Geography NotesNotes

পশ্চিমবঙ্গের তাপবিদ্যুৎ জলবিদ্যুৎ সৌরবিদ্যুৎ বায়ুবিদ্যুৎ কেন্দ্র তালিকা

Different Power Plants of West Bengal

পশ্চিমবঙ্গের তাপবিদ্যুৎ জলবিদ্যুৎ সৌরবিদ্যুৎ বায়ুবিদ্যুৎ কেন্দ্র তালিকা

পশ্চিমবঙ্গের তাপবিদ্যুৎ জলবিদ্যুৎ সৌরবিদ্যুৎ বায়ুবিদ্যুৎ কেন্দ্র তালিকা দেওয়া রইলো।

পশ্চিমবঙ্গের তাপবিদ্যুৎ কেন্দ্র তালিকা

পশ্চিমবঙ্গের উল্লেখযোগ্য তাপবিদ্যুৎ কেন্দ্র তালিকা নিচে দেওয়া রইলো।

তাপবিদ্যুৎ কেন্দ্রঅপারেটরঅবস্থান
দুর্গাপুরDVCপশ্চিম বর্ধমান
মেইজাDVCবাঁকুড়া
ব্যান্ডেলWBPDCLহুগলি
সাঁওতালডিহিWBPDCLপুরুলিয়া
টিটাগড়CESCউত্তর ২৪ পরগনা
কোলাঘাটWBPDCLপূর্ব মেদিনীপুর
সাগরদীঘিWBPDCLমুর্শিদাবাদ
বক্রেশ্বরWBPDCLবীরভূম
ফারাক্কাNTPCমুর্শিদাবাদ
নতুন কাশিপুরCESCকলকাতা
বজবজCESCদক্ষিণ ২৪ পরগনা
রঘুনাথপুর DVC পুরুলিয়া
পশ্চিমবঙ্গের তাপবিদ্যুৎ কেন্দ্র তালিকা

পশ্চিমবঙ্গের জলবিদ্যুৎ কেন্দ্র তালিকা

পশ্চিমবঙ্গের উল্লেখযোগ্য জলবিদ্যুৎ কেন্দ্র তালিকা নিচে দেওয়া রইলো।

জলবিদ্যুৎ কেন্দ্রঅপারেটরঅবস্থান
রাম্মামNHPCদার্জিলিং
সিদ্রাপংWBSEBদার্জিলিং
তিস্তাNHPCদার্জিলিং
পাঞ্চেতDVCপুরুলিয়া
মাইথনDVCপশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ড
জলঢাকাদার্জিলিং
ম্যাসাঞ্জোর পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ড
পশ্চিমবঙ্গের জলবিদ্যুৎ কেন্দ্র তালিকা

উল্লেখযোগ্য যে ভারতের প্রাচীনতম জলবিদ্যুৎ কেন্দ্র সিদ্রাপং পশ্চিমবঙ্গে অবস্থিত। ১৮৯৭ সালের ১০ই নভেম্বর এই জলবিদ্যুৎ কেন্দ্র প্রতিষ্ঠিত হয়।

পশ্চিমবঙ্গের বায়ুবিদ্যুৎ কেন্দ্র তালিকা

পশ্চিমবঙ্গের উল্লেখযোগ্য বায়ু বিদ্যুৎ কেন্দ্র তালিকা নিচে দেওয়া রইলো।

বায়ুবিদ্যুৎ কেন্দ্রঅবস্থান
সাগরদ্বীপদক্ষিণ ২৪ পরগনা
দাদনপত্রপূর্ব মেদিনীপুর
পশ্চিমবঙ্গের বায়ুবিদ্যুৎ কেন্দ্র তালিকা

পশ্চিমবঙ্গের সৌরবিদ্যুৎ কেন্দ্র তালিকা

পশ্চিমবঙ্গের উল্লেখযোগ্য সৌরবিদ্যুৎ কেন্দ্র তালিকা নিচে দেওয়া রইলো।

সৌরবিদ্যুৎ কেন্দ্রঅবস্থান
খাতড়াবাঁকুড়া
মৌসুনিদক্ষিণ ২৪ পরগনা
সাগরদ্বীপ দক্ষিণ ২৪ পরগনা
পাথরপ্রতিমা দক্ষিণ ২৪ পরগনা
পশ্চিমবঙ্গের উল্লেখযোগ্য সৌরবিদ্যুৎ কেন্দ্র তালিকা

এরকম আরও কিছু পোস্ট :

Download Section

  • File Name :
  • File Size :
  • No. of Pages : 03
  • Language : Bengali
  • Subject : West Bengal Geography

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button