Geography NotesGeneral Knowledge Notes in Bengali

ভারতের পেট্রোকেমিক্যাল শিল্প – Petrochemicals Industry in India

Petrochemicals Industry in India

ভারতের পেট্রোকেমিক্যাল শিল্প

আজকে আমরা আলোচনা করবো পেট্রোকেমিক্যাল শিল্প নিয়ে। এই পেট্রোকেমিক্যাল বা পেট্রো-রসায়ন শিল্পকে বলা হয়ে থাকে “Sunrise Industry” বা “উদীয়মান শিল্প“।

পেট্রোকেমিক্যাল শিল্প কাকে বলে ?

উন্নত প্রযুক্তি ও আধুনিক শিল্প পরিকাঠামোর ওপর নির্ভর করে যে শিল্প ন্যাপথা, খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাস থেকে বিভিন্ন অনুসারী শিল্প (Down Stream Industries ) -এর কাঁচামাল ও ভোগ্যপণ্য উৎপন্ন করে, তাকে পেট্রোকেমিক্যাল বা পেট্রো-রসায়ন শিল্প বলা হয়।

পেট্রোকেমিক্যাল শিল্পের গুরুত্ব :

  • খনিজ তেল পরিশোধনের বিভিন্ন পর্যায়ে ডিজেল, ভারি ডিজেল, পেট্রোল, গ্যাসোলিন, কেরোসিন, ন্যাপথা, মবিল, গ্রিস এবং বিভিন্ন উপজাত দ্রব্য পাওয়া যায় ।
  • পেট্রোকেমিক্যাল শিল্পে খনিজ তেলের বিভিন্ন উপজাত দ্রব্যকে মানুষের ব্যবহারের উপযোগী করে তোলা হয়, যেমন খনিজ তেলের উপজাত দ্রব্য মোম থেকে মোমবাতি, প্যারাফিন (মোমবাতি তৈরি ও পালিস করার কাজে ব্যবহৃত হয় ), অ্যাসফল্ট (রাস্তাঘাট তৈরিতে ব্যবহার করা হয় ), ন্যাপথা (এটি পেট্রোকেমিক্যাল শিল্পের একটি মুল উপজাত উপাদান ) এবং ইথিলিন, বেঞ্জিন, প্রপলিন, বুটাডিন প্রভৃতি গুরুত্ব পূর্ণ রাসায়নিক যৌগ, বিটুমেন, কীটনাশক, ওষুধ, কৃত্রিম রবার, প্লাস্টিক, পলিমার, পি.ভি.সি., ফোম, রাসায়নিক আঠা, রাসায়নিক সার, টেরিলিন-পলিয়েস্টার প্রভৃতি কৃত্রিম সুতো, বৈদ্যুতিক দ্রব্য, টায়ার, পাইপ ডিটারজেন্ট, সাবান, রং, বার্নিশ, নান রকম সুগন্ধি দ্রব্য, মলম, ভেসলিন, ক্রিম, মাথার তেল, প্রভৃতি নানা রকম জিনিস তৈরি হয় ।

ভারতে পেট্রোকেমিক্যাল শিল্পের অবস্থান

পেট্রোকেমিক্যাল শিল্পঅবস্থান
ট্রম্বে (UCIL )মহারাষ্ট্র
থানে (NOCIL )মহারাষ্ট্র
গান্ধার গুজরাট
ভদোদরা (IPC )গুজরাট
নাগোথেনমহারাষ্ট্র
কয়ালিগুজরাট
হাজিরা ও জামনগরগুজরাট
বঙ্গাইগাঁও রিফাইনারি এন্ড পেট্রোকেমিক্যালস লিমিটেডআসাম
হলদিয়া পেট্রোকেমিক্যালস লিমিটেড পশ্চিমবঙ্গ
হার্ডিলিয়া কেমিক্যালস লিমিটেডচেন্নাই
চেম্বুরমহারাষ্ট্র
আউরিয়াউত্তরপ্রদেশ

Download Section :

  • File Name : ভারতের পেট্রোকেমিক্যাল শিল্প – Petrochemicals Industry in India
  • File Size : 1.3 MB
  • No. of Pages : 02
  • Format : PDF
  • Language : Bengali

আরও দেখে নাও :

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button