General Knowledge Notes in BengaliCurrent Topics
২০২০ সালের গুরুত্বপূর্ণ কিছু সাইক্লোন / ঘূর্ণিঝড়ের তালিকা
List of Important Storms of 2020
২০২০ সালের গুরুত্বপূর্ণ কিছু সাইক্লোন
২০২০ সাল শেষের দিকে। দুর্ঘটনায় ভরপুর ২০২০ সাল অন্য বছর গুলি থেকে একটি আলাদা। ভয়াবহ করোনা থেকে বিধ্বংসী সাইক্লোন। যখনই মনে হয়েছে ২০২০ তে এর থেকে ভয়ঙ্কর আর কিছু হতে পারে না, প্রকৃতি আমাদের নতুন ভাবে চমকে দিয়েছে।
২০২০ সালের প্রকৃতির এই খেলায় একটি পাশা ছিল বিধ্বংসী ঘূর্ণাবর্ত । ২০২০ সালের ঘূর্ণাবর্তের তালিকা দেখে নেওয়ার আগে একটু দেখে নেওয়া যাক ঘূর্ণাবর্তগুলিকে কোথায় কি বলে ডাকে।
স্থান | ঘূর্ণাবর্তের স্থানীয় নাম |
আটলান্টিক ও উত্তর-পূর্ব প্রশান্ত মহাসাগর | হ্যারিকেন |
উত্তর-পশ্চিম প্রশান্ত মহাসাগর | টাইফুন |
ভারত মহাসাগর | সাইক্লোন |
তোমাদের জন্য ২০২০ সালের গুরুত্বপূর্ণ সাইক্লোনগুলির তালিকা একসাথে দেওয়া রইলো। যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সাইক্লোন নিভার
- পন্ডিচেরী ও তামিলনাড়ুতে আছড়েপরেছিলো।
- নামকরণ করে – ইরান ।
সাইক্লোন গতি
- সোমালিয়াতে আছড়েপরেছিলো।
- নামকরণ করে – ভারত ।
টাইফুন গনি
- ফিলিপিন্সে আছড়ে পরেছিলো।
টাইফুন হাইসেন
- জাপান ও দক্ষিণ আছড়ে পরেছিলো।
ঘূর্ণাবর্ত আমান্ডা
- এল সালভাডোর-এ আছড়ে পড়েছিল
সাইক্লোন নিসর্গ
- মহারাষ্ট্র ও গুজরাটে আছড়ে পরেছিলো।
- নামকরণ করে – বাংলাদেশ
সাইক্লোন আমফান
- ওড়িশা ও পশ্চিমবঙ্গে আছড়ে পরে।
- নামকরণ করে – থাইল্যান্ড
আরো দেখে নাও :
বিভিন্ন ধরণের ভীতি বা ফোবিয়া | Common Phobia List
ভারতের বায়োস্ফিয়ার রিজার্ভ – PDF
ভারতের আন্তর্জাতিক বিমানবন্দরের তালিকা – PDF
To check our latest Posts - Click Here