General Knowledge Notes in BengaliPolity Notes

ভারতীয় সংবিধানের গুরুত্বপূর্ণ ধারা / আর্টিকেল – PDF

List of Important Articles of Indian Constitution in Bengali

ভারতীয় সংবিধানের গুরুত্বপূর্ণ ধারা / আর্টিকেল

প্রিয় পাঠকেরা, আজকে আমরা আলোচনা ভারতীয় সংবিধানের গুরুত্বপূর্ণ ধারা (List of Important Articles of Indian Constitution in Bengali ) নিয়ে । বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলির জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক। প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলিতে মাঝে মধ্যেই সংবিধানের কোনো একটি ধারা/ আর্টিকেল তুলে ধরে জানতে চাওয়া হয় সেই ধারাটি কি সম্পর্কিত । আবার অনেক ক্ষেত্রে কোনো একটা বিষয় তুলে ধরে জানতে চাওয়া হয় সেটি ভারতীয় সংবিধানের কোন আর্টিকেলে উল্লিখিত আছে ।


আরো দেখে নাও :


সংবিধানের আর্টিকেলের সংখ্যা অনেক। তাই আমরা যে সমস্ত আর্টিকেল থেকে প্রশ্ন বেশি এসে থাকে সেইগুলি একসাথে তুলে ধরার চেষ্টা করেছি। আর এই নোটটির সাথে দেওয়া রইলো PDF ফাইল, যেটা তোমাদের অফলাইন পড়াশোনায় সাহায্য করবে ।

ভারতীয় সংবিধানের গুরুত্বপূর্ণ ধারা / আর্টিকেলের তালিকা

আর্টিকেলবিষয়বস্তু
পার্ট ১ (১ -৪ )
আর্টিকেল ১কেন্দ্র, রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের নাম
আর্টিকেল ২নতুন রাজ্য গঠন
আর্টিকেল ৩নতুন রাজ্যের গঠন, পদ্ধতি, সীমানা নির্ধারন , নামকরন।
আর্টিকেল ৪নতুন রাজ্যের আইন রচনা।
পার্ট ২ – নাগরিকত্ব ( ৫ – ১১ )
আর্টিকেল ১১ভারতীয় নাগরিকত্ব অর্জন ও বিলুপ্তি সংক্রান্ত ক্ষমতা সংশোধনের হাতে প্রদান
পার্ট ৩ – মৌলিক অধিকার – (১২ – ৩৫ )
আর্টিকেল ১৪আইনের চোখে সবার সমান অধিকার এবং সমান সংরক্ষনের ব্যবস্থা।
আর্টিকেল ১৫/Cমহিলা এবং শিশুদের জন্য যানবাহনে সিট সংরক্ষনের ব্যবস্থা।
আর্টিকেল ১৬সরকারী চাকুরির ক্ষেত্রে সবার সমান সুযোগের ব্যবস্থা।
আর্টিকেল ১৭অস্পৃশ্যতা দূরীকরন
আর্টিকেল ১৮বিদ্যা বিষয়ক বা সামরিক খেতাব ছাড়া রাষ্ট্র অন্য কোন খেতাব দান করতে পারবে না। (রাজা, মহারাজা, পন্ডিত ইত্যাদি বিলােপ করা হল)
আর্টিকেল ১৯ছয় ধরণের স্বাধীনতা ( বাক স্বাধীনতাসহ )
আর্টিকেল ২০অপরাধীদের তিনটি অধিকার
আর্টিকেল ২১জীবনের নিরাপত্তা ও ব্যক্তিগত স্বাধীনতা
আর্টিকেল ২১ (A)শিক্ষার অধিকার
আর্টিকেল ২২গ্রেফতার ও আটক সংক্রান্ত কিছু অধিকার
আর্টিকেল ২৩মানুষ কেনাবেচা বন্ধ করা এবং জোর করে কাজ করানো বন্ধ করার ব্যবস্থা।
আর্টিকেল ২৪শিশুশ্রম বন্ধ
আর্টিকেল ২৫-২৮ধর্মীয় স্বাধীনতার অধিকার
আর্টিকেল ২৯-৩০সংস্কৃতি ও শিক্ষা বিষয়ক অধিকার
আর্টিকেল ৩১(A)সম্পত্তির অধিকার আগে এই ধারায় ছিল। বর্তমানে সম্পত্তির অধিকার আর মৌলিক অধিকার নেই। সম্পত্তির অধিকারকে বর্তমানে ৩০০(A) ধারায় নিয়ে যাওয়া হয়েছে।
আর্টিকেল ৩২-৩৫সাংবিধানিক প্রতিবিধানের অধিকার
পার্ট ৪ – রাষ্ট্র পরিচালনার নির্দেশাত্মক নীতি – (৩৬ – ৫১ )
আর্টিকেল ৪০গ্রাম পঞ্চায়েতের সংজ্ঞা
আর্টিকেল ৪১বেকার ও বার্ধক্য ভাতা
আর্টিকেল ৪৪ইউনিফর্ম সিভিল কোড
আর্টিকেল ৪৫অবৈতনিক বাধ্যতামূলক শিশুশিক্ষা
আর্টিকেল ৪৭রাজ্যে মদ নিষিদ্ধ করার নির্দেশ
আর্টিকেল ৪৮(A)পরিবেশ, বন এবং বন্যপ্রানী রক্ষা
আর্টিকেল ৪৯মনুমেন্ট, জাতীয় সৌধ এবং ঐতিহাসিক স্থান সংরক্ষন ও রক্ষা
পার্ট ৪(A) – মৌলিক কর্তব্য / দায়িত্ব
আর্টিকেল ৫১(A)১১টি মৌলিক দায়িত্ব
পার্ট ৫ ( ৫২ – ১৫১ ) – কেন্দ্র সম্পর্কিত
আর্টিকেল ৫২ভারতের উপরাষ্ট্রপতি
আর্টিকেল ৫৪রাষ্ট্রপতি নির্বাচন
আর্টিকেল ৫৫রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি
আর্টিকেল ৬১রাষ্ট্রপতির অপসারণ বা ইমপিচমেন্ট পদ্ধতি
আর্টিকেল ৬৫উপরাষ্ট্রপতি পদাধিকার বলে রাজ্যসভার চেয়ারম্যান
আর্টিকেল ৬৬উপরাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি
আর্টিকেল ৭২রাষ্ট্রপতির Pardoning ক্ষমতা
আর্টিকেল ৭৬অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া
আর্টিকেল ৭৭কেন্দ্রীয় সরকারের সমস্ত শাসন পদ্ধতি
আর্টিকেল ৭৮প্রধানমন্ত্রীর রাষ্ট্রপতিকে তথ্যপ্রদান-সংক্রান্ত কর্তব্য
আর্টিকেল ৯৩স্পিকার ও ডেপুটি স্পিকার
আর্টিকেল ১০৮যৌথ অধিবেশন
আর্টিকেল ১১০অর্থবিল
আর্টিকেল ১১২বাজেট
আর্টিকেল ১২৩রাষ্ট্রপতি অর্ডিন্যান্স জারি করতে পারেন
আর্টিকেল ১২৪সুপ্রিম কোর্ট
আর্টিকেল ১৪৮ -১৫১কম্পট্রোলার ও অডিটর জেনারেল। (CAG)
পার্ট ৬ (১৫২- ২৩৭ ) – রাজ্য সম্পর্কিত
আর্টিকেল ১৫৩রাজ্যপাল
আর্টিকেল ১৬৫অ্যাডভােকেট জেনারেল
আর্টিকেল ১৬৬রাজ্য সরকারের শাসন পদ্ধতি
আর্টিকেল ১৬৭মুখ্যমন্ত্রীর রাজ্যপালকে তথ্য প্রদান সংক্রান্ত কর্তব্য
আর্টিকেল ১৬৮-১৯৫অঙ্গরাজ্যের আইনসভা
আর্টিকেল ১৯৬-২১২রাজ্যে আইনসভার আইন প্রণয়ন পদ্ধতি
আর্টিকেল ২১৩আইন প্রণয়ন সংক্রান্ত রাজ্যপালের ক্ষমতা
আর্টিকেল ২১৪হাইকোর্ট
আর্টিকেল ২২৬হাইকোর্টের রিট বা লেখ জারি করার ক্ষমতা
পার্ট ৭ ( ২৩৮ )
আর্টিকেল ২৩৮প্রথম তফসিলের পার্ট B অন্তর্গত রাজ্যগুলি সম্পর্কিত আলোচনা
পার্ট ৮ ( ২৩৯ – ২৪২ ) – কেন্দ্র শাসিত অঞ্চল সম্পর্কিত
আর্টিকেল ২৩৯-২৪১কেন্দ্রশাসিত অঞ্চলগুলির শাসন-সংক্রান্ত বিধিব্যবস্থা
আর্টিকেল ২৪২রাজ্য পুনর্গঠন কমিশনের সুপারিশ বাস্তবায়নের লক্ষ্যে সপ্তম সংবিধান সংশোধনী আরোপিত বিধিব্যবস্থা
পার্ট ৯ (২৪৩-২৪৩(O )) – পঞ্চায়েত
আর্টিকেল ২৪৩পঞ্চায়েত
আর্টিকেল ২৪৩(A )গ্রাম সভা
পার্ট ৯(A) ( ২৪৩P – ২৪৩ZG ) – মিউনিসিপ্যালিটি
আর্টিকেল ২৪৩Pমিউনিসিপ্যালিটি
পার্ট ১০ (২৪৪ – ২৪৪ (A )) – তফসিলি জাতি ও উপজাতিভুক্ত অঞ্চল
আর্টিকেল ২৪৪ – ২৪৪ (A)তফসিলভুক্ত এবং আদিবাসী অধ্যুষিত অঞ্চলগুলি সম্পর্কিত আলোচনা
পার্ট ১১ (২৪৫ – ২৬৩ ) – কেন্দ্র ও রাজ্যের সম্পর্ক
আর্টিকেল ২৪৫-২৫৫আইন প্রণয়ন সংক্রান্ত কেন্দ্র ও রাজ্যের সম্পর্ক
আর্টিকেল ২৫৬-২৬৩কেন্দ্র রাজ্য শাসনতান্ত্রিক সম্পর্ক
পার্ট ১২ (২৬৪ – ৩০০(A)) – অর্থ, সম্পদ, চুক্তি
আর্টিকেল ২৬৬কনসোলিডেটেড ফান্ড
আর্টিকেল ২৬৭কন্টিজেন্সি ফান্ড
আর্টিকেল ২৮০অর্থ কমিশন
আর্টিকেল ৩০০(A)সম্পদের অধিকার
পার্ট ১৩ (৩০১- ৩০৭ ) – ভারতের মধ্যে ব্যবসা বাণিজ্য
পার্ট ১৪ (৩০৮ – ৩২৩ ) – কেন্দ্র ও রাজ্যের চাকরি
আর্টিকেল ৩১২সর্বভারতীয় প্রবেশিকা পরিক্ষা (IAS)
আর্টিকেল ৩১৫কেন্দ্র এবং রাজ্যের পাবলিক সার্ভিস কমিশন। (UPSC & PSC)
আর্টিকেল ৩১৬চাকরির ক্ষেত্রে সকলের সমান সুযোগ সুবিধা
পার্ট ১৫ ( ৩২৪ – ৩২৯(A)) – নির্বাচন সম্পর্কিত
আর্টিকেল ৩২৪নির্বাচন কমিশন
আর্টিকেল ৩২৬প্রাপ্তবয়স্ক নাগরিকদের ভোটাধিকার
পার্ট ১৬ (৩৩০ – ৩৪২ ) – SC & ST সম্পর্কিত বিশেষ বিধান
আর্টিকেল ৩৩৫চাকরির ক্ষেত্রে SC & ST দের সংরক্ষনের ব্যবস্থা।
পার্ট ১৭ (৩৪৩ – ৩৫১ ) – ভাষা
আর্টিকেল ৩৪৩কেন্দ্রের সরকারী ভাষা
পার্ট ১৮ (৩৫২- ৩৬০) – জরুরি অবস্থা
আর্টিকেল ৩৫২জাতীয় জরুরি অবস্থা
আর্টিকেল ৩৫৬রাজ্যে জরুরি অবস্থা
আর্টিকেল ৩৬০আর্থিক জরুরি অবস্থা
পার্ট ১৯ ( ৩৬১ – ৩৬৭ ) – বিবিধ
পার্ট ২০ ( ৩৬৮ ) – সংশোধনী
আর্টিকেল ৩৬৮সংবিধান সংশোধনী পদ্ধতি
পার্ট ২১ (৩৬৯ – ৩৭২ ) – অস্থায়ী, অন্তর্বর্তী ও বিশেষ বিধানসমূহ
আর্টিকেল ৩৭০জম্মু ও কাশ্মীরের বিশেষ ক্ষমতা
পার্ট ২২ (৩৯৩ – ৩৯৫ ) – শর্ট টাইটেল, ভারতীয় সংবিধানের কমেন্ডমেন্ট এবং রিপিল

ভারতীয় সংবিধানের বিভিন্ন ধারা সম্পর্কিত প্রশ্ন ও উত্তর

ভারতীয় সংবিধানের কোন ধারায় যে কোনো রকমের অস্পৃশ্যতাকে অসাংবাধিনিক হিসেবে ঘোষণা করা হয়েছে?

১৭

ভারতীয় সংবিধানের কত নম্বর ধারার অধীনে ভারত সরকার ভারতরত্ন ও পদ্মশ্রী পুরস্কার প্রদান করে?

১৮

ভারতীয় সংবিধানের কত নম্বর ধারা অনুযায়ী সংসদের উভয়কক্ষে কেন্দ্রীয় বাজেট পেশ করা হয় ?

১১২

ভারতীয় সংবিধানের কত নম্বর ধারা অনুযায়ী অর্থকমিশন গঠিত হয়েছে ?

২৮০

ভারতীয় সংবিধানের কত নম্বর ধারা বলে রাষ্ট্রপতি কোনো রাজ্য সরকারকে বরখাস্ত করতে পারে ?

৩৫৬ নং 

ভারতীয় সংবিধানের কোন ধারাকে ড: বি আর আম্বেদকর সংবিধানের ‘হৃদয় ও আত্মা ( Heart and Soul )’ বলেছেন ?

৩২ ধারা 

কনসোলিডেটেড ফান্ড সম্পর্কিত ভারতীয় সংবিধানের ধারাটি হলো

২৬৬

১৪ বছরের কম বয়সী শিশুদের বিনামূল্যে শিক্ষা প্রদানের কথা উল্লেখ রয়েছে কোন আর্টিকেলে ?

২১(এ)

“মৌলিক অধিকার খর্ব করা হলে যে কোনো ভারতীয় নাগরিক সরাসরি হাইকোর্টের দ্বারস্থ হতে পারে” – এটি সংবিধানের কোন ধারাতে উল্লেখ রয়েছে ?

২২৬

বর্তমানে সম্পত্তির অধিকার সম্পর্কিত ধারাটি হলো

৩০০(A)

অর্থবিলের সংজ্ঞা রয়েছে কোন ধারায় ?

১১০

ভারতীয় সংবিধানের কততম অনুচ্ছেদে সংসদকে সংবিধান সংশোধন করার ক্ষমতা দেয় ?

৩৬৮

Download Section

  • File Name : ভারতীয় সংবিধানের গুরুত্বপূর্ণ ধারা _ আর্টিকেল – PDF
  • File Size : 5633 KB
  • No. of Pages : 10
  • Format : PDF  
  • Language : Bengali
  • Subject : Indian Polity

ভারতীয় সংবিধানের ধারা সমূহ pdf , ভারতীয় সংবিধানের বিভিন্ন অংশ PDF , ভারতীয় সংবিধান pdf , ভারতীয় সংবিধানের ধারা গুলি কি কি, 

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button