Geography NotesGeneral Knowledge Notes in Bengali
এশিয়া মহাদেশের আঞ্চলিক বিভাজন – Regional Division of Asia
Regional Division of Asia

এশিয়া মহাদেশের আঞ্চলিক বিভাজন
আজকে আমরা আলোচনা করব এশিয়া মহাদেশের আঞ্চলিক বিভাজন নিয়ে। পৃথিবীর বৃহত্তম মহাদেশ এশিয়াকে ৬টি আঞ্চলিক অঞ্চলে বিভক্ত করা হয়ে থাকে। এগুলি হলো –
সাইবেরীয় অঞ্চল
- এটি হল এশিয়ার উত্তরাঞ্চল।
- এশিয়া মহাদেশের প্রায় ২৮% নিয়ে গঠিত এই অঞ্চল।
- এটিকে “Outhouse of Russia” বলা হয়ে থাকে।
- অঞ্চলটি হ্যালফোর্ড ম্যাকিনডারস হার্টল্যান্ড গঠন করে থাকে।
- এটি পৃথিবীর বৃহত্তম সরলবর্গীয় অরণ্যাঞ্চল ।
পূর্ব এশিয়ার অঞ্চল
- ‘Real East’ বা ‘Far East’ নামে পরিচিত এবং চীন, মঙ্গোলিয়া, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, জাপান, তাইওয়ান এবং হংকং নিয়ে গঠিত।
- অঞ্চলটি কখনােই উপনিবেশ ছিল না।
- অতীতে অঞ্চলটি ‘Wise Man of the World‘ নামে পরিচিত ছিল।
দক্ষিণ পশ্চিম এশিয়া
- অঞ্চলটি ‘মধ্যপ্রাচ্যে (Middle East) অবস্থিত।
- আফগানিস্তান, ইরান, ইরাক, তুরস্ক, সাইপ্রাস, আর্মেনিয়া, আজারবাইজান, জর্জিয়া, সিরিয়া, লেবানন, ইজরায়েল, জর্ডন, সৌদি আরব, ইয়েমেন, ওমান, ইউনাইটেড আরব এমিরিটাস, কাতার, বাহরিন এবং কুয়েত-এর অন্তর্গত।
- পঞ্চসাগর পরিবৃত–
- দক্ষিণ পশ্চিমে – লোহিত সাগর (Red Sea), ভূমধ্যসাগর (Mediterranean Sea ),
- উত্তরে কৃষ্ণ সাগর (Black Sea ),
- উত্তর পূর্বে কাস্পিয়ান সাগর,
- দক্ষিণে পারস্য উপসাগর (Persssian Gulf)। এছাড়া আরব সাগরও রয়েছে।
দক্ষিণ এশিয়া অঞ্চল
- পাকিস্তান, ভারত, নেপাল, ভুটান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, মালদ্বীপ-এর অন্তর্গত।
- দেশগুলির মধ্যে ভারত বৃহত্তম (এজন্য ভারতকে ‘উপমহাদেশ’ বলা হয়) এবং মালদ্বীপ ক্ষুদ্রতম।
দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চল
- উপদ্বীপয় ও দ্বীপঅঞ্চল (Peninsulas and Islands) হিসাবে পরিচিত।
- মায়ানমার (পূর্বের নাম বার্মা ), থাইল্যান্ড, ক্যাম্বােডিয়া, লাওস, ভিয়েতনাম, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, ব্রুনেই,
ফিলিপাইন্স-এর অন্তর্গত। - থাইল্যান্ড ছাড়া উপরােক্ত সকল দেশ উপনিবেশ ছিল।
- ১৯৪৬-এর পর ধীরে ধীরে দেশগুলি স্বাধীনতা লাভ করে।
মধ্য এশিয়া অঞ্চল
- কাজাকস্তান, তুর্কমেনিস্তান, উজবেকিস্তান, কিরঘিজস্তান, তিব্বত, সিকিয়াং, মঙ্গোলিয়া—এর অন্তর্গত।
- এই অঞ্চলটিকে ‘Transitional zone of Asia’ বলা হয়।
আরও দেখে নাও :
- ভারতের মহানগর তালিকা – মেট্রোপলিটন শহর – মেট্রোপলিস
- পৃথিবীর কিছু গুরুত্বপূর্ণ মরুভূমি । Famous Deserts Around The World
- ভারতের পেট্রোকেমিক্যাল শিল্প – Petrochemicals Industry in India
- পৃথিবীর কিছু গুরুত্বপূর্ণ উপজাতি ও তাদের বাসস্থান
Download Section
File Name : এশিয়া মহাদেশের আঞ্চলিক বিভাজন – Regional Division of Asia
File Size : 1.6 MB
No. of Pages : 02
Format : PDF
To check our latest Posts - Click Here