Geography NotesGeneral Knowledge Notes in Bengali

ভারতের নদী তীরবর্তী প্রসিদ্ধ শহর তালিকা – PDF

List of Major Indian cities on River Banks

ভারতের নদী তীরবর্তী প্রসিদ্ধ শহর তালিকা

প্রতক্ষ্য বা পরোক্ষ ভাবে নদী আমাদের দৈনন্দিন জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পানীয় জল থেকে শুরু করে পরিবহন মাধ্যম, জলবিদ্যুৎ, তাপবিদ্যুৎ, জীবিকা সরবারহ প্রভৃতির জন্য আমরা নদীর ওপরে নির্ভরশীল । একারণে বেশিরভাগ গুরুত্বপূর্ণ শহরগুলি বিভিন্ন নদীর তীরে অবস্থিত । সেকারণে কোন শহর কোন নদীর তীরে অবস্থিত এই টপিকটি পরীক্ষকদের একটি পছন্দের টপিক এবং বিভিন্ন পরীক্ষায় এর থেকে প্রচুর প্রশ্ন আমরা দেখেছি । ভারতের কিছু বিখ্যাত শহর কোন নদীর তীরে অবস্থিত তার তালিকা এবং অফ-লাইন পড়াশোনার জন্য তার PDF বাংলা কুইজের তরফ থেকে দেওয়া রইল। ভারতের নদী তীরবর্তী প্রসিদ্ধ শহর তালিকা (List of Cities of India on Banks of Rivers in Bengali ) নিচে দেওয়া রইলো।

ভারতের নদী তীরবর্তী শহর তালিকা

শহরের নামনদ/নদীরাজ্য
অযোধ্যাসরযূউত্তরপ্রদেশ
আগ্রাযমুনাউত্তরপ্রদেশ
আমেদাবাদসবরমতীগুজরাত
আসানসোলদামোদরপশ্চিমবঙ্গ
এলাহাবাদগঙ্গা-যমুনা-
সরস্বতীর সঙ্গমস্থল
উত্তরপ্রদেশ
কটকমহানদীওড়িশা
কোটাচম্বলরাজস্থান
ক্যানিংমাতলাপশ্চিমবঙ্গ
কানপুরগঙ্গাউত্তরপ্রদেশ
কলকাতাহুগলিপশ্চিমবঙ্গ
শ্রীনগরবিতস্তাজম্মু ও কাশ্মীর
মানালিবিপাশাহিমাচল প্রদেশ
ভাকরাশতদ্রুপাঞ্জাব
হরিদ্বারগঙ্গাউত্তরপ্রদেশ
বারাণসীগঙ্গাউত্তরপ্রদেশ
পাটনাগঙ্গাবিহার
ভাগলপুরগঙ্গাবিহার
মথুরাযমুনাউত্তরপ্রদেশ
দিল্লিযমুনাদিল্লি
ডিব্ৰুগড়ব্রহ্মপুত্রআসাম
তেজপুরব্রহ্মপুত্রআসাম
গুয়াহাটিব্রহ্মপুত্রআসাম
গোয়ালপাড়াব্রহ্মপুত্রআসাম
ধুবড়িব্রহ্মপুত্রআসাম
জামশেদপুরসুবর্ণরেখাঝাড়খন্ড
সম্বলপুরমহানদীওড়িশা
নাসিকগোদাবরীমহারাষ্ট্র
নিজামাবাদগোদাবরীতেলেঙ্গানা
ঔরঙ্গাবাদঔরঙ্গাবাদঔরঙ্গাবাদ
সাতারাকৃষ্ণামহারাষ্ট্র
বিজয়ওয়াড়াকৃষ্ণাঅন্ধ্রপ্রদেশ
হায়দ্রাবাদমুসিতেলেঙ্গানা
কুর্নুলতুঙ্গভদ্রাঅন্ধ্রপ্রদেশ
শোলাপুরসিনামহারাষ্ট্র
শ্রীরঙ্গমকাবেরীতামিলনাড়
মহীশুরকাবেরীকর্ণাটক
তিরুচিরাপল্লিকাবেরীতামিলনাড়ু
থাঞ্জাভুরকাবেরীতামিলনাড়ু
জব্বলপুরনর্মদামধ্যপ্রদেশ
সুরাটতাপ্তীগুজরাত
জলগাঁওতাপ্তীমহারাষ্ট্র
গান্ধীনগরসবরমতীগুজরাত
ভাদোদরামাহীগুজরাত
লুধিয়ানাশতদ্রুপাঞ্জাব
লখনউগোমতীউত্তরপ্রদেশ
মীরাটগঙ্গা-যমুনা দো-আবউত্তরপ্রদেশ
জম্মুতাওয়াইজম্মু ও কাশ্মীর
নেল্লোরপেনারঅন্ধ্রপ্রদেশ
ফিরোজপুরশতদ্রুপাঞ্জাব
কোয়েম্বাটোরলোয়ালিতামিলনাড়ু
লেসিন্ধুলাদাখ
নাগপুরওয়েনগঙ্গামহারাষ্ট্র
উজ্জয়নশিপ্রামধ্যপ্রদেশ
কোন শহর কোন নদীর তীরে অবস্থিত

এই নোটটির PDF ফাইল নিচের ডাউনলোড লিংক থেকে ডাউনলোড করে নাও ।

Download Section :

  • File Name : ভারতের নদী তীরবর্তী প্রসিদ্ধ শহর
  • File Size : 200 KB
  • No. of Pages : 04
  • Format : PDF
  • Language : Bengali
  • Subject : Indian geography

এরকম আরো কিছু টপিক : 

নদী তীরবর্তী শহর থেকে প্রশ্নোত্তর

আগ্রা শহরটি কোন নদীর তীরে অবস্থিত ?

আগ্রা শহরটি যমুনা নদীর তীরে অবস্থিত ।

কানপুর কোন নদীর তীরে অবস্থিত ?

কানপুর গঙ্গা নদীর তীরে অবস্থিত।

কোটা শহর কোন নদীর তীরে অবস্থিত ?

কোটা শহর চম্বল নদীর তীরে অবস্থিত

হরিদ্বার কোন নদীর তীরে অবস্থিত ?

হরিদ্বার গঙ্গা নদীর তীরে অবস্থিত।

সুরাট কোন নদীর তীরে অবস্থিত ?

সুরাট তাপ্তি নদীর তীরে অবস্থিত

নাসিক কোন নদীর তীরে অবস্থিত ?

নাসিক গোদাবরী নদীর তীরে অবস্থিত।

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

2 Comments

Back to top button