NotesGeneral Knowledge Notes in Bengali

IPL 2022 – আইপিএল ২০২২ – পুরস্কার – চ্যাম্পিয়ন ও অন্যান্য তথ্য

IPL 2022 : Facts - Award Winners - Venue and other Details

IPL 2022 – আইপিএল ২০২২ – পুরস্কার – চ্যাম্পিয়ন ও অন্যান্য তথ্য

প্রিয় পাঠকরা,বাংলা কুইজের পক্ষ থেকে দেয়া রইল আইপিএলের ১৫ তম সংকলন আইপিএল ২০২২ সম্পর্কিত কিছু তথ্য। IPL 2022 – আইপিএল ২০২২ – পুরস্কার – চ্যাম্পিয়ন ও অন্যান্য তথ্য ।

করোনার প্রকোপ প্রায়ই শেষে , তাই দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে ভারতে দর্শক যুক্ত মাঠে আয়োজিত হল আইপিএল ২০২২। এই বছর আইপিএল শুরুর আগেই দর্শকদের মধ্যে বিশেষ উত্তেজনা ছিল যার কারণ আইপিএল মেগা অকশন এবং আইপিএলে গুজরাট টাইটানস এবং লখনউ সুপার গাইন্টস নামের দুটি দলের সংযোজন ।

Also Check : আইপিএল ২০২১। IPL 2021 – Facts, Stats and More

১২ ও ১৩ ই ফেব্রয়ারি ২০২২ বেঙ্গালুরুতে আয়োজিত হয় আইপিএলের জন্য নিলাম । নিলামে সব থেকে দামী খেলোয়াড় হলেন ঈশান কিষান , যাকে মুম্বাই ইন্ডিয়ান্স ১৫.২৫ কোটি টাকা দিয়ে কিনে নেয় । নিলামের ফলে অনেক খেলোয়াড়কেই তাদের পুরনো দল ছেড়ে অন্য দলে যেতে হয় । এর ফলে আইপিএল ২০২২ কে ঘিরে দর্শকদের মধ্যে এক অন্যরকম উৎসাহ ছিল । ২৬ শে মার্চ শুরু হওয়া আইপিএল চললো দীর্ঘ দুমাস শেষ হল ৩০ শে মে । আইপিএল ২০২২ এ চ্যাম্পিয়ন হয় প্রথম বারের জন্য আইপিএলে অংশ গ্রহণ করা গুজরাট টাইটানস

Also Check : আইপিএলের পুরস্কার তালিকা | IPL Prize Winners List Year Wise

ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ ২০২২ সম্পর্কে এই লেখা তোমাদের কেমন লাগলো আমাদের কমেন্টে জানিও।

ভেন্যু :

করোনার জন্য গত বছর মাঝ পথে বন্ধ করতে হয়েছিল আইপিএল ২০২১ সেই কথা মাথায় রেখে আইপিএলের ১৫ তম পর্বের গ্রুপ পর্যায়ের ম্যাচ গুলির জন্য মুম্বাই পুনের স্টেডিয়াম বেছে নেওয়া হয় । আইপিএল ২০২২ এর প্লে অফের দুটি ম্যাচ কলকাতার ইডেন গার্ডেনস এবং প্লে অফের একটি ম্যাচ ও ফাইনাল অনুষ্ঠিত হয় বিশ্বের বৃহত্তম ক্রিকেট স্টেডিয়াম আহামদেবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে

সংখ্যায় আইপিএল ২০২২ ( IPL 2022 Stats) :

  • আইপিএল ২০২২ তে মোট অর্ধশত রানের সংখ্যা।
  • ৮ : আইপিএল ২০২২ তে মোট শতকের সংখ্যা ।
  • ১০৬২ : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ২০২২ তে মোট ৬ এর সংখ্যা।
  • ৪৫ (জস্ বাটলার ) : আইপিএল ২০২২ তে একটি ব্যাটসম্যানের সর্বোচ্চ ছয় মারার রেকর্ড।
  • ৮৩ (জস্ বাটলার ) : আইপিএল ২০২২ তে একটি ব্যাটসম্যানের সর্বোচ্চ চার মারার রেকর্ড।
  • ১৪০ (ডি কক ) : ২০২২ সালের আইপিলের এক ইনিংসে ব্যাক্তিগত সর্বোচ্চ স্কোর।
  • ০ : আইপিএল ২০২২ তে মোট সুপার ওভার সংখ্যা।
  • ২৭ : (যুবেন্দ্র চাহাল ,রাজস্থান রয়্যালস ) : আইপিএল ২০২২ তে সর্বোচ উইকেটের অধিকারী।
  • ৮৬৩ (জস্ বাটলার) : আইপিএল ২০২২ তে সর্বোচ্চ রান স্কোরার ।
  • ১৫৭.৩ কিমি/ ঘণ্টা ( লকি ফার্গুসন ) : আইপিএল ২০২২ এর সব থেকে দ্রুত গতির বল ।

ফাইনাল ও চ্যাম্পিয়ন

IPL-2022-At-a-Glance

২৯ ই মে আহামদেবাদে এ অনুষ্ঠিত হয় ১৫ তম আইপিএলের ফাইনাল,যেটি ছিল এই সেশনের ৭২ তম তথা শেষ ম্যাচ। গুজরাট টাইটানস তাদের প্রথম আইপিএলে ভাগ নিলেও তারা লিগের ফাইনালে পৌঁছায় অপর দিকে ছিল ২০০৮ সালের আইপিল চ্যাম্পিয়ন রাজস্থান রয়্যালস

সঞ্জু স্যামসনের অধিনায়কত্বে ফাইনালে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় রাজস্থান রয়্যালস । প্রথমে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৯ উইকটের বিনিময়ে মাত্র ১৩০ রান করে রাজস্থান রয়ালস ।
জবাবে ব্যাট করতে নেমে রাজস্থানের ভালো বোলিংয়ের সামনে চাপে পরে গুজরাট টাইটানস। কিন্তু পরে এই লক্ষ্যে সহজেই পৌঁছায় গুজরাটের দলে, ১৮.১ ওভারে ৩ উইকেটের বিনিময়ে ১৩৩ রান করে ৭ উইকেটে আইপিএল ২০২২ এর ফাইনাল ম্যাচ জিতে ইন্ডিয়ান প্রেমিয়ার লীগ ২০২২ এর চ্যাম্পিয়ন হয় গুজরাট টাইটানস

আইপিএল ২০২২ পুরস্কার প্রাপকদের সম্পূর্ণ তালিকা :

আইপিএল ২০২২ চ্যাম্পিয়ন (IPL 2022 Champions)গুজরাট টাইটানস (Gujrat Titans)
আইপিএল ২০২২ রানার আপ (IPL 2022 Runner up )রাজস্থান রয়্যালস (Rajasthan Royals)
বেগুনি টুপি (Purple cap)যুবেন্দ্র চাহাল ,রাজস্থান রয়্যালস (Yuzvendra Chahal) ২৭ উইকেট।
কমলা টুপি (Orange Cap)জস্ বাটলার, রাজস্থান রয়্যালস (Jos buttler ) ৮৬৩ রান।
মরসুমের উঠতি প্লেয়ার (Emerging Player of the Season)উমরান মালিক (Umran Mallik)
মরসুমের পারফেক্ট ক্যাচ (Perfect Catch of the Season)এভিন লুইস (Evin Lewis, LSG)
মরসুমে গেম চেঞ্জার (Game Changer of the Season)জস্ বাটলার, রাজস্থান রয়্যালস (Jos buttler )
মরসুমের পাওয়ার প্লেয়ার (Power Player of the Season)দীনেশ কার্তিক (Dinesh Karthik, RCB)
IPL 2022 – List of Award Winners

To check our latest Posts - Click Here

Telegram

Mukesh Dhariwal

Active author of BanglaQuiz.in. Quiz and GK enthusiast , Quiz Master

Related Articles

Back to top button