NotesGeneral Knowledge Notes in Bengali

ভারতের বিশ্ব ঐতিহ্যবাহী স্থান সমূহ তালিকা PDF – UNESCO World Heritage Sites in India

UNESCO World Heritage Sites in India

ভারতের বিশ্ব ঐতিহ্যবাহী স্থান সমূহ তালিকা

ভারতের হেরিটেজ সাইট তালিকা : UNESCO স্বীকৃত ভারতের ঐতিহ্যবাহী স্থানগুলি (UNESCO World Heritage Sites) পরীক্ষকদের প্রিয় টপিকগুলির একটি। UPSC, WBCS, SSC, RRB -যে কোনো পরীক্ষায় এর থেকে প্রশ্ন এসেই থাকে । পরীক্ষার আগে এই স্থানগুলির কোনটি কোন রাজ্যে অবস্থিত একটু দেখে রাখলে অনেকক্ষেত্রেই প্রশ্ন কমন পাওয়া যায় । ভারতের বিশ্ব ঐতিহ্যবাহী স্থান সমূহ (UNESCO World Heritage Site India ) |

ভারতে এরকম মোটটি ৪২ টি ওয়ার্ল্ড হেরিটেজ সাইট বা বিশ্ব ঐতিহ্যবাহী স্থান রয়েছে। এর মধ্যে ৩২ টি সাংস্কৃতিক সাইট, ৭টি প্রাকৃতিক সাইট এবং ১টি মিশ্র-মানদণ্ডের সাইট অন্তর্ভুক্ত রয়েছে । মোট ঐতিহ্যবাহী স্থানের সংখ্যার ভিত্তিতে ভারত বিশ্বে ষষ্ঠ স্থান অধিকার করে আছে ।

UNESCO World Heritage Sites in India Bengali PDF.

UNESCO – র বিশ্ব ঐতিহ্য তালিকায় ভারত

সালঐতিহ্যবাহী স্থানরাজ্য
১৯৮৩অজন্তা গুহামহারাষ্ট্র
১৯৮৩ইলোরা গুহামহারাষ্ট্র
১৯৮৩আগ্রা দুর্গউত্তরপ্রদেশ
১৯৮৩তাজমহলউত্তরপ্রদেশ
১৯৮৪সূর্যমন্দিরওড়িশা (কোণারক)
১৯৮৫মহাবলীপূরম সৌধসমূহতামিলনাড়ু
১৯৮৫কাজিরাঙ্গ জাতীয় উদ্যানআসাম
১৯৮৫মানস অভয়ারণ্যআসাম
১৯৮৫কেওলাদেও -ঘানা জাতীয় উদ্যানরাজস্থান
১৯৮৬গোয়ার চার্চ ও কনভেন্ট সমূহগোয়া
১৯৮৬খাজুরাহোর মন্দির সমূহমধ্যপ্রদেশ
১৯৮৬হাম্পির সৌধসমূহকর্ণাটক
১৯৮৬ফতেপুর সিক্রিউত্তরপ্রদেশ
১৯৮৭সুন্দরবন জাতীয় উদ্যানপশ্চিমবঙ্গ
১৯৮৭পাট্টাডাকাল – এর পর্বতসমষ্টিকর্নাটক
১৯৮৭দ্য গ্রেট লিভিং চোলা মন্দিরতামিলনাড়ু
১৯৮৭এলিফ্যান্টা গুহামহারাষ্ট্র
১৯৮৮নন্দাদেবী জাতীয় উদ্যানউত্তরাখণ্ড
১৯৮৯সাঁচীর বৌদ্ধ স্তুপমধ্যপ্রদেশ
১৯৯৩কুতুবমিনার ও স্মৃতিসৌধদিল্লি
১৯৯৩হুমায়ুনের গোরস্থানদিল্লি
১৯৯৯দার্জিলিং পার্বত্য রেলপশ্চিমবঙ্গ
২০০২বুদ্ধগয়া মহাবোধি মন্দিরবিহার
২০০৩ভীমবেটকার রকশেল্টারমধ্যপ্রদেশ
২০০৪চম্পানের পাজগড় প্রত্নতাত্ত্বিক উদ্যানগুজরাট
২০০৪ছত্রপতি শিবাজি রেলওয়ে টার্মিনাসমহারাষ্ট্র
২০০৭লালকেল্লাদিল্লি
২০০৮কালকা-সিমলা রেললাইনহিমাচল প্রদেশ
২০১০যন্তর-মন্তররাজস্থান
২০১২পশ্চিমঘাটকেরালা
২০১৩হিল ফোর্টস্ অফ রাজস্থানরাজস্থান
২০১৪রানি কি ভাওগুজরাট
২০১৪গ্রেট হিমালয়ান ন্যাশনাল পার্কহিমাচল প্রদেশ
২০১৬নালন্দাবিহার
২০১৬কাঞ্চনজঙ্ঘা জাতীয় উদ্যানসিকিম
২০১৬দ্য আর্কিটেকচারাল ওয়ার্ক অফ লে করবুসায়ারচন্ডীগড়
২০১৭ঐতিহাসিক শহর – আমেদাবাদগুজরাট
২০১৮মুম্বাইয়ের ভিক্টোরিয়ান ও আর্ট ডেকো এনসেম্বলমহারাষ্ট্র
২০১৯জয়পুররাজস্থান
২০২১কাকাতিয়া রুদেশ্বর মন্দির (রামাপ্পা )তেলেঙ্গানা
২০২১ধোলাভিরাগুজরাট
২০২৩শান্তিনিকেতনপশ্চিমবঙ্গ
২০২৩বেলুড়, হালেবিড ও সোমনান্থপুরের হোয়সালা মন্দিরকর্ণাটক
ভারতের হেরিটেজ সাইট তালিকা

ভারতের রাজ্য গুলির মধ্যে মোট ঐতিহ্যবাহী স্থানের সংখ্যার ভিত্তিতে মহারাষ্ট্র শীর্ষে রয়েছে ( ৫ টি ) । মহারাষ্টের ঠিক পরেই রয়েছে রাজস্থান ।

এই নোটটির PDF ফাইল নিচের ডাউনলোড লিংক থেকে ডাউনলোড করে নাও ।

Download Section

  • File Name : ভারতের বিশ্ব ঐতিহ্যবাহী স্থান সমূহ
  • File Size : 200 KB
  • No. of Pages : 03
  • Format : PDF
  • Language : Bengali

এরকম আরো কিছু টপিক :

ভারতের হেরিটেজ সাইট সম্পর্কিত প্রশ্ন ও উত্তর

UNESCO কত সালে প্রতিষ্ঠিত হয় ?

১৯৪৫ সালের ১৬ই নভেম্বর ইউনেস্কো প্রতিষ্ঠিত হয়েছিল।

UNESCO কথাটির পুরো অর্থ কি ?

The United Nations Educational, Scientific and Cultural Organization

সুন্দরবন ন্যাশনাল পার্ক ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে ঘোষিত হয় কত সালে ?

১৯৮৭ সালে।

রানি কি ভাও কোন রাজ্যে অবস্থিত ?

গুজরাট।

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button