তেলেঙ্গানার রামাপ্পা মন্দির – ভারতের নতুন UNESCO ওয়ার্ল্ড হেরিটেজ সাইট
Telangana’s Ramappa temple inscribed as a World Heritage Site

তেলেঙ্গানার রামাপ্পা মন্দির – ভারতের নতুন UNESCO ওয়ার্ল্ড হেরিটেজ সাইট
ভারতের নতুন UNESCO ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা পেলো তেলেঙ্গানার রামাপ্পা মন্দির। মন্দিরটি কাকাতিয়া রুদেশ্বর মন্দির ও রামলিঙ্গেশ্বর মন্দির নামেও পরিচিত।
২৫শে জুলাই ২০২১ রবিবার ইউনেস্কো তাদের টুইটারে এমনি তথ্য প্রকাশ করেছে ।
কাকাতিয়া রুদ্রেশ্বর মন্দিরটিকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজের মর্যাদা দেওয়ার পরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তেলাঙ্গনার বাসিন্দাদের অভিনন্দন জানিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় বার্তা দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন এটি একটি দুর্দান্ত ঘটনা। তেলাঙ্গনার বাসিন্দাদের তিনি শুভেচ্ছা জানিয়েছেন। মন্দির চত্বরটি দেখার জন্য তিনি সকলের কাছে আবেদন জানিয়েছেন।
Excellent! Congratulations to everyone, specially the people of Telangana.
— Narendra Modi (@narendramodi) July 25, 2021
The iconic Ramappa Temple showcases the outstanding craftsmanship of great Kakatiya dynasty. I would urge you all to visit this majestic Temple complex and get a first-hand experience of it’s grandness. https://t.co/muNhX49l9J pic.twitter.com/XMrAWJJao2
কাকাতিয়া রুদ্রেশ্বর মন্দির
মন্দিরটি দক্ষিণ ভারতের তেলেঙ্গানা রাজ্যের হায়দ্রাবাদ শহর থেকে ১৫৭ কিলোমিটার দূরের কাকাতীয়া রাজ্যের প্রাচীন রাজধানী ওয়ারঙ্গাল থেকে ৭৭ কিমি দূরে অবস্থিত।
দেখে নাও :

ত্রয়োদশ শতাব্দীতে কাকতিয়া রাজা গণপতিদেবের এক সেনাপতি রেচেরলা রুদ্র এই মন্দিরটি নির্মাণ করেছিলেন। তবে প্রচলিত লোককথা অনুযায়ী এই মন্দিরটি নির্মাণ করেছিলেন হিন্দু দেবতা বিশ্বকর্মা স্বয়ং।
১২১৩ খ্রিস্টাব্দে এই মন্দিরটির নির্মাণ কার্য শুরু হয় এবং প্রায় ৪০বছর ধরে এর নির্মাণ কার্য চলে।
মন্দিরটিতে একটি শিবালয় রয়েছে যেখানে ভগবান রামলিঙ্গেশ্বরের পূজা করা হয়।
মার্কো পোলো কাকাতিয়া সাম্রাজ্যের পরিদর্শনকালে মন্দিরটিকে “মন্দিরের নক্ষত্রপুঞ্জের উজ্জ্বলতম তারা” বলে অভিহিত করেছিলেন।
To check our latest Posts - Click Here