaliCurrent Affairs

9th – 10th October Current Affairs Quiz 2021 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bangla

9th – 10th October Current Affairs Quiz 2021 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

দেওয়া রইলো ৯ থেকে ১০ অক্টোবর  – ২০২১ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 9th – 10th October Current Affairs Quiz 2021 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই  সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।


দেখে নাও – 


Daily Current Affairs MCQ in Bengali

১. সম্প্রতি কে দিল্লি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিযুক্ত হন?

(A) সঞ্জয় ভার্গব
(B) যোগেশ সিং
(C) আমিশ কুমার
(D) পদ্মজা চুন্ডুরু

[spoiler title=”উত্তর : “] (B) যোগেশ সিং
দিল্লি বিশ্ববিদ্যালয়ের ২৩তম উপাচার্য হিসেবে নিযুক্ত হলেন যোগেশ সিং । [/spoiler]

২. সম্প্রতি “কে. ভি. সুব্রহ্মণিয়ান” নিম্নোক্ত কোন পদ থেকে পদত্যাগ করলেন ?

(A) প্রধান অর্থনৈতিক উপদেষ্টা
(B) ভারতের অ্যাটর্নি জেনারেল
(C) সুপ্রিম কোর্টের বিচারপতি
(D) RBI গভর্নর

[spoiler title=”উত্তর : “] (A) প্রধান অর্থনৈতিক উপদেষ্টা
ভারতের Chief Economic Adviser বা প্রধান অর্থনৈতিক উপদেষ্টা -এর পদ থেকে সরে দাঁড়ালেন কে. ভি. সুব্রহ্মণিয়ান। [/spoiler]

৩. CoinSwith এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কে নিযুক্ত হলেন ?

(A) রণবীর কাপুর
(B) অমিতাভ বচ্চন
(C) রণবীর সিং
(D) বিরাট কোহলি

[spoiler title=”উত্তর : “] (C) রণবীর সিং
ক্রিপ্টো প্লাটফর্ম CoinSwith এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হলেন – রণবীর সিং। [/spoiler]

৪. ভারতীয় চলচ্চিত্র জগতে তার অবদানের জন্য সম্প্রতি কে চতুর্থ সত্যজিৎ রায় পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন ?

(A) মৃণাল সেন
(B) বিমল রায়
(C) আদুর গোপালকৃষ্ণন
(D) বেজাওয়াদা গোপাল

[spoiler title=”উত্তর : “] (D) বেজাওয়াদা গোপাল
তেলেগু পরিচালক বেজাওয়াদা গোপাল ভারতীয় চলচ্চিত্র জগতে তার অবদানের জন্য সম্প্রতি চতুর্থ সত্যজিৎ রায় পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন । [/spoiler]

৫. কোন দিনটি বিশ্ব ডাক দিবস হিসেবে পালিত হয়?

(A) অক্টোবর ১
(B) অক্টোবর ৭
(C) অক্টোবর ৯
(D) অক্টোবর ১৪

[spoiler title=”উত্তর : “] (C) অক্টোবর ৯
১৮৭৪ সালের ৯ অক্টোবর সুইজারল্যান্ডের বার্নে ২২ দেশের প্রতিনিধিদের অংশগ্রহণে গঠিত হয় আন্তর্জাতিক পোস্টাল ইউনিয়ন। দিনটি স্মরণীয় হিসেবে রাখতে সংগঠনের পক্ষ থেকে ১৯৬৯ সালে ৯ অক্টোবরকে বিশ্ব ডাক দিবস ঘোষণা করা হয়।
২০২১ সালের বিশ্ব ডাক দিবসের থিম – ‘ইনোভেট টু রিকভার’ [/spoiler]

৬. ২০২১ সালের অক্টোবরে কে এয়ারটেলের নতুন CFO হিসেবে নিযুক্ত হলেন ?

(A) বাদল বাগরি
(B) সৌমেন রায়
(C) গোপাল ভিটল
(D) সুনীল ভারতী মিত্তল

[spoiler title=”উত্তর : “] (B) সৌমেন রায়
বাদল বাগরি সম্প্রতি এয়ারটেলের CFO এর পদ থেকে পদত্যাগ করেছেন । তার জায়গায় এয়ারটেলের নতুন CFO হিসেবে নিযুক্ত হলেন সৌমেন রায়। [/spoiler]

৭. সম্প্রতি কোন কোম্পানি এয়ার ইন্ডিয়া অধিগ্রহণের জন্য দরপত্র জিতে নিয়েছে ?

(A) Adani Group
(B) Tata Sons
(C) Aditya Birla Group
(D) Reliance Group

[spoiler title=”উত্তর : “] (B) Tata Sons
১৮,০০০ কোটি টাকা দিয়ে সম্প্রতি এয়ার ইন্ডিয়ার নিলাম জিতে নিয়েছে Tata Sons। প্রসঙ্গত উল্লেখ্য যে ১৯৩০ সালে এয়ার ইন্ডিয়া প্রতিষ্ঠা করেছিলেন জে আর ডি টাটা । [/spoiler]

৮. ২০২১ সালের অক্টোবরে সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কে নিযুক্ত হলেন ?

(A) প্রিয়াঙ্কা চোপড়া
(B) দীপিকা পাড়ুকোন
(C) বিদ্যা বালান
(D) কিয়ারা আদভানি

[spoiler title=”উত্তর : “] (D) কিয়ারা আদভানি
বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানি সম্প্রতি সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হয়েছেন । [/spoiler]

৯. ৯ই অক্টোবর থেকে ৩দিনের ভারত সফরে আসছেন মেটে ফ্রেডেরিকসেন। তিনি কোন দেশের বর্তমান প্রধানমন্ত্রী ?

(A) ফ্রান্স
(B) ডেনমার্ক
(C) নেদারল্যান্ড
(D) আয়ারল্যান্ড

[spoiler title=”উত্তর : “] (B) ডেনমার্ক
সম্প্রতি ডেনমার্ক এর প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন ৩ দিনের ভারত সফরে এসেছেন। [/spoiler]

১০. ভবিষ্যত স্ট্রাটেজি হিসেবে নাসা মহাকাশের এক গ্রহাণু লক্ষ্য করে রকেট নিক্ষেপ করতে চলেছে। নাসার এই মিশনটির নাম কি রাখা হয়েছে ?

(A) Falcon
(B) Psyche
(C) DART
(D) Dust

[spoiler title=”উত্তর : “] (C) DART
DART (Double Asteroid Redirection Test ) [/spoiler]

১১. ২০২১ সালের Henley Passport Index -এ ভারতের অবস্থান কততম ?

(A) ৮৬
(B) ৮৪
(C) ৮৮
(D) ৯০

[spoiler title=”উত্তর : “] (D) ৯০
সম্প্রতি প্রকাশিত Henley Passport Index -এ ভারত রয়েছে ৯০তম স্থানে । শীর্ষে রয়েছে জাপান ও সিঙ্গাপুর ।

দেখে নাও : India’s Rank In Different Indexes 2021 PDF Download

[/spoiler]

১২. প্রতিদিন ১৫লক্ষ নাগরিককে ভ্যাকসিন দেবার লক্ষ্যে ‘মিশন কবচ কুন্ডল (Mission Kavach Kundal )’ শুরু করলো কোন রাজ্য সরকার ?

(A) দিল্লি
(B) উত্তরপ্রদেশ
(C) মহারাষ্ট্র
(D) কর্ণাটক

[spoiler title=”উত্তর : “] (C) মহারাষ্ট্র
মহারাষ্ট্র সরকার ৮ থেকে ১৪ই অক্টোবর একটি গণ-ভ্যাকসিনেশন এর জন্য ‘মিশন কবচ কুন্ডল (Mission Kavach Kundal )’ শুরু করেছে । [/spoiler]

১৩. ভারতে প্রথম স্মার্ট ফোনের সাহায্যে ভোট দেবার জন্য অ্যাপ লঞ্চ করেছে কোন রাজ্য সরকার ?

(A) গুজরাট
(B) কর্ণাটক
(C) কেরালা
(D) তেলেঙ্গানা

[spoiler title=”উত্তর : “] (D) তেলেঙ্গানা
তেলেঙ্গানা নির্বাচন কমিশন সম্প্রতি এই অ্যাপটির টেস্ট করেছে । এর জন্য একটি নকল নির্বাচনের ব্যবস্থা করা হয়েছে। সিনিয়র সিটিজেন, প্রতিবন্ধী, রোগী, ভোট গ্রহণকারী অফিসার, এবং আবশ্যিক কর্মে নিযুক্ত ব্যক্তিদের জন্য মূলত এই অ্যাপ। [/spoiler]

১৪. বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস প্রতিবছর কোন দিনটিতে পালন করা হয় ?

(A) অক্টোবর ১০
(B) অক্টোবর ৮
(C) ডিসেম্বর ১৪
(D) অক্টোবর ১৪

[spoiler title=”উত্তর : “] (A) অক্টোবর ১০
১৯৯২ সালের ১০ অক্টোবর ওয়ার্ল্ড ফেডারেশন অব মেন্টাল হেলথের পক্ষ থেকে প্রথম পালিত হয় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস। [/spoiler]

১৫. সম্প্রতি কোন রাজ্যের লোকপ্রিয় গোপীনাথ বরদলোই আন্তর্জাতিক এয়ারপোর্টের কার্যভার তুলে নিলো আদানি গ্রুপ ?

(A) ওড়িশা
(B) আসাম
(C) মনিপুর
(D) মেঘালয়

[spoiler title=”উত্তর : “] (B) আসাম
আসামের লোকপ্রিয় গোপীনাথ বরদলোই আন্তর্জাতিক এয়ারপোর্টের কার্যভার তুলে নিলো আদানি গ্রুপ। মূলত ম্যানেজমেন্ট এবং ডেভেলপমেন্ট কাজ ন্যস্ত হবে আদানি গ্রুপের হাতে । [/spoiler]

১৬. মোহাম্মদ বেভোগুই সম্প্রতি কোন দেশের প্রধানমন্ত্রী নিযুক্ত হলেন ?

(A) ফিলিপাইন
(B) ইউক্রেন
(C) গিনি
(D) আলাস্কা

[spoiler title=”উত্তর : “] (C) গিনি
মোহাম্মদ বেভোগুই গিনির প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হলেন। [/spoiler]

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button