Geography NotesGeneral Knowledge Notes in Bengali

সেভেন সামিট ও সেভেন ভলক্যানিক সামিট

Seven Summits and Seven Volcanic Summits

সেভেন সামিট ও সেভেন ভলক্যানিক সামিট

প্রিয় পাঠকেরা, আজকে আমরা আলোচনা করবো বিশ্বের সেভেন সামিট ও সেভেন ভলক্যানিক সামিট নিয়ে।

বিশ্বের সাতটি মহাদেশের সাতটি সর্বোচ্চ চূড়াকে সেভেন সামিট বা সাত চূড়া বলা হয়ে থাকে ।

সেভেন সামিট তালিকা

ক্রমঃমহাদেশসর্বোচ্চ চূড়াউচ্চতা
এশিয়ামাউন্ট এভারেস্ট৮৮৪৮ মিটার
দক্ষিণ আমেরিকাঅ্যাকঙ্কগুয়া৬৯৬১ মিটার
উত্তর আমেরিকামাউন্ট ডেনালি৬১৯৪ মিটার
আফ্রিকামাউন্ট কিলিমাঞ্জারো৫৮৯৫ মিটার
ইউরোপমাউন্ট এলব্রুস৫৬৪২ মিটার
দক্ষিণ মেরুভিনসন ম্যাসিফ৪৮৯২ মিটার
ওসিয়ানিয়াপুনকাক জায়া৪৮৮৪ মিটার
সেভেন সামিট

সাতটি মহাদেশের সাতটি সর্বোচ্চ আগ্নেয়গিরিকে একত্রে বলা হয় সেভেন ভলক্যানিক সামিট

সেভেন ভলক্যানিক সামিট তালিকা

ক্রমঃমহাদেশসর্বোচ্চ আগ্নেয়গিরিউচ্চতা
দক্ষিণ আমেরিকাওহোস দেল সালাদো৬৮৯৩ মিটার
আফ্রিকামাউন্ট কিলিমাঞ্জারো৫৮৯৫ মিটার
ইউরোপমাউন্ট এলব্রুস৫৬৪২ মিটার
উত্তর আমেরিকাপিকো দে ওরিজাবা৫৬৩৬ মিটার
এশিয়ামাউন্ট দামাভান্দ৫৬১০ মিটার
ওসিয়ানিয়ামাউন্ট গিলয়ুয়ে৪৩৬৮ মিটার
আন্টার্কটিকামাউন্ট সিডলি৪২৮৫ মিটার
সেভেন ভলক্যানিক সামিট

সত্যরূপ সিদ্ধান্ত

বিশ্বের কনিষ্ঠতম পর্বতারোহী হিসেবে সপ্ত শৃঙ্গ ও সপ্ত আগ্নেয়গিরি জয় করার বিশ্ব রেকর্ড রয়েছে ভারতের বিখ্যাত পর্বতারোহী সত্যরূপ সিদ্ধান্তের।

২০১৭-র ১৫ ডিসেম্বরের মধ্যে পৃথিবীর সাতটি মহাদেশের উচ্চতম সাতটি শৃঙ্গ জয় করেন সত্যরূপ।

২০১৯ সালের ১৬ই জানুয়ারির সকালে তিনি পৃথিবীর সাতটি মহাদেশের উচ্চতম আগ্নেয়গিরি জয় করেন।

আরও দেখে নাও :

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button