Current TopicsGeneral Knowledge Notes in Bengali

ইসরাইলের প্রধানমন্ত্রী হলেন নাফতালি বেনেট

Naftali Bennett becomes new Israel Prime Minister

ইসরাইলের প্রধানমন্ত্রী হলেন নাফতালি বেনেট

১২ বছর পর ক্ষমতাচুত্য হলেন বেঞ্জামিন নেতানিয়াহু, ইজরায়েলে এবার জোট সরকার

ইসরাইলের প্রধানমন্ত্রী হলেন নাফতালি বেনেট। ইসরালারের নতুন প্রধানমন্ত্রী হলেন ৪৯ বছরের ইহুদি জাতীয়তাবাদী রাজনীতিবিদ নাফতালি বেনেট । ইজরায়েলেরে পার্লামেন্টে অনুমোদন পেল নতুন জোট সরকার যার ফলে প্রাক্তন প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে ছাড়তে হল তাঁর প্রধানমন্ত্রী পদ । ইজরায়েলের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময়ের প্রধানমন্ত্রী ছিলেন তিনি , ২০০৯ সাল অর্থাৎ প্রায় ১২ বছর থেকে ইসরাইলের প্রধানমন্ত্রী পদে ছিলেন তিনি। এবার বিরোধী আসনে বসবেন ইসরাইলের ‘কিং অব ইসরাইল (ইসরাইলের সম্রাট)’ নামে খ্যাত বেঞ্জামিন নেতানিয়াহু।
রাজনৈতিক সংকটের কারণে ইজরায়েলে চারবার নির্বাচন অনুষ্ঠিত হয় । ইসরায়েলের পার্লামেন্ট নেসেটের (Knesset) সদস্যরা নতুন জোট সরকার গঠনের পক্ষে ভোট দিয়েছেন।  নেসেটে ১২০ আসনের পার্লামেন্টে নতুন সরকারের পক্ষে ভোট পড়েছে ৬০ টি, এবং বিপক্ষে ভোট পড়েছে ৫৯ টি।  আটটি ডান, বাম ও মধ্যপন্থী দলের সমন্বয়ে গড়ে উঠেছে এই জোট সরকার। এই আট দলের মধ্যে রয়েছে ছোট্ট একটি আরব গোষ্ঠীও। এই প্রথম সরকার গঠনে যুক্ত হয়েছে তারা। আট দলের জোটের নেতৃত্ব দিতে হবে বেনেটকে। বেনেট দুই বছরের জন্য প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন। এরপর জোটের রূপকার ইয়ের লেপিড প্রধানমন্ত্রী হবেন।

ইসরাইলের রাজধানী : জেরুজালেম
মুদ্রা : ইসরায়েলি শেকেল ।
ইসরাইলের প্রেসিডেন্ট/রাষ্ট্রপতি : আইজ্যাক হার্জগ।
ইসরাইলের প্রধানমন্ত্রী : নাফতালি বেনেট।

আরো দেখে নাও : ২০২১ সালে পুলিৎজার পুরস্কার পেলেন মেঘা রাজাগোপালান

ফরাসি ওপেন ২০২১ জিতলেন জকোভিচ

12th June Current Affairs Capsule in Bengali  2021

To check our latest Posts - Click Here

Telegram

Mukesh Dhariwal

Active author of BanglaQuiz.in. Quiz and GK enthusiast , Quiz Master

Related Articles

Back to top button