General Knowledge Notes in BengaliGeography Notes

ভারতের বিভিন্ন নদীর সঙ্গমস্থল । River confluences of India

Rivers and their places of confluence

ভারতের বিভিন্ন নদীর সঙ্গমস্থল

প্রিয় পাঠকেরা, আজকে আমরা আলোচনা করবো ভারতের কিছু গুরুত্বপূর্ণ নদীর সঙ্গমস্থল (Rivers and their places of confluence ) নিয়ে। এই বিভিন্ন নদীর সঙ্গমস্থল বা নদীর সংযোগস্থল থেকে মাঝে মধ্যেই প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলিতে প্রশ্ন এসে থাকে । তাই ছকের মাধ্যমে সুন্দর করে এই টপিকটি কভার করা হলো।

বিভিন্ন নদীর সঙ্গমস্থল তালিকা

ক্রমঃনদীর নামসঙ্গমস্থল
অলকানন্দা ও ধৌলিগঙ্গা/ বিষ্ণুগঙ্গাবিষ্ণুপ্রয়াগ
অলকানন্দা ও নন্দাকিনীনন্দপ্রয়াগ
অলকানন্দা ও পিণ্ডারি গঙ্গা কর্ণপ্রয়াগ
অলকানন্দা ও ভাগীরথীদেবপ্রয়াগ
অলকানন্দা ও মন্দাকিনীরুদ্রপ্রয়াগ
অলকানন্দা ও সরস্বতীকেশবপ্রয়াগ
কৃষ্ণা ও তুঙ্গভদ্রাআলমপুর
গঙ্গা ও কোশীকুরুশিলা
গঙ্গা ও গণ্ডকহাজীপুর
১০গঙ্গা ও যমুনাএলাহাবাদ
১১গঙ্গা-যমুনা-সরস্বতীপ্রয়াগরাজ
১২গোদাবরী ও ইন্দ্রাবতীভদ্রকালী
১৩তুঙ্গ ও ভদ্রাকুডলী
১৪ভাগীরথী ও নীলগঙ্গা  গুপ্ত প্রয়াগ
১৫ভাগীরথী ও ন্যাসগঙ্গাইন্দ্রপ্রয়াগ
১৬ভাগীরথী ও শ্যামগঙ্গা শ্যামপ্রয়াগ
১৭মন্দাকিনী ও অলশতরঙ্গিনীসূর্য প্রয়াগ
১৮যমুনা ও বেতোয়াহামিরপুর
১৯যমুনা, চম্বল, পহুজ, সিন্ধ ও কুমারীপাঁচনদ
২০শতদ্রু ও বিপাশাহারিকে জলাভূমি
২১সুবর্ণরেখা ও খরকাই জামশেদপুর 
২২সোমনদী ও মন্দাকিনীসোমপ্রয়াগ
বিভিন্ন নদীর সঙ্গমস্থল

প্রশ্ন ও উত্তর :

প্রয়াগ রাজ কোন কোন নদীর সংগমস্থল ?

গঙ্গা – যমুনা – সরস্বতী

সোম প্রয়াগ কোন কোন নদীর সংগমস্থল ?

সোমনদী ও মন্দাকিনী

দেব প্রয়াগ কোন কোন নদীর সংগমস্থল ?

অলকানন্দা ও ভাগীরথী

কেশব প্রয়াগ কোন কোন নদীর সংগমস্থল ?

অলকানন্দা ও সরস্বতী ।

গুপ্ত প্রয়াগ কোন কোন নদীর সংগমস্থল ?

নীলগঙ্গা ও ভাগীরথী ।

আরো দেখে নাও :

গুরুত্বপূর্ণ নদ-নদী ( PDF )

পশ্চিমবঙ্গের নদনদী

বিখ্যাত শহর ও সংলগ্ন নদী ( PDF )

ভারতের নদী তীরবর্তী প্রসিদ্ধ শহর ( PDF )

পশ্চিমবঙ্গের নদী তীরবর্তী শহর

Download Section

  • File Name : ভারতের বিভিন্ন নদীর সঙ্গমস্থল । River confluences of India – বাংলা কুইজ
  • File format : PDF
  • Size : 1378 KB
  • No. of Pages : 03

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button