NotesGeneral Knowledge Notes in Bengali

ভারতের বিখ্যাত মিউজিয়াম তালিকা ( PDF ) – জাদুঘর তালিকা

List of Important Museums in India in Bengali

ভারতের বিখ্যাত মিউজিয়াম তালিকা – জাদুঘর তালিকা

আজকে আমাদের আলোচ্য বিষয় ভারতের বিখ্যাত মিউজিয়াম তালিকা / ভারতের গুরুত্বপূর্ণ মিউজিয়াম তালিকা / ভারতের বিখ্যাত জাদুঘর তালিকা কোন রাজ্যে কোন জাদুঘর অবস্থিত তার তালিকা দেওয়া রইলো ।

মিউজিয়াম, জাদুঘর বা সংগ্রহালয় বলতে বোঝায় এমন একটি ভবন বা প্রতিষ্ঠান যেখানে পুরাতাত্ত্বিক নিদর্শনসমূহের সংগ্রহ সংরক্ষিত থাকে| ভারতের বিচ্ছিন্ন রাজ্যে রয়েছে বিভিন্ন মিউজিয়াম। ভারতের কিছু বিখ্যাত মিউজিয়াম-এর লিস্ট বাংলা কুইজের পক্ষ থেকে নিচে দেওয়া রইলো।

ভারতের গুরুত্বপূর্ণ মিউজিয়াম তালিকা

নংমিউজিয়ামঅবস্থান
গুরুসদয় সংগ্রহশালাকলকাতা
আশুতােষ মিউজিয়ামকলকাতা
গভমেন্ট মিউজিয়ামব্যাঙ্গালুরু
প্রতাপ সিং মিউজিয়ামশ্রীনগর
প্রিন্স অব ওয়েলস্ মিউজিয়ামমুম্বাই
সারনাথ মিউজিয়ামউত্তরপ্রদেশ
বরােদা মিউজিয়ামবরােদা
ভিক্টোরিয়া হল মিউজিয়ামউদয়পুর
ইণ্ডিয়ান মিউজিয়ামকলকাতা
১০আর্কিওলজিক্যাল মিউজিয়ামশ্রীরঙ্গপত্তনম
১১ন্যাশনাল আর্কাইভনতুন দিল্লি
১২প্যালেস কালেকশন মিউজিয়ামহায়দ্রাবাদ
১৩এলবার্ট মিউজিয়ামজয়পুর
১৪ফরেস্ট মিউজিয়ামদেরাদুন
১৫টিপু সুলতান মিউজিয়ামশ্রীরঙ্গপত্তনম
১৬কারজন মিউজিয়ামমথুরা
১৭ন্যাশনাল আর্ট গ্যালারীদিল্লি
১৮বঙ্গীয় সাহিত্য পরিষদ মিউজিয়ামকলকাতা
১৯নালন্দা মিউজিয়ামবিহার
২০সালারজংগ মিউজিয়ামহায়দ্রাবাদ
২১আর্কিওলজিক্যাল মিউজিয়ামগােয়ালিওর
২২মিউনিসিপ্যাল মিউজিয়ামআহমেদাবাদ
২৩ভিক্টোরিয়া অ্যান্ড আলবার্ট মিউজিয়ামমুম্বাই
১৪সেন্ট্রাল মিউজিয়ামনাগপুর
List of museums in India

এই নোটটির PDF ফাইল নিচের ডাউনলোড লিংক থেকে ডাউনলোড করে নাও ।

Download Section

  • File Name : ভারতের কিছু বিখ্যাত মিউজিয়াম
  • File Size : 1 MB
  • No. of Pages : 02
  • Format : PDF
  • No. of Pages :

এরকম আরো কিছু নোটস :

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button