General Knowledge Notes in BengaliGeography Notes
বিশ্বের স্থলবেষ্টিত দেশ তালিকা । List of Landlocked Countries in the World
List of Landlocked Countries in the World
বিশ্বের স্থলবেষ্টিত দেশ তালিকা
বিশ্বের স্থলবেষ্টিত দেশ তালিকা নিয়ে আজকের এই পোস্ট। বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলিতে মাঝে মধ্যেই কিছু দেশের নাম দিয়ে জানতে চাওয়া হয় এদের মধ্যে স্থলবেষ্টিত দেশ কোনটি। তাই তোমাদের জন্য দেওয়া রইলো পৃথিবীর বিভিন্ন মহাদেশের স্থলবেষ্টিত দেশের তালিকা।
এশিয়া মহাদেশ
এশিয়া মহাদেশের বিভিন্ন স্থলবেষ্টিত দেশের তালিকা নিচে দেওয়া রইলো।
আফগানিস্তান | নেপাল | ভুটান |
কাজাখস্তান | কিরগিজস্তান | উজবেকিস্তান |
তাজিকিস্তান | তুর্কমেনিস্তান | আজারবাইজান |
আর্মেনিয়া | মঙ্গোলিয়া | লাওস |
ইউরোপ মহাদেশ
ইউরোপ মহাদেশের বিভিন্ন স্থলবেষ্টিত দেশের তালিকা নিচে দেওয়া রইলো।
অস্ট্রিয়া | হাঙ্গেরী | সুইজারল্যান্ড |
বেলারুশ | সার্বিয়া | লুক্সেমবার্গ |
চেক প্রজাতন্ত্র | মলদোভা | স্লোভাকিয়া |
ভ্যাটিকান সিটি | সান মেরিনো | উত্তর মেসিডোনিয়া |
কসোভো | অ্যান্ডোরা | লিচেনস্টাইন |
আফ্রিকা মহাদেশ
আফ্রিকা মহাদেশের বিভিন্ন স্থলবেষ্টিত দেশের তালিকা নিচে দেওয়া রইলো।
মালি | নাইজার | শাদ |
মধ্য আফ্রিকা প্রজাতন্ত্র | রুয়ান্ডা | বুরুন্ডি |
মালাবি | বারকিনা ফাসো | জাম্বিয়া |
বতসোয়ানা | জিম্বাবুয়ে | উগান্ডা |
এসওয়াতিনি | লেসেথো | ইথিওপিয়া |
দক্ষিণ সুদান |
দক্ষিণ আমেরিকা
দক্ষিণ আমেরিকা মহাদেশের বিভিন্ন স্থলবেষ্টিত দেশের তালিকা নিচে দেওয়া রইলো।
প্যারাগুয়ে | বলিভিয়া |
Download Section
- File Name : বিশ্বের স্থলবেষ্টিত দেশ তালিকা । List of Landlocked Countries in the World
- File Size : 930 KB
- No. of Pages : 03
- Format : PDF
- Language : Bengali
- Subject : World Geography
To check our latest Posts - Click Here