ভারতের বৃহত্তম উচ্চতম দীর্ঘতম বিষয়সমূহ – PDF
Largest, Longest, Tallest in India
ভারতের বৃহত্তম উচ্চতম দীর্ঘতম বিষয়সমূহ
প্রিয় পাঠকেরা , আজকে আমরা আলোচনা করবো ভারতের বৃহত্তম উচ্চতম দীর্ঘতম বিষয়সমূহ নিয়ে। যে কোন প্রতিযোগিতামূল পরীক্ষাগুলির একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক ভারতের বৃহত্তম উচ্চতম দীর্ঘতম বিষয়সমূহ (Largest, Longest, Tallest in India ) প্রতিটি বিষয় আমরা আলাদা আলাদা করে ছকের মাধ্যমে সুন্দর করে তুলে ধরার চেষ্টা করেছি। সাথে দেওয়া রইলো PDF ফাইল, তোমাদের অফলাইন পড়তে সাহায্য করবে ।
Table of Contents
বিভিন্ন উৎসে বিভিন্ন রকমের উচ্চতম, দীর্ঘতম, বৃহত্তম তথ্য দেওয়া রয়েছে । আমরা চেষ্টা করেছি আপডেটেড তথ্য দেওয়ার। অনিচ্ছাকৃত কোনো ভুল থেকে গেলে কমেন্টের মাধ্যমে আমাদের জানাতে পারো , আমরা চেক করে ঠিক করে দেব ।
ভারতের বৃহত্তম বিষয়সমূহ
ভারতের বৃহত্তম বিষয়সমূহের তালিকা নিচে দেওয়া রইলো ।
ক্রমঃ | ভারতের বৃহত্তম | বিষয়সমূহ |
---|---|---|
১ | ভারতের বৃহত্তম বিমানবন্দর | ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর (দিল্লি ) |
২ | ভারতের বৃহত্তম বিশ্ববিদ্যালয় | ইন্দিরা গান্ধী জাতীয় মুক্ত বিশ্ববিদ্যালয় |
৩ | ভারতের বৃহত্তম রাজ্য (জনসংখ্যায়) | উত্তরপ্রদেশ |
৪ | ভারতের বৃহত্তম মেলা | কুম্ভ মেলা |
৫ | ভারতের বৃহত্তম গুহা মন্দির | কৈলাস মন্দির, ইলোরা (মহারাষ্ট্র) |
৬ | মানুষের তৈরি ভারতের বৃহত্তম হ্রদ | গোবিন্দ বল্লভ পন্থ, উত্তরপ্রদেশ |
৭ | ভারতের বৃহত্তম গম্বুজ | গোল গম্বুজ |
৮ | ভারতের বৃহত্তম হোটেল | গ্রান্ড হায়াত ( মুম্বাই ) |
৯ | ভারতের বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ | চিল্কা (ওড়িশা ) |
১০ | ভারতের বৃহত্তম হ্রদ | চিল্কা (ওড়িশা ) |
১১ | ভারতের বৃহত্তম স্বাদু জলের হ্রদ | উলার হ্রদ (জম্মু ও কাশ্মীর ) |
১২ | ভারতের বৃহত্তম জাদুঘর | জাতীয় জাদুঘর (কোলকাতা) |
১৩ | ভারতের বৃহত্তম মসজিদ | জামা মসজিদ (দিল্লী) |
১৪ | ভারতের বৃহত্তম চিড়িয়াখানা | জুলজিকল গার্ডেনস, আলিপুর কোলকাতা |
১৫ | ভারতের বৃহত্তম জলাধার | টালা ট্যাঙ্ক (পশ্চিমবঙ্গ ) |
১৬ | ভারতের বৃহত্তম সমাধি সৌধ | তাজমহল (আগ্রা, উত্তর প্রদেশ ) |
১৭ | ভারতের বৃহত্তম জেল | তিহার সেন্ট্রাল জেল (দিল্লী ) |
১৮ | ভারতের বৃহত্তম মরুভুমি | থর (রাজস্থান) |
১৯ | ভারতের বৃহত্তম গ্রন্থাগার | ন্যাশনাল লাইব্রেরি, কলকাতা |
২০ | ভারতের বৃহত্তম তারামণ্ডল | বিড়লা তারামণ্ডল (পশ্চিমবঙ্গ ) |
২১ | ভারতের বৃহত্তম ইস্পাত কারখানা | ভিলাই (ছত্তিসগড় ) |
২২ | ভারতের বৃহত্তম নদী দ্বীপ | মাজুলি (অসম) |
২৩ | ভারতের বৃহত্তম জনবহুল শহর | মুম্বাই |
২৪ | ভারতের বৃহত্তম বন্দর | মুম্বাই |
২৫ | ভারতের বৃহত্তম পোস্ট অফিস | মুম্বাই (GPO ) |
২৬ | ভারতের বৃহত্তম রাজ্য (আয়তনে) | রাজস্থান |
২৭ | ভারতের বৃহত্তম বারান্দা | রামেশ্বরম মন্দিরের বারান্দা (তামিলনাড়ু) |
২৮ | ভারতের বৃহত্তম তৈল শোধনাগার | রিলায়েন্স জামনগর রিফাইনারি (গুজরাট ) |
২৯ | ভারতের বৃহত্তম উদ্ভিদ উদ্যান | শিবপুর বোটানিক্যাল গার্ডেন, হাওড়া |
৩০ | ভারতের বৃহত্তম প্রাণীর মেলা | শোনপুর (বিহার) |
৩১ | ভারতের বৃহত্তম স্টেডিয়াম | সল্টলেক (যুবভারতী), কোলকাতা |
৩২ | ভারতের বৃহত্তম স্তূপ | সাঁচি স্তূপ, মধ্যপ্রদেশ |
৩৩ | ভারতের বৃহত্তম বদ্বীপ | সুন্দরবন (পশ্চিমবঙ্গ) |
৩৪ | ভারতের বৃহত্তম গির্জা | সেন্ট ক্যাথিড্র্যাল (গোয়া) |
৩৫ | ভারতের বৃহত্তম ব্যাংক | স্টেট ব্যাংক অব ইন্ডিয়া |
৩৬ | ভারতের বৃহত্তম গুরুদ্বার | স্বর্ণমন্দির, অমৃতসর |
৩৭ | ভারতের বৃহত্তম ঝুলন্তসেতু | হাওড়া ব্রিজ (পশ্চিমবঙ্গ ) |
৩৮ | ভারতের বৃহত্তম রেল স্টেশন | হাওড়া স্টেশন (পশ্চিমবঙ্গ ) |
ভারতের দীর্ঘতম বিষয়সমূহ
ভারতের দীর্ঘতম বিষয়সমূহের তালিকা নিচে দেওয়া রইলো ।
ক্রমঃ | ভারতের দীর্ঘতম | বিষয়সমূহ |
---|---|---|
১ | ভারতের দীর্ঘতম উপনদী | যমুনা |
২ | ভারতের দীর্ঘতম ক্যান্টিলিভার সেতু | হাওড়া ব্রিজ |
৩ | ভারতের দীর্ঘতম খাল | ইন্দিরা গান্ধি খাল , রাজস্থান |
৪ | ভারতের দীর্ঘতম গুহা | অমরনাথ, জম্মু ও কাশ্মীর |
৫ | ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক | NH44 (শ্রীনগর থেকে কন্যাকুমারী) |
৬ | ভারতের দীর্ঘতম নদী | গঙ্গা |
৭ | ভারতের দীর্ঘতম নদী সেতু | মহাত্মা গান্ধী সেতু (পাটনা) |
৮ | ভারতের দীর্ঘতম নদী সেতু | ভূপেন হাজারিকা সেতু (লোহিত নদী, আসাম ) |
৯ | ভারতের দীর্ঘতম পর্বতমালা | হিমালয় |
১০ | ভারতের দীর্ঘতম বাঁধ | হীরাকুঁদ বাঁধ (মহানদী, ওড়িশা ) |
১১ | ভারতের দীর্ঘতম বৈদ্যুতিক রেলপথ | দিল্লী থেকে কোলকাতা (ভায়া পাটনা) |
১২ | ভারতের দীর্ঘতম ময়দান | গড়ের মাঠ, কলকাতা |
১৩ | ভারতের দীর্ঘতম রাস্তা | গ্রান্ড ট্রাঙ্ক রোড |
১৪ | ভারতের দীর্ঘতম রেলপথ | ডিব্রুগড় (আসাম ) থেকে কন্যাকুমারী |
১৫ | ভারতের দীর্ঘতম রেলস্টেশন | গোরক্ষপুর (উত্তরপ্রদেশ) |
১৬ | ভারতের দীর্ঘতম সমুদ্র সৈকত | মেরিনা সমুদ্র সৈকত (চেন্নাই ) |
১৭ | ভারতের দীর্ঘতম সুড়ঙ্গ | পীরপাঞ্জাল সুড়ঙ্গ(জম্মু ও কাশ্মীর) |
১৮ | ভারতের ভারতের দীর্ঘতম কেবল স্টেট সেতু | বিদ্যাসাগর সেতু |
১৯ | দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী | গোদাবরী |
ভারতের উচ্চতম বিষয়সমূহ
ভারতের উচ্চতম বিষয়সমূহের তালিকা নিচে দেওয়া রইলো ।
ক্রমঃ | ভারতের উচ্চতম | বিষয়সমূহ |
---|---|---|
১ | ভারতের উচ্চতম বিমান বন্দর | কুশোক বকুল রিম্পোচি বিমানবন্দর (লেহ, লাদাখ ) |
২ | ভারতের উচ্চতম গ্রাভিটি বাঁধ | ভাকরা বাঁধ (পাঞ্জাব ) |
৩ | ভারতের উচ্চতম জলপ্রপাত | কুঞ্চিকল জলপ্রপাত (কর্ণাটক) |
৪ | ভারতের উচ্চতম পর্বতশৃঙ্গ | গডউইন অস্টিন (K2) |
৫ | ভারতের উচ্চতম পোস্ট অফিস | হিক্কিম পোস্ট অফিস (হিমাচল প্রদেশ ) |
৬ | ভারতের উচ্চতম প্রবেশপথ | বুলন্দ দরওয়াজা , ফতেপুর সিক্রি (আগ্রা) |
৭ | ভারতের উচ্চতম বাঁধ | তেহরি ( গঙ্গা নদী, উত্তরাখন্ড ) |
৮ | ভারতের উচ্চতম মিনার | কুতুবমিনার (দিল্লি ) |
৯ | ভারতের উচ্চতম যুদ্ধক্ষেত্র | সিয়াচেন হিমবাহ |
১০ | ভারতের উচ্চতম রেল স্টেশন | ঘুম (পশ্চিমবঙ্গ ) |
১১ | ভারতের উচ্চতম হ্রদ | ছোলামু হ্রদ |
আরো দেখে নাও :
পশ্চিমবঙ্গের উচ্চতম, বৃহত্তম, দীর্ঘতম, ব্যস্ততম
ভারতের ব্যাঘ্র প্রকল্পের তালিকা PDF । বিভিন্ন ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্র
পৃথিবীর উচ্চতম বিষয়সমূহ | List of highest features on Earth
ভারতের সমস্ত পিনকোড জোন - Postal Index Number
ভারতের বিভিন্ন রাজ্যের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী – PDF
Download Section
- File Name : ভারতের বৃহত্তম উচ্চতম দীর্ঘতম বিষয়সমূহ – PDF – বাংলা কুইজ
- File Size : 1431 KB
- No. of Pages : 05
- Format : PDF
- Language : Bengali
ভারতের উচ্চতম রেল স্টেশন কোনটি ?
দার্জিলিং এর ঘুম রেলস্টেশন
ভারতের ব্যস্ততম রেল স্টেশন কোনটি ?
শিয়ালদহ
ভারতের বৃহত্তম হিমবাহের নাম কি ?
সিয়াচেন হিমবাহ
ভারতের উচ্চতম মালভূমির নাম কি ?
লাদাখ
দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি ?
আনাইমুদি
ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক কোনটি?
NH44
ভারতের দীর্ঘতম বাঁধ কোনটি?
হীরাকুঁদ বাঁধ ( মহানদীর ওপরে )
To check our latest Posts - Click Here