সাহিত্যGeneral Knowledge Notes in Bengali

বাংলা উপন্যাস ও তার রচয়িতা তালিকা – PDF

List of famous Bengali Novels and their Writers

বাংলা উপন্যাস ও তার রচয়িতা তালিকা

আজকে আমাদের আলোচ্য বিষয় বিখ্যাত বাংলা উপন্যাস ও তার রচয়িতা তালিকাকোন বিখ্যাত উপন্যাস কার লেখা তার একটি সুন্দর তালিকা দেওয়া রইলো। বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলিতে মাঝে মধ্যেই কোনো একটি উপন্যাসের নাম তুলে জানতে চাওয়া হয় সেই উপন্যাসটি কার লেখা। আবার অনেক ক্ষেত্রে কয়েকটি উপন্যাসের নাম দিয়ে জানতে চাওয়া হয় সেগুলোর মধ্যে কোনো এক সাহিত্যিকের লেখা উপন্যাস কোনটি। এই তালিকাটি মনে রাখলে সহজেই সেই সমস্ত প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব। তবে যেহেতু বাংলা সাহিত্যে উপন্যাসের সংখ্যা অসীম, তাই আমরা শুধুমাত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ উপন্যাসগুলির তথ্য তুলে ধরলাম।

বিভিন্ন সাহিত্যিকের রচিত উপন্যাস তালিকা

নংউপন্যাসরচয়িতা
 ১সুবর্ণলতাআশাপূর্ণা দেবী
 ২প্রথম প্রতিশ্রুতিআশাপূর্ণা দেবী
 ৩বকুলকথাআশাপূর্ণা দেবী
 ৪মৃত্যুক্ষুধাকাজী নজরুল ইসলাম
 ৫বাঁধন হারাকাজী নজরুল ইসলাম
 ৬কুহেলিকাকাজী নজরুল ইসলাম
 ৭হুতুম প্যাঁচার নকশাকালীপ্রসন্ন সিংহ
 ৮ব্রহ্মরাক্ষসজয় গোস্বামী
 ৯সাঁঝবাতির রূপকথারাজয় গোস্বামী
 ১০হৃদয়ে প্রেমের শীর্ষজয় গোস্বামী
 ১১মনোরমের উপন্যাসজয় গোস্বামী
 ১২সেইসব শেয়ালেরাজয় গোস্বামী
 ১৩সুড়ঙ্গ ও প্রতিরক্ষাজয় গোস্বামী
 ১৪রৌদ্রছায়ার সংকলনজয় গোস্বামী
 ১৫সংশোধন বা কাটাকুটিজয় গোস্বামী
 ১৬কারুবাসনাজীবনানন্দ দাশ
 ১৭মাল্যবানজীবনানন্দ দাশ
 ১৮সতীর্থজীবনানন্দ দাশ
 ১৯আরোগ্য নিকেতনতারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
 ২০গণদেবতাতারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
 ২১কীর্তিহাটের কর্তাতারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
 ২২নিশিপদ্মতারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
 ২৩চৈতালি ঘূর্ণিতারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
 ২৪পাষাণপুরীতারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
 ২৫প্রেম ও প্রয়োজনতারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
 ২৬আগুনতারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
 ২৭ধাত্রীদেবতাতারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
 ২৮উপনিবেশনারায়ণ গঙ্গোপাধ্যায়
 ২৯সম্রাট ও শ্রেষ্ঠীনারায়ণ গঙ্গোপাধ্যায়
 ৩০মন্দ্রামুখরনারায়ণ গঙ্গোপাধ্যায়
 ৩১মহানন্দানারায়ণ গঙ্গোপাধ্যায়
 ৩২স্বর্ণসীতানারায়ণ গঙ্গোপাধ্যায়
 ৩৩মেমসাহেবনিমাই ভট্টাচার্য
 ৩৪আলালের ঘরের দুলালপ্যারীচাঁদ মিত্র
 ৩৫নোনা জল মিঠে মাটিপ্রফুল্ল রায়
 ৩৬কেয়াপাতার নৌকাপ্রফুল্ল রায়
 ৩৭ক্রান্তিকালপ্রফুল্ল রায়
 ৩৮আগামীকালপ্রেমেন্দ্র মিত্র
 ৩৯কুয়াশাপ্রেমেন্দ্র মিত্র
 ৪০পাঁকপ্রেমেন্দ্র মিত্র
 ৪১মিছিলপ্রেমেন্দ্র মিত্র
 ৪২আগামীকালপ্রেমেন্দ্র মিত্র
 ৪৩প্রতিশোধপ্রেমেন্দ্র মিত্র
 ৪৪পথ ভুলেপ্রেমেন্দ্র মিত্র
 ৪৫উপনয়নপ্রেমেন্দ্র মিত্র
 ৪৬ভাগীরথী বহে ধীরেফাল্গুনী মুখোপাধ্যায়
 ৪৭শাপমোচনফাল্গুনী মুখোপাধ্যায়
 ৪৮আকাশ বনানী জাগেফাল্গুনী মুখোপাধ্যায়
 ৪৯আশার ছলনে ভুলিফাল্গুনী মুখোপাধ্যায়
 ৫০বহ্নিকন্যাফাল্গুনী মুখোপাধ্যায়
 ৫১মন ও ময়ূরীফাল্গুনী মুখোপাধ্যায়
 ৫২জলে জাগে ঢেউফাল্গুনী মুখোপাধ্যায়
 ৫৩চরণ দিলাম রাঙায়েফাল্গুনী মুখোপাধ্যায়
 ৫৪দুর্গেশনন্দিনীবঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
 ৫৫কপালকুণ্ডলাবঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
 ৫৬মৃণালিনীবঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
 ৫৭বিষবৃক্ষবঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
 ৫৮কৃষ্ণকান্তের উইলবঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
 ৫৯রাজসিংহবঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
 ৬০আনন্দমঠবঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
 ৬১দেবী চৌধুরানীবঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
 ৬২রাধারানীবঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
 ৬৩ইছামতিবিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
 ৬৪চাঁদের পাহাড়বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
 ৬৫পথের পাঁচালীবিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
 ৬৬বিপিনের সংসারবিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
 ৬৭অপরাজিতবিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
 ৬৮আরণ্যকবিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
 ৬৯আদর্শ হিন্দু হোটেলবিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
 ৭০অশনি সংকেতবিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
 ৭১নিম ফুলের গন্ধবিমল কর
 ৭২মল্লিকাবিমল কর
 ৭৩সান্নিধ্যবিমল কর
 ৭৪গুলমোহরবিমল মিত্র
 ৭৫সাহেব বিবি গোলামবিমল মিত্র
 ৭৬তিথিডোরবুদ্ধদেব বসু
 ৭৭ছোটবাবুমতি নন্দী
 ৭৮সাদা খামমতি নন্দী
 ৭৯অরণ্যের অধিকারমহাশ্বেতা দেবী
 ৮০হাজার চুরাশির মামহাশ্বেতা দেবী
 ৮১আরোগ্যমানিক বন্দ্যোপাধ্যায়
 ৮২জননীমানিক বন্দ্যোপাধ্যায়
 ৮৩দিবারাত্রির কাব্যমানিক বন্দ্যোপাধ্যায়
 ৮৪পদ্মানদীর মাঝিমানিক বন্দ্যোপাধ্যায়
 ৮৫চোখের বালিরবীন্দ্রনাথ ঠাকুর
 ৮৬বৌ-ঠাকুরাণীর হাটরবীন্দ্রনাথ ঠাকুর
 ৮৭রাজর্ষিরবীন্দ্রনাথ ঠাকুর
 ৮৮নৌকাডুবিরবীন্দ্রনাথ ঠাকুর
 ৮৯ঘরে বাইরেরবীন্দ্রনাথ ঠাকুর
 ৯০চতুরঙ্গরবীন্দ্রনাথ ঠাকুর
 ৯১যোগাযোগরবীন্দ্রনাথ ঠাকুর
 ৯২মালঞ্চরবীন্দ্রনাথ ঠাকুর
 ৯৩চার অধ্যায়রবীন্দ্রনাথ ঠাকুর
 ৯৪শেষের কবিতারবীন্দ্রনাথ ঠাকুর
 ৯৫দুই বোনরবীন্দ্রনাথ ঠাকুর
 ৯৬প্রজাপতির নির্বন্ধরবীন্দ্রনাথ ঠাকুর
 ৯৭গোরারবীন্দ্রনাথ ঠাকুর
 ৯৮গোরারবীন্দ্রনাথ ঠাকুর
 ৯৯ঘরে বাইরেরবীন্দ্রনাথ ঠাকুর
 ১০০চোখের বালিরবীন্দ্রনাথ ঠাকুর
 ১০১লোটাকম্বলসঞ্জীব চট্টোপাধ্যায়
 ১০২একক প্রদর্শনীসন্দীপন চট্টোপাধ্যায়
 ১০৩কামনা বাসনাসমরেশ বসু
 ১০৪প্রাণ প্রতিমাসমরেশ বসু
১০৫দেখি নাই ফিরে সমরেশ বসু
১০৬গঙ্গা সমরেশ বসু
১০৭যুগ যুগ জীয়ে সমরেশ বসু
১০৮শাম্ব সমরেশ বসু
১০৯নয়নপুরের মাটি সমরেশ বসু
১১০বাঘিনী সমরেশ বসু
১১১চলো মন রুপনগরে সমরেশ বসু
 ১১২অরণ্যের দিনরাত্রিসুনীল গঙ্গোপাধ্যায়
 ১১৩পূর্ব-পশ্চিমসুনীল গঙ্গোপাধ্যায়
 ১১৪প্রথম আলোসুনীল গঙ্গোপাধ্যায়
১১৫সেই সময় সুনীল গঙ্গোপাধ্যায়
১১৬একা এবং কয়েকজন সুনীল গঙ্গোপাধ্যায়
১১৭অর্ধেক জীবন সুনীল গঙ্গোপাধ্যায়
১১৮ছবির দেশে কবিতার দেশে সুনীল গঙ্গোপাধ্যায়
 ১১৯অলীক মানুষসৈয়দ মুস্তাফা সিরাজ
১২০নীলঘরের নটী সৈয়দ মুস্তাফা সিরাজ
১২১পিঞ্জর সোহাগিনী সৈয়দ মুস্তাফা সিরাজ
১২২কিংবদন্তির নায়ক সৈয়দ মুস্তাফা সিরাজ
১২৩হিজলকন্যা সৈয়দ মুস্তাফা সিরাজ
 ১২৪বেনের মেয়েহরপ্রসাদ শাস্ত্রী
১২৫কাঞ্চনমালা হরপ্রসাদ শাস্ত্রী
১২৬কালবৈশাখীহেমেন্দ্রকুমার রায়
১২৭বড়দিদিশরৎচন্দ্র চট্টোপাধ্যায়
১২৮পল্লীসমাজশরৎচন্দ্র চট্টোপাধ্যায়
১২৯দেবদাসশরৎচন্দ্র চট্টোপাধ্যায়
১৩০চরিত্রহীনশরৎচন্দ্র চট্টোপাধ্যায়
১৩১শ্রীকান্তশরৎচন্দ্র চট্টোপাধ্যায়
১৩২দত্তাশরৎচন্দ্র চট্টোপাধ্যায়
১৩৩গৃহদাহ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
১৩৪পথের দাবী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
১৩৫পরিণীতা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
১৩৬শেষ প্রশ্ন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
বিখ্যাত উপন্যাস ও তার রচয়িতা তালিকা

অতিরিক্ত তথ্য

  • নিমাই ভট্টাচার্যের মেমসাহেব গ্রন্থ অবলম্বনে ১৯৭২ সালে একই নামে একটি চলচ্চিত্র নির্মিত হয়। এতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন উত্তম কুমার এবং অপর্ণা সেন।
  • প্যারীচাঁদ মিত্রের আলালের ঘরের দুলাল তার শ্রেষ্ঠ এবং বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস। ১৮৫৭ খ্রি. প্রকাশিত এই উপন্যাসটির অন্যতম প্রধান চরিত্র ঠকচাচা । উল্লেখ্য যে এখানে তিনি যে কথ্য ভাষা ব্যবহার করেছিলেন তা আলালী ভাষা নামে পরিচিতি লাভ করেছে। এই গ্রন্থটি ইংরেজিতেও অনুবাদ করা হয়েছিল The spoiled child নামে।

কিছু প্রশ্ন ও উত্তর

কত খ্রিস্টাব্দে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় “আনন্দ মঠ” উপন্যাসটি লিখেছিলেন ?

১৮৮২ খ্রিস্টাব্দে ।

কোন ঘটনার পশ্চাৎপটে রবীন্দ্রনাথ তাঁর “গোরা” উপন্যাসটি রচনা করেন ?

বঙ্গভঙ্গ

ব্রিটিশ শাসনাধীন ভারতবর্ষের প্রশাসন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কোন উপন্যাসকে নিষিদ্ধ ঘোষণা করেছিল?

পথের দাবী

প্রখ্যাত বাংলা উপন্যাস ‘প্রথম প্রতিশ্রুতি’ কার লেখা?

আশাপূর্ণা দেবী

“সেই সময়” উপন্যাসটি কার লেখা ?  

সুনীল গঙ্গোপাধ্যায়

আরও দেখে নাও :

বাংলার বিভিন্ন মনীষীগণের জন্মস্থান তালিকা – PDF

১৫০টি বাংলা সাহিত্যের প্রশ্ন ও উত্তর – PDF Download

বাংলা সাহিত্যের লেখক ও কবিদের উপাধি তালিকা – PDF

Download Section

  • File Name : বাংলা উপন্যাস ও তার রচয়িতা তালিকা -PDF – বাংলা কুইজ
  • File Size : 1.7 MB
  • No. of Pages : 07
  • Format : PDF
  • Language : Bengali
  • Subject : Bengali Literature

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button