ভারতের বায়োস্ফিয়ার রিজার্ভ তালিকা – PDF
List of Biosphere reserves of India

ভারতের বায়োস্ফিয়ার রিজার্ভ তালিকা

প্রিয় পাঠকেরা আজ আমরা আলোচনা করবো ভারতের বায়োস্ফিয়ার রিজার্ভ সম্পর্কিত বিভিন্ন তথ্য। যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার যেমন – WBCS, UPSC, SSC CGL, CHSL, RRB NTPC, RRB Group D, WBPSC, WBP Police ইত্যাদি পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য। মাঝে মধ্যেই কোনো একটি বায়োস্ফিয়ার রিজার্ভের নাম তুলে জানতে চাওয়া হয় সেটি কোন রাজ্যে অবস্থিত। আজকের এই আর্টিকেলে আমরা এই সম্পর্কিত বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য আলোচনা করবো ।
Table of Contents
বায়োস্ফিয়ার রিজার্ভ কাকে বলে ?
UNESCO প্রদত্ত তথ্য অনুযায়ী বায়োস্ফিয়ার রিজার্ভ হলো এমন একটি অঞ্চল যেখানে বিভিন্ন বাস্তুতন্ত্রের মধ্যে সম্পর্কের উন্নয়ন ও সংঘাত প্রতিরোধের পরীক্ষা ও জ্ঞানার্জন করা হয়।
মূলত কোন নির্দিষ্ট অঞ্চলের প্রাকৃতিক সম্পদ নষ্ট হয়ে গেলে কেন্দ্রীয় সরকার আইন প্রণয়ন করে ঐ অঞ্চলের প্রাকৃতিক সম্পদ রক্ষা করে। একে বায়োস্ফিয়ার রিজার্ভ বলে।
বায়োস্ফিয়ার রিজার্ভগুলির মধ্যে স্থলভাগ, সামুদ্রিক এবং উপকূলীয় ইকোসিস্টেম থাকে । প্রতিটি সাইট জীববৈচিত্র সংরক্ষণের ব্যবস্থাকে উৎসাহিত করে।
দেখে নাও : ভারতের জাতীয় উদ্যান
বায়োস্ফিয়ার রিজার্ভ হওয়ার যোগ্যতা :
- প্রতিটি সাইটে প্রকৃতি সংরক্ষণের জন্য একটি সংরক্ষিত অঞ্চল (Core )থাকবে যেখানে বাহ্যিক কোনো ব্যাঘাত থাকবে না ।
- সংরক্ষিত বা কোর অঞ্চলটিতে সমস্ত ধরণের ট্রপিক স্তর থাকতে হবে এবং এর জন্য যথেষ্ট পরিমান বড় হতে হবে ।
- বায়োস্পিয়ার রিজার্ভে স্থানীয় সম্প্রদায় জড়িত থাকে এবং জীববৈচিত্র্য সংরক্ষণে তাদের জ্ঞান ব্যবহার করা হয়।
- বায়োস্পিয়ার রিজার্ভে উপজাতি ও পল্লী জীবনযাত্রার সংরক্ষণ করা হয়।
দেখে নাও : পশ্চিমবঙ্গের জাতীয় উদ্যান | National Parks of West Bengal
বায়োস্পিয়ার রিজার্ভের গঠন
প্রতিটি বায়োস্পিয়ার রিজার্ভ তিনটি জোন বা অঞ্চল নিয়ে গঠিত। এগুলি হলো
১. কেন্দ্র বা Core :
- এটি হলো বায়োস্পিয়ার রিজার্ভের সবথেকে সুরক্ষিত অঞ্চল। এখানে স্থানীয় গাছ ও প্রাণী সংরক্ষিত থাকে।
- এই অঞ্চলটি মানব চলাচল মুক্ত।
২. নিবারক অঞ্চল বা Buffer Zone :
- কেন্দ্র বা কোর অঞ্চল ঘিরে থাকে এই বাফার জোন।
- কোর অঞ্চলকে ব্যাঘাত না ঘটিয়ে বাফার অঞ্চলে সীমিত পর্যটন, মাছ ধরা, পশুপালন প্রভৃতির অনুমতি থাকে।
- এই অঞ্চলটিতে গবেষণা ও শিক্ষামূলক বিভিন্ন কার্যকলাপকে উৎসাহিত করা হয়।
৩. Transition Zone :
- এটি বায়োস্ফিয়ার রিজার্ভের বাইরের অংশ। এটি সহযোগিতার জোন যেখানে মানব উদ্যোগ এবং সংরক্ষণ সমন্বিতভাবে করা হয়।
- এই অঞ্চলটিতে বিভিন্ন অর্থনৈতিক ক্রিয়াকলাপ লক্ষ্য করা যায়।
- এই অঞ্চলে মানব জনবসতি থাকতে পারে।
UNESCO MAB (Man and the Biosphere Programme ) দ্বারা বিশ্বে আন্তর্জাতিক স্তরে স্বীকৃত মোট বায়োস্ফিয়ার রিজার্ভের সংখ্যা হলো ৭০১ টি। এর মধ্যে ভারতের রয়েছে ১২টি ।
UNESCO-র MAB (১৯৭১) দ্বারা স্বীকৃতিযুক্ত ভারতের ১২টি বায়োস্ফিয়ার রিজার্ভ
ক্রম | নাম | স্বীকৃতি | অবস্থান |
---|---|---|---|
১ | নীলগিরি | ২০০০ | তামিলনাডু, কেরল, কর্ণাটক |
২ | মান্নার উপসাগর | ২০০১ | তামিলনাডু |
৩ | সুন্দরবন | ২০০১ | পশ্চিমবঙ্গ |
৪ | নন্দাদেবী | ২০০৪ | উত্তরাখন্ড |
৫ | সিমলিপাল | ২০০৯ | ওড়িশা |
৬ | পাঁচমারি | ২০০৯ | মধ্যপ্রদেশ |
৭ | নোকরেক | ২০০৯ | মেঘালয় |
৮ | আচানাকমার-অমরকন্টক | ২০১২ | মধ্যপ্রদেশ, ছত্তিশগড় |
৯ | গ্রেট নিকবর | ২০১৩ | আন্দামান ও নিকোবর |
১০ | অগস্তমালাই | ২০১৬ | কেরল, তামিলনাডু |
১১ | কাঞ্চনজঙ্ঘা | ২০১৮ | সিকিম |
১২ | পান্না | ২০২০ | মধ্যপ্রদেশ |
ভারত সরকার ভারতে মোট্ ১৮টি বায়োস্ফিয়ার রিজার্ভকে স্বীকৃতি দিয়েছে। এগুলি হলো –
ক্রম | নাম | সাল | অবস্থান |
---|---|---|---|
১ | নীলগিরি | ১৯৮৬ | তামিলনাডু,কেরালা , কর্ণাটক |
২ | নন্দাদেবী | ১৯৮৮ | উত্তরাখন্ড |
৩ | নকরেক | ১৯৮৮ | মেঘালয় |
৪ | মানস | ১৯৮৯ | আসাম |
৫ | সুন্দরবন | ১৯৮৯ | পশ্চিমবঙ্গ |
৬ | মান্নার উপসাগর | ১৯৮৯ | তামিলনাডু |
৭ | গ্রেট নিকোবর | ১৯৮৯ | আন্দামান ও নিকোবর |
৮ | সিমলিপাল | ১৯৯৪ | ওড়িশা |
৯ | ডিব্রু-সাইখোয়া | ১৯৯৭ | আসাম |
১০ | ডিহং-ডিবং | ১৯৯৮ | অরুনাচল প্রদেশ |
১১ | পাঁচমারি | ১৯৯৯ | মধ্যপ্রদেশ |
১২ | কাঞ্চনজঙ্ঘা | ২০০০ | সিকিম |
১৩ | অগস্টামালাই | ২০০১ | কেরালা , তামিলনাডু |
১৪ | আচানাকমার-অমরকন্টক | ২০০৫ | মধ্যপ্রদেশ ও ছত্তিশগড় |
১৫ | বৃহত্তর কচ্ছের রণ | ২০০৮ | গুজরাট |
১৬ | শীতল মরুভূমি (Cold Desert) | ২০০৯ | হিমাচল প্রদেশ ও লাদাখ |
১৭ | সেশচালাম পাহাড় | ২০১০ | অন্ধ্রপ্রদেশ |
১৮ | পান্না | ২০১১ | মধ্যপ্রদেশ |
বায়োস্ফিয়ার রিজার্ভ সম্পর্কিত কিছু প্রশ্ন ও উত্তর
১. পশ্চিমবঙ্গের একমাত্র বায়োস্ফিয়ার রিজার্ভ কোনটি ?
উত্তর : সুন্দরবন।
২. ভারতের প্রাচীনতম বায়োস্ফিয়ার রিজার্ভ কোনটি ?
উত্তর : নীলগিরি যা মূলত পশ্চিমঘাট পর্বতের তামিলনাড়ু, কর্নাটক ও কেরালা অঞ্চলে অবস্থিত।
৩. ভারতের বৃহত্তম বায়োস্ফিয়ার রিজার্ভ কোনটি ?
উত্তর : বৃহত্তর কচ্ছের রণ ( গুজরাট )
৪. ভারতের ক্ষুদ্রতম বায়োস্ফিয়ার রিজার্ভ কোনটি ?
আসামের ডিব্রু-সাইখোয়া
নোটটির PDF ফাইল নিচের ডাউনলোড লিংক থেকে ডাউনলোড করে নাও । ( ভারতের বায়োস্ফিয়ার রিজার্ভ PDF Download )
Download Section
- File Name : ভারতের বায়োস্ফিয়ার রিজার্ভ – PDF – বাংলা কুইজ
- File Size: 1.9 MB
- No. of Pages :
- Format: PDF
- Language : Bengali
- Subject : Geography
আরো দেখে নাও :
ভারতের বিশ্ব ঐতিহ্যবাহী স্থান সমূহ ( PDF )
ভারতের বিখ্যাত মন্দির | Famous Temples of India
ভৌগোলিক ক্ষেত্রে সমমান রেখাসমূহ
To check our latest Posts - Click Here