Daily Current Affairs in BengaliCurrent Affairs

25th – 27th September Current Affairs Quiz 2021 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bangla

25th – 27th September Current Affairs Quiz 2021 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

দেওয়া রইলো ২৫ থেকে ২৭শে সেপ্টেম্বর  – ২০২১ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 25th – 27th September Current Affairs Quiz 2021 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই  সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।


দেখে নাও – 


Daily Current Affairs MCQ in Bengali

১. বিট কয়েনের প্রতিষ্ঠাতা সাতোশি নাকামোতো- এর একটি ব্রোঞ্জ মূর্তি সম্প্রতি নিম্নলিখিত কোন শহরে উন্মোচিত হয়েছে ?

(A) বেজিং
(B) বুদাপেস্ট
(C) মস্কো
(D) নিউ ইয়র্ক

উত্তর :
(B) বুদাপেস্ট
হাঙ্গেরির বুদাপেস্ট শহরে সম্প্রতি বিট কয়েনের প্রতিষ্ঠাতা সাতোশি নাকামোতো- এর একটি ব্রোঞ্জ মূর্তি উন্মোচিত হয়েছে । ২০০৯ সালে সাতোশি নাকামোতো মুক্ত-সোর্স ক্রিপ্টোকারেন্সি বিট কয়েন শুরু করেন।

২. সম্প্রীতি কোন দেশের প্রথম হিন্দু মহিলা সিভিল সার্ভেন্ট হিসাবে নিযুক্ত হলেন সানা রামচাঁদ গুলওয়ানি ?

(A) পাকিস্তান
(B) বাংলাদেশ
(C) আফগানিস্তান
(D) ইন্দোনেশিয়া

উত্তর :
(A) পাকিস্তান
পাকিস্থানের ইতিহাসে এই প্রথমবার কোনও হিন্দু মেয়ে দেশের প্রশাসনিক পদে নিযুক্ত হতে চলেছেন । পাকিস্তানের শিকারপুরের বাসিন্দা ২৭ বর্ষীয়া ডঃ সানা রামচাঁদ গুলওয়ানি (Dr Sana Ramchand Gulwani) হলেন দেশের প্রথম হিন্দু মেয়ে যিনি পাকিস্থানের সব থেকে কঠিন পরীক্ষা হিসাবে বিবেচিত Central Superior Services (CSS) পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হয়েছেন ।

৩. ২০২১ সালের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া ফুটবলার (Highest Paid Footballer in 2021 ) হলেন

(A) সুনীল ছেত্রী
(B) নেইমার
(C) ক্রিস্টিয়ানো রোনাল্ডো
(D) লিওনেল মেসি

উত্তর :
(C) ক্রিস্টিয়ানো রোনাল্ডো
সম্প্রতি PSG এর লিওনেল মেসিকে সরিয়ে ২০২১ সালের Highest Paid Footballer হলেন ম্যানচেস্টার ইউনাইটেড এর ক্রিস্টিয়ানো রোনাল্ডো ।

৪. ফাইরুজ ফাইজা বিথার সম্প্রতি ‘গোলকিপার্স গ্লোবাল গোল চেঞ্জমেকার অ্যাওয়ার্ড-২০২১’ পেয়েছেন। তিনি কোন দেশের নাগরিক ?

(A) পাকিস্তান
(B) বাংলাদেশ
(C) ভারত
(D) ইরান

উত্তর :
(B) বাংলাদেশ
মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করে প্রথমবারের মতো বিল এন্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন থেকে গোলকিপারস অ্যাওয়ার্ড পেয়েছেন বাংলাদেশের এক তরুণী।
তিনি মনের স্কুলের সহ-প্রতিষ্ঠাতা ফাইরুজ ফাইজা বিথার। বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন এ পুরস্কারের ঘোষণা করেছে ।

৫. Jungle Nama ( জঙ্গল নামা ) শীর্ষক অডিও-বুক শুরু করলেন কোন প্রখ্যাত লেখক ?

(A) চেতন ভগত
(B) ঝুম্পা লাহিড়ী
(C) সর্বানন্দ স্বামী
(D) অমিতাভ ঘোষ

উত্তর :
(D) অমিতাভ ঘোষ
বইটি লিখেছেন অমিতাভ ঘোষ এবং বইটির বিভিন্ন ছবি আঁকতে তাঁকে সাহায্য করেছেন নিউ ইয়র্কের শিল্পী সালমান তুর ।

৬. নিম্নলিখিত কার নাম সম্প্রতি চাঁদের দক্ষিণ মেরুর একটি গহ্বরের নামকরণ করা হয়েছে ?

(A) নিল আর্মস্ট্র
(B) কল্পনা চাওলা
(C) ম্যাথিউ হেনসন
(D) রাকেশ শর্মা

উত্তর :
(C) ম্যাথিউ হেনসন
ম্যাথিউ আলেকজান্ডার হেনসন একজন আমেরিকান এক্সপ্লোরার ছিলেন যিনি রবার্ট পেরির সাথে সাতটি ভ্রমণে আর্কটিকের প্রায় ২৩ বছর সময়কালে ভ্রমণ করেছিলেন। হেনসন -এর দাবি অনুযায়ী পৃথিবীর উত্তর মেরুতে পৌঁছনো প্রথম ব্যক্তি তিনিই ।

৭. ২০২১ সালের Men’s Hockey Junior World Cup আয়োজন করতে চলেছে ভারতের কোন রাজ্য ?

(A) ওড়িশা
(B) পাঞ্জাব
(C) তেলেঙ্গানা
(D) হরিয়ানা

উত্তর :
(A) ওড়িশা
ওড়িশার কলিঙ্গ স্টেডিয়ামে ২০২১ সালের Men’s Hockey Junior World Cup অনুষ্ঠিত হবে ২৪শে নভেম্বর থেকে ৫ই ডিসেম্বরের মধ্যে ।

৮. ভারতীয় সেনা কোথায় সম্প্রতি “বিজয় সাংস্কৃতিক মহোৎসব” এর আয়োজন করেছে ?

(A) কলকাতা
(B) লাদাখ
(C) জম্মু
(D) কচ্ছ

উত্তর :
(A) কলকাতা
বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং ১৯৭১ সালে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে ভারতের বিজয় উদযাপনের সুবর্ণ জয়ন্তী উপলক্ষ্যে ১৬ ডিসেম্বর বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। দেশজুড়ে স্বর্ণিম বিজয় বর্ষ উদযাপন করা হচ্ছে। এরই অঙ্গ হিসেবে ভারত এবং বাংলাদেশের সাংস্কৃতিক যোগসূত্রকে তুলে ধরার জন্য সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় কম্যান্ড ২৬ থেকে ২৯ সেপ্টেম্বর কলকাতায় “বিজয় সংস্কৃতি মহোৎসব”-এর আয়োজন করেছে। ভারতীয় সেনানী এবং মুক্তি যোদ্ধাদের ১৯৭১এর মুক্তি যুদ্ধের সময় বিভিন্ন শৌর্যের কাহিনী এই অনুষ্ঠানে তুলে ধরা হবে।

৯. ইউনেস্কো ২০২৩ ওয়ার্ল্ড বুক ক্যাপিটাল হিসাবে স্বীকৃতি পেয়েছে কোনো শহর ?

(A) প্যারিস
(B) কলকাতা
(C) বেজিং
(D) অ্যাক্রা

উত্তর :
(D) অ্যাক্রা
ইউনেস্কোর মহাপরিচালক, অড্রে আজোলে, ওয়ার্ল্ড বুক ক্যাপিটাল অ্যাডভাইজরি কমিটির মূল্যায়নের পরে, অ্যাক্রা (ঘানা) কে ইউনেস্কো ২০২৩ ওয়ার্ল্ড বুক ক্যাপিটাল হিসাবে মনোনীত করেছেন।

ওয়ার্ল্ড বুক ক্যাপিটাল

  • ২০২৩ – অ্যাক্রা (ঘানা)
  • ২০২২ – গুয়াদালাজারা (মেক্সিকো)
  • তিবিলিসি (জর্জিয়া )

১০. দিল্লি ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর হিসেবে নিযুক্ত হলেন –

(A) সুরঞ্জন দাস
(B) সোনালী চক্রবর্তী ব্যানার্জী
(C) অমর্ত্য সেন
(D) যোগেশ সিং

উত্তর :
(D) যোগেশ সিং
দিল্লি ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর হিসেবে নিযুক্ত হলেন যোগেশ সিং।

১১. সম্প্রতি ‘চা পার্ক (Tea Park )’ তৈরীর কথা ঘোষণা করলো কোন রাজ্য সরকার ?

(A) পশ্চিমবঙ্গ
(B) আসাম
(C) কর্ণাটক
(D) ত্রিপুরা

উত্তর :
(B) আসাম
আসামের কামরূপ জেলার ছায়গাঁওতে এই ‘চা পার্ক (Tea Park )’ তৈরী করার পরিকল্পনা করেছে আসাম সরকার।

১২. বিশ্বের উচ্চতম ইলেকট্রিক ভেহিকেল চার্জিং স্টেশন কোথায় উদ্বোধিত হয়েছে ?

(A) লাদাখ
(B) উত্তরাখন্ড
(C) হিমাচল প্রদেশ
(D) সিকিম

উত্তর :
(C) হিমাচল প্রদেশ
পুনের goEgoNetwork নামক কোম্পানি হিমাচলপ্রদেশের স্পিতি ভ্যালির কাজাতে বিশ্বের উচ্চতম ইলেকট্রিক ভেহিকেল চার্জিং স্টেশন শুরু করেছে ।

১৩. “The Fractured Himalaya” – শীর্ষক বইটি লিখেছেন

(A) অনুরাধা রায়
(B) চেতন ভগৎ
(C) অরুন্ধতী রায়
(D) নিরুপমা রাও

উত্তর :
(D) নিরুপমা রাও
“The Fractured Himalaya: How the Past Shadows the Present in India-China Relations” – বইটি লিখেছেন নিরুপমা রাও। বইটিতে ভারত ও চীনের মধ্যে বিতর্কের উৎপত্তি কীভাবে একটি জীবন্ত ইতিহাসের অংশ হয়ে উঠেছে তা চিহ্নিত করা হয়েছে ।

১৪. বিশ্ব পর্যটন দিবস প্রতিবছর কোন দিনটিতে পালন করা হয় ?

(A) ২২শে সেপ্টেম্বর
(B) ২৬শে সেপ্টেম্বর
(C) ২৭শে সেপ্টেম্বর
(D) ৩০শে সেপ্টেম্ব

উত্তর :
(C) ২৭শে সেপ্টেম্বর
বিশ্ব পর্যটন দিবস ২৭ সেপ্টেম্বর তারিখে সারা বিশ্বব্যাপী পালিত হয়ে থাকে। জাতিসংঘের অধীনস্থ বিশ্ব পর্যটন সংস্থার প্রত্যক্ষ তত্ত্বাবধানে ১৯৮০ সাল থেকে সকল সদস্য দেশে এটি পালিত হয়ে আসছে।

১৫. কোন বিখ্যাত দাবা খেলোয়াড় MasterCard-এর গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হলেন ?

(A) আলেকজান্ডার মিখাইল
(B) কোনেরু হামপী
(C) ম্যাগনাস কার্লসেন
(D) বিশ্ব নাথন আনন্দ

উত্তর :
(C) ম্যাগনাস কার্লসেন
ম্যাগনাস কার্লসেন MasterCard-এর গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হলেন । ভেন ম্যাগনাস ওয়েন কার্লসেন ভেস্টফোল্ড অঞ্চলের টন্সবার্গে জন্মগ্রহণকারী বিখ্যাত নরওয়েজীয় দাবাড়ু ও গ্র্যান্ডমাস্টার। মাত্র ১৯ বছর বয়সে তিনি বিশ্বের সর্বকনিষ্ঠ ১নং দাবা খেলোয়াড়ের মর্যাদা পান।

১৬. সম্প্রতি প্রয়াত হয়েছেন কমলা বাসিন । তিনি ছিলেন একজন বিশিষ্ট

(A) কবি
(B) সঙ্গীতজ্ঞ
(C) সাংবাদিক
(D) অভিনেতা

উত্তর :
(A) কবি
কমলা বাসিন (২৪ এপ্রিল ১৯৪৬ – ২৫ সেপ্টেম্বর ২০২১ ) একজন ভারতীয় উন্নয়নশীল নারীবাদী কর্মী, কবি, লেখক এবং সমাজ বিজ্ঞানী।

১৭. Digital Quality of Life Index 2021 – এ ভারত কততম স্থানে রয়েছে ?

(A) ৫৭
(B) ৫৮
(C) ৫৯
(D) ৬০

উত্তর :
(C) ৫৯
ভারত Digital Quality of Life Index 2021 – এ ৫৯তম স্থানে রয়েছে । শীর্ষে রয়েছে ডেন্মার্ক্ ।

১৮. রতন চক্রবর্তী সম্প্রতি কোন রাজ্যের বিধানসভার স্পিকার হিসেবে নির্বাচিত হয়েছেন ?

(A) নাগাল্যান্ড
(B) পশ্চিমবঙ্গ
(C) আসাম
(D) ত্রিপুরা

উত্তর :
(D) ত্রিপুরা
ত্রিপুরা বিধানসভার (Tripura Assembly) নতুন অধ্যক্ষ নির্বাচিত হলেন বর্ষীয়ান বিজেপি নেতা তথা প্রাক্তন মন্ত্রী রতন চক্রবর্তী (Ratan Chakraborty)। ত্রিপুরা বিধানসভার ১৪ তম অধ্যক্ষ হিসেবে নির্বাচিত হলেন তিনি। এর আগে ত্রিপুরার বিধায়ক ছিলেন রেবতী মোহন দাস (Rebati Mohan Das)

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

দেখে নাও
Close
Back to top button