Current Topics

পণ্ডিত বিরজু মহারাজ প্রয়াত – Pandit Birju Maharaj

পণ্ডিত বিরজু মহারাজ

বন্ধুরা, দুঃখের সংবাদ সকলেই পেয়েছো আশা করি। ভারতের এক অমূল্য রত্ন চলে গেলেন না ফেরার দেশে। পন্ডিত বিরজু মহারাজ (Pandit Birju Maharaj ) এক বিখ্যাত কত্থক নৃত্যশিল্পী ছিলেন। তিনি মূলত কত্থক নৃত্যের অন্তর্গত লক্ষ্ণৌ-এর কলকা-বিন্দানিন ঘরানার একজন প্রধান শিল্পী ছিলেন। তবে কেবল এখানেই সীমিত নয়, নৃত্যশিল্পের পাশাপাশি সংগীতশিল্পেও তাঁর বেশ দখল ছিল। ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতশিল্পী হিসাবেও তাঁর বিশ্বজোড়া খ্যাতি রয়েছে। 

দেখে নাও : কে কোন নৃত্যের সাথে যুক্ত । বিভিন্ন নৃত্যশিল্পী তালিকা

প্রাথমিক জীবন :

জন্ম : পন্ডিত বিরজু মহারাজ ১৯৩৮ সালের ৪ঠা ফেব্রুয়ারী হান্ডিয়াতে কত্থক নৃত্যের জন্য বিখ্যাত “মহারাজ” পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর আসল নাম “ব্রিজমোহন নাথ মিশ্র”। 

পিতা ও মাতা : তাঁর পিতা ও গুরু উভয়ই একজন, তিনি হলেন অচ্ছন মহারাজ এবং মাতা হলেন আম্মাজী মহারাজ। 

শিক্ষা : নৃত্যশিল্পে (কত্থক) তাঁর হাতে খড়ি হয় ৭বছর বয়সে পিতার হাত ধরে। এরপর তিনি কত্থক শিল্পের দুই বিখ্যাত পিতৃব্য (Uncle) শম্ভু মহারাজ লাচ্চু মহারাজ-এর কাছে কত্থক নৃত্যের শিক্ষাগ্রহণ করেন। 

দেখে নাও : ভারতের ধ্রুপদী নৃত্য তালিকা । ক্লাসিক্যাল নৃত্য । Classical Dances of India

কর্মজীবন :

  • তিনি মাত্র ১৩ বছর বয়সে নয়াদিল্লির সঙ্গীত ভারতীতে নাচ শেখানো শুরু করেন।
  • এরপর তিনি দিল্লির “ভারতীয় কলা কেন্দ্র”-তে এবং কত্থক কেন্দ্রে শিক্ষকতা করেন যেখানে তিনি অনুষদের প্রধান এবং পরিচালক ছিলেন। 
  • ১৯৯৮ সালে তিনি অবসর গ্রহণ করেন এবং দিল্লিতে “কালাশ্রম” নামে নিজের নৃত্য বিদ্যালয় খোলেন।
  • তিনি সত্যজিৎ রায়ের “শতরঞ্জ কে খিলারি”-তে দুটি নাচের জন্য সঙ্গীত রচনা করেছিলেন এবং গেয়েওছিলেন। 
  • ২০০২ সালের দেবদাস উপন্যাসের চলচ্চিত্র সংস্করণ থেকে কাহে ছেড় মোহে গানটির কোরিওগ্রাফি করেছিলেন।

মৃত্যু :

ভারতবাসীর অহংকার পণ্ডিত বিরজু মহারাজ ৮৩ বছর বয়সে ২০২২ সালের ১৭ই জানুয়ারী দিল্লিতে নিজবাসভবনে হার্ট অ্যাটাকের ফলে মারা যান। 

পুরস্কার ও সম্মান :

  • ২০১২ সালে উন্নাই কানাথু (বিশ্বরূপম) গানের জন্য শ্রেষ্ঠ কোরিওগ্রাফির জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান। 
  • ২০১৬ সালে মোহে রং দো লাল (বাজিরাও মাস্তানি)-গানের জন্য শ্রেষ্ঠ কোরিওগ্রাফির ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পান। 
  • সঙ্গীত নাটক আকাদেমি পুরস্কার – ১৯৬৪
  • পদ্মবিভূষণ – ১৯৮৬
  • শ্রী কৃষ্ণ গণসভা কর্তৃক নৃত্য চূড়ামণি পুরস্কার – ১৯৮৬
  • কালিদাস সম্মান – ১৯৮৭
  • লতা মঙ্গেশকর পুরস্কার – ২০০২
  • ইন্দিরা কলা সঙ্গীত বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডক্টরেট। 
  • বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডক্টরেট। 
  • সঙ্গম কলা পুরস্কার 
  • ভরত মুনি সম্মান
  • অন্ধ্ররত্ন 
  • নৃত্য বিলাস পুরস্কার
  • অধর্শীলা শিখর সম্মান
  • সোভিয়েত ল্যান্ড নেহেরু পুরস্কার
  • জাতীয় নৃত্য শিরোমণি পুরস্কার
  • রাজীব গান্ধী জাতীয় সদ্ভাবনা পুরস্কার 

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button