General Knowledge Notes in BengaliNotes

চৌম্বক কি ? এর বৈশিষ্ট্য, গুণাবলী, ধর্ম ও অন্যান্য তথ্য

What Is Magnet? - Definition, Properties, Types, Uses

আজকের আমাদের এই আর্টিকেলে দেখে নেবো চৌম্বক কি ? এর বৈশিষ্ট্য, গুণাবলী, ধর্ম ও অন্যান্য তথ্য ।

চৌম্বক কি বা চৌম্বক কাকে বলে?

চৌম্বক বা চুম্বক হল সেই সমস্ত বস্তু যাদের আকর্ষণ ধর্ম রয়েছে এবং দিক নির্দেশ করতে পারে। চুম্বক লোহা, নিকেল ও কোবাল্ট ইত্যাদি চৌম্বক পদার্থকে আকর্ষণ করে । চুম্বকের আকর্ষন ও বিকর্ষনী ধর্মকে এর চুম্বকত্ব বলে।

চৌম্বক পদার্থ কাকে বলে ?

যে সকল পদার্থকে চুম্বক আকর্ষণ করে এবং যাদের চুম্বকে পরিণত করা যায় তাদের চৌম্বক পদার্থ বলে। যেমন-লোহা, লোহার যৌগ, নিকেল, কোবাল্ট।

উদাহরণ : লোহা, নিকেল ও কোবাল্ট ।

Also Check : তাপমাত্রার বিভিন্ন স্কেল ও তাদের মধ্যে সম্পর্ক

অচৌম্বক পদার্থ কাকে বলে ?

কোন চুম্বক যে সকল পদার্থকে আকর্ষণ করে না, ঐ সকল পদার্থকে অচৌম্বক পদার্থ বলে। উদাহরণঃ অ্যালুমিনিয়াম, স্টিল, সোনা ইত্যাদি।

প্রাকৃতিক চৌম্বক কাকে বলে ?

প্রকৃতিতে বা খনিতে পাওয়া যায় যে চুম্বক তাকে প্রাকৃতিক চুম্বক বলে । আগে প্রাকৃতিক চুম্বককে লোডস্টোন বলা হত।

কৃত্রিম চুম্বক কাকে বলে ?

মানুষের কাজের উপযোগী বিভিন্ন চুম্বক পদার্থ ব্যবহার করে পরীক্ষাগারে বিভিন্ন আকার আকৃতির যে সকল চুম্বক তৈরি করা হয় তাকে কৃত্রিম চুম্বক বলে।

Also Check : বিভিন্ন মৌল সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য – PDF

কৃত্রিম চুম্বক কয় প্রকার ও কি কি ?

কৃত্রিম চুম্বক দুই প্রকারঃ

১. স্থায়ী চুম্বক : চুম্বক ক্ষেত্র সরিয়ে নিলেও এদের চুম্বকত্ব লোপ পায় না।

২. অস্থায়ী চুম্বকঃ চৌম্বক ক্ষেত্রের মধ্যে আনলে চুম্বকে পরিণত হয়, চুম্বক ক্ষেত্রে সরিয়ে নিলে চুম্বকত্ব লোপ পায়।

চুম্বকের বিভিন্ন অঞ্চল

 চুম্বকের মেরু কাকে বলে?

কোন চুম্বকের দুই প্রান্তে যে দুটি বিন্দুতে আকর্ষণ ক্ষমতা সবচেয়ে বেশি সেই দুটি বিন্দুকে ঐ চুুুম্বকের মেরু বলে।

চুম্বকের দুটি মেরু থাকে – উত্তর মেরু ও দক্ষিণ মেরু।

চৌম্বক দৈর্ঘ্য কাকে বলে?

কোন চুম্বকের মেরু দুটির মধ্যবর্তী রৈখিক দূরত্বকে ঐ চুম্বকের চৌম্বক দৈর্ঘ্য বলে। সাধারনত কোন চুম্বকের চৌম্বক দৈর্ঘ্য,  চুম্বকের প্রকৃত দৈর্ঘ্যরের ৮৬% (মতান্তরে ৮৫%) হয়।

অর্থাৎ, চৌম্বক দৈর্ঘ্য = 0.৮৬ × চুম্বকের প্রকৃত দৈর্ঘ্য

চুম্বকের উদাসীন অঞ্চল কাকে বলে?

চুম্বকের মাঝামাঝি অঞ্চলে কোন চৌম্বক ধর্ম থাকে না। এই অঞ্চলকে চুম্বকের উদাসীন অঞ্চল বলা হয়ে থাকে।

চুম্বকের বৈশিষ্ট্য

  • চুম্বকের আকর্ষণী ও বিকর্ষনি ক্ষমতা রয়েছে।
  • সমমেরু একে অপরকে বিকর্ষণ করে , বিপরীত মেরু একে অপরকে আকর্ষণ করে।
  • চুম্বকের দিক নির্দেশক ক্ষমতা রয়েছে।

চুম্বকের চৌম্বকত্ব নষ্ট

  • উচ্চ তাপমাত্রা প্রয়োগে স্থায়ী চুম্বকের চৌম্বকত্ব নষ্ট হয়ে যায়।
  • আঘাতের কারণে স্থায়ী চুম্বকের চৌম্বকত্ব নষ্ট হয়ে যায়।

কুরি তাপমাত্রা

কোনো স্থায়ী চুম্বককে উত্তপ্ত করলে যে তাপমাত্রায় তার চৌম্বকত্ব নষ্ট হয়ে যায় সেই তাপমাত্রাকে ওই চুম্বকের কুরি তাপমাত্রা বলা হয়। কযেকটি ফেরোম্যাগ্নেটিক পদার্থের কুরি তাপমাত্রা তালিকা নিচে দেওয়া রইলো ।

পদার্থকুরি তাপমাত্রা (কেলভিন )
লোহা১০৪৩
কোবাল্ট১৩৯৪
নিকেল৬৩১
গেডোলিনিয়াম২৯৩
ম্যাঙ্গানিজ আর্সেনাইড৩১৮

চুম্বকের ব্যবহার

  • স্পিকার ও মাইক্রোফোন এ চুম্বক ব্যবহার করা হয়। স্পিকার-এ চুম্বক ব্যবহার করে তড়িৎ শক্তিতে শব্দ শক্তিতে রূপান্তরিত করা হয়। অপরদিকে মাইক্রোফোনে শব্দ শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করা হয়।
  • বৈদ্যুতিক মটর , জেনারেটরে চুম্বক ব্যবহার করা হয়।
  • দৈনন্দিন জীবনে বিভিন্ন ক্ষেত্রে চুম্বক ব্যবহার করা হয়। টেলিভিশিন, বেতার, গাড়ি ছাড়াও ছোটোখাটো বিভিন্ন ক্ষেত্রে আমরা চুম্বকের ব্যবহার দেখতে পায়।
  • চিকিৎসা ক্ষেত্রে চৌম্বকত্বের সহায়তায় অনুরণন চিত্র বানানো হয়।
  • তড়িৎ চুম্বক বিজ্ঞানের বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করা হয়।
  • কম্পাস তৈরী করতে চুম্বক ব্যবহার করা হয়।
  • বৈদ্যুতিক ক্রেনে অত্যন্ত শক্তিশালী তড়িৎ চুম্বক ব্যবহার করা হয়।

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button