ভারতের বায়োস্ফিয়ার রিজার্ভ তালিকা – PDF
List of Biosphere reserves of India

Table of Contents
ভারতের বায়োস্ফিয়ার রিজার্ভ তালিকা

প্রিয় পাঠকেরা আজ আমরা আলোচনা করবো ভারতের বায়োস্ফিয়ার রিজার্ভ সম্পর্কিত বিভিন্ন তথ্য।
বায়োস্ফিয়ার রিজার্ভ কাকে বলে ?
UNESCO প্রদত্ত তথ্য অনুযায়ী বায়োস্ফিয়ার রিজার্ভ হলো এমন একটি অঞ্চল যেখানে বিভিন্ন বাস্তুতন্ত্রের মধ্যে সম্পর্কের উন্নয়ন ও সংঘাত প্রতিরোধের পরীক্ষা ও জ্ঞানার্জন করা হয়।
মূলত কোন নির্দিষ্ট অঞ্চলের প্রাকৃতিক সম্পদ নষ্ট হয়ে গেলে কেন্দ্রীয় সরকার আইন প্রণয়ন করে ঐ অঞ্চলের প্রাকৃতিক সম্পদ রক্ষা করে। একে বায়োস্ফিয়ার রিজার্ভ বলে।
বায়োস্ফিয়ার রিজার্ভগুলির মধ্যে স্থলভাগ, সামুদ্রিক এবং উপকূলীয় ইকোসিস্টেম থাকে । প্রতিটি সাইট জীববৈচিত্র সংরক্ষণের ব্যবস্থাকে উৎসাহিত করে।
দেখে নাও : ভারতের জাতীয় উদ্যান
বায়োস্ফিয়ার রিজার্ভ হওয়ার যোগ্যতা :
- প্রতিটি সাইটে প্রকৃতি সংরক্ষণের জন্য একটি সংরক্ষিত অঞ্চল (Core )থাকবে যেখানে বাহ্যিক কোনো ব্যাঘাত থাকবে না ।
- সংরক্ষিত বা কোর অঞ্চলটিতে সমস্ত ধরণের ট্রপিক স্তর থাকতে হবে এবং এর জন্য যথেষ্ট পরিমান বড় হতে হবে ।
- বায়োস্পিয়ার রিজার্ভে স্থানীয় সম্প্রদায় জড়িত থাকে এবং জীববৈচিত্র্য সংরক্ষণে তাদের জ্ঞান ব্যবহার করা হয়।
- বায়োস্পিয়ার রিজার্ভে উপজাতি ও পল্লী জীবনযাত্রার সংরক্ষণ করা হয়।
দেখে নাও : পশ্চিমবঙ্গের জাতীয় উদ্যান | National Parks of West Bengal
বায়োস্পিয়ার রিজার্ভের গঠন
প্রতিটি বায়োস্পিয়ার রিজার্ভ তিনটি জোন বা অঞ্চল নিয়ে গঠিত। এগুলি হলো
১. কেন্দ্র বা Core :
- এটি হলো বায়োস্পিয়ার রিজার্ভের সবথেকে সুরক্ষিত অঞ্চল। এখানে স্থানীয় গাছ ও প্রাণী সংরক্ষিত থাকে।
- এই অঞ্চলটি মানব চলাচল মুক্ত।
২. নিবারক অঞ্চল বা Buffer Zone :
- কেন্দ্র বা কোর অঞ্চল ঘিরে থাকে এই বাফার জোন।
- কোর অঞ্চলকে ব্যাঘাত না ঘটিয়ে বাফার অঞ্চলে সীমিত পর্যটন, মাছ ধরা, পশুপালন প্রভৃতির অনুমতি থাকে।
- এই অঞ্চলটিতে গবেষণা ও শিক্ষামূলক বিভিন্ন কার্যকলাপকে উৎসাহিত করা হয়।
৩. Transition Zone :
- এটি বায়োস্ফিয়ার রিজার্ভের বাইরের অংশ। এটি সহযোগিতার জোন যেখানে মানব উদ্যোগ এবং সংরক্ষণ সমন্বিতভাবে করা হয়।
- এই অঞ্চলটিতে বিভিন্ন অর্থনৈতিক ক্রিয়াকলাপ লক্ষ্য করা যায়।
- এই অঞ্চলে মানব জনবসতি থাকতে পারে।
UNESCO MAB (Man and the Biosphere Programme ) দ্বারা বিশ্বে আন্তর্জাতিক স্তরে স্বীকৃত মোট বায়োস্ফিয়ার রিজার্ভের সংখ্যা হলো ৭০১ টি। এর মধ্যে ভারতের রয়েছে ১২টি ।
UNESCO-র MAB (১৯৭১) দ্বারা স্বীকৃতিযুক্ত ভারতের ১২টি বায়োস্ফিয়ার রিজার্ভ
ক্রম | নাম | স্বীকৃতি | অবস্থান |
---|---|---|---|
১ | নীলগিরি | ২০০০ | তামিলনাডু, কেরল, কর্ণাটক |
২ | মান্নার উপসাগর | ২০০১ | তামিলনাডু |
৩ | সুন্দরবন | ২০০১ | পশ্চিমবঙ্গ |
৪ | নন্দাদেবী | ২০০৪ | উত্তরাখন্ড |
৫ | সিমলিপাল | ২০০৯ | ওড়িশা |
৬ | পাঁচমারি | ২০০৯ | মধ্যপ্রদেশ |
৭ | নোকরেক | ২০০৯ | মেঘালয় |
৮ | আচানাকমার-অমরকন্টক | ২০১২ | মধ্যপ্রদেশ, ছত্তিশগড় |
৯ | গ্রেট নিকবর | ২০১৩ | আন্দামান ও নিকোবর |
১০ | অগস্তমালাই | ২০১৬ | কেরল, তামিলনাডু |
১১ | কাঞ্চনজঙ্ঘা | ২০১৮ | সিকিম |
১২ | পান্না | ২০২০ | মধ্যপ্রদেশ |
ভারত সরকার ভারতে মোট্ ১৮টি বায়োস্ফিয়ার রিজার্ভকে স্বীকৃতি দিয়েছে। এগুলি হলো –
ক্রম | নাম | সাল | অবস্থান |
---|---|---|---|
১ | নীলগিরি | ১৯৮৬ | তামিলনাডু,কেরালা , কর্ণাটক |
২ | নন্দাদেবী | ১৯৮৮ | উত্তরাখন্ড |
৩ | নকরেক | ১৯৮৮ | মেঘালয় |
৪ | মানস | ১৯৮৯ | আসাম |
৫ | সুন্দরবন | ১৯৮৯ | পশ্চিমবঙ্গ |
৬ | মান্নার উপসাগর | ১৯৮৯ | তামিলনাডু |
৭ | গ্রেট নিকোবর | ১৯৮৯ | আন্দামান ও নিকোবর |
৮ | সিমলিপাল | ১৯৯৪ | ওড়িশা |
৯ | ডিব্রু-সাইখোয়া | ১৯৯৭ | আসাম |
১০ | ডিহং-ডিবং | ১৯৯৮ | অরুনাচল প্রদেশ |
১১ | পাঁচমারি | ১৯৯৯ | মধ্যপ্রদেশ |
১২ | কাঞ্চনজঙ্ঘা | ২০০০ | সিকিম |
১৩ | অগস্টামালাই | ২০০১ | কেরালা , তামিলনাডু |
১৪ | আচানাকমার-অমরকন্টক | ২০০৫ | মধ্যপ্রদেশ ও ছত্তিশগড় |
১৫ | বৃহত্তর কচ্ছের রণ | ২০০৮ | গুজরাট |
১৬ | শীতল মরুভূমি (Cold Desert) | ২০০৯ | হিমাচল প্রদেশ ও লাদাখ |
১৭ | সেশচালাম পাহাড় | ২০১০ | অন্ধ্রপ্রদেশ |
১৮ | পান্না | ২০১১ | মধ্যপ্রদেশ |
বায়োস্ফিয়ার রিজার্ভ সম্পর্কিত কিছু প্রশ্ন ও উত্তর
১. পশ্চিমবঙ্গের একমাত্র বায়োস্ফিয়ার রিজার্ভ কোনটি ?
উত্তর : সুন্দরবন।
২. ভারতের প্রাচীনতম বায়োস্ফিয়ার রিজার্ভ কোনটি ?
উত্তর : নীলগিরি যা মূলত পশ্চিমঘাট পর্বতের তামিলনাড়ু, কর্নাটক ও কেরালা অঞ্চলে অবস্থিত।
৩. ভারতের বৃহত্তম বায়োস্ফিয়ার রিজার্ভ কোনটি ?
উত্তর : বৃহত্তর কচ্ছের রণ ( গুজরাট )
৪. ভারতের ক্ষুদ্রতম বায়োস্ফিয়ার রিজার্ভ কোনটি ?
আসামের ডিব্রু-সাইখোয়া
নোটটির PDF ফাইল নিচের ডাউনলোড লিংক থেকে ডাউনলোড করে নাও । ( ভারতের বায়োস্ফিয়ার রিজার্ভ PDF Download )
Download Section
- File Name :
- File Size :
- No. of Pages :
- Format : PDF
- Language : Bengali
- Subject : Geography
আরো দেখে নাও :
ভারতের বিশ্ব ঐতিহ্যবাহী স্থান সমূহ ( PDF )
ভারতের বিখ্যাত মন্দির | Famous Temples of India
ভৌগোলিক ক্ষেত্রে সমমান রেখাসমূহ
To check our latest Posts - Click Here