General Knowledge Notes in BengaliGeography Notes

ভারতের বৃহত্তম উচ্চতম দীর্ঘতম বিষয়সমূহ – PDF

Largest, Longest, Tallest in India

ভারতের বৃহত্তম উচ্চতম দীর্ঘতম বিষয়সমূহ

প্রিয় পাঠকেরা , আজকে আমরা আলোচনা করবো ভারতের বৃহত্তম উচ্চতম দীর্ঘতম বিষয়সমূহ নিয়ে। যে কোন প্রতিযোগিতামূল পরীক্ষাগুলির একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক ভারতের বৃহত্তম উচ্চতম দীর্ঘতম বিষয়সমূহ (Largest, Longest, Tallest in India  ) প্রতিটি বিষয় আমরা আলাদা আলাদা করে ছকের মাধ্যমে সুন্দর করে তুলে ধরার চেষ্টা করেছি। সাথে দেওয়া রইলো PDF ফাইল, তোমাদের অফলাইন পড়তে সাহায্য করবে ।

বিভিন্ন উৎসে বিভিন্ন রকমের উচ্চতম, দীর্ঘতম, বৃহত্তম তথ্য দেওয়া রয়েছে । আমরা চেষ্টা করেছি আপডেটেড তথ্য দেওয়ার। অনিচ্ছাকৃত কোনো ভুল থেকে গেলে কমেন্টের মাধ্যমে আমাদের জানাতে পারো , আমরা চেক করে ঠিক করে দেব ।

ভারতের বৃহত্তম বিষয়সমূহ

ভারতের বৃহত্তম বিষয়সমূহের তালিকা নিচে দেওয়া রইলো ।

ক্রমঃভারতের বৃহত্তমবিষয়সমূহ
ভারতের বৃহত্তম বিমানবন্দরইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর (দিল্লি )
ভারতের বৃহত্তম  বিশ্ববিদ্যালয়ইন্দিরা গান্ধী জাতীয় মুক্ত বিশ্ববিদ্যালয়
ভারতের বৃহত্তম রাজ্য (জনসংখ্যায়)উত্তরপ্রদেশ
ভারতের বৃহত্তম মেলাকুম্ভ মেলা
ভারতের বৃহত্তম গুহা মন্দিরকৈলাস মন্দির, ইলোরা (মহারাষ্ট্র)
মানুষের তৈরি ভারতের বৃহত্তম হ্রদগোবিন্দ বল্লভ পন্থ, উত্তরপ্রদেশ
ভারতের বৃহত্তম গম্বুজগোল গম্বুজ
ভারতের বৃহত্তম হোটেলগ্রান্ড হায়াত  ( মুম্বাই )
ভারতের বৃহত্তম লবণাক্ত জলের হ্রদচিল্কা (ওড়িশা )
১০ভারতের বৃহত্তম হ্রদচিল্কা (ওড়িশা )
১১ভারতের বৃহত্তম স্বাদু জলের হ্রদউলার হ্রদ (জম্মু ও কাশ্মীর )
১২ভারতের বৃহত্তম জাদুঘরজাতীয় জাদুঘর (কোলকাতা)
১৩ভারতের বৃহত্তম মসজিদজামা মসজিদ (দিল্লী)
১৪ভারতের বৃহত্তম চিড়িয়াখানাজুলজিকল গার্ডেনস, আলিপুর কোলকাতা
১৫ভারতের বৃহত্তম জলাধারটালা ট্যাঙ্ক (পশ্চিমবঙ্গ )
১৬ভারতের বৃহত্তম সমাধি সৌধতাজমহল (আগ্রা, উত্তর প্রদেশ )
১৭ভারতের বৃহত্তম জেলতিহার সেন্ট্রাল জেল (দিল্লী )
১৮ভারতের বৃহত্তম মরুভুমিথর (রাজস্থান)
১৯ভারতের বৃহত্তম গ্রন্থাগারন্যাশনাল লাইব্রেরি, কলকাতা
২০ভারতের বৃহত্তম তারামণ্ডলবিড়লা তারামণ্ডল  (পশ্চিমবঙ্গ )
২১ভারতের বৃহত্তম ইস্পাত কারখানাভিলাই (ছত্তিসগড় )
২২ভারতের বৃহত্তম নদী দ্বীপমাজুলি (অসম)
২৩ভারতের বৃহত্তম জনবহুল শহরমুম্বাই
২৪ভারতের বৃহত্তম বন্দরমুম্বাই
২৫ভারতের বৃহত্তম পোস্ট অফিসমুম্বাই (GPO )
২৬ভারতের বৃহত্তম রাজ্য (আয়তনে)রাজস্থান
২৭ভারতের বৃহত্তম বারান্দারামেশ্বরম মন্দিরের বারান্দা (তামিলনাড়ু)
২৮ভারতের বৃহত্তম  তৈল শোধনাগাররিলায়েন্স জামনগর রিফাইনারি  (গুজরাট )
২৯ভারতের বৃহত্তম উদ্ভিদ উদ্যানশিবপুর বোটানিক্যাল গার্ডেন, হাওড়া
৩০ভারতের বৃহত্তম প্রাণীর মেলাশোনপুর (বিহার)
৩১ভারতের বৃহত্তম স্টেডিয়ামসল্টলেক (যুবভারতী), কোলকাতা
৩২ভারতের বৃহত্তম স্তূপসাঁচি স্তূপ, মধ্যপ্রদেশ
৩৩ভারতের বৃহত্তম  বদ্বীপসুন্দরবন (পশ্চিমবঙ্গ)
৩৪ভারতের বৃহত্তম গির্জাসেন্ট ক্যাথিড্র্যাল (গোয়া)
৩৫ভারতের বৃহত্তম ব্যাংকস্টেট ব্যাংক অব ইন্ডিয়া
৩৬ভারতের বৃহত্তম গুরুদ্বারস্বর্ণমন্দির, অমৃতসর
৩৭ভারতের বৃহত্তম ঝুলন্তসেতুহাওড়া ব্রিজ (পশ্চিমবঙ্গ )
৩৮ভারতের বৃহত্তম রেল স্টেশনহাওড়া স্টেশন  (পশ্চিমবঙ্গ )
ভারতের বৃহত্তম বিষয়সমূহ

ভারতের দীর্ঘতম বিষয়সমূহ

ভারতের দীর্ঘতম বিষয়সমূহের তালিকা নিচে দেওয়া রইলো ।

ক্রমঃভারতের দীর্ঘতমবিষয়সমূহ
ভারতের দীর্ঘতম উপনদীযমুনা
ভারতের দীর্ঘতম ক্যান্টিলিভার সেতুহাওড়া ব্রিজ
ভারতের দীর্ঘতম খালইন্দিরা গান্ধি খাল , রাজস্থান
ভারতের দীর্ঘতম গুহাঅমরনাথ, জম্মু ও কাশ্মীর
ভারতের দীর্ঘতম জাতীয় সড়কNH44 (শ্রীনগর থেকে কন্যাকুমারী)
ভারতের দীর্ঘতম নদীগঙ্গা
ভারতের দীর্ঘতম নদী সেতুমহাত্মা গান্ধী সেতু (পাটনা)
ভারতের দীর্ঘতম নদী সেতুভূপেন হাজারিকা সেতু (লোহিত নদী, আসাম )
ভারতের দীর্ঘতম পর্বতমালাহিমালয়
১০ভারতের দীর্ঘতম বাঁধহীরাকুঁদ বাঁধ (মহানদী, ওড়িশা )
১১ভারতের দীর্ঘতম বৈদ্যুতিক রেলপথদিল্লী থেকে কোলকাতা (ভায়া পাটনা)
১২ভারতের দীর্ঘতম ময়দানগড়ের মাঠ, কলকাতা
১৩ভারতের দীর্ঘতম রাস্তাগ্রান্ড ট্রাঙ্ক রোড
১৪ভারতের দীর্ঘতম রেলপথডিব্রুগড় (আসাম ) থেকে কন্যাকুমারী
১৫ভারতের দীর্ঘতম রেলস্টেশনগোরক্ষপুর (উত্তরপ্রদেশ)
১৬ভারতের দীর্ঘতম সমুদ্র সৈকতমেরিনা সমুদ্র সৈকত (চেন্নাই )
১৭ভারতের দীর্ঘতম সুড়ঙ্গপীরপাঞ্জাল সুড়ঙ্গ(জম্মু ও কাশ্মীর)
১৮ভারতের ভারতের দীর্ঘতম কেবল স্টেট সেতুবিদ্যাসাগর সেতু
১৯দক্ষিণ ভারতের দীর্ঘতম নদীগোদাবরী
ভারতের দীর্ঘতম বিষয়সমূহ

ভারতের উচ্চতম  বিষয়সমূহ

ভারতের উচ্চতম বিষয়সমূহের তালিকা নিচে দেওয়া রইলো ।

ক্রমঃভারতের উচ্চতমবিষয়সমূহ
ভারতের উচ্চতম  বিমান বন্দরকুশোক বকুল রিম্পোচি বিমানবন্দর (লেহ, লাদাখ )
ভারতের উচ্চতম গ্রাভিটি বাঁধভাকরা বাঁধ (পাঞ্জাব )
ভারতের উচ্চতম জলপ্রপাতকুঞ্চিকল জলপ্রপাত  (কর্ণাটক)
ভারতের উচ্চতম পর্বতশৃঙ্গগডউইন অস্টিন (K2)
ভারতের উচ্চতম পোস্ট অফিসহিক্কিম পোস্ট অফিস (হিমাচল প্রদেশ )
ভারতের উচ্চতম প্রবেশপথবুলন্দ দরওয়াজা , ফতেপুর সিক্রি (আগ্রা)
ভারতের উচ্চতম বাঁধতেহরি ( গঙ্গা নদী, উত্তরাখন্ড )
ভারতের উচ্চতম মিনারকুতুবমিনার (দিল্লি )
ভারতের উচ্চতম যুদ্ধক্ষেত্রসিয়াচেন হিমবাহ
১০ভারতের উচ্চতম রেল স্টেশনঘুম (পশ্চিমবঙ্গ )
১১ভারতের উচ্চতম হ্রদছোলামু হ্রদ
ভারতের উচ্চতম বিষয়সমূহ

আরো দেখে নাও :

পশ্চিমবঙ্গের উচ্চতম, বৃহত্তম, দীর্ঘতম, ব্যস্ততম
ভারতের ব্যাঘ্র প্রকল্পের তালিকা PDF । বিভিন্ন ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্র
পৃথিবীর উচ্চতম বিষয়সমূহ | List of highest features on Earth
ভারতের সমস্ত পিনকোড জোন - Postal Index Number
ভারতের বিভিন্ন রাজ্যের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী – PDF

Download Section 

  • File Name : ভারতের বৃহত্তম উচ্চতম দীর্ঘতম বিষয়সমূহ – PDF – বাংলা কুইজ
  • File Size : 1431 KB
  • No. of Pages : 05
  • Format : PDF
  • Language : Bengali

ভারতের উচ্চতম রেল স্টেশন কোনটি ?

দার্জিলিং এর ঘুম রেলস্টেশন

ভারতের ব্যস্ততম রেল স্টেশন কোনটি ?

শিয়ালদহ

ভারতের বৃহত্তম হিমবাহের নাম কি ?

সিয়াচেন হিমবাহ

ভারতের উচ্চতম মালভূমির নাম কি ?

লাদাখ

দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি ?

আনাইমুদি

ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক কোনটি?

NH44

ভারতের দীর্ঘতম বাঁধ কোনটি?

হীরাকুঁদ বাঁধ ( মহানদীর ওপরে )

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button