General Knowledge Notes in BengaliGeography Notes

ভারতের বায়োস্ফিয়ার রিজার্ভ তালিকা – PDF

List of Biosphere reserves of India

ভারতের বায়োস্ফিয়ার রিজার্ভ তালিকা 

Biosphere Zones

প্রিয় পাঠকেরা আজ আমরা আলোচনা করবো ভারতের বায়োস্ফিয়ার রিজার্ভ সম্পর্কিত বিভিন্ন তথ্য। যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার যেমন – WBCS, UPSC, SSC CGL, CHSL, RRB NTPC, RRB Group D, WBPSC, WBP Police ইত্যাদি পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য। মাঝে মধ্যেই কোনো একটি বায়োস্ফিয়ার রিজার্ভের নাম তুলে জানতে চাওয়া হয় সেটি কোন রাজ্যে অবস্থিত। আজকের এই আর্টিকেলে আমরা এই সম্পর্কিত বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য আলোচনা করবো ।

বায়োস্ফিয়ার রিজার্ভ কাকে বলে ?

UNESCO প্রদত্ত তথ্য অনুযায়ী বায়োস্ফিয়ার রিজার্ভ হলো এমন একটি অঞ্চল যেখানে বিভিন্ন বাস্তুতন্ত্রের মধ্যে সম্পর্কের উন্নয়ন ও সংঘাত প্রতিরোধের পরীক্ষা ও জ্ঞানার্জন করা হয়।

মূলত কোন নির্দিষ্ট অঞ্চলের প্রাকৃতিক সম্পদ নষ্ট হয়ে গেলে কেন্দ্রীয় সরকার আইন প্রণয়ন করে ঐ অঞ্চলের প্রাকৃতিক সম্পদ রক্ষা করে। একে বায়োস্ফিয়ার রিজার্ভ বলে।

বায়োস্ফিয়ার রিজার্ভগুলির মধ্যে স্থলভাগ, সামুদ্রিক এবং উপকূলীয় ইকোসিস্টেম থাকে । প্রতিটি সাইট জীববৈচিত্র সংরক্ষণের ব্যবস্থাকে উৎসাহিত করে।

দেখে নাও : ভারতের জাতীয় উদ্যান

বায়োস্ফিয়ার রিজার্ভ হওয়ার যোগ্যতা :

  • প্রতিটি সাইটে প্রকৃতি সংরক্ষণের জন্য একটি সংরক্ষিত অঞ্চল (Core )থাকবে যেখানে বাহ্যিক কোনো ব্যাঘাত থাকবে না ।
  • সংরক্ষিত বা কোর অঞ্চলটিতে সমস্ত ধরণের ট্রপিক স্তর থাকতে হবে এবং এর জন্য যথেষ্ট পরিমান বড় হতে হবে ।
  • বায়োস্পিয়ার রিজার্ভে স্থানীয় সম্প্রদায় জড়িত থাকে এবং জীববৈচিত্র্য সংরক্ষণে তাদের জ্ঞান ব্যবহার করা হয়।
  • বায়োস্পিয়ার রিজার্ভে উপজাতি ও পল্লী জীবনযাত্রার সংরক্ষণ করা হয়।

দেখে নাও : পশ্চিমবঙ্গের জাতীয় উদ্যান | National Parks of West Bengal

বায়োস্পিয়ার রিজার্ভের গঠন

প্রতিটি বায়োস্পিয়ার রিজার্ভ তিনটি জোন বা অঞ্চল নিয়ে গঠিত। এগুলি হলো

১. কেন্দ্র বা Core  : 

  • এটি হলো বায়োস্পিয়ার রিজার্ভের সবথেকে সুরক্ষিত অঞ্চল। এখানে স্থানীয় গাছ ও প্রাণী সংরক্ষিত  থাকে।
  • এই অঞ্চলটি মানব চলাচল মুক্ত।

২. নিবারক অঞ্চল বা Buffer Zone : 

  • কেন্দ্র বা কোর অঞ্চল ঘিরে থাকে এই বাফার জোন।
  • কোর অঞ্চলকে ব্যাঘাত না ঘটিয়ে বাফার অঞ্চলে সীমিত পর্যটন, মাছ ধরা, পশুপালন প্রভৃতির অনুমতি থাকে।
  • এই অঞ্চলটিতে গবেষণা ও শিক্ষামূলক বিভিন্ন কার্যকলাপকে উৎসাহিত করা হয়।

৩. Transition Zone :

  • এটি বায়োস্ফিয়ার রিজার্ভের বাইরের অংশ। এটি সহযোগিতার জোন যেখানে মানব উদ্যোগ এবং সংরক্ষণ সমন্বিতভাবে করা হয়।
  • এই অঞ্চলটিতে বিভিন্ন অর্থনৈতিক ক্রিয়াকলাপ লক্ষ্য করা যায়।
  • এই অঞ্চলে মানব জনবসতি থাকতে পারে।

UNESCO MAB (Man and the Biosphere Programme ) দ্বারা বিশ্বে আন্তর্জাতিক স্তরে স্বীকৃত মোট বায়োস্ফিয়ার রিজার্ভের সংখ্যা হলো ৭০১ টি। এর মধ্যে ভারতের রয়েছে ১২টি ।

UNESCO-র MAB (১৯৭১) দ্বারা স্বীকৃতিযুক্ত ভারতের ১২টি বায়োস্ফিয়ার রিজার্ভ

ক্রমনামস্বীকৃতিঅবস্থান
নীলগিরি২০০০তামিলনাডু, কেরল, কর্ণাটক
মান্নার উপসাগর২০০১তামিলনাডু
সুন্দরবন২০০১পশ্চিমবঙ্গ
নন্দাদেবী২০০৪উত্তরাখন্ড
সিমলিপাল২০০৯ওড়িশা
পাঁচমারি২০০৯মধ্যপ্রদেশ
নোকরেক২০০৯মেঘালয়
আচানাকমার-অমরকন্টক২০১২মধ্যপ্রদেশ, ছত্তিশগড়
গ্রেট নিকবর২০১৩আন্দামান ও নিকোবর
১০অগস্তমালাই২০১৬কেরল, তামিলনাডু
১১কাঞ্চনজঙ্ঘা২০১৮সিকিম
১২পান্না২০২০মধ্যপ্রদেশ
ভারতের বায়োস্ফিয়ার রিজার্ভ

ভারত সরকার ভারতে মোট্ ১৮টি বায়োস্ফিয়ার রিজার্ভকে স্বীকৃতি দিয়েছে। এগুলি হলো –

ক্রমনামসালঅবস্থান
নীলগিরি১৯৮৬তামিলনাডু,কেরালা , কর্ণাটক
নন্দাদেবী১৯৮৮উত্তরাখন্ড
নকরেক১৯৮৮মেঘালয়
মানস১৯৮৯আসাম
সুন্দরবন১৯৮৯পশ্চিমবঙ্গ
মান্নার উপসাগর১৯৮৯তামিলনাডু
গ্রেট নিকোবর১৯৮৯আন্দামান ও নিকোবর
সিমলিপাল১৯৯৪ওড়িশা
ডিব্রু-সাইখোয়া১৯৯৭আসাম
১০ডিহং-ডিবং১৯৯৮অরুনাচল প্রদেশ
১১পাঁচমারি১৯৯৯মধ্যপ্রদেশ
১২কাঞ্চনজঙ্ঘা২০০০সিকিম
১৩অগস্টামালাই২০০১কেরালা , তামিলনাডু
১৪আচানাকমার-অমরকন্টক২০০৫মধ্যপ্রদেশ ও ছত্তিশগড়
১৫বৃহত্তর কচ্ছের রণ২০০৮গুজরাট
১৬শীতল মরুভূমি (Cold Desert)২০০৯হিমাচল প্রদেশ ও লাদাখ
১৭সেশচালাম পাহাড়২০১০অন্ধ্রপ্রদেশ
১৮পান্না২০১১মধ্যপ্রদেশ
ভারত সরকার স্বীকৃত বায়োস্ফিয়ার রিজার্ভ

বায়োস্ফিয়ার রিজার্ভ সম্পর্কিত কিছু প্রশ্ন ও উত্তর

১. পশ্চিমবঙ্গের একমাত্র বায়োস্ফিয়ার রিজার্ভ কোনটি ?

উত্তর : সুন্দরবন।

২. ভারতের প্রাচীনতম বায়োস্ফিয়ার রিজার্ভ কোনটি ?

উত্তর : নীলগিরি যা মূলত পশ্চিমঘাট পর্বতের তামিলনাড়ু, কর্নাটক ও কেরালা অঞ্চলে অবস্থিত।

৩. ভারতের বৃহত্তম বায়োস্ফিয়ার রিজার্ভ কোনটি ?

উত্তর : বৃহত্তর কচ্ছের রণ ( গুজরাট )

৪. ভারতের ক্ষুদ্রতম বায়োস্ফিয়ার রিজার্ভ কোনটি ?

আসামের ডিব্রু-সাইখোয়া

নোটটির PDF ফাইল নিচের ডাউনলোড লিংক থেকে ডাউনলোড  করে নাও । ( ভারতের বায়োস্ফিয়ার রিজার্ভ PDF Download )

Download Section

  • File Name : ভারতের বায়োস্ফিয়ার রিজার্ভ – PDF – বাংলা কুইজ
  • File Size: 1.9 MB
  • No. of Pages :
  • Format: PDF
  • Language : Bengali
  • Subject : Geography

আরো দেখে নাও :

ভারতের বিশ্ব ঐতিহ্যবাহী স্থান সমূহ ( PDF )

ভারতের বিখ্যাত মন্দির | Famous Temples of India

ভৌগোলিক ক্ষেত্রে সমমান রেখাসমূহ

ভারতের উল্লেখযোগ্য জলপ্রপাত

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button