Current Topics

৬৭তম ফিল্মফেয়ার পুরস্কার 2022 – 67th Filmfare Awards

67th Filmfare Awards 2022

৬৭তম ফিল্মফেয়ার পুরস্কার 2022 – 67th Filmfare Awards

সম্প্রতি ৩০শে আগস্ট মুম্বাইয়ের জিও ওয়ার্ল্ড সেন্টারে দ্যা টাইমস গ্রুপ দ্বারা অনুষ্ঠিত হল ৬৭তম ফিল্মফেয়ার পুরস্কার 2022 – 67th Filmfare Awards । দেখে নেওয়া যাক এই ফিল্মফেয়ার পুরস্কারের বিজেতাদের তালিকা।

৬৭তম ফিল্মফেয়ার পুরস্কার
৬৭তম ফিল্মফেয়ার পুরস্কার
  • সেরা চলচ্চিত্র : শেরশাহ
  • সেরা পরিচালক : বিষ্ণুবর্ধন (শেরশাহ)
  • সেরা চলচ্চিত্র (ক্রিটিক্স ) : সর্দার উধম
  • সেরা অভিনেতা : রণবীর সিং (৮৩)
  • সেরা অভিনেতা (ক্রিটিক্স ) : ভিকি কৌশল (সর্দার উধম)
  • সেরা অভিনেত্রী : কৃতি স্যানন (মিমি)
  • সেরা অভিনেত্রী (ক্রিটিক্স ) : বিদ্যা বালান (শেরনি)
  • সেরা সহ-অভিনেতা : পঙ্কজ ত্রিপাঠী (মিমি)
  • সেরা সহ-অভিনেত্রী : সাই তামহানকার (মিমি)
  • সেরা ডেবিউ অভিনেতা : আহান ভাট (99 Songs)
  • সেরা ডেবিউ অভিনেত্রী : শর্বরী ওয়াঘ (বান্টি আর বাবলি ২)
  • সেরা ডেবিউ পরিচালক : সীমা পাহবা (রামপ্রসাদ কি তেরভি)
  • সেরা সংলাপ : দীপঙ্কর ব্যানার্জি ও বরুণ গ্রোভার (সন্দীপ অর পিংকি ফারার)
  • সেরা চিত্রনাট্য : শুভেন্দু ভট্টাচার্য এবং রিতেশ শাহ (সর্দার উধম)
  • সেরা গল্প : অভিষেক কাপুর, সুপ্রতীক সেন এবং তুষার পরাঞ্জপে (চন্ডিগড় কারে আশিকী)
  • সেরা সঙ্গীত অ্যালবাম : তানিস্ক বাগচী, বি প্রাক, জনি, জসলিন রয়েল, জাভেদ-মহসিন এবং ভিকার মনট্রোজ (শেরশাহ)
  • সেরা লিরিক্স : কাউসার মুনির (Lehra Do, 83)
  • সেরা গায়ক : বি প্রাক (মনভরিয়া ,শেরশাহ )
  • সেরা গায়িকা : আসিস কৌর (রতন লম্বিয়ান , শেরশাহ )
  • সেরা অ্যাকশন : স্টিফেন রিখটার এবং সুনীল রড্রিগস (শেরশাহ)
  • সেরা কোরিওগ্র্যাফি : বিজয় গাঙ্গুলি (চকা চক , আতরঙ্গি রে )
  • সেরা এডিটিং : এ. শ্রীকর প্রসাদ (শেরশাহ)
  • সেরা ব্যাকগ্রাউন্ড স্কোর : শান্তনু মৈত্র (সর্দার উধম)
  • সেরা সিনেমাটোগ্রাফি : অভীক মুখোপাধ্যায় (সর্দার উধম)
  • সেরা কস্টিউম : ভিরা কাপুর (সর্দার উধম)
  • সেরা প্রোডাকশন ডিজাইন : মানসী ধ্রুব মেহতা এবং দিমিত্রি মালিক (সর্দার উধম)
  • সেরা সাউন্ড ডিজাইন : দীপঙ্কর চাকি ও নীহার রঞ্জন সামল (সর্দার উধম)
  • লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড : সুভাষ ঘাই

আরও দেখে নাও :

৬৮তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার – বিজয়ীদের তালিকা

২০২২ সালের বাফটা পুরস্কার বিজয়ীদের সম্পূর্ণ তালিকা

IPL 2022 – আইপিএল ২০২২ – পুরস্কার – চ্যাম্পিয়ন ও অন্যান্য তথ্য

পদ্ম সম্মান 2022 – সম্পূর্ণ তালিকা । Padma Awards 2022 – পদ্ম পুরস্কার ২০২২

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button