Current Topics

ব্রাজিল কে ১-০ গোলে হারিয়ে ২০২১ কোপা আমেরিকা জিতল আর্জেন্টিনা

Argentina beats Brazil 1-0; Messi wins his 1st major title

Story Highlights
  • ১৯৯৩ সালের পরে প্রথম বার কোপা আমেরিকার ফাইনাল (Copa America final) জিতল আর্জেন্টিনা
  • ফাইনালে ১-০ গোলে ব্রাজিলকে হারিয়ে দেয় আর্জেন্টিনা
  • আর্জেন্টিনার হয়ে ফাইনালে একমাত্র গোলটি করেন অ্যানহেল ডি মারিয়া।

ব্রাজিল কে ১-০ গোলে হারিয়ে ২০২১ কোপা আমেরিকা জিতল আর্জেন্টিনা।

ব্রাজিল কে ১-০ গোলে হারিয়ে ২০২১ কোপা আমেরিকা জিতে নিলো আর্জেন্টিনা। দেওয়া রইলো কোপা আমেরিকা ২০২১ সম্পর্কিত কিছু তথ্য।

দেখে নাও :

অফিসিয়াল নাম : CONMEBOL COPA AMERICA

প্রথমে ১২ই জুন থেকে ১২ই জুলাই ২০২০ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল কিন্তু কোভিড 19 এর কারণে ১৩ই জুন থেকে ১০ই জুলাই ২০২১ পর্যন্ত অনুষ্ঠিত হল ।

Empty Stadium
এবছরের প্রতিযোগিতায় শুধুমাত্র ফাইনাল ছাড়া বাকি সব ম্যাচে গ্যালারি ছিল দর্শকশূন্য ।

প্রতিযোগী দেশঃ ১০
আয়োজক দেশঃ ব্রাজিল
প্রথমে আর্জেন্টিনা এবং কলম্বিয়া তে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও রাজনৈতিক কারণে কলম্বিয়া এবং কোভিড 19 অতিমারীর কারণে আর্জেন্টিনা সরে যাওয়ায় ব্রাজিলে অনুষ্ঠিত হয় ।

১৯৯১ সালের পর এই প্রথম কোনো অতিথি দল অংশ নেয় নি ।

আগের সংস্করণে ২০১৯ কোপা আমেরিকা তে অতিথি দেশ হিসাবে প্রতিযোগিতায় অংশ নিয়েছিল কাতার এবং জাপান ।

অফিসিয়াল ম্যাচ বল : “Nike FLIGHT”
ম্যাসকট : “PIBE”
অফিসিয়াল গান : “La Gozadera”
  • বিজয়ী দল : আর্জেন্টিনা
  • রানার্স আপ : ব্রাজিল
  • তৃতীয় স্থান : কলম্বিয়া
  • চতুর্থ স্থান : পেরু
  • PLAYER OF THE TOURNAMENT (সেরা খেলোয়াড়) : Lionel Messi
  • Top Scorer (সর্বোচ্চ গোলদাতা) : Lionel Messi
  • Best Goalkeeper (সেরা গোলকিপার) : Emiliano Martinez
  • Man of the Match in Final (ফাইনালে ম্যান অফ দ্য ম্যাচ) : Angel Di Maria

কোপা আমেরিকা সম্পর্কিত কিছু তথ্য :

  • ১৯১৬ সালে শুরুর সময় এই প্রতিযোগিতার নাম ছিল South American Football Championship ।
  • ১৯৭৫ সাল থেকে এই প্রতিযোগিতা Copa America নামে অনুষ্ঠিত হয়ে আসছে ।
  • প্রথম কোপা আমেরিকা অনুষ্ঠিত হয় : ১৯১৬ সালে ।
  • প্রথম কোপা আমেরিকা অনুষ্ঠিত যে দেশে : আর্জেন্টিনা ।
  • প্রথম কোপা আমেরিকাতে চ্যাম্পিয়ন হয় : উরুগুয়ে ।
  • পরবর্তী কোপা আমেরিকা অনুষ্ঠিত হবে : ২০২৪ সালে ।
  • ২০২১ কোপা আমেরিকার ফাইনাল খেলা হল : মারাকানা (ব্রাজিল) স্টেডিয়ামে ।
  • ২০১৯ কোপা আমেরিকা অনুষ্ঠিত হয়েছিল : ব্রাজিলে ।
  • সর্বাধিক কোপা আমেরিকা জয়ী দল : উরুগুয়ে এবং আর্জেন্টিনা (১৫ বার) ।

আরও দেখে নাও :

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button