পণ্ডিত বিরজু মহারাজ প্রয়াত – Pandit Birju Maharaj

Table of Contents
পণ্ডিত বিরজু মহারাজ
বন্ধুরা, দুঃখের সংবাদ সকলেই পেয়েছো আশা করি। ভারতের এক অমূল্য রত্ন চলে গেলেন না ফেরার দেশে। পন্ডিত বিরজু মহারাজ (Pandit Birju Maharaj ) এক বিখ্যাত কত্থক নৃত্যশিল্পী ছিলেন। তিনি মূলত কত্থক নৃত্যের অন্তর্গত লক্ষ্ণৌ-এর কলকা-বিন্দানিন ঘরানার একজন প্রধান শিল্পী ছিলেন। তবে কেবল এখানেই সীমিত নয়, নৃত্যশিল্পের পাশাপাশি সংগীতশিল্পেও তাঁর বেশ দখল ছিল। ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতশিল্পী হিসাবেও তাঁর বিশ্বজোড়া খ্যাতি রয়েছে।
দেখে নাও : কে কোন নৃত্যের সাথে যুক্ত । বিভিন্ন নৃত্যশিল্পী তালিকা
প্রাথমিক জীবন :
জন্ম : পন্ডিত বিরজু মহারাজ ১৯৩৮ সালের ৪ঠা ফেব্রুয়ারী হান্ডিয়াতে কত্থক নৃত্যের জন্য বিখ্যাত “মহারাজ” পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর আসল নাম “ব্রিজমোহন নাথ মিশ্র”।
পিতা ও মাতা : তাঁর পিতা ও গুরু উভয়ই একজন, তিনি হলেন অচ্ছন মহারাজ এবং মাতা হলেন আম্মাজী মহারাজ।
শিক্ষা : নৃত্যশিল্পে (কত্থক) তাঁর হাতে খড়ি হয় ৭বছর বয়সে পিতার হাত ধরে। এরপর তিনি কত্থক শিল্পের দুই বিখ্যাত পিতৃব্য (Uncle) শম্ভু মহারাজ ও লাচ্চু মহারাজ-এর কাছে কত্থক নৃত্যের শিক্ষাগ্রহণ করেন।
দেখে নাও : ভারতের ধ্রুপদী নৃত্য তালিকা । ক্লাসিক্যাল নৃত্য । Classical Dances of India
কর্মজীবন :
- তিনি মাত্র ১৩ বছর বয়সে নয়াদিল্লির সঙ্গীত ভারতীতে নাচ শেখানো শুরু করেন।
- এরপর তিনি দিল্লির “ভারতীয় কলা কেন্দ্র”-তে এবং কত্থক কেন্দ্রে শিক্ষকতা করেন যেখানে তিনি অনুষদের প্রধান এবং পরিচালক ছিলেন।
- ১৯৯৮ সালে তিনি অবসর গ্রহণ করেন এবং দিল্লিতে “কালাশ্রম” নামে নিজের নৃত্য বিদ্যালয় খোলেন।
- তিনি সত্যজিৎ রায়ের “শতরঞ্জ কে খিলারি”-তে দুটি নাচের জন্য সঙ্গীত রচনা করেছিলেন এবং গেয়েওছিলেন।
- ২০০২ সালের দেবদাস উপন্যাসের চলচ্চিত্র সংস্করণ থেকে কাহে ছেড় মোহে গানটির কোরিওগ্রাফি করেছিলেন।
মৃত্যু :
ভারতবাসীর অহংকার পণ্ডিত বিরজু মহারাজ ৮৩ বছর বয়সে ২০২২ সালের ১৭ই জানুয়ারী দিল্লিতে নিজবাসভবনে হার্ট অ্যাটাকের ফলে মারা যান।
পুরস্কার ও সম্মান :
- ২০১২ সালে উন্নাই কানাথু (বিশ্বরূপম) গানের জন্য শ্রেষ্ঠ কোরিওগ্রাফির জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান।
- ২০১৬ সালে মোহে রং দো লাল (বাজিরাও মাস্তানি)-গানের জন্য শ্রেষ্ঠ কোরিওগ্রাফির ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পান।
- সঙ্গীত নাটক আকাদেমি পুরস্কার – ১৯৬৪
- পদ্মবিভূষণ – ১৯৮৬
- শ্রী কৃষ্ণ গণসভা কর্তৃক নৃত্য চূড়ামণি পুরস্কার – ১৯৮৬
- কালিদাস সম্মান – ১৯৮৭
- লতা মঙ্গেশকর পুরস্কার – ২০০২
- ইন্দিরা কলা সঙ্গীত বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডক্টরেট।
- বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডক্টরেট।
- সঙ্গম কলা পুরস্কার
- ভরত মুনি সম্মান
- অন্ধ্ররত্ন
- নৃত্য বিলাস পুরস্কার
- অধর্শীলা শিখর সম্মান
- সোভিয়েত ল্যান্ড নেহেরু পুরস্কার
- জাতীয় নৃত্য শিরোমণি পুরস্কার
- রাজীব গান্ধী জাতীয় সদ্ভাবনা পুরস্কার
To check our latest Posts - Click Here