General Knowledge Notes in Bengali

পশ্চিমবঙ্গের প্রধান শিল্প কেন্দ্রসমূহ তালিকা

Industry City of West Bengal

5/5 - (1 vote)

পশ্চিমবঙ্গের মুখ্য শিল্পকেন্দ্র সমূহ নিয়ে আজকে আমরা এই আর্টিকেলে আলোচনা করবো। পশ্চিমবঙ্গের কোন শহর কোন শিল্পের জন্য বিখ্যাত তার একটি ধারণা আজকের এই পোস্ট থেকে পেয়ে যাবে। বিভিন্ন প্রতিযোগিতামুলক পরীক্ষা যেমন WBCS, WBP, WBPSC FOOD SI, RRB WBP Constable, WBP SI ইত্যাদির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক এটি। মাঝে মধ্যেই বিভিন্ন পরীক্ষায় কোনো একটি শহরের নাম তুলে দিয়ে জানতে চাওয়া হয় সেই শহরটি কোন শিল্পের জন্য বিখ্যাত। দেখে নেওয়া যাক এই সম্পর্কিত কিছু তথ্য ।

নংশিল্পকেন্দ্রশিল্প
কলকাতাতথ্যপ্রযুক্তি, বি পি ও, জাহাজ নির্মাণ
দুর্গাপুরলৌহ ও ইস্পাত, কয়লা, গ্রাফাইট, শক্তি, রসায়ন, সিমেন্ট, ভারী ইঞ্জিনিয়ারিং, তথ্য প্রযুক্তি
হলদিয়াপেট্রোকেমিক্যাল, তৈল শোধনাগার, রাসায়নিক শিল্প
খড়গপুররসায়ন, মেশিনারি, ভারী ধাতু, অটোমোবাইল, রেলওয়ে, সিমেন্ট
চিত্তরঞ্জন ইলেকট্রনিক লোকোমোটিভ
হাওড়াপাট, হালকা ইঞ্জিনিয়ারিং
কল্যাণীভারী ইঞ্জিনিয়ারিং, ফার্মাসিউটিক্যালস, জৈব প্রযুক্তি, খাদ্য পক্রিয়াকরণ, চাল উৎপাদন
রিষড়াবস্ত্র, পাট, কার্পাস, ভারী ইঞ্জিনিয়ারিং
আসানসোলকয়লা ও লৌহ ইস্পাত, লোকোমোটিভ, ভারী ইঞ্জিনিয়ারিং, সিমেন্ট, তার
১০বজবজপেট্রোলিয়াম, পাট, শক্তি উৎপাদন শিল্প
১১কাঁচরাপাড়াবৈদ্যুতিক লোকোমোটিভ এবং ওয়ার্কশপ, রেলওয়ে কোচ, ফার্নিচার
১২নৈহাটীপাট ও চিত্রকলা
১৩ব্যারাকপুরপাট, রাইফেল, বিমানের যন্ত্রাংশ নির্মাণ শিল্প, ভারী ইঞ্জিনিয়ারিং, ড্রাইসেল, তার
১৪টিটাগড়পাট, ওয়াগন, কাগজ, স্টিল, ভারী ইঞ্জিনিয়ারিং, ইস্পাত

এরকম আরও কিছু পোস্ট

To check our latest Posts - Click Here

Telegram

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Alert: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker